Murshidabad : গাড়িতে ওঠার সময় পিছন থেকে আসা ট্রাকের ধাক্কা যাত্রীদের, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মুর্শিদাবাদে মৃত ৪
ছোট গাড়িতে যাত্রীরা ওঠার সময় হঠাৎই পিছন থেকে একটি ট্রাক এসে ওই গাড়িটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকসহ ৪ ব্যক্তির।
রাজীব চৌধুরি, নবগ্রাম (মুর্শিদাবাদ) : মর্মান্তিক পথ দুর্ঘটনা পুনিয়াতে। ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ ব্যক্তির। আজ সকালে নবগ্রাম থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পুনিয়াতে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলেন যাত্রীরা। একটি ছোট গাড়ি এসে দাঁড়ালে তাতে যাত্রীরা ওঠার সময় হঠাৎই পিছন থেকে একটি ট্রাক এসে ওই গাড়িটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকসহ ৪ ব্যক্তির।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে যাত্রী তোলার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল ছোট গাড়িটি। তখনই পিছন থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে ওই গাড়িটাতে ধাক্কা মারে এবং পিষে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় ছোট গাড়ির চালকসহ ৪ জনের। এরপরই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকাবাসীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তিদের দেহ সরিয়ে নিয়ে তদন্তের আশ্বাস দিলে তবে অবরোধ ওঠে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর এলাকায় গিয়েছিলেন তৃণমূলের বিধায়ক কানাই মন্ডল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। তিনিও দুর্ঘটনার তদন্ত হওয়ার আশ্বাস দিয়েছেন এলাকাবাসীদের।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে ট্রাক-ডাম্পারের মতো মতো গাড়ির বেপরোয়া গতিতে ছোটার জেরে একাধিক দুর্ঘটনা ঘটে চলেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ তাদের। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রেখে যে দাবিও জানান তারা। পুলিশের পক্ষ থেকে তাদের ফের একবার বোঝানো হয় এবং আশ্বাস দেওয়া হয় এই ঘটনার তদন্তের পাশাপাশি গোটা পরিস্থিতি যাতে দ্রুত আয়ত্ত্বে আসে সেটা নিশ্চিত করার দিকটা তারা দেখবেন জানিয়ে।
কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগণায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৮ জনের মৃত্যু হয়েছিল। গোটা রাজ্যজুড়েই পথ দুর্ঘটনার বলির সংখ্যা এই বিধিনিষেধের কালেও যথেষ্ট। এদিকে, দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে কদিন আগেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে কয়েক কিলোমিটার অন্তর ট্রাফিক গার্ড তৈরি করার ভাবনা জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেট।