রঞ্জিত সাউ, কলকাতা: শহরের উঠতি মডেলকে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার হবু স্বামী। চলতি মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। অভিযোগ, তার আগেই হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে কলকাতার নামী হোটেলের বার ম্যানেজার অভিজিত্‍ সর্দারের (Abhijit Sardar) বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়লে, জোর করে গর্ভপাত (Abortion) করানো হয় বলেও অভিযোগ। সোমবার সোনারপুর থানায় (Sonarpur Police Station) অভিযোগ দায়ের হয়। গতকাল বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রেমিককে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।


চলতি মাসেই চার হাত এক হওয়ার কথা ছিল। তার আগেই হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাঁকে জোর করে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গল্ফগ্রিন (Golfgreen) এলাকার বাসিন্দা পেশায় মডেল (Professional Model) ওই মহিলার সঙ্গে বছর দেড়েক আগে সোশাল মিডিয়ায় (Social Media) আলাপ হয় কলকাতার নামী হোটেলের বার ম্যানেজারের অভিজিত্‍ সর্দারের। ঘনিষ্ঠতা বাড়লে দুই পরিবারের সম্মতিতে আগামী ২৯ নভেম্বর বিয়ের দিন ঠিক হয়।


কিন্তু দাম্পত্যের পথে হাঁটার আগেই ছন্দপতন। নিগৃহীতা অভিযোগ করেন, ৩ অগাস্ট সোনারপুরের (Sonarpur) ঘাসিয়াড়ায় নিজের বাড়িতে ডেকে নিয়ে তাঁকে ধর্ষণ করেন অভিজিৎ। অভিযোগ, মাসদুয়েক পর মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের ব্যাপারে বেঁকে বসেন হবু বর। গর্ভপাত করানোর জন্য তাঁকে লাগাতার চাপ দিতে থাকেন তিনি। এমনকী হবু স্বামী তাঁকে খুনের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ নিগৃহীতার। গত ১৫ নভেম্বর অভিজিৎ সর্দারের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। অভিযোগকারিণীর দাবি, “গতমাসেই নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন অভিজিৎ সর্দার। জোর করে বাগুইআটির একটি হাসপাতালে নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয়।’’


আরও পড়ুন: West Midnapore: ''আমার ভালবাসার দাম দাও'', বর্ধমানে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় যুবক