এক্সপ্লোর
রোল নম্বর ভুল লেখায় 'বেধড়ক মার' শিক্ষিকার, কানে গুরুতর চোট খুদে পড়ুয়ার
কলকাতা: রোল নম্বর ভুল লেখায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের দাবি, স্কুলের অঙ্কের শিক্ষিকা পিউশ মালাকার বেধড়ক মারধর করায় কানে আঘাত পায় ওই ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে দমদমের সেন্ট স্টিফেন্স স্কুলে উত্তেজনা। দমদম থানায় অভিযোগ দায়ের পরিবারের। অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করল স্কুল কর্তৃপক্ষ।
অন্যদিকে, বর্ধমানেও এ ধরনেরই একটি ঘটনা সামনে এসেছে। স্কুলে দুষ্টমি করার শাস্তি হিসেবে প্রথম শ্রেণির ছাত্রকে বিভিন্ন ক্লাসে নিয়ে গিয়ে স্কেল দিয়ে মারার অভিযোগ ক্লাসটিচারের বিরুদ্ধে। বর্ধমানের কাটোয়ার সেন্ট জোসেফ স্কুলের ঘটনা। অভিযোগ, গতকাল ক্লাসে দুষ্টুমি করায় প্রথম শ্রেণির পড়ুয়ার নামে ক্লাসটিচার পিয়ালি মোদকের কাছে নালিশ করে তার সহপাঠী। ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষিকা বিভিন্ন ক্লাসে ছাত্রকে নিয়ে গিয়ে তাকে স্কেল দিয়ে মারেন বলে অভিযোগ। পরিবারের দাবি, ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement