কলকাতা ও নয়াদিল্লি:  ৭ তারিখ ব্রিগেডের পর রাজ্যে পরপর আরও সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্তত ২০টি জনসভা করার পরিকল্পনা, খবর সূত্রের। ২৫ থেকে ৩০টি জনসভা করাতে চাইছে রাজ্য বিজেপি, খবর সূত্রের। ৫০টি জনসভা করবেন অমিত শাহ, খবর সূত্রের। 


ফেব্রুয়ারির শেষ রবিবার বাম-কংগ্রেসের ব্রিগেড দেখেছে রাজ্যবাসী।  আর মার্চের প্রথম রবিবার মহানগরে মোদির ব্রিগেড।


৭ মার্চ প্রধানমন্ত্রীর জনসভায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরাতে তৎপর গেরুয়া শিবির। মোদির ব্রিগেড সমাবেশে ২০ লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি।


আরও পড়ুন: 


Left Congress Brigade Rally: সঞ্চালনায় বাদশা, ছক ভেঙে তরুণ ব্রিগেডকে সামনে আনল সিপিএম


শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন,  তারিখের ব্রিগেড ভরাতে হবে। মোদির ব্রিগেডে ২০ লক্ষ মানুষের জমায়েত করতে হবে।


শনিবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে দলের বর্ধিত কোর কমিটির দ্বিতীয় বৈঠক হয়। মোদির ব্রিগেড সফল করতে রাজ্যের প্রতিটি বুথ থেকে লোক আনতে চায় গেরুয়া শিবির।
 
তার জন্য বুথ স্তরে জনসংযোগ বাড়াতে বলা হয়েছে। জোর দিতে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে।


ব্রিগেডের প্রচার করতে ইতিমধ্যেই স্ট্রিট কর্নার, বাইক মিছিল করা হচ্ছে। রাজ্য বিজেপি সহ সভাপতি  প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ঐতিহাসিক ব্রিগেড করতে হবে, বাম-কংগ্রেসের ব্রিগেড হলেই, আমরা পর্যবেক্ষণ করব, একটা অংশ ছাউনি করে ঢেকে দেওয়া হবে।


আরও পড়ুন: 


West Bengal Elections 2021: ব্রিগেডে একবারও বন্দে মাতরম উচ্চারিত হল না: শমীক ভট্টাচার্য


সম্প্রতি, হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে দলের বর্ধিত কোর কমিটির বৈঠক হয়। উপস্থিত ছিলেন কৈলাস বিজয় বর্গীয়, শিব প্রকাশ, মুকুল রায়, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় সহ অন্য নেতানেত্রীরা।