West Bengal News Live: মনোহরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Get the latest West Bengal News and Live Updates: মনোহরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দাম্পত্য কলহ থেকেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
মনোহরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আহত হয়েছে মেয়ে। ১০০ নম্বরে ডায়াল করে খুনের কথা স্বীকার করে স্বামী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’বছর ধরে কর্মহীন ছিলেন স্বামী, এর জেরে দাম্পত্য বিবাদে চরমে ওঠে। তার ফলেই খুন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। মৃতার নাম প্রিয়ঙ্কা বাজাজ। অভিযুক্ত অরবিন্দ বাজাজকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আগামী বছরেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন? কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, এশিয়ার মধ্যে এটিই গভীরতম মেট্রো স্টেশন।
মুর্শিদাবাদের সালারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন। বাড়ি ফেরার পথে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপ। ঘটনাস্থলেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর মৃত্যু। ব্যবসায়িক কারণে খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা, পলাতক অভিযুক্ত।
আদালতের বাজি বন্ধের নির্দেশের পর তত্পর হল প্রশাসন। আজ এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কলকাতা পুলিশ কমিশনার। আদালতের রায়কে কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। উত্সবের দিনগুলিতে আবাসনের ছাদগুলিতেও চলবে নজরদারি।
প্রাক্তনীদের বক্তব্য, তাঁরা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তিত। ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে তিনি যথেষ্ট খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই এই সময়ে বন্ধু হিসেবে তাঁর পাশে থাকতে চান সকলে। মঙ্গলবার হুমকি চিঠি পান আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে এই হুমকি চিঠি পাঠানো হয়।
হুমকি-চিঠির ঘটনায়, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সই সংগ্রহ শুরু করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কর্মরত আলাপন বন্দ্যোপাধ্যায় এই স্কুলেরই পড়ুয়া। তাঁর পাশে দাঁড়িয়ে প্রাক্তনীদের বক্তব্য, তাঁরা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,গলসির ২ নং জাতীয় সড়কে রাকোনা মোড়ে মুদির ব্যবসায়ী মনোজ কুমার দে। শুক্রবার সন্ধেবেলায় তিন থেকে চারজন দুষ্কৃতী দোকানে ঢুকে মনোজ বাবুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ও চোখে লক্কার গুঁড়ো ছিটিয়ে হাজার চল্লিশেক টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীরা চার চাকা গাড়িতে করে এসে লুটপাট চালায় বলে অভিযোগ।
মাথায় বন্দুক ঠেকিয়ে ও চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুঠপাট করার অভিযোগ। দোকান থেকে ক্যাশবাক্স তুলে নিয়ে চম্পট দিল দুস্কৃতীরা। অভিযোগ, ক্যাশবাক্সের মধ্যে ছিল প্রায় চল্লিশ হাজার টাকা। পাশাপাশি দোকানে থেকে, ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে গলসির রাকোনা মোড়ে।
খড়দায় কাজল সিনহার ছেলে আর্যদীপ সিনহাকে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থী জয় সাহার ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে। প্রতিবাদে খড়দায় বিটি রোড অবরোধ তৃণমূলের। বিজেপি প্রার্থী জয় সাহার গাড়ি ঘিরে বিক্ষোভ।
ভিন রাজ্যে ট্রেন থেকে পড়ে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। দেহ ফেরাতে এগিয়ে এলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা। শেষকৃত্যে দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার।
স্বামীর গায়ে আগুন দিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল স্ত্রীকে। আন্দুলের পূর্বপাড়ার ঘটনা। সাঁকরাইল থানার পুলিশ গ্রেফতার করেছে স্ত্রী মুনমুন রায়কে। ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।
করোনাকালে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। এরই প্রেক্ষিতে হাওড়ার বামুনগাছি ইএমইউ রেল ইয়ার্ডে দেখা গেল রেলকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা।
আগামীকাল থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। তার আগে হাওড়া স্টেশনে চলছে স্যানিটাইজেশনের কাজ।
কাল থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। তার আগে শিয়ালদা স্টেশনে চলছে চূড়ান্ত প্রস্তুতি। চলছে স্যানিটাইজেশনের কাজ।
ভোটের আগের রাতে শান্তিপুরের ফুলিয়ায় ২৫০ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট অমিত সরকারের বাড়িতে হামলা, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ন পাড়া গ্রামে বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ধসে যায় দেওয়ালের একাংশ। সকাল ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দা জুয়েল শেখের বাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক বাড়ির মালিক। স্থানীয়দের দাবি, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। মজুত বোমা, না কি সিলিন্ডার বিস্ফোরণ খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সাংগঠনিক বৈঠকের আগে জাতীয় গ্রন্থাগারের বাইরে জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লাগানো হল ফ্লেক্স। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তার আগে জাতীয় গ্রন্থাগারের বাইরে বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর শিকদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক ফ্লেক্স দেখা যায়। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতার দাবি, এই কাজ প্রকৃত বিজেপি কর্মীদের নয়, এর পিছনে তৃণমূলের ইন্ধন রয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রান্তিক স্টেশন হাওড়া মেট্রো স্টেশনের কাজ শেষ পর্যায়ে চলছে। হাওড়া স্টেশনের মধ্যে এই স্টেশনের দৈর্ঘ্য ১১০ মিটার, চওড়া ৬৫ মিটার এবং গভীরতা ৩৩ মিটার। এটাই এশিয়ার গভীরতম মেট্রো স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে।
হুগলির দাঁদপুরে ব্যবসায়ীর থেকে তোলা আদায়ের জন্য তাঁর সংস্থার ৪ কর্মীকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের নাম করে তোলা চাওয়া হয় বলে দাবি ব্যবসায়ীর। পরে অপহৃতদের উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। বিধায়কের নাম ভাঙিয়ে টাকা চাইলেও গোটা বিষয়টি জানেন না বলে দাবি অসীমা পাত্রের। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। রাজ্যে তোলাবাজির শিল্প চলছে বলে পাল্টা কটাক্ষ করেছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
উত্তরাখণ্ড থেকে রাজ্যে ফিরল এক দম্পতি-সহ পাঁচ পর্যটকের কফিনবন্দি দেহ। পাঁচজনই পশ্চিম বর্ধমানের বাসিন্দা। ৩০ জনের দলটি পুজোর পর উত্তরাখণ্ড গিয়েছিল। কৌশানি থেকে নৈনিতাল যাওয়ার পথে খাদে গাড়ি পড়ে মৃত্যু হয় দুর্গাপুরের রবীন্দ্রপল্লির সুব্রত ও রুনা ভট্টাচার্য, আসানসোলের শ্রাবণী চক্রবর্তী, রানিগঞ্জের চন্দনা খাঁ ও কিশোর ঘটকের। এদিন পাঁচজনের দেহ আনা হয় কলকাতা বিমানবন্দরে। ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক।
আরও দামী হল জ্বালানি। কলকাতায় ফের রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৯ টাকা ৪৬ পয়সা। লিটারে ৩৫ পয়সা বেড়ে কলকাতায় আজ ডিজেলের দাম হয়েছে ১০০ টাকা ৮৪ পয়সা। ইতিমধ্যেই রাজ্যের সবকটি জেলায় ১০০ পার করেছে ডিজেল। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত।
কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় বাজি বিক্রি-ফাটানোয় নিষেধাজ্ঞা। পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয় পুলিশের পক্ষে, জানাল হাইকোর্ট।
৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাত্রিকালীন কড়াকড়ি। শুধু কালীপুজো, ছটপুজোর সময় ৬ দিন ছাড়। রেস্তোরাঁ, জিমেও ৭০ শতাংশ সম্মতি।
করোনা বিধি মেনে ফিল্ম-সিরিয়ালের আউটডোর শ্যুটিংয়ে অনুমতি। হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে ছাড়পত্র।
৬ মাস পরে রবিবার থেকেই চালু হচ্ছে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চলায় রাজ্যের ছাড়পত্র। অসুবিধে নেই, জানাল রেল।
প্রেক্ষাপট
৬ মাস পরে রবিবার থেকেই চালু হচ্ছে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চলায় রাজ্যের ছাড়পত্র। অসুবিধে নেই, জানাল রেল।
করোনা বিধি মেনে ফিল্ম-সিরিয়ালের আউটডোর শ্যুটিংয়ে অনুমতি। হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে ছাড়পত্র।
৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাত্রিকালীন কড়াকড়ি। শুধু কালীপুজো, ছটপুজোর সময় ৬দিন ছাড়। রেস্তোরাঁ, জিমেও ৭০ শতাংশ সম্মতি।
১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। সকাল ১০টায় শুরু নবম-একাদশের ক্লাস। ১১টা থেকে দশম-দ্বাদশ। আধঘণ্টা আগে আসতে হবে ছাত্র-ছাত্রীদের।
কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় বাজি বিক্রি-ফাটানোয় নিষেধাজ্ঞা। পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয় পুলিশের পক্ষে, জানাল হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশের পরেই বাজি নিয়ে শুরু কড়াকড়ি। জেলায় জেলায় অভিযান। প্রচুর বাজি বাজেয়াপ্ত। কয়েকজন গ্রেফতার।
সব ধরনের বাজিকে নয়। শুধু বেরিয়াম সল্ট-কেমিক্যাল ক্র্যাকার নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। কারও স্বাস্থ্যের বিনিময়ে নয় উৎসব, বলল আদালত। খবর এএনআই সূত্রে।
দীপাবলির আগে ৫ কোটি গ্রাহকের জন্য আশঙ্কার অবসান। ২০২০-২১ অর্থবর্ষে ইপিএফও-তে ৮.৫ শতাংশ সুদেই কেন্দ্রের অনুমোদন।
'আমি বহিরাগত নই, ভারতের যে কোনও জায়গায় যেতে পারি, বিভেদের রাজনীতি করি না', গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া গিয়েই বিজেপির দাদাদিরি চলবে না বলে মমতার হুঙ্কার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোই তো মানেন না, পাল্টা সুকান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -