West Bengal News Live: রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯১৪ জন
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের উল্টোদিকে গ্রিন প্লাজা মার্কেটে ভয়াবহ আগুন। খিদিরপুরে ইলেকট্রনিক সরঞ্জামের পাইকারি বাজারে আগুন লাগে এদিন। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মালদার কালিয়াচকে আবাস যোজনার ঘরের জন্য কাটমাটি চাওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর দিকে। পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীদের একাংশ। অভিযোগ অস্বীকার অভিযুক্তদের। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগের তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বিডিও।
রিজেন্ট পার্ক থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবকের। পেশায় পুরোহিত ওই যুবক বাড়িতে একাই থাকতেন। পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাড়িতে আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। দমকল সূত্রে খবর, কী থেকে অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
বেআইনিভাবে ফেন্সিং দিয়ে বাড়ির সামনের জমি দখলের অভিযোগ উঠল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বাবার বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বাবাকে হেনস্থার অভিযোগ তুলছেন এই বিজেপি সাংসদ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মেদিনীপুর মেডিক্যালে গুলিবিদ্ধ ছাত্রীর অস্ত্রোপচারে দেরি। দীর্ঘক্ষণ অ্যানাস্থেসিস্ট না থাকার অভিযোগ। হাসপাতালের ভূমিকায় ক্ষোভপ্রকাশ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার। নির্দেশ দিলেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নারকেলডাঙায় চার্জ দেওয়ার সময় ব্যাটারি চালিত স্কুটারে বিস্ফোরণ। আহত তিন। ক্ষতিগ্রস্ত আশপাশের কয়েকটি বাড়িও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আজকের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্য়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হলেন মোট ১৫,৯২,৯০৮ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বন্ধ ঘর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা না কি খুন? খতিয়ে দেখতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহগুলি।
আগামী ৩ মাসের মধ্যে গোয়ায় ক্ষমতা দখল করবে তৃণমূল। ২০২৩-এ হবে ত্রিপুরা দখল। চেষ্টা করেও রুখতে পারবে না বিজেপি। কাল কোর্টে জিতেছি, এবার ভোটে জিতব, হুঙ্কার অভিষেকের।
বিজেপির ডবল ইঞ্জিন মানে রাজ্যেও চুরি, কেন্দ্রেও চুরি। ভবিষ্যতে দিল্লি পরিচালনা করবে ত্রিপুরা। ২০২৩ সাল পর্যন্ত মাটি আঁকড়ে পড়ে থাকব। হুঁশিয়ারি অভিষেকের। লাভ হবে না, পাল্টা বিজেপি।
৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোয় সম্মতি দিয়েছে রাজ্য সরকার। তবে, সবার জন্য লোকাল ট্রেন চালুর প্রথম দিনই ধরা পড়ল ভিন্ন ছবি।
করোনা বিধি মেনে লোকাল ট্রেন চালানোর উদ্যোগ। তার মধ্যেই অনেক যাত্রীর মধ্যে এখনও দেখা গেল উদাসীনতার ছবি। হাওড়া স্টেশনে মাস্কহীন যাত্রীদের জরিমানা করা হচ্ছে।
নদিয়ার নাকাশিপাড়ায় গোডাউনে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হল এক কর্মীর। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোডাউনে বেআইনিভাবে কেরোসিন, ডিজেল মজুত রাখা হত বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর।
করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে সকলের জন্য চাকা গড়াল লোকাল ট্রেনের। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। এছাড়া, যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল কর্তৃপক্ষ। থাকছে নজরদারি। সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। লোকাল ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি।
হাওড়া শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ বছরের বালিকার মৃত্যু। হাওড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়া চট্টোপাধ্যায় গত ২৩ অক্টোবর প্রবল জ্বর নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়। পরিবার সূত্রে খবর, অবস্থার অবনতি হওয়ায় পরের দিনই তাকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে সেখানেই মৃত্যু হয় বালিকার। প্রতিবেশীদের অভিযোগ, এলাকায় নিকাশি বেহাল। পুরসভার তরফে মশানিধন অভিযানও নিয়মিত হয় না। সেই কারণেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এদিন মৃত বালিকার বাড়িতে যান হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুজয় চক্রবর্তী। চলতি মরশুমে ডেঙ্গির প্রকোপ তুলনামূলকভাবে কম বলে তাঁর দাবি
নারকেলডাঙায় বাড়িতে বিস্ফোরণ, জখম ৩ জন। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ি থেকে ৩ জনকে উদ্ধার প্রতিবেশীদের। চার্জে বসানো ই-স্কুটার থেকে বিস্ফোরণ, অনুমান স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে মা, ছেলে ও মামার রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে খাদরা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে জামাইবাবুর মৃত্যুর পর থেকে দিদি মালবিকা চক্রবর্তী ও ভাগ্নে কৌশিকের সঙ্গে থাকতেন উত্পল চট্টোপাধ্যায়। আজ সকালে পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে মশারির মধ্যে মা, ছেলে এবং পাশের ঘর থেকে মামার ঝুলন্ত দেহ উদ্ধার করে।
কলকাতায় ফের এটিএম ‘প্রতারণা’। এটিএএম কাউন্টারে ঢুকে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ। ‘আগে থেকে এটিএম কাউন্টারে হাজির ছিল প্রতারক’ ‘টাকা জমা দিতে গেলে প্রোফাইল আপডেট করার নামে প্রতারণা’ এটিএম কার্ড বদলি করে পিন নম্বর দেখে প্রতারণার অভিযোগ। অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা লোপাটের অভিযোগ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বিষ্ণুপুর থেকে গ্রেফতার অভিযুক্ত। গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ।
অভিষেকের সভাতেই তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরার বিজেপি ত্যাগী বিধায়ক আশিস দাস।
''শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব'', আগরতলায় সভা থেকে বার্তা অভিষেকের।
''মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পরিবর্তন আনবেন'', বার্তা রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
আগরতলায় অভিষেকের সভার শর্তসাপেক্ষে অনুমতি ত্রিপুরা হাইকোর্টের।
বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
নদিয়ার নাকাশিপাড়ায় গুদামে ভয়াবহ আগুন। গুদামে ভয়াবহ আগুন, বিস্ফোরণের শব্দ। মৃত্যু ১ কর্মীর। গুদামে বেআইনিভাবে কেরোসিন, ডিজেল মজুত, অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকলের ২টি ইঞ্জিন।
প্রেসিডেন্সি জেলে পুলিশ ও কারারক্ষীদের যৌথ অভিযান। উদ্ধার প্রচুর মোবাইল ফোন, সিম কার্ড ও মাদক। পরপর দু’দিন প্রেসিডেন্সি জেলে অভিযান পুলিশের। ৩ বন্দির বিরুদ্ধে জেলের মধ্যে মাদক কারবারের অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা জেল কর্তৃপক্ষের।
কলের জল বোতলে ভরে নামী কোম্পানির লেবেল সেঁটে বিক্রি করার অভিযোগ। বারাসাতের পান্না ঝিল এলাকায় জলের জাল কারবারের হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাতেনাতে ধরে ফেলে বেআইনি কারবার। কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে নামী কোম্পানির প্রচুর জাল লেবেল, জলের জার ও রাসায়নিক।
বাঁকুড়ার তালড্যাংরায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় বিজেপি নেতা-সহ চারজনকে আটক করেছে পুলিশ। মৃতের নাম বিপ্লব রায়। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ির সামনে পরিচিতদের সঙ্গে কথা বলার সময় আচমকাই লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, আজই যোগ দিতে পারেন বিজেপি নেতা। বিধানসভা ভোটের মাসকয়েক আগে, ২০২১-এর ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়।
লোকাল ট্রেন চালু হওয়ার প্রথম দিন পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনে তৃণমূলের মিষ্টিমুখ। রেল কর্মী ও যাত্রীদের মধ্যে মিষ্টি বিলি করলেন যুব তৃণমূল কর্মীরা। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বেড়েছে। ফলে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ট্রেন চালুর সিদ্ধান্তকে স্বাগত জানাতেই মিষ্টি বিলি, দাবি যুব তৃণমূল নেতৃত্বের। ট্রেন চালু হওয়ায় যাতায়াত খরচ কমবে বলে খুশি যাত্রীরাও।
লোকাল ট্রেন চালু হতেই বারাসাতে ফিরল পুরনো ছবি। রবিবার ছুটির দিনেও ডাউন বনগাঁ লোকাল ঢুকতেই দেখা গেল বাদুড়ঝোলা ভিড়। একই ছবি ডাউন হাসনাবাদ লোকালেও। কামরার ভিতরে থিকথিকে ভিড়।
হাওড়া স্টেশনে ভিড়। লোকাল ট্রেনে ওঠার জন্য দৌড়োদৌড়ি। চলন্ত ব্যান্ডেল লোকালে উঠতে গিয়ে পড়েও গেলেন এক প্রৌঢ়। যাত্রীদের চিৎকারে ট্রেন থামায় শেষপর্যন্ত ট্রেনে উঠে শান্তি।
আরও দামী হল জ্বালানি। কলকাতায় ১০১ টাকা পেরোল ডিজেল। পেট্রোলের দামেও সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৩ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৯ টাকা ৭৯ পয়সা। লিটারে ৩৫ পয়সা বেড়ে শহরে আজ ডিজেলের দাম হয়েছে ১০১ টাকা ১৯ পয়সা।
মনোহরপুকুরে স্ত্রীকে খুন করে মেয়েকেও কোপানোর অভিযোগ। ১০০ ডায়ালে ফোন করে খুনের কথা কবুল করেন স্বামী, দাবি পুলিশের। মৃতার নাম প্রিয়ঙ্কা বাজাজ। মনোহরপুকুর রোডের বহুতলে মেয়ে ও স্বামী অরবিন্দ বাজাজের সঙ্গে চারতলার ফ্ল্যাটে থাকতেন ওই গৃহবধূ। কর্মহীন থাকায় দাম্পত্য বিবাদে খুন বলে অনুমান।
আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। করোনা আবহে ১৭৮ দিন পর, রবিবার থেকে সর্বসাধারণের জন্য ফের গড়াবে লোকাল ট্রেনের চাকা।
প্রেক্ষাপট
আজ থেকে ৫০ শতাংশ যাত্রী শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। তার আগে শিয়ালদা-হাওড়ায় দেখা গেল প্রস্তুতির ছবি।
মনোহরপুকুরে স্ত্রীকে খুন করে মেয়েকেও কোপ। ১০০ নম্বরে ডায়াল করে স্বীকার, দাবি পুলিশের। কর্মহীন থাকায় দাম্পত্য বিবাদে খুন বলে অনুমান।
দিনভর সংঘাত। পুলিশের যুক্তি উড়িয়ে আজ আগরতলায় রবীন্দ্র ভবনের সামনেই অভিষেকের জনসভা। অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট। ধাক্কা বিপ্লব দেব প্রশাসনের।
চার কেন্দ্রে উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি। খড়দা, দিনহাটায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, শান্তিপুরে বিজেপি এজেন্টকে হুমকির অভিযোগ। গোসাবায় বিধিভঙ্গ। অস্বীকার শাসকের।
খড়দার বাংলাদেশি ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে তুলকালাম। বিজেপির অভিযোগ খারিজ সিইও দফতরের। জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের। উত্তেজনা তৈরির চেষ্টা, পাল্টা তৃণমূল।
খড়দায় আক্রান্ত প্রয়াত কাজল সিনহার ছেলে। অভিযোগ বিজেপি প্রার্থীর ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে। ভর্তি হাসপাতালে। প্রতিবাদে জয় সাহার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
খড়দায় আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক। দলীয় অফিসের সামনেই ইট মেরে তন্ময় ভট্টাচার্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নাটক করে মার খাচ্ছেন, পাল্টা পার্থ।
শান্তিপুরে হুমকির মুখে বিজেপির পোলিং এজেন্টকে ঘরে তালাবন্দি করলেন মা। ফুলিয়ায় বিজেপির এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। মিথ্যা অভিযোগ, পাল্টা তৃণমূল প্রার্থী।
দিনহাটায় সন্ত্রাস চালিয়েছে শাসক দল। বসতে দেওয়া হয়নি পোলিং এজেন্ট। অভিযোগ বিজেপি প্রার্থীর। এত কেন্দ্রীয় বাহিনী, কে বাধা দেবে ? পাল্টা উদয়ন গুহ।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সবচেয়ে কম ভোট পড়ল খড়দায়। শান্তিপুরে ৭৬ শতাংশ, গোসাবায় ৭৬ শতাংশ, দিনহাটায় ভোটদানের হার প্রায় ৭০ শতাংশ। ফলপ্রকাশ মঙ্গলবার।
কংগ্রেসের জন্যই শক্তিবৃদ্ধি মোদির। কংগ্রেস সিদ্ধান্ত না নিতে পারলে দেশ কেন ভুগবে ? গোয়ায় আক্রমণ মমতার। কংগ্রেস ধ্বংসের চেষ্টা, পাল্টা অধীর।
২০২৪-এ লোকসভা ভোটে বিজেপির নতুন স্লোগান এবার ২৫ পার। ভোট রণকৌশল বৈঠকের পর জানালেন সুকান্ত। অনভিজ্ঞ, আগে বিধায়কদের সামলান। পাল্টা সৌগত।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের হাজারের কাছাকাছি। জোগানের অভাবে আজ থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ কোভ্যাক্সিনের প্রথম ডোজ। মিলবে শুধু দ্বিতীয় ডোজ।
মুর্শিদাবাদের সালারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন। ব্যবসায়িক কারণে খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -