WB Election 2021 LIVE Updates: আরও ৩৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আগামী শনিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ
আরও ৩৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের।
কালই বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। জানালেন শিশির পুত্র তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হেলিপ্যাডে স্বাগত জানাবেন তমলুকের সাংসদ। নিজেই জানালেন দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। জল্পনা জোরাল করলেন দিব্যেন্দু নিজেই।
পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। ভোটের মুখে নির্দেশ নির্বাচন কমিশনের। পুর প্রশাসক পদে নিয়োগ করতে হবে সরকারি অফিসারদের। অবিলম্বে এই প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্য প্রশাসনকে। ২২ তারিখের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট দিতে হবে। বিজেপি সহ বিরোধীরা এই দাবি জানিয়েছিল কমিশনের কাছে।
নদিয়ায় বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ। সূত্রের দাবি, প্রার্থী পছন্দ না হওয়ার ক্ষোভে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির ১৭ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অশোক চক্রবর্তী কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রার্থী নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বিক্ষোভ সামলাতে এবার জেলা সফরে সায়ন্তন বসু। দক্ষিণ দিনাজপুরের ৬ টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। ৩ টি আসন বাদে বাকি সব কটিতেই প্রার্থী নিয়ে কর্মীদের মধ্যে বিক্ষোভ ছিল।
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। পাঁশকুড়ার সভায় তিনি বলেন, ‘ডিজেল, পেট্রোলের দাম বাড়াচ্ছে। বলছে তৃণমূল লোকের থেকে টাকা নেয়, তুমি সবথেকে বড় ডাকাত, লক্ষ লক্ষ কোটি টাকা নিচ্ছে। কোভিডের নামে এল টাকা, মোদি করল ফাঁকা।‘
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। পাঁশকুড়ার সভায় তিনি বলেন, ‘নোটবাতিল করেছে, ব্যাঙ্কগুলো বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, জীবনবিমা, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। আর নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছে।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। পাঁশকুড়ার সভায় তিনি বলেন, ‘আমরা বন্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করেছি কিন্তু কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না, কাজ হয়ে গেলে পাঁশকুড়া বন্যায় আর ডুববে না।‘
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। পাঁশকুড়ার সভায় তিনি বলেন, ‘যাকে পছন্দ করে না তাকে জেলে ভরে দিচ্ছে, আনিসুরকে এখনও জেলে ভরে দিয়েছে, যে আনিসুরের বাইকে করে নন্দীগ্রামে পৌঁছেছিলাম। পাঁশকুড়ার আনিসুর এখনও জেলে।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। পাঁশকুড়ার সভায় তিনি বলেন, ‘প্রার্থী নিয়ে বিজেপিকে খোঁচা মমতার। বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই সাংসদদের প্রার্থী করেছে বিজেপি।‘
পশ্চিম মেদিনীপুরে আজ জোড়া সভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে ও সবংয়ে সভা করবেন তৃণমূল সাংসদ। ডেবরায় রোড শো করবেন অভিষেক। সবংয়ের সভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘১ এপ্রিল বিজেপিকে এপ্রিল ফুল করে দিন। বিজেপির কেন্দ্রীয় নেতাদের সভায় ভিড় হচ্ছে না। গ্রামে মাটি কাটার সময়ও বেশি ভিড় হয়। বাংলার মানুষ বিজেপির ভাঁওতা আর বিশ্বাস করছে না।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। খেজুরির সভায় তিনি বলেন, হলদিয়ায় কয়েকটা লোকের তাণ্ডব চলত, এই গদ্দার, মীরজাফররা চলে গেছে বেঁচে গেছি। বলতাম খেজুরিতে যাব, বলত না যেতে হবে না, ওখানে গদ্দারদের জমিদারি ছিল, আসতে দেওয়া হত না, এখন সব জায়গায় যাব। সব জেলায় যাই কেউ তো বাধা দেয় না, তোমরা কোন হরিদাস? বলছ ১৪ থেকে সম্পর্ক ছিল? ওরা বিশ্বাসঘাতক, গদ্দার, মীরজাফর।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। খেজুরির সভায় তিনি বলেন, ‘পিএম কেয়ার্স, নোটবন্দির টাকা কোথায় গেল? উজ্জ্বলার টাকা খেয়েছে বিজেপি, দুর্নীতিতে ভরে গেছে। গ্যাসের দাম ৮০০ টাকা, ডিজেল-পেট্রোলের দাম বেড়ে গেছে। কৃষকরা প্রায় ১ বছর ধরে আন্দোলন চলছে। নির্বাচনের সময় মৎস্যজীবীদের কথা বলছেন। ভোটের পর সব মাছ লুঠ করে নেবে।‘
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। খেজুরির সভায় তিনি বলেন, ‘হলদিয়ায় আগে কয়েকজনের তাণ্ডব চলত। গদ্দার, মিরজাফররা চলে গেছে, বেঁচে গেছি। আগে পূর্ব মেদিনীপুরে আসতে দেওয়া হত না। এখানে আগে গদ্দারদের জমিদারি চলত। করে খাওয়ার জন্য আজ বিজেপিতে গেছে। বলছে ২০১৪ থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ। বাংলা এগিয়ে গেছে বলে বিজেপির হিংসা হচ্ছে।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। খেজুরির সভায় তিনি বলেন, ‘বাংলায় এনপিআর করতে দেওয়া হবে না। এখন ৭দিনের মধ্যে কাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। দুয়ারে সরকারে আবেদনের মধ্যে দিয়ে আরও ২৫ লক্ষ বাড়ি হবে।‘
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। খেজুরির সভায় তিনি বলেন, ‘সরকারে এলে দ্বিগুণ শিক্ষক নিয়োগ করা হবে। জেলায় জেলায় মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটির বিনিয়োগ হবে, কাউকে বাইরে যেতে হবে না’।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। খেজুরির সভায় তিনি বলেন, ‘বাংলায় এসে বড়বড় কথা বলছেন মোদি। ৭ বছর সরকারে থেকে কী করেছেন? নিজের নামে স্টেডিয়াম করেছেন। এরপর হয়ত দেশটাও নিজের নামে করে নেবেন।‘
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। খেজুরির সভায় তিনি বলেন, ‘খেজুরি, চণ্ডীপুর পাশে না থাকলে নন্দীগ্রাম আন্দোলন সফল হত না। তেখালি ব্রিজে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়।‘
পশ্চিম মেদিনীপুরে আজ জোড়া সভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে ও সবংয়ে সভা করবেন তৃণমূল সাংসদ। ডেবরায় রোড শো করবেন অভিষেক। দাসপুরের সভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘তৃণমূল সরকার ১০ বছরের রিপোর্ট কার্ড তুলে দিয়েছে। মোদির ৭ বছরের রিপোর্ট কার্ড কোথায়?।’
পশ্চিম মেদিনীপুরে আজ জোড়া সভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে ও সবংয়ে সভা করবেন তৃণমূল সাংসদ। ডেবরায় রোড শো করবেন অভিষেক। দাসপুরের সভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘মোদি বলেছিলেন বছরে ২ কোটি চাকরি দেব। কালো টাকা ধ্বংস করে দেশকে এগিয়ে নিয়ে যাব। আজ দেশের অর্থনীতি রসাতলে। নোটবন্দির সময় ৫০ দিন সময় চেয়েছিলেন। ৫ বছরে কিছু করে উঠতে পারেননি।’
পশ্চিম মেদিনীপুরে আজ জোড়া সভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে ও সবংয়ে সভা করবেন তৃণমূল সাংসদ। ডেবরায় রোড শো করবেন অভিষেক। দাসপুরের সভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘তৃণমূল সরকার ১০ বছরের রিপোর্ট কার্ড তুলে দিয়েছে। মোদির ৭ বছরের রিপোর্ট কার্ড কোথায়? বিতর্কে যোগ দিতে চ্যালেঞ্জ জানাচ্ছি, ১০-০ গোলে হারাব। তৃণমূল ইস্তেহার প্রকাশের পর বিজেপি নেতাদের ঘুম উড়ে গেছে। বাংলার মেয়েদের মাসে ৫০০ টাকা হাত খরচ দেবে রাজ্য সরকার। কৃষকদের ৬ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা দেবে। জ্য’
জুন থেকে মেধাবী পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট লিমিট’।’
পশ্চিম মেদিনীপুরে আজ জোড়া সভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে ও সবংয়ে সভা করবেন তৃণমূল সাংসদ। ডেবরায় রোড শো করবেন অভিষেক। দাসপুরের সভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘বহিরাগতদের দিয়ে বাংলা গঠনের জেদ বিজেপির। বহিরাগতদের বাংলা ছাড়া করব। সোনার বাংলা গড়তে এখন ৫ বছর চাইছেন। ৫০ বছরেও কিছু করতে পারবেন না।’
পশ্চিম মেদিনীপুরে আজ জোড়া সভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে ও সবংয়ে সভা করবেন তৃণমূল সাংসদ। ডেবরায় রোড শো করবেন অভিষেক। দাসপুরের সভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন,‘ডবল ইঞ্জিন সরকার মানে বিজেপির আরও চুরি। বিজেপির সভায় লোক হচ্ছে না। মোদির কাছে হোয়াটসঅ্যাপ বন্ধ থাকার খবর। অনাহারে মৃত্যুর খবর রাখেন না মোদি। দলিত মেয়ের মৃত্যুর খবর রাখেন না মোদি। ফেসবুক-হোয়াটসঅ্যাপ রয়েছে বিজেপির।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন, গদ্দারদের অত্যাচার ছাড়া কেউ কিছু দেখেনি কয়েক বছর, বিজেপির গদ্দার, সিপিএমের হার্মাদদের জব্দ করে দিন। বামপন্থী বন্ধুদের বলব সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন,২৭ মার্চ প্রথম গোলটা এমন করে মারবেন যাতে বিজেপি যেন মাঠের বাইরে চলে যায়। বহিরাগত গুন্ডাদের চাই না, মা-বোনেরা হাতা-খুন্তি নিয়ে এগিয়ে যাবেন, দুটো থাপ্পড় মারতে পারেন যদি কেউ অন্যায় করে।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন, ‘২৯৪ কেন্দ্রের প্রার্থী আমি। ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন,‘আমার সারা শরীরে আঘাত, শুধু পা বাকি ছিল। সেই পা নষ্ট করতে চেয়েছিল। আমি ঘরে বসে থাকলে বিজেপির বহিরাগতরা রাজ্য ঢুকে যাবে।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন, ‘বিজেপির মতো বড় তোলাবাজ কোথাও নেই। যাঁরা তোলাবাজ ছিল, টাকা বাঁচাতে বিজেপিতে গেছে। আগে পূর্ব মেদিনীপুরে আসতে অনুমতি নিতে হত। আপদ বিদায় হয়েছে, বেঁচে গেছি।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন, ‘রাজ্যের সব বিধবাকে ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে। দ্বাদশ শ্রেণিতে উঠলেই ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেওয়া হবে। মেধাবী পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট লিমিট।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন,‘ক্ষমতায় ফিরে কৃষকদের ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। ‘তৃণমূলকে ভোট দিলে রেশন বাড়িতে পৌঁছে যাবে। মে মাস থেকে মা-বোনেদের মাসে ৫০০ টাকা হাত খরচ।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন,‘মেদিনীপুরের কিছু গদ্দারকে পুষেছি। পাঁশকুড়া আনিসুরকে জেলে পাঠিয়েছে। যাকে পছন্দ হত না, তাকেই জেলে ভরত।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। হলদিয়ার সভায় তিনি বলেন, ‘হলদিয়া বন্দরের উন্নয়ন করছি, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। দিঘায় তৈরি হচ্ছে মৎস্যজীবীদের জন্য নিলামকেন্দ্র।’
খড়গপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভার দিনই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পেট্রোপণ্য, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে ট্যাবলো নিয়ে অভিনব প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট। সুসজ্জিত টোটোতে লাগানো রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। কার্টুন এঁকে পেট্রোপণ্য, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদ জানানো হয়েছে। টোটোর গায়ে লেখা, মোদি বাম্পার সেল। ভোটের আগে নারায়ণগড় এলাকায় এই টোটো-ট্যাবলো ঘুরবে বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ফের প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ। এবার রানাঘাট উত্তর-পূর্বের প্রার্থী বদলের দাবিতে রেল অবরোধ। শিয়ালদা-গেদে মেন শাখার পাঁচবেড়িয়া হল্ট স্টেশনে অবরোধ শুরু করেন বিক্ষুদ্ধ বিজেপি কর্মীরা। যাত্রীরা নেমে এসে বাধা দেওয়ায় ৫ মিনিট পর অবরোধ উঠে যায়। এবার রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন স্থানীয় নেতা অসীম বিশ্বাস। প্রার্থী ঘোষণার পর গতকাল রাতে ধানতলার পানিখালি মোড়ে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। এখনও বিজেপি প্রার্থী অথবা গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ভোটের আগে বিজেপি কর্মীকে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগে উত্তপ্ত বারাসাত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকা। তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে হামলা চলে বলে অভিযোগ। গেরুয়া শিবিরের অভিযোগ, এলাকায় সংগঠন শক্তিশালী হওয়ায় নির্বাচনের আগে বেছে বেছে তাদের কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল কর্মীরা। এর জেরেই গতকাল রাতে বিজেপি কর্মীকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আহত বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বাড়িতেই হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিদায়ী তৃণমূল কাউন্সিলর।
দেওয়াল লিখন ও পতাকা লাগানোকে কেন্দ্র করে বীরভূমের নানুরে উত্তেজনা ছড়াল। পাটনীল গ্রামে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ৫ জন সিপিএম কর্মীকে বোলপুরের সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, গতকাল রাতে নানুরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী শ্যামল প্রধানের সমর্থনে দেওয়াল লেখার সময় চড়াও হয় মারধর শুরু করে তৃণমূল কর্মীরা। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ডালিম শেখের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার দাবি, রাতের অন্ধকারে সিপিএম কর্মীরা তাদের পতাকার উপর সিপিএমের পতাকা লাগানোয় তৃণমূল কর্মীরা প্রতিবাদ করায় গন্ডগোল বাধে। সিপিএমের তরফে নানুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
১০ এপ্রিল চতুর্থ দফায় বেহালা পশ্চিম কেন্দ্রে ভোটগ্রহণ। হাতে সময় কম। তাই আজ থেকেই জোর কদমে প্রচার শুরু করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রুপোলি পর্দা থেকে এই প্রথম রাজনীতির আঙিনায় পা রাখা। প্রথমবার ভোটে দাঁড়িয়ে লড়ছেন নিজের এলাকা থেকে। আজ সকালে বেহালা থানার কাছে জোড়া মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।
বাঘাযতীন এলাকায় প্রচারে নামলেন যাদবপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে চলল প্রচার। বিকেলে বিজয়গড়ে প্রচার করবেন সুজন চক্রবর্তী। তাঁর সমর্থনে প্রচার করবেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী মানসী সিংহ।
পশ্চিম মেদিনীপুরে আজ জোড়া সভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে ও সবংয়ে সভা করবেন তৃণমূল সাংসদ। ডেবরায় রোড শো করবেন অভিষেক।
প্রধানমন্ত্রীর সভার আগে খড়গপুরে তাঁর ছবি দেওয়া পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ খড়গপুর বিএনআর ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি। তার আগে খড়গপুর শহরে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার-ব্যানার লাগানো হয়। আজ সকালে দেখা যায়, সভাস্থলের কাছে বেশ কিছু পোস্টার-ব্যানার ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। নেপথ্যে তৃণমূল, দাবি গেরুয়া শিবিরের। দিলীপ ঘোষের কটাক্ষ, তৃণমূল পোস্টার ছেঁড়ার দলে পরিণত হয়েছে। হারের ভয়ে দিশাহারা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিজেপির সহযোগী কমেছে। এই ধংসাত্মক দল তাই নির্বাচনের আগে তাদের তিন সবথেকে বিশ্বাসভাজন সহযোগী , সিবিআই, ইডি আর আইটি কে ব্যবহারে মরিয়া হয়ে উঠেছে। বিরোধীদের ওপর কার্পেট বম্বিং আর রাজ্য প্রশাসনকে চাপে রাখার জন্য এদের ব্যবহার হচ্ছে। মোদি-শাহ এমনকি স্বচ্ছ ভূমিকা পালনের ভান করার চেষ্টাও করছেন না। বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট তৃণূল সাংসদ ডেরেক ওব্রায়েনের।
আজ মনোনয়ন পত্র জমা দেবেন টালিগঞ্জ ও কসবা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থীরা। টালিগঞ্জ কেন্দ্রে এবার সিপিএমের প্রার্থী হয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ। কসবা আসনে সিপিএমের টিকিটে লড়ছেন শতরূপ ঘোষ। মনোনয়ন জমা দেওয়ার আগে সকাল সাড়ে ১১টা নাগাদ হাজরা মোড়ে জমায়েত। সেখান থেকে মিছিল করে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দেবেন দুই বাম প্রার্থী।
ভগবানপুরে তৃণমূল প্রার্থীকে গো ব্যাক স্লোগান। নারায়ণগড়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী, প্রচার সেরে ফেরার পথে হামলা, ভাঙল গাড়ির কাচ। গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, দাবি বিজেপির।
বেহালা পশ্চিমের প্রার্থী হিসেবে মনোনয়ন পার্থর, টালিগঞ্জ কেন্দ্রে অরূপ। খেলা হবে লেখা ব্যাট নিয়ে বারুইপুর মহকুমা অফিসে লাভলি।
উলুবেড়িয়ার মনোনয়ন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর, চুঁচুড়ায় সেলিম।
কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশও থাকুক বুথে। এই মর্মে আজ নির্বাচন কমিশনে আবেদন জানাল তৃণমূল। একইসঙ্গে এখনও অবধি নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট বলে ফের সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা।
নদিয়ায় বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ। সূত্রের দাবি, প্রার্থী পছন্দ না হওয়ার ক্ষোভে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির ১৭ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অশোক চক্রবর্তী কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
প্রেক্ষাপট
আজ ফের রাজ্যে মোদি। খড়গপুরে সভা। বিজেপির জয়ের পর সূচনা হবে উন্নয়নের যুগের। সফরের আগের দিন ট্যুইট প্রধানমন্ত্রীর। রবিবার বিজেপির ইস্তেহার প্রকাশের পরেই টানা প্রচারে রাজ্যে অমিত শাহ।
প্রার্থী নিয়ে ক্ষোভ, একযোগে নদিয়ার ১৭ বিজেপি নেতার পদত্যাগ। দুর্গাপুর, দুবরাজপুর, মালদায় বিক্ষোভ। জগদ্দলে কার্যালয় ভাঙচুর। পূর্বস্থলীতে প্রার্থীর বাড়ির সামনে বিক্ষোভ। আবেগের বহিঃপ্রকাশ, সাফাই নেতৃত্বের।
বুথে রাজ্য পুলিশ চেয়ে এবার নির্বাচন কমিশনে তৃণমূল। পাল্টা নালিশ বিজেপিরও। বাহিনীর ভরসায় না থেকে ইভিএম পাহারা দেওয়ার নির্দেশ মমতার। হার বুঝে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা, পাল্টা বিজেপি।
বেহালা পশ্চিমের প্রার্থী হিসেবে মনোনয়ন পার্থর, টালিগঞ্জ কেন্দ্রে অরূপ। খেলা হবে লেখা ব্যাট নিয়ে বারুইপুর মহকুমা অফিসে লাভলি। উলুবেড়িয়ার মনোনয়ন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর, চুঁচুড়ায় সেলিম।
অশোকনগর, আমডাঙা, কল্যাণী, দুবরাজপুর। ৪ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল। কল্যাণীতে বাবাকে সরিয়ে ছেলেকে টিকিট। প্রার্থী হয়েও বাদ অশোকনগরের বিধায়ক। অনুব্রতকে প্রণাম করে প্রচারে দুবরাজপুরের তৃণমূল প্রার্থী।
ভগবানপুরে তৃণমূল প্রার্থীকে গো ব্যাক স্লোগান। নারায়ণগড়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী, প্রচার সেরে ফেরার পথে হামলা, ভাঙল গাড়ির কাচ। গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, দাবি বিজেপির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -