WB Election 2021 LIVE: তৃণমূল থেকে বহিষ্কার বৈশালী ডালমিয়াকে

West Bengal Assembly Election 2021 LIVE Updates: বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Jan 2021 10:06 PM
তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে বৈশালী ডালমিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার প্রতিক্রিয়ায় বৈশালী বলেছিলেন যে, "রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ত্য়াগে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেল। সেটা শুধু দলের ক্ষতি নয়, সাধারণ মানুষের জন্যও ক্ষতি হল। এইরকম একজন দায়িত্ববান মন্ত্রী যে দল ছাড়লেন সেটা বিরাট চিন্তা ও দুঃখের বিষয়। সত্যি কাজ করা অসুবিধা হচ্ছে। প্রত্যেকে যেমন দলকে ভালবাসে তেমন নিজের আত্মমর্যাদাও রয়েছে। যাঁদের আত্মমর্যাদা রয়েছে তাঁরা কোনও সময় অপমান নিতে পারেন না।"
রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে তৃণমূল বৈশালী ডালমিয়া নাম না করে মন্ত্রী অরূপ রায়কে আক্রমণ করেন। তিনি বলেন, 'সবার প্রতি তাচ্ছিল্য ভাব প্রকাশ করেন উনি। মন্ত্রিত্ব একটা আলঙ্কারিক পোস্ট। জনগণ সেটা দেয়নি। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমরা সবাই সমান।'

এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈশালীকে বহিষ্কার করে তৃণমূল।
তৃণমূল থেকে বহিষ্কৃত হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া

বীরভূম, পুরুলিয়ার পুলিশ সুপার বদল। বীরভূমের এসপি শ্যাম সিংহকে দুর্গাপুরে বদলি।
দুর্গাপুরের এসপি ট্রাফিক পদে শ্যাম সিংহকে বদলি। বীরভূমের নতুন এসপি হচ্ছেন নীরজ খালিদ।
কলকাতার ডিসি সেন্ট্রাল ছিলেন নীরজ খালিদ। পুরুলিয়ার এসপি সিলভামুরুগানকে সিআইডিতে বদলি।
পুরুলিয়ার নতুন এসপি বিশ্বজিৎ মাহাতো। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি সিপি ছিলেন বিশ্বজিৎ।
গতকালই কমিশনের প্রশ্নের মুখে পড়েন বীরভূমের এসপি। নিছকই রুটিন বদলি, দাবি রাজ্য সরকার সূত্রে
রাজ্যপালকে রাজীবের পদত্যাগপত্র দেওয়া নিয়ে বিতর্ক।
নবান্ন সূত্রে দাবি, ‘সাংবিধানিক রীতি না মেনে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই রাজীবের ইস্তফা গ্রহণ নয়, মন্ত্রিসভা থেকে অপসারিত। মন্ত্রীদের নিয়োগকর্তা মুখ্যমন্ত্রী, তাই তাঁকেই দিতে হবে ইস্তফা পত্র। ইস্তফা গ্রহণ করে তা রাজ্যপালের কাছে পাঠান মুখ্যমন্ত্রী। রীতি না মেনে রাজ্যপালের কাছে কীভাবে ইস্তফা রাজীবের? পদ্ধতিগত কারণে রাজীবকে অপসারিত করেছেন মুখ্যমন্ত্রী।’

৩দিনের রাজ্য সফরের শেষে নির্বাচন কমিশন জানিয়ে দিল ‘ভোটের কাজে লাগানো যাবে না গ্রিন পুলিশ। সিভিক ভলান্টিয়ারদেরও ভোটের কাজে ব্যবহার নয়। বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে রাজ্য পুলিশকে।ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস। অবাধ-শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনের ‘জিরো টলারেন্স’।
চলতি মাসের শেষেই ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা, খবর সূত্রের।
কমিশন বলেছে, বিএসএফের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ দুর্ভাগ্যজনক। রোহিঙ্গা নিয়ে বিজেপির অভিযোগকেও ভিত্তিহীন বলে মন্তব্য।
মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর ঘনিষ্ঠমহলে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজনীতি ছাড়ব না, মানুষের জন্য কাজ করতে চাই। তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা হলেও, তৃণমূলনেত্রীর সঙ্গে কথা হয়নি।‘মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর ফোন করেন তৃণমূলের ১ বিধায়ক ও ১ সাংসদ। ব্যস্ত থাকায় তৃণমূলের বিধায়ক ও সাংসদের ফোন ধরতে পারিনি।কাল ডোমজুড়ে নেতাজির জন্মদিবস পালন করব। পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত পরে জানাব। বিধায়ক হিসেবে এখনও রয়েছি তৃণমূলে।’
‘গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়াররা কোনওভাবেই ভোটের দায়িত্বে নয়।’রাজ্য ছাড়ার আগে জানাল কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন কমিশন জানাল, ‘কেন্দ্রের কাছে অপর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। যতটা সম্ভব কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। ভোটের আগে বাহিনী এলেও, দু’তিন মাস আগে আসবে না।’
WB Election 2021: 'দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে আমার কর্তব্য পালন করার চেষ্টা করেছি', ফেসবুক পোস্টে জানালেন রাজীব


Rajib Banerjee Resigns: বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর, ফেসবুকে পোস্ট রাজীব বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালই আছেন। আপনাদের জানাচ্ছি যে, আমি পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি। বেশ কিছু বছর ধরে আমি দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে আমার কর্তব্য পালন করার চেষ্টা করেছি। আপনাদের প্রত্যেককে আমার বর্দ্ধিত পরিবারের অংশ বলে মনে করি। আপনাদের সমর্থন আরও বেশি করে কাজে অগ্রসর হতে ও আরও ভাল পরিষেবা দিতে আমাকে অনুপ্রাণিত করে। আমি এই প্ল্যাটফর্মে এসে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার ঘোষণা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানিয়েছি। আশা করব, আগামী বছরগুলিতে আপনাদের যথাসম্ভব ভাল পরিষেবা দিতে পারব। সেটাই আমার রাজনীতিতে থাকার কারণ।
WB Election 2021: 'তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না, এটা বুঝেই তাঁরা দলত্যাগ করতে পারেন', রাজীবের ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শমীক ভট্টাচার্যের


Rajib Banerjee Resigns: তৃণমূল কংগ্রেস থেকে অনেক নেতা-মন্ত্রী-বিধায়ক ইস্তফা দিচ্ছেন। সেটা বড় কথা নয়। তবে, যেটা বিষয় তা হল, তৃণমূল কংগ্রেসের একাধিক তৃণমূল স্তরের নেতা দল ছাড়ছেন। অধিকাংশের ধারণা, তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না। তৃনমূলের একাধিক নেতা সাম্প্রতিক অতীতে প্রকাশ্যে নিজেদের ক্ষোভ জানিয়েছেন এবং দলের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন।
WB Election 2021: 'ভোটের মুখে সকলের বিবেক জেগে উঠছে, মানুষ তো দেখছে', মন্তব্য কুণালের


Rajib Banerjee Resigns: কারও কোনও ক্ষোভ থাকতেই পারে। কিন্তু ক্ষোভ মানেই যদি দলত্যাগ করতে হয়, তাহলে সেটা ঠিক নয়। এখন ভোটের মুখে সকলের বিবেক জেগে উঠছে, মানুষ তো দেখছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।
WB Election 2021: রাজ্যপালকে ইস্তফাপত্র দিতে রাজভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়


Rajib Banerjee Resigns: রাজভবনে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিত্ব থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র তুলে দেবেন তিনি।
WB Election 2021: বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের, চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রীকে



Rajib Banerjee Resigns: বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগে দলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। একাধিক অরাজনৈতিক অনুষ্ঠানে উগরে দেন ক্ষোভ। বনমন্ত্রীর ক্ষোভ প্রশমনে তাঁর সঙ্গে বৈঠকেও বসে তৃণমূল নেতৃত্ব। মন্ত্রিসভার পরপর পাঁচটি বৈঠকে গরহাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগে ফেসবুক লাইভেও বেসুরো ছিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক। আজ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার কথা জানান রাজীব বন্দ্যোপাধ্যায়। ইস্তফা দেওয়ার পর, রাজভবনে যাচ্ছেন তিনি।
WB Election 2021: কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক চলছে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবদের, উপস্থিত ডিজি, পুলিশ কমিশনার



নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন দফতরের সচিবদের বৈঠক। উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার। মূলতঃ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এরপর সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন।


গতকাল দিনভর প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা, ইলেকশন কমিশনার রাজীব কুমার, সুশীল চন্দ্র-সহ ফুল বেঞ্চের প্রতিনিধিরা। সূত্রের খবর, আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায়, একাধিকবার ডেকে পাঠানো হয় রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং-কে।
WB Election 2021: দিনহাটায় বিজেপি অফিস ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল



ভোটের আগে ফের অশান্ত কোচবিহারের দিনহাটা। ভেটাগুড়িতে বিজেপি অফিস ভাঙচুর করে আগুন লাগানোরও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তাদের অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।পাল্টা শাসক শিবিরের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
WB Election 2021: 'পরিষেবা পেতে দিতে হচ্ছে কাটমানি',তৃণমূল বিধায়ককে পেয়ে ক্ষোভ গ্রামবাসীদের, ভাইরাল ভিডিও



গত পাঁচ বছরে প্রতিশ্রুতি পূরণ হয়নি, উল্টে পরিষেবা পেতে দিতে হচ্ছে কাটমানি। এই অভিযোগে প্রচারে আসা দুবরাজপুরের তৃণমূল বিধায়ককে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। বুধবার নিজের দুবরাজপুর বিধানসভার লক্ষ্মীনায়ারণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি। বিধায়ক গত পাঁচ বছর এলাকায় আসেননি বলে দাবি করেন গ্রামবাসীরা। পাশাপাশি, সরকারি পরিষেবা পেতে কাটমানি দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। গ্রামবাসীদের ক্ষোভের কথা স্বীকার করেও তৃণমূল বিধায়কের দাবি, নেপথ্যে রয়েছে বিজেপির ষড়যন্ত্র। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের দাবি, এবার থেকে রাজ্যের সর্বত্র বিক্ষোভের মুখে পড়তে হবে তৃণমূলের জনপ্রতিনিধিদের। ভাইরাল ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
WB Election 2021: 'অন্যের উপর লাভ-ক্ষতির হিসেব আমরা করি না, নিজেদের কৃতিত্বে জিততে চাই', আব্বাস সিদ্দিকির নতুন দল প্রসঙ্গে মন্তব্য দিলীপের



অন্যের উপর লাভ-ক্ষতির হিসেব আমরা করি না। নিজেদের কৃতিত্বে জিততে চাই। আব্বাস সিদ্দিকির নতুন দলে লাভ কি বিজেপির? প্রশ্নের উত্তরে মন্তব্য দিলীপ ঘোষের। প্রশান্ত কিশোর তো বলছেন ৩০ শতাংশ ভোট তাঁদের হাতেই আছে। তাহলে ভয় খাচ্ছেন কেন, দিদিমণি টেনশন নিচ্ছেন কেন? পাল্টা প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির।
WB Election 2021: 'গরুপাচার বন্ধ, পার্টির রোজগার বন্ধ, তাই বিএসএফ-কে দোষারোপ', তৃণমূলের অভিযোগকে কটাক্ষ দিলীপের



গরুপাচার বন্ধ, পার্টির লোকেদের রোজগার বন্ধ। কষ্ট হচ্ছে, তাই বিএসএফ-কে দোষ দেওয়া হচ্ছে। বিএসএফ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
WB Election 2021: নদিয়ায় বিজেপিতে গিয়ে ৬ দিনে তৃণমূলে প্রত্যাবর্তন ১০০ কর্মী-সমর্থকের



প্রথমে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। ৬ দিনের মাথায়, তৃণমূলে প্রত্যাবর্তন ১০০ জন কর্মী, সমর্থকের। নদিয়ার চাকদার বনমালীপাড়ার ঘটনা। ১৬ জানুয়ারি, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৩০০ জন কর্মী, সমর্থক। গতকাল দলত্যাগীদের একাংশ ফের তৃণমূলে ফেরেন। তৃণমূলের দাবি, ভুল বুঝিয়ে যোগদান করায় বিজেপি। যদিও তৃণমূলে ফেরা বিজেপিত্যাগীরা জানিয়েছেন, দলীয় নেতৃত্বের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরেই তাঁরা স্বেচ্ছায় দল ছাড়েন। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে ওই কর্মী, সমর্থকদের দলে ফিরিয়েছে তৃণমূল।
WB Election 2021: জলপাইগুড়িতে তৃণমূল উপ প্রধানের গাড়িতে 'হামলা, মারধর ও ছিনতাই', অভিযুক্ত বিজেপি



জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল উপ প্রধানের গাড়িতে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে নাম জড়াল বিজেপির। তৃণমূল পরিচালিত সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার সময়, রাস্তা আটকে তাঁর গাড়িতে ভাঙচুর চালায়, তাঁকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।এমনকি, টাকাপয়সা ও মোবাইল ফোন ছিনতাই করা হয় বলে অভিযোগ। তৃণমূল উপ প্রধানের দাবি, মারধরের জেরে সংজ্ঞাহীন হয়ে পড়েন চালক। পরে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

প্রেক্ষাপট

কলকাতা: এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, এডিজি আইনশৃঙ্খলা বৈঠকে যে রিপোর্ট পেশ করেছেন, তাতে সন্তুষ্ট নয় ফুল বেঞ্চ।  কমিশন সূত্রে খবর, বৈঠকে একের পর এক প্রশ্ন করা হয় জ্ঞানবন্তকে।  কিন্তু তাঁর সব উত্তরে সন্তুষ্ট হতে পারেনি কমিশন।  সূত্রের খবর, রাজ্যে পা রেখেই ফুল বেঞ্চ জানিয়ে দিয়েছে, কীভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবার করাতে হবে, তা কমিশন জানে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.