রুমা পাল, কলকাতা: ২৭ শে  মার্চ প্রথম দফার নির্বাচন। মঙ্গলবার জারি হয়ে গেল বিজ্ঞপ্তি। ভোট দানের সময়সীমা বাড়িয়েছে কমিশন। সকাল সাতটা থেকে সন্ধে সাড়ে ছটা। কোভিড আবহে এই সময়সীমা বাড়ানো হল।


২৫ মার্চের মধ্যে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। ইতিমধ্যেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে আসতে চলেছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবেই ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে রাজ্যে।


২৭ মার্চ প্রথম দফার পাঁচটি জেলার বিধানসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। এই মুহূর্তে প্রথম দফার ৩০ বিধানসভা কেন্দ্রে ৩ কোম্পানি করে অর্থাৎ ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। মূলত এখন টহলদারির কাজ করছে তারা । আরও কেন্দ্রীয় বাহিনী বাড়বে এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর।


 



 


এই প্রথম ভোটের কাজে প্রয়োজনীয় পরিষেবা দফতরের যে সমস্ত কর্মচারীদের অন্যত্র যেতে হয় তাঁরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তাঁরা হলেন রেলের কর্মচারী, কলকাতায় নিযুক্ত মেট্রো রেলের কর্মচারী, পোস্ট এন্ড টেলিগ্রাফ, মিডিয়া কর্মী, অসামরিক বিমানকর্মী এবং জাহাজের কর্মী। এই নিয়ে এদিন সংশ্লিষ্ট দফতরের রাজ্য প্রতিনিধিদের নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের নেতৃত্বে বৈঠক হয়।


এযাবৎ, ৪৭ লক্ষ হিসেব বহির্ভূত টাকা উদ্ধার করা হয়েছে এবং ১ লাখ ৩৩ হাজার লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে ২৫ কোটি টাকার অর্থ মূল্যের মাদক উদ্ধার করেছে কমিশন।


বুধবার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে অন্যান্য পর্যবেক্ষক এবং নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা।


আরও পড়ুন


WB Election 2021 বেচাল হলে কেন্দ্রীয় বাহিনী চাল ঠিক করে দেবে, হুঁশিয়ারি সায়ন্তন বসুর


এই বৈঠকে রাজ্যে যে সমস্ত পর্যবেক্ষকরা আসবেন তাঁরা তো থাকবেনই, এছাড়াও রাজ্যের ২৯ জন আমলা ৯ জন পুলিশ আধিকারিক  যথাক্রমে সাধারণ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক হিসেবে অন্য চার রাজ্যে বিধানসভা নির্বাচনে যাবেন তারাও উপস্থিত থাকবেন।


এই পর্যবেক্ষকদের জন্য ভ্যাকসিন এর ব্যবস্থা ও করছে কমিশন। এই বৈঠকের পরই জানা যাবে কবে রাজ্যে আসতে চলেছেন দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস, বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, বিশেষ এক্সপেন্ডিচার পর্যবেক্ষক বি মুরলি কুমার।