WB Election 2021 LIVE: সারদায় উচ্চপদে থেকে অনেক টাকা নিয়েছেন, ওগুলি গরিবের টাকা, ফেরত দিন, কুণালকে আক্রমণ শিশির অধিকারীর

West Bengal Election 2021: ঘুষ খাওয়ার অভিযোগ বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Jan 2021 10:28 PM
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে পাল্টা শিশির অধিকারীর। কুণাল কাঁথির সভায় বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারীকে নাম না করে কাঁথির ভাইপো বলে কটাক্ষ করায় জবাব দিলেন প্রবীণ শিশির, যিনি খাতায় কলমে তৃণমূলেই আছেন এখনও। কিন্তু ছেলেকে তৃণমূল মুখপাত্রের কটাক্ষ তিনি মেনে নিতে পারছেন না। আজ তিনি এবিপি আনন্দকে ফোন দেওয়া সাক্ষাত্কারে বলেন,কুণাল ঘোষ একজন রিপোর্টার ছিলেন সারদার সংস্থায় ৷ ১৬ লক্ষ টাকা বেতন পেতেন ৷ ভারতের মতো অর্থনীতিতে কে এত টাকা পায় ? এগুলো তো সব সারদার টাকা ৷ গরিব মানুষের টাকা ৷ ওই টাকা ফেরত দিক ও ৷ আমি কাদা ছোড়াছুড়িতে নেই ৷ শুভেন্দু আর আমার রাজনীতি আলাদা ৷ কিন্তু পরিবার এক ৷ গভীরভাবে এক ৷ শুভেন্দু কেন ওই দল ছেড়েছে, তা নিয়ে বাইরে কী বলেছে জানি না ৷ কিন্তু বাড়িতে এই নিয়ে কোনও আলোচনা করেনি ও ৷ বরং আমি তৃণমূলে যোগ দেওয়ার সময়ে আমাকে বলেছিল ৷ যখন আমি কংগ্রেস করতাম ৷ এবার কিন্তু কিছু বলেনি আমায় ৷ ও তৃণমূলের মুখপাত্র হোক বা যে-ই হোক না কেন, আমার পরিবারকে আক্রমণ করলে আমি কিন্তু ছাড়ব না ৷ রাজনীতির বিষয় কিছু বলতেই পারে ৷ কিন্তু অধিকারী পরিবারকে নিয়ে কেন বলবে ? সারদায় উচ্চপদে থেকে অনেক টাকা ও নিয়েছে ৷ ওগুলো কিন্তু গরিব মানুষের টাকা ৷ তা ওকে ফেরত দিতে হবে ৷ জেল ফেরত একজন কীভাবে এমন কথা বলছেন ৷
অবশ্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেছেন, নীলকর এসেছে কিনা জানি না। দাম বাড়ছে না। বাড়লে সেটা ওদের জন্য। বৃহস্পতিবারও ফের একবার নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সুর চড়িয়েছে তৃণমূল। কাকলি বলেন, আমরা সুপ্রিম কোর্টের রায় মাথায় রেখেই মনে করি যে কৃষি ও কৃষক পরিবারের স্বার্থে ভারত সরকারের উচিত এই আইনগুলো প্রত্যাহার করে নেওয়া। পাল্টা ভুল বোঝানো হচ্ছে বলে দাবি করেন দিলীপ।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, কেন্দ্রের কৃষি আইন শুধু কৃষক বিরোধী নয়, তা জনসাধারণ বিরোধীও। কারণ এই আইনের মধ্যে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অত্যাবশকীয় পণ্য চাল, ডাল, আলু, পেঁয়াজকে আনা হয়েছে। এর ফলে একদিকে যেমন মজুতদারদের হাত শক্ত হবে। তেমনি অন্য দিকে ওইসব দ্রব্যের কৃত্রিম চাহিদা তৈরি করে দাম নির্ধারিত করবেন মজুতদাররা। ফলে কৃষকরা তাঁদের যথার্থ ফসলের দাম পাবে না এবং মূল্যবৃদ্ধির কারণে ধনী, মধ্যবিত্ত ও দরিদ্ররাও ক্ষতিগ্রস্ত হবেন।
প্রবল শীতের মধ্যে, দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে পঞ্চাশ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। মোদি সরকারের কৃষি আইন নিয়ে লড়াইয়ের ছাপ পড়েছেপ্রায় দেড় হাজার কিলোমিটার দূরে বাংলার রাজনীতিতেও। বিধানসভা ভোটের আগে দিল্লির বিজেপি নেতারা যখন বাংলার কৃষকদের দরজায় পৌঁছে যাচ্ছেন, তখন মোদি সরকারের ওপর চাপ তৈরি করতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূলও। বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে তারা দাবি করে, মোদি সরকারের নতুন কৃষি আইনে যে শুধু কৃষকদের সমস্যা বাড়বে এমনটা নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের জীবনও।
ভোটমুখী বাংলায় ফের সক্রিয় হচ্ছেন পূর্ণ সময়ের রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি অনেক দ্বিধা-দ্বন্দ্ব, অনিশ্চয়তা কাটিয়ে বিজেপির রোড শোয়ে বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন তিনি। বৃহস্পতিবার দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে বেনো জলের মতো বাইরে থেকে লোকজন ঢোকার ব্যাপারে সতর্কবার্তা দেন তিনি। বলেন, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কাজ করছি, কোনও গোষ্ঠীবিবাদ এখানে নয়, এখন বানের জল ঢুকে পড়লে তাকে রুখতে হবে। বানের জল সরিয়ে দেওয়া মানে কলকাতা জোনের ৫১টি কেন্দ্রে টক্কর দেবে বিজেপি। মানুষ চায়, অধিকাংশ আসনে আমাদের প্রার্থী জয় পাবে। এর জন্য সবার সহযোগিতা প্রার্থনা করি। দলে বেনোজল রুখবার বার্তার পাশাপাশি তৃণমূল ভাঙার ইঙ্গিত দিয়েছেন শোভন। বলেছেন, বহু স্তরের বহু নেতা, পঞ্চায়েত স্তরে অনেক নেতা আছেন, আসলে যেখানে তাঁরা আছেন, সেখানে দমবন্ধ করা পরিস্থিতি। খোলা হওয়ায় নিঃশ্বাস নিতে বহু লোক যোগাযোগ করছেন। নেতাদের সঙ্গে কথা বলে সামগ্রিক পরিবেশ তৈরি করে সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
এবার বেসুরো তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের ফেসবুক পোস্ট ঘিরে জোর জল্পনা। সেখানে তিনি বলেছেন, যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি নেব। শনিবার দুপুর ২টোয় জানাব। অনেকে প্রশ্ন তুলছেন, আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন ?’ কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। সাংসদ পরে, অভিনেত্রী হিসেবে আগে থেকেই মানুষের ভালোবাসা। জনগণের উদ্দেশ্যে ফেসবুক বার্তা শতাব্দী রায়ের। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি শতাব্দীর।
‘কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ অভিযান বলেও জানান তিনি। ফোনে আড়িপাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে শোভনের দাবি, সব সীমা ছাড়িয়ে ফোনে আড়িপাতা হচ্ছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তৃণমূল যাদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে, তাদের পাশে থাকবে বিজেপি। তৃণমূল গায়ের জোর দেখাতে চাইলে ব্যবস্থা নেবে বিজেপি। গায়ের জোরে উনিশের ভোট করেছে তৃণমূল কংগ্রেস, এমন অভিযোগও করেন প্রাক্তন মেয়র।
বিজেপির হয়ে সক্রিয় শোভন চট্টোপাধ্যায়। দলের প্রচারে পরপর কর্মসূচি হাতে নিচ্ছেন প্রাক্তন তৃণমূলী নেতা। দিনকয়েক আগে গোলপার্ক থেকে সেলিমপুর রোড শোর পরে এবার বিজেপি দফতরে হাজিরি তিনি ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুরে শোভনের মিছিল। ২৭ জানুয়ারি বারুইপুরে শোভন-বৈশাখীর মিছিল। সপ্তাহে ২দিন করে দলীয় কার্যালয়ে আসবেন বলেও জানিয়েছেন শোভন।
বিজেপি করোনার থেকে বেশি ভয়ঙ্কর, বসিরহাটে দাবি নুসরতের




বিজেপি করোনার থেকে বেশি ভয়ঙ্কর। ওদের টাকার অভাব নেই, দিল্লি, মুম্বই থেকে টাকা দিয়ে বহিরাগত নেতাদের নিয়ে এসে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। এ বাংলার সংস্কৃতি কালচার কিছুই বোঝে না। শুধু টাকা দিয়ে মানুষ কিনতে চাইছে। যার ফলে আগামী দিনে সুস্থভাবে বাঁচতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে। আজ দেগঙ্গা চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেএম চাঁদপুরে রক্তদান শিবির এসে এ কথা বললেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। তিনি বলেন, বিজেপি নেতাদের বিশ্বাস করবেন না। ওদের বিশ্বাস করলে ওরা ক্ষতি করবে। ওরা মানুষের পাশে থাকে না, সব সময় নিজেরটা নিয়ে চিন্তাভাবনা করে। করোনাভাইরাস মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে কিন্তু করোনার থেকে থেকে বেশি ভয়ঙ্কর ভারতীয় জনতা পার্টি। তাই এই করোনা থেকে বাঁচতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে। তাঁর বক্তব্য উড়িয়ে দিয়েছে বিজেপি।
আগামী মাসেই বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি?




আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জারি হতে পারে রাজ্যে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এই মাসেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যে রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি আজ কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসেছেন।
সারা বছর লুঠপাট করে এখন ভগবানের নাম, অনুব্রতকে দিলীপের কটাক্ষ




একুশের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের কামনায় বীরভূমের কঙ্কালীতলা মন্দিরে মহাযজ্ঞে বসলেন অনুব্রত মণ্ডল। যজ্ঞে ব্যবহৃত হল ১ কুইন্টাল ১১ কেজি বেল কাঠ, ৩ টিন ঘি। যোগ দেন বীরভূম জেলার সাংসদ অসিত মাল, বিধায়ক চন্দ্রনাথ সিনহা সহ তৃণমূল নেতা কর্মীরা । যারা সারা বছর লুঠপাট করে, তারা এখন ভগবানের শরণ নিয়েছে, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
বীরভূমে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে




বীরভূমের নানুরে জলুনদী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় তাঁর মোটরবাইকে। গতকাল ওই ঘটনা ঘটে। গ্রামে বিজেপি করা যাবে না বলে ওই পঞ্চায়েত প্রধান প্রচার করছিলেন বলে অভিযোগ বিজেপির। সেই সময়েই তিনি গ্রামবাসীদের একাংশের রোষের মুখে পড়েন বলে দাবি বিজেপির। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, তাঁর ভাইপোকে রাস্তায় ধরে বিজেপির লোকজন মারধর করছিল। তিনি ভাইপোকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে নানুর থানায়।
বেহালায় বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে




বেহালায় ক্যানাল রোডে বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বিজেপি সূত্রে দাবি, তাদের কয়েকজন মহিলা কর্মী কলকাতা পুরসভার ১১৬ নম্বর ওয়ার্ডে লেখার জন্য দেওয়াল চিহ্নিত করার কাজ করছিলেন। সেই সময় সেখানে এসে দু’জন তৃণমূল কর্মী তাঁদের দেওয়াল চিহ্নিত করতে নিষেধ করে বলে অভিযোগ। এই নিয়ে দু’পক্ষে শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, এরপর দুই তৃণমূল কর্মী বিজেপির এক মহিলা কর্মীকে মারধর করেন। বিদ্যাসাগর হাসপাতালে চিকিত্‍সা হয় ওই মহিলা কর্মীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বেহালা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। এ নিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
বৃহস্পতিবার সকালের খবর


মালদায় দুর্নীতির অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে




মালদার মানিকচক ব্লকের নাজিরপুরে বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীদের একাংশ। পঞ্চায়েতের প্রধান পম্পা সরকারের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাত্‍ ও সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগও দায়ের করেছেন গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী সুজয় গোস্বামী। বিজেপির কাছে এই দুর্নীতি নতুন নয় বলে কটাক্ষ করেছে তৃণমূল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
পরিবারের লোকজনের পর এবার তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্যসাথী কার্ড করাবেন বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা সরকারকে নানা ইস্যুতে দিনরাত কাঠগড়ায় তুলতে অভ্যস্ত দিলীপ ও তাঁর দল সাম্প্রতিক স্বাস্থ্যসাথী কর্মসূচিকে ভাঁওতাবাজি তকমা দিয়েছে ইতিমধ্যেই। সেই প্রেক্ষাপটেই তাঁর এই ঘোষণায় কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি তাঁর পরিবারের সদস্যরাই স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন বলে খবর। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তাঁর বাড়ির লোকজন লাইনে দাঁড়িয়ে কার্ড নিয়েছেন। সূত্রের খবর, এমনকী দিলীপের ভাই, গোপীবল্লভপুরের ২ নং ব্লকের বিজেপি প্রধান, হীরক ঘোষ রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির শিবিরেও হাজির ছিলেন। এবার দিলীপও স্বাস্থ্যসাথী–র সুবিধাভোগীদের তালিকায় নাম লেখাতে ইচ্ছুক বলে জানালেন। তাঁকে উদ্ধৃত করে সংবাদ মাধ্য়মে বলা হয়েছে, আমি স্বাস্থ্যসাথী কার্ডের বিরোধী নই, জালিয়াত তৃণমূল সরকারের বিরোধী। সুযোগ পেলে আমিও স্বাস্থ্য়সাথী কার্ডের আবেদন করব। এদিকে রাজ্য বিজেপি সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েও প্রচ্ছন্ন খোঁচা দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, স্বাস্থ্যসাথী কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ, তা ইতিমধ্যেই দিলীপবাবুর পরিবার বুঝেছেন, তাই কার্ডটা করিয়েছেন। এখন দিলীপবাবুও এর গুরুত্ব বুঝতে পারছেন। ওনার বয়স বাড়ছে, স্বাস্থ্যের নিরাপত্তা দরকার। তাই তাড়াতাড়ি কার্ডটা করিয়ে নিন। উপকার পাবেন। মমতা বন্দ্য়োপাধ্যায়কেও তিনি ধন্যবাদ দিন।
ফের কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জনসংযোগ কর্মসূচি ভণ্ডুল করতে ‘হুমকি’। সোশাল মিডিয়ায় হুমকি প্রাক্তন ব্লক সভাপতির। অভিযোগ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর।মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি প্রাক্তন ব্লক সভাপতির।
ডালখোলায় সিপিএম কর্মীকে গুলি করে খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ।ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের
কুণাল বললেন, ‘বাংলার ভোটাধিকার ছেড়েছে মুকুল, পালিয়ে গেছে।কোথা থেকে হারবে ঠিক করে নাও শুভেন্দু অধিকারী। এমনভাবে রসগোল্লা খাওয়াবেন, যেন বোঝা যায় কোথাকার। বাইরের রাজ্য থেকে মিটিং-মিছিল করতে এলে রসগোল্লা দিয়ে আপ্যায়ণ’।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের জনসভায় বিজেপিকে আক্রমণ কুণাল ঘোষের। তিনি বললেন, ‘কেডি সিংহের সঙ্গে হাত মিলিয়েছিলেন মুকুল রায়। আদালতের কাছে এমনই জানিয়েছিলেন সুদীপ্ত সেন। ৫০ লক্ষ ড্রাফটের নামে একজন নগদ নিয়েছিলেন। বিচার হবে না? শুধু অন্যদের দিকে আঙুল তুলবেন?’ গ্রেফতার হওয়ার আগে বলেছিলেন কাকে কত টাকা দিয়েছি। শুভেন্দু আমাকে মানহানির মামলার নোটিস পাঠিয়েছিল। মামলা লড়তে দেরী হওয়ায় জরিমানা দিতে হয়েছিল। আমার বন্দিদশার সুযোগ নিয়ে পরিবারকে শেষ করেছিল। সুদীপ্ত সেনের বয়ান নিয়ে আমি সেই মামলা লড়ব। ‘শোভন চট্টোপাধ্যায় আঁচল ছাড়া বেরোতে পারেন না। বৈশাখী বলছিলেন, শোভনকে ঘুষ নিতে দেখিনি। ঘুষ তো বেডরুমে নয়, চেম্বারে নিয়েছিল শোভন।’
WB Election 2021 LIVE: পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী, স্থলাভিষিক্ত সোমেন মহাপাত্র




এবার পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে। নতুন সভাপতি হলেন সোমেন মহাপাত্র। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার চেয়ারম্যান হলেন শিশির অধিকারী।
WB Election 2021 LIVE: 'নির্বাচন ঘোষণা না হলে কেন্দ্রীয় বাহিনী আনা রাজ্যের অনুমতি সাপেক্ষ', বললেন সৌগত রায়




সৌগত বলেন, ‘নির্বাচন ঘোষণা না হলে কেন্দ্রীয় বাহিনী আনা রাজ্যের অনুমতি সাপেক্ষ। এবিষয়ে দিলীপ ঘোষের মত অবান্তর এবং অসাংবিধানিক!
WB Election 2021 LIVE: 'অভিষেকের রাজনৈতিক অভিজ্ঞতা দিলীপ ঘোষের থেকে বেশি', বললেন সৌগত রায়




বিজেপি রাজ্য সভাপতিকে খোঁচা সৌগত রায়ের। বলেন, ‘অভিষেকের রাজনৈতিক অভিজ্ঞতা দিলীপ ঘোষের থেকে বেশি। অভিষককে বারবার আক্রমণ করে আসলে মমতাকেই আক্রমণ করা হচ্ছে।’
WB Election 2021 LIVE: স্মার্ট সিটির কাজ ২৫ শতাংশ হয়েছে: সৌগত রায়




সৌগতর আক্রমণ, ‘২০২০-এর মধ্যে ১০০ টা স্মার্ট সিটি হওয়ার কথা ছিল। এখন বলা হচ্ছে ২০২৩-এর মধ্যে হবে। এখনও পর্যন্ত মাত্র ২৫ শতাংশ কাজ হয়েছে। ৩৪টি শহরে কোনও কাজই হয়নি।’
WB Election 2021 LIVE: বুলেট ট্রেনে ৩ বিলিয়ন ডলার নষ্ট হয়েছে: সৌগত রায়




সৌগত বলেন, ‘আমদাবাদ থেকে মুম্বই যাওয়ার বুলেট ট্রেনে ৩ বিলিয়ন ডলার নষ্ট হয়েছে। কারণ সেই বন্দে ভারত এক্সপ্রেস খারাপ হয়ে গেছে। বুলেট ট্রেনের রাস্তা তৈরিতে খরচ ১৮০ কোটি টাকা।’
WB Election 2021 LIVE: বেকারির হার স্বাধীনতার পরে সর্বোচ্চ: সৌগত রায়




সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা সৌগত রায়। মোদি সরকারকে এদিন তীব্র আক্রমণ করে সাংসদ বললেন, ‘গত ছয়বছরে কোনও নতুন প্রতিরক্ষা প্রকল্প শুরু হয়নি। চিনের সঙ্গে ৪৮ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি। বেকারির হার স্বাধীনতার পরে সর্বোচ্চ।’
WB Election 2021 LIVE: পুরুলিয়ার সাঁতুড়িতে তৃণমূল কর্মীর বাড়িতে 'হামলা, ভাঙচুর'




পুরুলিয়ার সাঁতুড়িতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীর অভিযোগ, রবিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। বাধা দিলে, মারধর করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কে তৃণমূল কর্মীর পরিবার। অন্যদিকে, বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।
WB Election 2021 LIVE: "দলের কিছু নেতা স্বার্থসিদ্ধির জন্য তাঁকে টেনে নামিয়েছেন", ফের তোপ বিক্ষুব্ধ তৃণমূল নেতা মোহন বসুর,




ফের দলের বিরুদ্ধে তোপ দাগলেন জলপাইগুড়ি পুরসভার অপসারিত প্রশাসক। তৃণমূল নেতা মোহন বসুর অভিযোগ, দলের কিছু নেতা স্বার্থসিদ্ধির জন্য তাঁকে টেনে নামিয়েছেন। চালসার দলীয় বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব জানিয়েছেন বলেও দাবি করেছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। পাশাপাশি, তৃণমূল নেতার দাবি, আজ জেলা কার্যালয়ে দলের পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠকেও তিনি ডাক পাননি। তৃণমূল জেলা সভাপতির প্রতিক্রিয়া, দলের ওই নেতা অসুস্থ, তাই মন্তব্য করব না। বিজেপির কটাক্ষ, নিজের দলে সম্মান পাচ্ছেন না তৃণমূল নেতা। তাঁকে বিজেপিতে স্বাগত জানানো হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে দল।
WB Election 2021 LIVE: আজ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সভা শুভেন্দুর, থাকবেন সাংসদ লকেট




আজ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সভা করবেন শুভেন্দু অধিকারী। অর্জুননগরের এই সভায় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থাকার কথা রয়েছে। গতকালই দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারণ করা হয় শিশির অধিকারীকে। অপসারিত হন অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত এগরা ও তমলুক পুরসভার দুই প্রশাসক। তার প্রেক্ষিতে আজকের সভায় শুভেন্দু অধিকারী কী বার্তা দেন, তা রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ।
WB Election 2021 LIVE: লেকটাউনে বিজেপির বুথ সভাপতিকে 'মারধর'




লেকটাউনে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির বুথ সভাপতি প্রবীর ধরের বাড়িতে হামলা চালায়। বিজেপি নেতাকে বেধড়ক মারধর করে। রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলাকারীদের ছবি। আক্রান্ত নেতার স্ত্রীর দাবি, তিনি বিষয়টি মন্ত্রী সুজিত বসুকে জানানোর পর লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়। তবে হামলাকারীরা এখনও অধরা। মাসকয়েক আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বুথ সভাপতির দায়িত্ব পান আক্রান্ত নেতা। সেই আক্রোশেই হামলা বলে অভিযোগ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: কোচবিহারে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান ৪২টি পরিবারের




কোচবিহারের নাটাবাড়িতে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিল ৪২টি পরিবার। গতকাল নাটাবাড়ি বিধানসভার বলরামপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মন্ত্রীর দাবি, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই তৃণমূলে যোগদান। অন্যদিকে, বিজেপির কটাক্ষ, ভোটের আগে সবটাই লোক দেখানো।
WB Election 2021 LIVE: ট্যাংরায় বিজেপি নেতাকে 'মারধর', অভিযুক্ত তৃণমূল




ফের ট্যাংরায় আক্রান্ত বিজেপি নেতা। এবার বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কম্বল বিতরণ কর্মসূচি ছিল। অভিযোগ, ওই কর্মসূচিতে যোগ দেওয়ায় রাতে বিজেপির বুথ সভাপতির উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। তাঁর পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি নেতা। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এর আগে ৪ জানুয়ারি, এই এলাকাতেই বিজেপির বেলেঘাটা দক্ষিণ মণ্ডলের সহ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা ওয়ার্ড কোঅর্ডিনেটরের অনুগামীদের বিরুদ্ধে। সেক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
WB Election 2021 LIVE: পশ্চিম বর্ধমানের অণ্ডালে শ্যুটআউটে আহত তৃণমূল কর্মী




পশ্চিম বর্ধমানের অণ্ডালের সিদুলি এলাকায় শ্যুটআউট। অভিযোগ, রাতে দলীয় কার্যালয় থেকে ফেরার পথে তৃণমূল কর্মী লক্ষণ কেওটকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পিঠে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। কী কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ।

প্রেক্ষাপট

মালদা: মালদার নাজিরপুরে বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এ নিয়ে জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগও দায়ের করেছেন গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী।


বিজেপির কাছে এই দুর্নীতি নতুন নয় বলে কটাক্ষ করেছে তৃণমূল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.