West Bengal News Live: ২০২২-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা
Latest West Bengal News and Live Updates: করোনাকালে আগামী বছর ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল, শেষ ২০ এপ্রিল। মাধ্যমিক হবে অন্য স্কুলে।
সাধক বামাখ্যাপার বংশধরেরা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন রায়গঞ্জ আদি করুনাময়ী কালী মন্দিরে। এখানে তন্ত্রমতে পূজিতা হন দেবী। দূরদূরান্ত থেকে প্রতিবার ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে।
তাঁদের ভালবাসার গল্প এখন লোকের মুখে মুখে। এবার গানেও ফুটে উঠল শোভন-বৈশাখীর প্রেম-কথা। গাইলেন অনীক ধর। এখনও গানটি শোনেননি বলে জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
রায়নায় ব্যবসায়ী খুনেরর জন্য সুপারি দেওয়া হয়েছিল ৫০ লক্ষ টাকা। পুলিশের দাবি, ধৃতরা জানিয়েছে ২০ লক্ষ টাকা তারা পেয়ে গিয়েছিল। এরই মধ্যে পুলিশের হাতে এসেছে খুনের আগের একটি টোলবুথের সিসিটিভি ফুটেজ। সেই সূত্র ধরে অধরা আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
ওড়িশায় গ্রেফতার ভুয়ো চিকিত্সক। ডাক্তারির জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে কলকাতা থেকে, দাবি ওড়িশা পুলিশের। পুলিশ সূত্রে খবর, ওড়িশার নয়াগড়ে তিনতলা নার্সিংহোম খুলে বেআইনি গর্ভপাতের ব্যবসা ফেঁদেছিল বিশ্বনাথ ঘাদেই নামে ওই ব্যক্তি। গ্রেফতারের পর ধৃতের কলকাতা-যোগ খুঁজে পায় ওড়িশা পুলিশ।তদন্তে নেমে আজ বৌবাজার থানা এলাকার বো স্ট্রিটে হানা দেয় তারা। স্থানীয়দের দাবি, জাল সার্টিফিকেট ইস্যুর অভিযোগ পেয়ে ২০১৮-য় এখানে হানা দেয় সিআইডি। সংস্থার অফিস সিল করে দেওয়া হয়। বর্তমানে ওই জায়গায় বহুতল তৈরি হচ্ছে। জমির মালিক পেশায় চিকিত্সক। তাঁর দাবি, একজনকে ভাড়া দিয়েছিলেন। ওই ভাড়াটে সেটি সাবলেট করে।
সল্টলেক সেক্টর ফাইভে বিধাননগর কমিশনারেটের অভিযান। রাস্তায় মাস্ক ছাড়া কাউকে দেখলেই জরিমানা। মাস্কবিহীন কাউকে দেখলেই ৫০০ টাকার জরিমানা।
বাদ যাননি গাড়ি-অটোচালক, বাইক আরোহীরাও।
কালীপুজোয় পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে আজ এই অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট রাজ্যকে মনে করিয়ে দিয়েছে, কোনওভাবেই যেন নিষিদ্ধ বাজি বাজারে বিক্রি না হয়। অন্য রাজ্য থেকেও যেন নিষিদ্ধ বাজি আমদানি না করতে পারে কেউ।
পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৬৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। যদিও শাসক দলকে এ নিয়ে নিশানা করতে ছাড়েনি বিজেপি।
বৃহস্পতিবার দীপাবলি। অমাবস্যা তিথিতে মা কালীর পুজো। তার আগে মঙ্গলবার ধনতেরাস। বুধবার ভূত চতুদর্শী। পরপর উৎসব। ধনতেরাস থেকে ভূত চতুর্দশী, প্রতিটি দিনেরই রয়েছে আলাদা মাহাত্ম্য।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বউবাজারে বিক্ষোভ। বিক্ষোভ সারা বাংলা ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের। হাতে থালা নিয়ে বিক্ষোভ ট্রাক মালিকদের। ‘খাবারের থালা খালি, ভিক্ষা করা ছাড়া উপায় নেই। ‘জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর’। বিক্ষোভে সরব ট্রাক মালিকদের সংগঠন।
বাজি নিয়ে হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। বাজি ফাটানোয় পুরোপুরি নিষেধাজ্ঞার হাইকোর্টের রায় খারিজ। পরিবেশবান্ধব বাজি ফাটানোয় সুপ্রিম কোর্টের অনুমতি
‘রাজ্যের বাইরে থেকে নিষিদ্ধ বাজি যেন না আসে। বাজারে যেন বিক্রি না হয় নিষিদ্ধ বাজি। বাজি নিয়ে রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বাজি নিয়ে সুপ্রিম কোর্টে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ বহাল। সব বাজিতে নিষেধাজ্ঞা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রত্যাবর্তনের পরই তাঁকে আপাদমস্তক দুর্নীতিপরায়ণ বলে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাদার মতো, সব ঠিক হয়ে যাবে, কলকাতায় ফিরে প্রতিক্রিয়া রাজীবের।
ঘোষণা করা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট ৭ মার্চ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শুরু ২ এপ্রিল থেকে।
বিধানসভা ভোটের আগে যারা দলত্যাগ করেছিলেন, তাঁরা দলে ফেরায়, যাঁরা দলে থেকে লড়েছিলেন তাঁদের খারাপ লাগা স্বাভাবিক। ভরসা রাখুন, মমতা-অভিষেকের উপর। রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের পরদিনই আগরতলা থেকে প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণালের।
খুঁজছি কারা দলের কর্মীদের মনোবল ভাঙছেন। এঁদের বেশিরভাগ এসেছেন তৃণমূল থেকে। আছেন বিজেপিরও কয়েকজন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের পর প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
ধর্মীয় মেরুকরণ, বিভাজনের রাজনীতির প্রতিবাদ করেছিলাম বিজেপিতে থাকাকালীন। রাজ্য বিজেপির এক নেতার সঙ্গে অন্যের সম্পর্ক নেই। কীভাবে কাজ করব? এঁরা শুধু ভাষণবাজিতে বিশ্বাসী। আগামী দিনে বঙ্গ বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে, আগরতলা থেকে কলকাতায় ফিরে হুঁশিয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
কাঁকুলিয়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার। মুম্বই থেকে ভিকিকে গ্রেফতার করল পুলিশ।গ্রেফতার ভিকির সঙ্গী শুভঙ্কর মণ্ডলও।ট্রানজিট রিমান্ডে দুজনকে কলকাতা নিয়ে আসা হচ্ছে
বিজেপি-তৃণমূলের ডিএনএ এক। তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ জুড়ে শাখা বাড়িয়েছে আরএসএস। তৃণমূলের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগ তুলে এবার সরব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
জলপাইগুড়ির ব্যবসায়ী খুনে গ্রেফতার পাঁচ অংশীদার। ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃত ব্যবসায়ীর নাম রাজেশ ছেত্রী। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার শিলিগুড়িতে যাওয়ার কথা বলে চালসার বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার নাগরাকাটার পানঝোরা এলাকায় জাতীয় সড়ক থেকে ব্যবসায়ীর প্লাস্টিকে মোড়া দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে খুনের অভিযোগে ব্যবসায়ীর পাঁচ অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ।
করোনার কারণে জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ বাড়াল রাজ্য। ৩১ অক্টোবরের পরিবর্তে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ১ কোটি টাকা পর্যন্ত সম্পত্তি কেনা-বেচায় দিতে হবে ৪ শতাংশ, তার বেশি মূল্যের সম্পত্তির ক্ষেত্রে দিতে হবে ৫ শতাংশ স্ট্যাম্প ডিউটি।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বউবাজারে বিক্ষোভ। বিক্ষোভ সারা বাংলা ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের।হাতে থালা নিয়ে বিক্ষোভ ট্রাক মালিকদের।‘খাবারের থালা খালি, ভিক্ষা করা ছাড়া উপায় নেই’
‘জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর’,বিক্ষোভে সরব ট্রাক মালিকদের সংগঠন
হাইকোর্টের নির্দেশের পরেই বাজি রুখতে জেলাতেও তত্পর পুলিশ। বাঁকুড়া জেলায় অভিযান চালিয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকার বাজি। নিষিদ্ধ বাজি বিক্রি ও মজুতের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কখনও ক্রেতা সেজে, কখনও বিশাল পুলিশ বাহিনী নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন বাজারে চলছে অভিযান। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ
সল্টলেক সেক্টর ফাইভে বিধাননগর কমিশনারেটের অভিযান। রাস্তায় মাস্ক ছাড়া কাউকে দেখলেই জরিমানা।মাস্কবিহীন কাউকে দেখলেই ৫০০ টাকার জরিমানা।বাদ যাননি গাড়ি-অটোচালক, বাইক আরোহীরাও
জমি-বিবাদকে কেন্দ্র করে মালদার বৈষ্ণবনগরে রক্তারক্তি। সিভিক ভলান্টিয়ার-সহ একই পরিবারের তিনজনকে মারধর ও কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, ১৫ কাঠা জমি নিয়ে সিভিক ভলান্টিয়ারের পরিবারের সঙ্গে প্রতিবেশীর বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল ফের বচসা বাধে। সদলবলে ধারাল অস্ত্র নিয়ে সিভিক ভলান্টিয়ার ও তাঁর পরিবারের ওপর চড়াও হয় ওই প্রতিবেশী। মা, দাদা-সহ জখম সিভিক ভলান্টিয়ার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা ফেরার।
কালীপুজোর আগে কলকাতায় আগ্নেয়াস্ত্র সমেত ধৃত যুবক। বউবাজার থেকে হাতেনাতে পাকড়াও ১।ধৃতের কাছ থেকে উদ্ধার দেশি পিস্তল।ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু
১০০ দিনের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে মালদার গাজোলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। গতকাল চাকনগর গ্রাম পঞ্চায়েতের বিলকাঞ্চন গ্রামে এই ঘটনায় আহত হন উভয়পক্ষের ৩ জন।
নিউ জলপাইগুড়ি স্টেশনের রেল ইয়ার্ডে ট্রাক চালক ও খালাসিদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। লাঠির বাড়িতে হাতে চোট পেলেন এক পুলিশ কর্মী।
ব্যারাকপুর স্টেশনে রানাঘাট লোকাল দাঁড়াতেই দেখা গেল ভিড়ে ঠাসা কামরা। উধাও দূরত্ববিধি
করোনা আবহে প্রায় সাড়ে ৬ মাস বন্ধ থাকার পর, রবিবার থেকে রাজ্যে ফের চালু হয়েছে লোকাল ট্রেন। লোকালের চাকা গড়াতেই ফিরেছে ভিড় ট্রেনের চেনা ছবি। শিয়ালদা শাখায় ভোর থেকে সমস্ত ট্রেনেই ভিড়। কাজের দিনে যাত্রীদের ভিড় সামাল দেওয়াই রেলের অ্যাসিড টেস্ট।
বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে কলকাতায় আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দীপাবলির আগেই বাতাসে হিমের পরশ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি।
ব্যান্ডেল-কাটোয়া শাখায় লোকালের সংখ্যা কম। এই অভিযোগ তুলে সকাল ৮টা থেকে হুগলির বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝখানে ইসলামপুর হল্টে রেল অবরোধ যাত্রীদের। ফলে ভোগান্তি বেড়েছে।
হাওড়া মেন লাইনে হুগলির শেওড়াফুলি স্টেশনে বাদুড়ঝোলা ভিড়। করোনা বিধি মেনে চলার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়ে জিআরপি-র তরফে চলছে মাইকে প্রচার।
শিয়ালদা দক্ষিণ শাখায় ক্যানিং লাইনে চাম্পাহাটি স্টেশনে অসচেতনতার ছবি। যাত্রীদের অনেকের মুখেই নেই মাস্ক। সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেনে থিকথিকে ভিড়। মানা হচ্ছে না দূরত্ববিধি।
সপ্তাহের প্রথম কাজের দিন। পুরোদস্তুর অফিস শুরু। বনগাঁ লোকালে চেনা ছবি। সকাল থেকেই বাদুড়ঝোলা ভিড়। বেলা বাড়লে পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা নিয়েই চিন্তা।
হাওড়া স্টেশনে পরিচিত ভিড়। অনেক ক্ষেত্রেই দূরত্ববিধি মানতে দেখা যাচ্ছে না যাত্রীদের। নির্দেশ অমান্য করে মাস্ক ছাড়াই দেখা গেল বেশ কয়েকজনকে।
তৃণমূলের স্থানীয় নেতাদের নাম করে সরাসরি হুমকি। পরপর দু’দিন পুরুলিয়ার বরাবাজারে মাওবাদীদের নামে হুমকি পোস্টার পড়ল। পরে পুলিশ এসে পোস্টারগুলি সরিয়ে নিয়ে যায়। ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির।
রবিবার গড়িয়েছে ট্রেনের চাকা। বেলার দিকে হয়েছিল ভিড়ও। সোমবার কাজের দিনে অফিসটাইমে কীভাবে ভিড় সামলানো যাবে, সেটাই চিন্তার। শিয়ালদায় ভোর থেকেই সমস্ত ট্রেনেই ভিড়।
মালদার কালিয়াচকে আবাস যোজনার ঘরের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী। প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীদের একাংশ। তদন্তের আশ্বাস বিডিও-র। অভিযোগ অস্বীকার অভিযুক্তদের।
আম আদমি পার্টিতে যোগ দিলেন রাজারহাট-নিউটাউন বিধানসভার বিজেপির ৫ নম্বর মণ্ডল যুবমোর্চার সাধারণ সম্পাদক ঋক সোনকার। যোগদানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার আপ-নেত্রী তুলিকা অধিকারী ও অন্যান্য কর্মীরা
প্রেক্ষাপট
কলকাতা: ত্রিপুরায় নিঃশব্দ বিপ্লব শুরু। বিপ্লব দেব এখন বিগ ফ্লপ দেব। আজ খুঁটি পুজো, তেইশে বিজেপিকে বিসর্জন। ত্রিপুরার দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের। জামানত বাজেয়াপ্ত হবে, পাল্টা সুকান্ত।
বিজেপির ডবল ইঞ্জিন মানে রাজ্যেও চুরি, কেন্দ্রেও চুরি। ভবিষ্যতে দিল্লি পরিচালনা করবে ত্রিপুরা। ২০২৩ সাল পর্যন্ত মাটি আঁকড়ে পড়ে থাকব। হুঁশিয়ারি অভিষেকের। লাভ হবে না, পাল্টা বিজেপি।
নভেম্বরে বারবার আসব ত্রিপুরায়। ডিসেম্বরে আস্তাবল ময়দানে সভা মমতার। ঘোষণা অভিষেকের। বারবার যান, কে বারণ করেছে। পাল্টা বিজেপি।
ত্রিপুরায় অভিষেকের উপস্থিতিতে ৯ মাস পরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলে ত্রিপুরায় বিজেপি ত্যাগী বিধায়ক। লাইনে আরও ১৫ বিধায়ক, দাবি অভিষেকের।
জেদের বশে ভুল করেছিলাম, ক্ষমা চাইছি। তৃণমূলে যোগ দিয়ে প্রতিক্রিয়া রাজীবের। পদত্যাগ করে দল ছাড়লে ভালো হত, বললেন সুকান্ত। দুর্নীতিগ্রস্তরা ফের দলে কেন ? ক্ষুব্ধ কল্যাণ।
অনেক দালাল নির্বাচনের আগে বিজেপিকে ঢুকেছিলেন। কিছু রয়েছেন, বাদ দেব। ফেসবুকে বিস্ফোরক দিলীপ ঘোষ। শুভেন্দুকে ইঙ্গিত ? প্রশ্ন কুণালের। দিলীপের ক্ষমতাই নেই, আক্রমণ সৌগতর।
কৈলাস বিজয়বর্গীয়কে ঘৃণা করি। অরবিন্দ মেনন নিচুস্তরের লোক। ফের বিস্ফোরক বিজেপি নেতা তথাগত রায়। মন্তব্যে নারাজ বিজেপির রাজ্য সভাপতি।
২৯ নভেম্বর অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট। ঘোষণা নির্বাচন কমিশনের। একই দিনে কেরলের একটি আসনে উপনির্বাচন।
৬ মাস বন্ধ থাকার পর ফের চলল লোকাল ট্রেন। খুশি যাত্রীরা। কোথাও মিষ্টিমুখ। কোথাও প্রণাম করে ট্রেনে হকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার নিয়ম থাকলেও কিছু জায়গায় বিধিভঙ্গ।
মনোহরপুকুর রোডে স্ত্রীকে খুন করে মেয়েকে কোপ বাবার। শ্বশুরের অফিসে কাজ ছাড়িয়ে দেওয়ায় অশান্তি। বচসার জেরে স্ত্রীকে খুন। অনুমান পুলিশের। গ্রেফতার স্বামী।
রায়নায় বড়বাজারের ব্যবসায়ী খুনে নারকেলডাঙা থেকে গ্রেফতার সুপারি কিলার সহ ২। নেপথ্যে ব্যবসায়ীর আত্মীয়ের হাত, অনুমান পুলিশের। অভিযুক্তের খোঁজে তল্লাশি।
খুনের নেপথ্যে আত্মীয় ?
ফের ডেঙ্গির থাবা। হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর। পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ মৃতের পরিবারের। মানতে নারাজ পুরপ্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান।
রাজ্যে করোনায় ফের বাড়ল মৃত্যু, দৈনিক সংক্রমণ ৯০০ পার। দেশে কমল দৈনিক মৃত্যু, আক্রান্ত ১২ হাজার ৮৩০। ৮ মাসে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -