পৈলান: বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী আওয়াজ তুলেছিলেন 'তোলাবাজ ভাইপো হটাও'। কৈলাস বিজয়বর্গীয় থেকে অর্জুন সিংহ, লকেট চট্টোপাধ্যায়- ভাইপোর বিরুদ্ধে নিশানা শানাতে পিছপা হননি কেউই। ভোটযুদ্ধ শুরুর অনেক আগে থেকেই ভাইপো-কে আক্রমণ করে এসেছে বিজেপি নেতৃত্ব। সেই ভাইপো যে কে, তা ওপেন সিক্রেট রাখতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। বিজেপিকে নানা সময় পালটা তোপ দেগে ভাইপোর বদলে, নাম ধরে নিশানা করার চ্যালেঞ্জ ছোড়েন তিনি। আর বৃহস্পতিবার পৈলানের সভা থেকে সেই 'ভাইপো' শব্দেই বিজেপিকে পালটা আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে পরে আগে ভাইপোর সঙ্গে লড়ার চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহকে। 


আরও পড়ুন- West Bengal Election 2021: 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যা বলতে পারে, কখনও দেখিনি', কটাক্ষ মমতার


আজ, বৃহস্পতিবার রাজ্য সফরে এসেছেন বিজেপি শীর্ষস্তরের নেতা অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগণার মাটিতে যখন একাধিক কর্মসূচি পালন করছেন তিনি, ঠিক তখন ওই জেলার মাটি থেকেই অমিত শাহের উদ্দেশে অল আউট আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'দক্ষিণ ২৪ পরগণার ওপর ওদের খুব লোভ আছে। খালি দিদি আর ভাতিজা। দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়। চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আগে অভিষেক ব্যানার্জির সঙ্গে লড়ো। কী কী করেছ তোমায় বলতে হবে। তোমার ছেলেও কোরাপশনের চার্জ থেকে রেহাই পাবে না।'






আক্রমণ আরও শানিয়ে মমতা বলেন 'তোমার ছেলেকে তুমি লুকিয়ে রাখবে, আর অন্যদের গালাগাল দেবে এটা চলতে পারে না। আমি অমিত শাহ ভদ্রতা করি। আমার ভদ্রতা দুর্বলতা নয়। আমরা তৃণমূল পরিবার। তুমি একজনকে চোর বললে আমাদের গায়ে লাগে। তোমার ছেলেও তো আমার ভাতিজা। সে কী করে ক্রিকেটের নেতা হল ? সে কী করে কোটি টাকার মালিক হয়ে গেল ? কী ভাইয়া, বাত কহে ?'


আরও পড়ুন-WB Election 2021:‘’অমিত শাহ আমাকে হিন্দু ধর্ম শেখাবেন!’’ পৈলানের সভায় তীব্র আক্রমণ মমতার


পরে অমিত শাহের আমফান, গঙ্গাসাগর মন্তব্যেরও পালটা নিশানা শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতি, শিষ্টাচার বিজেপি জানে কি না সেই প্রশ্ন তোলেন। কলা খাও, ভাগ যাও- বিজেপির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন। বলেন, ''কখনও দেখিনি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যা কথা বলেন।'