কলকাতা: যে শিক্ষক নিয়োগ নিয়ে এত কাণ্ড, সেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে গরহাজির ১৯০০ প্রার্থী, এমনটাই জানাল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই টালবাহানার মধ্যে চলছে। আইনি জটিলতায় আটকে ছিল স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।


এরপর সমস্যা মিটিয়ে হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার জন্য ফের ইন্টারভিউ প্রক্রিয়া নেয়। কমিশন সূত্রে খবর ইন্টারভিউ প্রক্রিয়াতে ১৫ হাজার ৪৩৬ জনকে ডাকা হলেও প্রায় ১৯০০ জন অনুপস্থিত ছিল প্রক্রিয়ায়। আবার অনেকর কাছে প্রয়োজনীয় তথ্য না থাকার জন্য ইন্টারভিউ বোর্ডেই বাতিল করে দেওয়া হয়েছে তাঁদের, এমনটাও জানা গেছে। 


সূত্রের খবর, এসএসসি নিয়োগের এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার জন্য ধৈর্য ধরে রাখা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। এখন যা পরিস্থিতি সেখানে উচ্চ প্রাথমিক নিয়োগ হলেও বেশ কিছু শূন্যপদ থেকে যাওয়ার ইঙ্গিত রয়েছে। কমিশনের আধিকারিকদের তরফে অবশ্য জানান হয়েছে যে এদের মধ্যে বেশিরভাগই অধ্যাপক, নবম-দশম, একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন। আবার কেউ কেউ ডব্লিউবিসিএস এর চাকরি পেয়ে চলে গিয়েছেন। তার জন্যই এত সংখ্যক চাকরিপ্রার্থী অনুপস্থিত থেকে গেছে বলেই মনে করা হচ্ছে।


এদিকে, নিয়োগের দাবিতে অবস্থানে বসতে গিয়ে গ্রেফতার ৫০ জন চাকরিপ্রার্থী। মঙ্গলবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এসএসসি-র চাকরিপ্রার্থীরা অবস্থানে সামিল হতে যান।  তড়িঘড়ি পুলিশ তাঁদের আটক করে প্রথমে থানায় নিয়ে যায়।  পরে গ্রেফতার করা হয় ৫০ জনকে।  উচ্চমাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকরাও  বিকাশ ভবনে ঢুকতে গিয়ে বাধা পান।  পরে তাঁরা স্মারকলিপি দিয়ে চলে আসেন


চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬-য় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হয়েছেন। মেধা তালিকায় তাঁদের নাম রয়েছে।  কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কয়েকদিন আগেই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। তাঁদের দাবি খতিয়ে দেখা হচ্ছে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI