কলকাতা: পুজোর আগে রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ। সোমবার রাজ্যে অনেকটাই কমেছিল করোনায় আক্রান্তের সংখ্যা। রবিবারও সাতশোর ওপর ছিল করোনা সংক্রমণ। সোমবার তা কমে হয় ৫০৫ জন। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশত তথ্য অনুসারে, একদিনে আক্রান্ত হয়েছে ৬০১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার ১৭৭।


মঙ্গলবারে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৭ জন। এ নিয়ে রাজ্যে কোভিডে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫২২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন  অ্যাক্টিভ কেসও কমেছে। এখন রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ৮ হাজার ৩৮৭। 


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হজার ৮৮২। পজিটিভিটি রেট ১.৬৭%। সোমবার রাজ্যে কোভিড সংক্রমণের হার ছিল ১.৯২ শতাংশ। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১০৫ জন। দৈনিক সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, দার্জিলিং। 


আরও পড়ুন, 'পরিস্থিতি বুঝে ১৮ অক্টোবর কার্নিভাল নিয়ে সিদ্ধান্ত', পুজো নিয়ে আর কী জানালেন মুখ্যমন্ত্রী?


এদিকে,  পুজোর মরসুমে ফের বাড়বে না তো সংক্রমণ! থার্ড ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কার মাঝেই সতর্ক করলেন চিকিত্‍সকরা। রাজ্যে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি থাকা কয়েকটি জেলায় এখনও উদ্বেগজনক করোনা সংক্রমণের বৃদ্ধির হার! সূত্রের খবর, এমনটাই উঠে এসেছে করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য দফতরের তৃতীয় সমীক্ষায়। 


অন্যদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২২২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪।