এক্সপ্লোর
Advertisement
মুর্শিদাবাদে ধৃত আল-কায়দা সন্দেহভাজন আবু সুফিয়ানের বাড়িতে মিলল সুড়ঙ্গ, উদ্ধার বোমা
আল-কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের ম্যারাথন জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের আবু সুফিয়ানের বাড়িতে পাওয়া গেল সুড়ঙ্গের হদিশ! উদ্ধার হল বোমা, খবর সূত্রের।
মুর্শিদাবাদ: আল-কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের ম্যারাথন জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের আবু সুফিয়ানের বাড়িতে পাওয়া গেল সুড়ঙ্গের হদিশ! উদ্ধার হল বোমা, খবর সূত্রের।
গতকাল মুর্শিদাবাদে আল-কায়দা যোগ সন্দেহে গ্রেফতার করা হয় ৬ জনকে। সূত্রের খবর, এনআইএ যে তার হদিশ পেয়েছে তা আঁচ করে পালানোর ছক কষে মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা আবু সুফিয়ান মোল্লা। কয়েকজনকে ফোনও করেছিল সে। কাদের ফোন করেছিল ওই জঙ্গি, খতিয়ে দেখছে এনআইএ।
আজ ধৃতদের ম্যারাথন জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদে আবু সুফিয়ানের বাড়িতে মিলেছে একটি সুড়ঙ্গের হদিশ। সুড়ঙ্গ থেকে উদ্ধার বোমা। এনআইএ-র গোয়েন্দাদের অনুমান, ‘বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র মজুতের জন্যই তৈরি করা হয়েছিল ওই টানেল’। অল্প কিছুদিন আগেই এই সুড়ঙ্গ বানানো হয়েছিল বলে জানা যাচ্ছে।
জেরা উঠে এসেছে, ধৃতরা নিজেদের মধ্যে যোগাযোগ করত হোয়াটস অ্যাপে। এর জন্য নিজেদের মধ্যে হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করেছিল তারা। গ্রুপের নাম রাখা হয়েছিল গজবাওয়া এ তুল হিন্দ।
পাশাপাশি, ডোমকল থেকে ধৃত নাজমুস শাকিবের মোবাইল ফোনে মিলেছে কাশ্মীরের কয়েকজনের নম্বর। কী উদ্দেশ্যে এদের সঙ্গে যোগাযোগ রাখত কম্পিউটার সায়েন্সের ওই ছাত্র তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, এনআইএ ছাড়াও ধৃত জঙ্গিদের জেরা করবে বেঙ্গল এসটিএফ।
অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাতের কলকাতায় পুলিশের নাকা তল্লাশি। ৬টি জায়গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গড়িয়াহাট, ওয়াটগঞ্জ ছাড়া আরও চার জায়গা থেকে অস্ত্র সহ গ্রেফতার ৬। বাজেয়াপ্ত বেশ কয়েকটি গাড়িও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement