![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal Bandh Today: তারে কলাপাতা থেকে লাইনে গুঁড়ি, দিকে দিকে রেল অবরোধ ধর্মঘটীদের
West Bengal Bandh News Updates: সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মঘটীদের বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচির চিত্র ধরা পড়েছে। কোথাও উর্দিধারীদের সঙ্গে বচসা, তো কোথাও বাদানুবাদ হয়েছে
![West Bengal Bandh Today: তারে কলাপাতা থেকে লাইনে গুঁড়ি, দিকে দিকে রেল অবরোধ ধর্মঘটীদের West Bengal Bandh News Left Front Strike Protesters Block Railways Many Trains Stopped West Bengal Bandh Today: তারে কলাপাতা থেকে লাইনে গুঁড়ি, দিকে দিকে রেল অবরোধ ধর্মঘটীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/12/5dc6f3c06bfd51eef82398bc893923b7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আজ ১২ ঘণ্টার ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ধর্মঘট ঠেকাতে তত্পর প্রশাসন।গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নজরদারি।
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মঘটীদের বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচির চিত্র ধরা পড়েছে। কোথাও উর্দিধারীদের সঙ্গে বচসা, তো কোথাও বাদানুবাদ হয়েছে। আবার কোথাও ট্রেন-বাস আটকে অবরোধ করা হয়েছে।
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে যাদবপুর স্টেশনে প্রতীকী রেল অবরোধ। আটকে পড়ে হাসনাবাদ ও সোনারপুর লোকাল। মিনিট পঁচিশ পর অবরোধ উঠে যায়।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে স্টেশনে রেল অবরোধ করেন ধর্মঘটীরা। আটকে পড়ে মালগাড়ি।
হুগলির পাণ্ডুয়া স্টেশনে রেল অবরোধ। পাণ্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেনের নেতৃত্বে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা।
বর্ধমানে আইটিআই-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাওয়ার পথে, বামেদের ধর্মঘটে পাণ্ডুয়া স্টেশনে আটকে পড়েন কলেজছাত্রী। রেল অবরোধ তুলে নিতে অনুরোধ জানান তিনি। শেষে স্টেশন চত্বরে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন তিনি।
শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে হটর ও ধামুয়া স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ধর্মঘটীরা। পাশাপাশি, পতাকা নিয়ে রেললাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ চলে অবরোধ।
শিয়ালদা দক্ষিণের বজবজ শাখার নুঙ্গি স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা।
শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ধর্মঘটীরা। এর ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন।
কামারহাটি থেকে মিছিল করে এসে বেলঘরিয়া স্টেশন অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠে যায়। বারাসাত স্টেশনে রেল অবরোধ করেন ধর্মঘটীরা।
কাঁচরাপাড়া স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। এর ফলে শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল।
অশোকনগর রোড স্টেশনেও রেল অবরোধ করেন ধর্মঘটীরা। এর জেরে আটকে পড়ে মাতৃভূমি লোকাল। ডোমজুড় স্টেশনে রেললাইন অবরোধ করেন ধর্মঘটীরা। আটকে পড়ে ডাউন হাওড়া-আমতা লোকাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)