West Bengal News Live: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে একটি বেসরকারি ব্যাঙ্কের ঋণ আদায়কারীকে আঘাত করে টাকা লুঠের অভিযোগ

Get the latest West Bengal News and Live Updates: কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকাতে মামলা আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের। দুর্গাপুজোর ভিড় দেখে বিরক্ত আদালত। আজ আদালতে আবেদনের ফের শুনানি।

abp ananda Last Updated: 02 Nov 2021 10:35 PM
WB News Live Updates: প্রয়াত প্রাক্তণ কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি মন্ত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়

প্রয়াত প্রাক্তণ কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি মন্ত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।

West Bengal News Live: বিক্রি না হওয়া লটারির টিকিটে কোটিপতি চা-বিক্রেতা!

বিক্রি না হওয়া লটারির টিকিটে কোটিপতি চা-বিক্রেতা! ধনতেরাসের আগের রাতে সমৃদ্ধির শ্রী ফিরল অভাবের সংসারে! এবারের দীপাবলি দারুণ ভাবে স্পেশাল হতে চলেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কমল মহালদারের কাছে। 

করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ

করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ। প্রকাশ করা হয়েছে, কালীপুজোর গাইড ম্যাপও। জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে বারাসাতে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন।

West Bengal News Live: মুখ চেপে দমবন্ধ করে খুন করা হয় কলকাতার থিয়েটার রোডের বৃদ্ধাকে

মুখ চেপে দমবন্ধ করে খুন করা হয় কলকাতার থিয়েটার রোডের বৃদ্ধাকে। বিছানায় উপুড় হয়ে পড়েছিল রক্তাক্ত মৃতদেহ। উধাও নিহতের গয়না, মোবাইল ফোন। লুঠের উদ্দেশ্যে খুন বলে সন্দেহ পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তালিকা তৈরি হচ্ছে পরিচিতদের।>>

WB News Live Updates: কলকাতার থিয়েটার রোডের বহুতলে বৃদ্ধার রহস্যমৃত্যু

কলকাতার থিয়েটার রোডের বহুতলে বৃদ্ধার রহস্যমৃত্যু। বিছানায় উপুড় হয়ে পড়েছিল রক্তাক্ত মৃতদেহ। উধাও নিহতের গয়না, মোবাইল ফোন। খুন বলে অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তালিকা তৈরি হচ্ছে পরিচিতদের।

West Bengal News Live: করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ

করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ। প্রকাশ করা হয়েছে, কালীপুজোর গাইড ম্যাপও। জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে বারাসাতে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন।>>

WB News Live Updates: নদিয়ার জালালখালিতে রেল অবরোধ

নদিয়ার জালালখালিতে রেল অবরোধ। সকাল ৭টা থেকে এখনও চলছে অবরোধ, ভোগান্তি যাত্রীদের। ১১ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে রেল অবরোধ। জালালখালি হল্টে সমস্ত ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ। ঘটনাস্থলে পুলিশ, রেলের আধিকারিকরা

West Bengal News Live: খড়গপুরের শ্যামলপুরে শ্যুটআউট

খড়গপুরের শ্যামলপুরে শ্যুটআউট। ঋণদানকারী সংস্থার কর্মীকে গুলি, ভর্তি হাসপাতালে। ঋণের কিস্তির টাকা আদায় করে ফেরার পথে হামলা। খড়গপুর-বেলদা রাজ্য সড়কের উপর চলল গুলি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

WB News Live Updates: বাজির ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে পুলিশের প্রচার অভিযান

দীপাবলির আগে নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে ও এবং বাজির ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে পুলিশের প্রচার অভিযান। আজ বড়বাজার এলাকায় পুলিশের তরফে মাইকে প্রচার চালানো হয়। 

West Bengal News Live: আপ হাজারদুয়ারি এক্সপ্রেস রানাঘাট থেকে কলকাতা অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয়েছে

রেল দফতর সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে দুটি ট্রেন একটি রানাঘাট পর্যন্ত ও একটি শিয়ালদহ পর্যন্ত শান্তিপুর হয়ে পাঠানো হয়েছে। আপ হাজারদুয়ারি এক্সপ্রেস রানাঘাট থেকে কলকাতা অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অবরোধ এখনও চলছে।

WB News Live Updates: ময়নাতদন্তের জন্য থিয়েটার রোডের বৃদ্ধার মৃতদেহ পাঠানো হল এসএসকেএমে

থিয়েটার রোডের অভিজাত আবাসনে বৃদ্ধার রহস্যমৃত্যু। ফ্ল্যাটের দরজা খোলা, ঘরের ভিতরে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। শোওয়ার ঘরে উপুড় হয়ে পড়েছিল বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। ‘বিছানার চাদরে রক্তের দাগ, মেলেনি বাইরে থেকে আঘাতের চিহ্ন। বহুতলের ফ্ল্যাটে কাদের যাতায়াত ছিল। সন্দেহভাজন কেউ কি ফ্ল্যাটে ঢুকেছিল? সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হল এসএসকেএমে।

West Bengal News Live: চাপের মুখে বর্ধিত ভাড়া প্রত্যাহার করল রেল

চাপের মুখে বর্ধিত ভাড়া প্রত্যাহার করল রেল। মেমু প্যাসেঞ্জার ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহার। লকডাউনের আগের হারেই নেওয়া হবে ভাড়া। সিদ্ধান্ত ঘোষণা পূর্ব রেলের
যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বাড়তে পারে ট্রেনের সংখ্যা

WB News Live Updates: কাঁকুলিয়ায় জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি হালদার ও সঙ্গী শুভঙ্কর মণ্ডলকে আলিপুর আদালতে পেশ

কাঁকুলিয়ায় জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি হালদার ও তাঁর সঙ্গী শুভঙ্কর মণ্ডলকে আলিপুর আদালতে পেশ করা হল। মুম্বই থেকে দুজনকে কলকাতায় আনা হয়। গতকালই ভিকি ও তার সঙ্গীকে  মুম্বইয়ে গ্রেফতার করা হয়। কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ি চালক রবীন মণ্ডলের খুনের ঘটনায় অভিযুক্ত ভিকি হালদার ঘটনার পরই শুভঙ্করের সঙ্গে পালিয়েছিল মুম্বইয়ে। সেখানে গা ঢাকা দিয়ে নির্মীয়মাণ আবাসনে কাজ নিয়েছিল তারা।  ট্রানজিট রিমান্ডে দু-জনকে কলকাতায় আনা হল।  এই নিয়ে জোড়া খুনের ঘটনায় ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live: করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ

করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ। প্রকাশ করা হয়েছে, কালীপুজোর গাইড ম্যাপও। জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে বারাসাতে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন।

WB News Live Updates: মালদার গ্রামপঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু প্রশাসনের

মালদার খরবা গ্রামপঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কাজ না করিয়েই ভুয়ো বিল বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে! লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে প্রশাসন। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী। চলছে রাজনৈতিক তরজা। 

West Bengal News Live: ইবি হানা, গোডাউন সিল

 ব্র্যাবোর্ন রোড, হেয়ার স্টিট থানা এলাকায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা। নামি সংস্থার  লক্ষাধিক টাকার প্রিন্টারের কার্টিজ বাজেয়াপ্ত। কপিরাইট অ্যাক্টে মামলা রুজু। গোডাউন সিল।

WB News Live Updates: কালীপুজোর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান, প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত

কালীপুজোর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান। প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। চার জায়গা থেকে গ্রেফতার ছয় বাজি বিক্রেতা। পুলিশ জানিয়েছে, এরকম অভিযান আরও চলবে।

West Bengal News Live: ভোট নিয়ে রাজ্যে কমিশনের ভূমিকায় খুশি ডেপুটি ইলেকশন কমিশনার, ফোন সিইও-কে

ভোট নিয়ে রাজ্যে কমিশনের ভূমিকায় খুশি ডেপুটি ইলেকশন কমিশনার। সুদীপ জৈনের ফোন সিইও-কে।বিজয় উত্সব নিয়ে জেলাশাসকদের ফের সতর্ক করল কমিশন

WB News Live Updates: জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে সাফল্য তৃণমূলের। ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এটা সাধারণ মানুষের জয়। বাংলা সব সময় উন্নয়ন এবং একতাকেই বেছে নয়। কুত্সা এবং ঘৃণার রাজনীতিকে নয়। সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। 

West Bengal News Live: কোভিড বিধি পালনে ফের অভিযানে নামল বিধাননগর কমিশনারেটের পুলিশ

কোভিড বিধি যাতে সকলে মেনে চলেন, তার জন্য আজ ফের অভিযানে নামল বিধাননগর কমিশনারেটের পুলিশ।  সল্টলেক স্টেডিয়ামের কাছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযান চালায়।  মাস্ক পরা না থাকলেই ধরেছে পুলিশ।

WB News Live Updates: জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবার বিদেশী সংস্থার সাহায্য নিতে চলেছে হাওড়া পুরসভা

জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে হাওড়া পুরসভা এবার এক বিদেশী সংস্থার সাহায্য নিতে চলেছে। আজ নেদারল্যান্ডসের একটি সংস্থার সঙ্গে বৈঠক করেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন শহরের জল জমা সমস্যার সমাধানে ওই সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে।

West Bengal News Live: বেআইনি বাজি বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা নিয়ে শুনানি কাল সকালে

বেআইনি বাজি বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা। ‘পেসো’ দ্বারা স্বীকৃত বাজি ছাড়া বিক্রিতে নিষেধাজ্ঞার আর্জি।ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি।সুপ্রিম কোর্ট পরিবেশবান্ধব বাজিতে সায় দেওয়ার পর মামলা দায়ের। কাল সকালেই হবে মামলার শুনানি

WB News Live Updates: বেসরকারি ব্যাঙ্কের ঋণ আদায়কারী কর্মীর মাথায় পাথর দিয়ে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের

প্রকাশ্য দিবালোকে একটি বেসরকারি ব্যাঙ্কের ঋণ আদায়কারী কর্মীর মাথায় পাথর দিয়ে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। যাওয়ার সময় ওই দুষ্কৃতীরা  দুটি বোমা ছোঁড়ে বলেও অভিযোগ। বিকাল চারটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার কেন্দুয়াডিহি ও কাপিষ্টা মোড়ের মাঝে। ঘটনায় গুরুতর জখম বেসরকারি ব্যাঙ্কের ওই  ঋণ আদায়কারীকে উদ্ধার করে প্রথমে অমরকানন গ্রামীন হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

West Bengal News Live: দুর্ঘটনায় রণক্ষেত্র জামুড়িয়া

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পশ্চিম বর্ধমানের জামুড়িয়া। স্থানীয়দের মারধরের অভিযোগ উঠল বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। স্থানীয়দের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


 

West Bengal News Live: থিয়েটার রোডের একটি আবাসনে বৃদ্ধার রহস্য মৃত্যু

থিয়েটার রোডের একটি আবাসনে বৃদ্ধার রহস্য মৃত্যু। মৃতার ছেলে প্রথম দেহ দেখতে পান।ঘটনাস্থলে শেক্সপিয়র থানার পুলিশ।কীভাবে বৃদ্ধার মৃত্যু, এখনও স্পষ্ট নয়

WB News Live Updates: ভিড়ে বিরক্ত আদালত

কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকাতে মামলা আবেদনে সাড়া হাইকোর্টের। যেভাবে ভিড় হয়েছে, কেন তা নিয়ন্ত্রণ করা হয়নি? দুর্গাপুজোর ভিড় নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। আজ ফের শুনানি।

West Bengal News Live: করোনা ভ্যাকসিনের কুপনে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ছবি ঘিরে বিতর্ক

করোনা ভ্যাকসিনের কুপনে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ছবি। বিতর্ক উত্তর ২৪ পরগনার বাগজোলা গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিতর্ক তৈরি হতেই, ভুল স্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

WB News Live Updates: চম্পাহাটির বাজি বাজারে পুলিশি অভিযান, উদ্ধার প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হাড়াল বাজি বাজারে পুলিশি অভিযান। উদ্ধার প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি। গ্রেফতার ২।

WB News Live Updates: কলকাতায় আনা হল কাঁকুলিয়ায় জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি হালদার ও তার সঙ্গী শুভঙ্কর মণ্ডলকে

কাঁকুলিয়ায় জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি হালদার ও তাঁর সঙ্গী শুভঙ্কর মণ্ডলকে মুম্বই থেকে কলকাতায় আনা হল।  গতকালই ভিকি ও তার সঙ্গীকে  মুম্বইয়ে গ্রেফতার করা হয়।  পুলিশ সূত্রে খবর, আজই ধৃত ২ জনকে আলিপুর আদালতে তোলা হবে।  

WB News Live Updates: দিনহাটায় এগিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

দিনহাটায় এগিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তৃতীয় রাউন্ডের গণনা শেষে ২১ হাজার ৪৭৩ ভোটে এগিয়ে উদয়ন গুহ। গোসাবায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

West Bengal News Live: আজ কলকাতায় ফের বাড়ল পেট্রোলের দাম

জ্বালানির দাম এখন লাগামছাড়া হয়ে ছুটছে। আজ কলকাতায় ফের বাড়ল পেট্রোলের দাম। তবে ডিজেলের দাম এযাত্রা বাড়ানো হয়নি।  লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১০ টাকা ৪৯ পয়সা।

WB News Live Updates: নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু মেরামতিতে যান নিয়ন্ত্রণ

নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু মেরামতির কাজ শুরু হল গতকাল। এরজন্য আজ বিকেল পাঁচটা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র বাইক, অ্যাম্বুল্যান্স ও ছোট গাড়ি চলাচলের নির্দেশ রয়েছে।


 

West Bengal News Live:একশো দিনের কাজের দাবিতে দলের পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশের

একশো দিনের কাজের দাবিতে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ! তুফানগঞ্জ দু’নম্বর ব্লকের বারোকোতয়ালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যদিও গ্রামবাসীদের বঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

WB News Live Updates: জল সরবরাহ প্রকল্পে স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে পুরুলিয়ায় পথ অবরোধ

স্থানীয় জল সরবরাহ প্রকল্পে স্থানীয়দের কাজে নিতে হবে। এই দাবিতে পুরুলিয়ার মানবাজার-পায়রাচলি রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, জমি অধিগ্রহণের সময় স্থানীয়দের নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা মানা হয়নি। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ উঠে যায়।

West Bengal News Live: বেড়ে চলেছে চুরির ঘটনা, প্রতিবাদে পথ অবরোধ শালতোড়ায়

বাঁকুড়ার শালতোড়া এলাকায় প্রতিদিন বেড়ে চলেছে চুরির ঘটনা। এই অভিযোগে, ক্ষুদ্ধ বাসিন্দারা  শালতোড়া-মেজিয়া রাজ্য সড়কের পাবড়া মোড় অবরোধ করেন। ঘণ্টাখানেক পর পুলিশ ও প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ।


 

WB News Live Updates: তৃণমূল নেতাকে CBI জিজ্ঞাসাবাদ

বাঁকুড়ার ইন্দাসের বিজেপি কর্মী অরূপ রুইদাসকে খুনের অভিযোগে তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি সহ ৩০ জন তৃণমূলকর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ৫ মে খণ্ডঘোষে উদ্ধার হয় বিজেপি কর্মীর মৃতদেহ। তৃণমূলের বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি।
ফাঁসানো হচ্ছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। 

West Bengal News Live: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে পশ্চিম মেদিনীপুরে, বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৩ জন

পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে।  জেলা প্রশাসন সূত্রে দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৬৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি।  মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। যদিও শাসক দলকে এ নিয়ে নিশানা করতে ছাড়েনি বিজেপি।

WB News Live Updates: ডেঙ্গি রুখতে হাওড়ায় পুর অভিযান

হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে খুদে স্কুল পড়ুয়ার মৃত্যুর পরই নড়েচড়ে বসল পুরসভা। মৃতের শিশুর পাড়ার কয়েকটি বাড়ি থেকেই উদ্ধার হল ডেঙ্গির মশার লার্ভা। পুরসভা সূত্রে খবর, ডেঙ্গি রুখতে নেওয়া হচ্ছে পদক্ষেপা।

West Bengal News Live: কাঁথির বাদলপুর কৃষি উন্নয়ন লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচনে তৃণমূলকে হারাল বামেরা

কাঁথি ১ নম্বর ব্লকের বাদলপুর কৃষি উন্নয়ন লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচনে তৃণমূলকে হারাল বামেরা। ফলাফলে উচ্ছ্বসিত লাল শিবির। অন্যদিকে হারের জন্য দলের মতবিরোধকেই দুষছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

WB News Live Updates আজ চার বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা

আজ চার বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হবে। খড়দা-গোসাবা কি আবারও তৃণমূলের দখলে থাকবে? কি হবে, দিনহাটা ও শান্তিপুরের ফল? দুই কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি, সেদিকেই নজর সকলের।

প্রেক্ষাপট

কলকাতা: আজ ৪ কেন্দ্রে উপনির্বাচনের ফল। খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় প্রেস্টিজ ফাইট। গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা।


করোনাকালে ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, শেষ ১৬ মার্চ। সকাল ১১.৪৫ থেকে শুরু পরীক্ষা। ডিসেম্বরের শেষে হতে পারে টেস্ট।


২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, শেষ ২০ এপ্রিল। হোম সেন্টারেই পরীক্ষা দেবে পড়ুয়ারা। ১৫ ফেব্রুয়ারি থেকে প্র্যাকটিক্যাল।


সব বাজিতে নিষেধাজ্ঞা নয়, সুপ্রিম কোটে খারিজ হাইকোর্টের রায়। পরিবেশবান্ধব বাজি ফাটানোর অনুমতি। নিষিদ্ধ বাজিতে বহাল কড়াকড়ি।


কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকাতে মামলা আবেদনে সাড়া হাইকোর্টের। দুর্গাপুজোর ভিড় দেখে বিরক্ত আদালত। আজ ফের শুনানি।


কাঁকুলিয়াকাণ্ডে সঙ্গী-সহ ভিকি গ্রেফতার মুম্বইয়ে। গা ঢাকা দিয়ে রক্ষীর কাজ নিয়েও নির্মীয়মাণ আবাসনের পার্কিং লট থেকে পাকড়াও।


রাজ্যে বাড়ছে আরএসএসের শাখা। কী করছে তৃণমূল, প্রশ্ন অধীরের। কেন্দ্রে ক্ষমতায় বিজেপি, রাজ্যে সঙ্ঘ শাখা গড়লে কী করে আটকাবে তৃণমূল? পাল্টা সৌগত।


বাংলাদেশে অশান্তি, মোমবাতি নিয়ে বিধানসভা প্রদক্ষিণ বিজেপির। উৎসবের জন্য অধিবেশনে না থাকার ঘোষণা। উৎসবের দিন অধিবেশন নয়, জানালেন পার্থ।


রাজ্যে একদিনে সংক্রমিত ৭২৫, মৃত ৮। ডবল ডোজ থাকলে বিমানে বাংলায় ঢোকার অনুমতি। না হলে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর রিপোর্ট।


করোনার কারণে জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ বাড়াল রাজ্য। ৩১ অক্টোবরের পরিবর্তে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।


সুব্রত মুখোপাধ্যায়ের ২টি ধমনীতে ব্লকেজ। অ্যাঞ্জিওপ্লাস্টিতে বসল ২টি স্টেন্ট। আপাতত ভাল আছেন পঞ্চায়েতমন্ত্রী, খবর এসএসকেএম সূত্রে।


উত্তর থেকে দক্ষিণ। একের পর এক কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.