WB Election 2021 LIVE Updates: বিজেপি-র রোড শো ঘিরে ধুন্ধুমার আমহার্স্ট স্ট্রিট

West Bengal Assembly Election 2021 LIVE Updates:  কাঁচরাপাড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে ধুন্ধুমার। শহরে ঢুকতে গেলে বাধা পুলিশের। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অনুমতি না থাকায় শহরে ঢুকতে বাধা, দাবি পুলিশের। অনুমতি থাকা সত্ত্বেও বাধা দিচ্ছে পুলিশ, পাল্টা বিজেপি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Feb 2021 07:30 AM
West Bengal Election 2021 LIVE: বিজেপি-র রোড শো ঘিরে ধুন্ধুমার আমহার্স্ট স্ট্রিট 

বিজেপি-র রোড শো ঘিরে ধুন্ধুমার আমহার্স্ট স্ট্রিট।



বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নেতাদের লক্ষ্য করে ঝাঁটা, জুতো, কালো পতাকা। ভাঙল অর্জুনের কনভয়ের গাড়ির কাচ।

West Bengal Election 2021 LIVE:  কাঁচরাপাড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে ধুন্ধুমার

কাঁচরাপাড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে ধুন্ধুমার। শহরে ঢুকতে গেলে বাধা পুলিশের। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অনুমতি না থাকায় শহরে ঢুকতে বাধা, দাবি পুলিশের। অনুমতি থাকা সত্ত্বেও বাধা দিচ্ছে পুলিশ, পাল্টা বিজেপি। 

WB Election 2021 LIVE: আজ দিল্লিতে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন

ভোটের নির্ঘন্ট স্থির করতে আজ দিল্লিতে বৈঠকে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যে ঘুরে গিয়েছেন কমিশনের প্রতিনিধিরা। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তাঁদের কয়েকবার আলোচনাও হয়েছে। সেইসমস্ত বিষয় পর্যালোচনা করতেই আজ দিল্লিতে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। 

West Bengal Election 2021 LIVE:  কাল দুপুরে বঙ্কিমচন্দ্র-বিভূতিভূষণের বাড়ি যাবেন নাড্ডা

ডানলপের সভায় প্রধানমন্ত্রী মুখে বঙ্কিম-আবাসের দুরবস্থার উল্লেখ। ৪৮ ঘণ্টার মধ্যেই কাল দুপুরে আসছেন জে পি নাড্ডা। দুপুর ১টায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে কাঁঠালপাড়ায়। তারপর যাবেন পাশের সংগ্রহশালায়। কথা বলবেন ট্রাস্টি সদস্যদের সঙ্গে। শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই নন, ব্যারাকপুরে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যাওয়ার কথা জে পি নাড্ডার।

WB Election 2021 LIVE:   'বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছেন?', আক্রমণ মমতার

আপনি ঘরে ঢুকে গিয়ে বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছেন? আপনার গায়েই কালি লেগে আছে। অভিষেকপত্নীকে সিবিআই-এর জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে পাল্টা আক্রমণ তৃণমূলনেত্রীর।

West Bengal Election 2021 LIVE:  চরিত্রও তো সোনা-রুপোয় বাঁধানোর মত, বিজেপিকে কটাক্ষ মমতার

অন্যের পার্টিকে কয়লা চোর বলছেন? অন্যদিকে আপনারাই কয়লা চোরদের হোটেলে থাকছেন, চরিত্রও তো সোনা-রুপোয় বাঁধানোর মত। হুগলির ডানলপের সভা থেকে বিজেপিকে আক্রমণ তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal Election 2021 LIVE:  কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার। দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতার। 

WB Election 2021 LIVE:  পটাশপুরে বিজেপি কর্মীদের উপর 'হামলা, বাড়ি ভাঙচুর, বোমাবাজি'

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে উত্তেজনা। বিজেপি কর্মীদের উপর হামলা, বাড়ি ভাঙচুর, বোমাবাজি। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সকাল থেকে এলাকায় তুমুল বিক্ষোভ বিজেপির। 

WB Election 2021 LIVE:   ‘অভিষেকের শ্যালিকা, শ্বশুরই সাইকেলের সাপ্লায়ার’, আক্রমণ শুভেন্দুর

অভিষেকের বিরুদ্ধে আরও আক্রমণে শুভেন্দু। সবুজ সাথীর সাইকেল নিয়ে অভিষেককে আক্রমণ। ‘অভিষেকের শ্যালিকা, শ্বশুরই সাইকেলের সাপ্লায়ার’, কুলতলির সভা থেকে অভিষেককে আক্রমণ শুভেন্দুর। 

West Bengal Election 2021 LIVE:  শুভেন্দুর সভায় যাওয়ায় বিজেপি কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ

শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায়, বিজেপি কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের রূপনারায়ণপুরে। আহতদের মধ্যে ২ জন আসানসোল জেলা হাসপাতালে চিকিত্সাধীন। বিজেপির দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে হারের আশঙ্কায় বেপরোয়া হয়ে উঠেছে শাসকদল। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মোবাইল বিক্রি নিয়ে বিবাদের জেরে গন্ডগোল, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। 

West Bengal Election 2021 LIVE:  পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের 'গোষ্ঠীসংঘর্ষ', মৃত এক

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ। এক গোষ্ঠীর ওপর বোমা-গুলি নিয়ে হামলার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে।

WB Election 2021 LIVE: ২৫ তারিখ সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিশিষ্টদের সঙ্গে দেখা করবেন নাড্ডা

রাজ্যে এসে বিশিষ্টদের সঙ্গে দেখা করবেন জে পি নাড্ডা। ২৫ তারিখ সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে এই অনুষ্ঠান। এর আগে বিশিষ্টদের সঙ্গে দেখা করেছিলেন অমিত শাহ। মহাজাতি সদনে হয়েছিল এই অনুষ্ঠান। 

প্রেক্ষাপট

৭ মার্চ নরেন্দ্র মোদির ব্রিগেড অভিযান।  প্রধানমন্ত্রীর জনসভায় ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড ভরাতে তৎপর বিজেপি।  প্রধানমন্ত্রীর জনসভাকে জনারণ্যের চেহারা দিতে পূর্ণ উদ্যমে ঝাঁপাতে চায় গেরুয়া শিবির। দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে নির্দেশ ১০ লক্ষ মানুষের জমায়েত করতে হবে ওই দিন। এই পরিস্থিতিতে আজ রাতে রাজ্যে ফের আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামীকাল বিশিষ্টদের সঙ্গে দেখা করবেন জে পি নাড্ডা। সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে এই অনুষ্ঠান। 


গতকাল পাহাড়ে ফের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান গুরুংপন্থী মোর্চা সমর্থকদের। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিল বিজেপি। আজ উত্তর দিনাজপুরে পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপি রাজ্য সভাপতি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.