কলকাতা: ফের সাড়ে ৭০০ ছাড়াল রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ। পরপর ৩দিন ৭০০-র উপরে রাজ্যে দৈনিক সংক্রমণ-সংখ্যা। সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫৩ জন। পাশাপাশি ১৪ অগাস্টের পর করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু রাজ্যে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল সংখ্যাটি ছিল ৮ জন। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৫৫৩। এ দিনে সরকারি হিসেব বলছে, ১০ সেপ্টেম্বরের হিসেবে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮২১৯ জন।


শুক্রবারের সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৬৬ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে বাড়ি ফিরেছেন ১৫, ২৮৬৩৩ জন। পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭ জন, মৃত ৫। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন, মৃতের সংখ্যা ৩। 


অন্যদিকে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। 
একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৯৭৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪। 
অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ২৯৯। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮১ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ৪ হাজার ৩৬৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৩০ লক্ষ ৯৭ হাজার ৬৯।


আরও পড়ুন: PM Modi on COVID-19: দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর


আরও পড়ুন: Ind vs Eng, 5th Test: পঞ্চম টেস্টের আগে স্বস্তি, ভারতের সব ক্রিকেটারেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ