কলকাতা: আজ ফের কমল করোনা সংক্রমিতের (Corona effected) সংখ্যা। গতকাল ৯০০-এর কোটায় থাকলেও আজ একলাফে ৭০০-এর ঘরে নামল করোনার গ্রাফ (Covid Graph)। শুক্রবার (Friday) রাজ্যের স্বাস্থ্য দফতের (Department of health) প্রকাশিত বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬৩ জন। এ নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৯৭,০৯৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন (Corona Death) ১৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (state Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। সব মিলিয় রাজ্যে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯,২০১ জনের।
সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠে বাড়ি ফিরেছেন ৮০৬ জন। ৫ নভেম্বরের হিসেবে রাজ্যে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৮,১৩৭ জন। যা গতকালের তুলনায় ৫৬ জন কম। এদিন রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (India Corona Update) মৃত্যু হয়েছে ২২১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭২৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৮৭৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৩৩ হাজার ৭৫৪। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৯২২। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ৯৫৯ জন। একদিনে ১২ হাজার ১৬৫ জন সুস্থ হয়েছেন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় (Wrold Corona Update) মৃত্যু হয়েছে ৫০ লক্ষ ২৮ হাজার ৮৮৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ৭৭২।
আরও পড়ুন: East Burdwan News: পূর্ব বর্ধমানে গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশু সহ একই পরিবারের পাঁচজন