West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬০৬, ৯ জনের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: উদ্বেগ বজায় রেখে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, ১৪৫ জন আক্রান্ত। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া।
ষষ্ঠীর সকালে পথ দুর্ঘটনায় দুই নাবালকের মৃত্যু ঘিরে বীরভূমের সাঁইথিয়ায় উত্তেজনা। সিউড়ি-আমোদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, সকালে হাঁটতে বেরিয়ে লরির ধাক্কায় গুরুতর জখম হয় তিন নাবালক। তাদের সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে ১২ বছরের বালক ও ১৬ বছরের কিশোরের মৃত্যু হয়। আরেক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমানে পাঠানো হয়। এরপরই উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা পথ অবরোধ শুরু করেন। অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে পুলিশ।
পরিবেশ চেতনায় শারদ সম্মান পেল হিন্দুস্তান ক্লাব। সেরা নস্টালজিয়া হাতিবাগান সর্বজনীনের। লোকশিল্প প্রয়োগে সেরা বালিগঞ্জ কালচারাল।
একদিকে আবাহনের ঝলমলে আলো, অন্যদিকে অবহেলার অন্ধকার! শারদ-ষষ্ঠীতে যখন দিকে দিকে দেবীর বোধন, তখন এই শহরেই দুর্গতি খোদ দুর্গতিনাশিনীর। সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়েছে দুর্গার ইনস্টলেশন। ভুল হয়ে গেছে, রি-ইনস্টল করা হবে, জানিয়েছেন ফিরহাদ হাকিম।
১০৯ বছরে সিকদার বাগানের পুজো। তাদের এবারের থিম-অন্তর। এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান জিতে নিয়েছে এই পুজো।
৫১ বছরে পড়ল হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো। থিম-ঘরামিদের ঘরের পুজো। এই পুজো এবার পেয়েছে এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান।
বাগুইআটির অর্জুনপুর আমরা সবাই সর্বজনীনের পুজোর এবারের থিম সমর্পণ। শিল্পসুষমায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিয়েছে ৪৮ বছরের এই পুজো।
১৭ বছরে পড়ল সানরাইজ এস্টেটের পুজো। থিম - ইন্ডিয়ান পোস্ট। হোয়্যাটস অ্যাপের জমানায় চিঠি লেখার অভ্যাস প্রায় ভুলেই গিয়েছে সবাই। আগে চিঠি লিখে কীভাবে নিজেদের মধ্যে বার্তা বিনিময় করতেন সকলে, তা তুলে ধরতে পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার, ডাক টিকিটের ছবি দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান জিতে নিয়েছে এই পুজো।
অক্ষরমালার অর্ঘ্য দিয়ে মাতৃবন্দনার আয়োজন। অক্ষরের মধ্যেই নিহিত ভাষার উৎস। সেই বার্তা দিয়েই এবার উৎস সন্ধানে সেরা আরবানার পুজো।
ষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন। বিল্ববৃক্ষের তলায় আরাধনা। উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। প্রতিমা দর্শনে মণ্ডপ-মুখী কলকাতা।
পুজো উদ্বোধনে গিয়ে ঢাক বাজালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খড়গপুরে পুজোর উদ্বোধন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬০৬, ৯ জনের মৃত্যু। উদ্বেগ বজায় রেখে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, ১৪৫ জন আক্রান্ত। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া।
গত বছর পথ দেখিয়েছিল ত্রিধারা সম্মিলনী। হোস পাইপের মাধ্যমে গঙ্গার জলে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। দইঘাটে পরীক্ষামূলক ভাবে তৈরি হয়েছে ব্যবস্থা। নতুন এই পদ্ধতি নিয়ে আশাবাদী কলকাতা পুরসভা।
অষ্টমী, নবমী, দশমী, তিনদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির কারণ আন্দামান সাগরে তৈরি হতে চলা নিম্নচাপ। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
বোনাস নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ। ষষ্ঠীর সকালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলল বাঁকুড়ার ছাতনার অঙ্কিত মেটালে। কর্মহীন প্রায় এক হাজার শ্রমিক। বিক্ষোভের জেরে বাধ্য হয়ে কারখানা বন্ধ করতে হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
পঞ্চমীর রাতে অগ্নিগর্ভ হয়ে উঠল কোচবিহারের গীতালদহ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মীর। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠায় ভিন্ন মত রয়েছে তৃণমূলের অন্দরেই। ভোটের আগে ভয় দেখানোর চেষ্টা চলছে, তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।
উৎসবের মধ্যেই কোচবিহারের মাথাভাঙায় গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ভেঙে পড়া দেওয়ালের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ। গত ১৪ সেপ্টেম্বর থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। মৃতের পরিবারের দাবি, বৃষ্টিতে দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয়েছে বৃদ্ধার।
কেলেঘাই নদীর বাঁধ ভাঙার প্রায় ৩ সপ্তাহ পরও পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দুটি ব্লক জলমগ্ন। গ্রামের বাসিন্দাদের দুর্গাপুজোর আনন্দ মাটি। ষষ্ঠীর দিনও তাঁদের অনেককেই কাটাতে হচ্ছে ত্রাণ শিবিরে।
আজ ষষ্ঠী, দেবীর বোধন। ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা হল বেলুড় মঠে। করোনা আবহে এবারও ভক্তশূন্য বেলুড় মঠ। রীতি মেনে চলছে পূজার্চনা।
উৎসবের মরসুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আজ আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৫ টাকা ৯ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৬ টাকা ২৮ পয়সা।
আরজি কর মেডিক্যালে পড়ুয়াদের বিক্ষোভ পা দিল সাতদিনে। নিরপেক্ষ স্টুডেন্ট কাউন্সিল গঠনের দাবিতে অনড় মেডিক্যাল পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ। দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ অবস্থান চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনা চলছে। সব কিছুই সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে। তবুও যা চলছে, তা দুর্ভাগ্যজনক।
কলকাতার পুজো মানেই চমকের পর চমক! বিষয় নির্বাচন থেকে শুরু করে শিল্পভাবনায় তা ফুটিয়ে তোলা, মহানগরের বারোয়ারি পুজোর পরতে পরতে জড়িয়ে রয়েছে অভিনবত্ব। সেই প্রতিযোগিতায় সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
ইনস্টলেশনে এবার সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো। এবার সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো পড়ল ৭২ বছরে। রিকশ, ট্যাক্সি, টিনের ঘর দিয়ে মণ্ডপে তুলে ধরা হয়েছে মেহনতি মানুষের কথা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ, অষ্টমী থেকে বৃষ্টির ভ্রুকুটি! অষ্টমী থেকে কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। নবমীতে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। দশমীতে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস। ১৬ অক্টোবর উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস।
দুই জেলায় দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। বীরভূমের সাঁইথিয়ায় গাড়ির ধাক্কায় মৃত দুই কিশোর, জখম এক। দুর্গাপুরে বাসের ধাক্কায় আহত কিশোর, উত্তেজনা।
শহরজুড়ে আলোর রোশনাই, ঠাকুর দেখার আকুতি। সেই শহরেই ‘অবহেলায়’ পড়ে দুর্গা! সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ইনস্টল করা হয়েছিল দুর্গা মূর্তি। আজ পরিচর্যার অভাবে ভেঙে পড়েছে সেই ইনস্টলেশন।
১১ বছরে পা দিল সাউথ সিটি গার্ডেনের পুজো। কুলো-ঝুড়ি দিয়ে নানারকম হাতের কাজে সেজে উঠেছে মণ্ডপ। এই পুজো এবার জিতে নিয়েছে এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান।
৪৩ বছরে পড়ল জোকা ডায়মন্ড পার্কের পুজো। করোনা আবহে বন্ধ স্কুল। কচিকাঁচাদের কথা ভেবে সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের বিভিন্ন সৃষ্টি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। জোকা ডায়মন্ড পার্কের পুজো এবার জিতে নিল এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান।
আজ ষষ্ঠী, দেবীর বোধন। বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোত্সবের আবহ৷ উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি৷ ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷ নতুন জামাকাপড়, নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উৎসবের আনন্দে ভাসছে শহর। থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উৎসব।
যোধপুর পার্ক ৯৫ পল্লির পুজো পড়ল ৭২ বছরে। এবারের থিম-অস্তিত্ব। কৃষকদের শ্রদ্ধা জানিয়ে মণ্ডপ সজ্জা। আর এ জন্যই এবার দায়বদ্ধতার সেরার সম্মান ছিনিয়ে নিয়েছে যোধপুর পার্ক ৯৫ পল্লি।
দিল্লি হাইকোর্টে স্বস্তি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। পাতিয়ালা হাউসকোর্টে সশরীরের হাজিরা দিতে হবে না তাঁকে।আগামীকাল তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে না পাতিয়ালা হাউসকোর্টে।রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তাঁর আইনজীবীই উপস্থিত হবেন আদালতে।নির্দেশ দিল্লি হাইকোর্টের
জীবনবোধে সেরার শারদ আনন্দ সম্মান খিদিরপুর ২৫ পল্লির। নগরসৃজনে সেরার শারদ আনন্দ সম্মান সল্টলেক AE পার্ট ওয়ানের
ষষ্ঠীর সকালে পথ দুর্ঘটনায় দুই নাবালকের মৃত্যু ঘিরে বীরভূমের সাঁইথিয়ায় উত্তেজনা। সিউড়ি-আমোদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
পঞ্চমীর রাতে চলল গুলি। মাথাভাঙার কেদারহাট গ্রামের ঘটনা।দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ তাপস বর্মন নামে এক ভুট্টা ব্যবসায়ী।আহত ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে।জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ
একডালিয়া এভারগ্রিনের পুজোর বয়স ৭৯ বছর। কল্পিত মন্ডপে রয়েছে অ্যালুমিনিয়ামের কাজ।
এখনও পটাশপুরের ৬২ টি গ্রাম জলের তলায় । এরই মাঝে আগমনীর আগমন বার্তা দুর্গোৎসব । আর এই দুর্গা পুজোতে যাতে বন্যা কবলিত পটাশপুর এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে মরিয়া বিধায়ক থেকে প্রশাসন ।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন রাজেশ বিন্দাল। তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন
২৬৫ বছরে পা দিল শোভাবাজার রাজবাড়ির পুজো। ঐতিহ্যের সঙ্গে ইতিহাসের মেলবন্ধন। ষষ্ঠীর সন্ধেয় অধিবাসের পুজো।
পুজোর পরেই খড়দা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বিজেপি প্রার্থীর ছবি দেওয়া ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে সোদপুরের সুখচরের গির্জা মোড়ে উত্তেজনা ছড়াল। বিজেপি কর্মীদের মারধর, বিরোধী প্রার্থীর গাড়ির কাচ ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দূর্গাপুর। ভাঙচুর, রাস্তা অবরোধ উত্তেজিত জনতার। সোমবার সকালে আসানসোলগামী একটি ভলভো বাস ভুল লেন ধরে যাওয়ায় সময় হঠাৎই সতেরো বছরের এক কিশোরকে ধাক্কা মারে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে মুচিপাড়া চত্বর, ভাঙচুর করা হয় বাসে, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, রাস্তা অবরোধ করে রেখে দেয় স্থানীয় জনতা
আরজি কর মেডিক্যালে পড়ুয়াদের বিক্ষোভ পা দিল সাতদিনে। নিরপেক্ষ স্টুডেন্ট কাউন্সিল গঠনের দাবিতে অনড় মেডিক্যাল পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ। দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ অবস্থান চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনা চলছে। সব কিছুই সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে। তবুও যা চলছে, তা দুর্ভাগ্যজনক।
৭১ বছরে পা দিয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। মণ্ডপ তৈরি হয়েছে চণ্ডীমণ্ডপের আদলে। তার চারধারে লোক শিল্পের নানা উপকরণ। উপস্থাপনার অনন্যতায় লোকশিল্প প্রয়োগে সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো।
তিলজলা যুবক বৃন্দের পুজোর বয়স ৪৭ বছর। তাদের এবারের থিম পথের পাঁচালি।
কসবার নব উদয় সংঘের পুজো এবার পা দিল ৩৮ বছরে। তাদের এবারের বিষয় কোলাজ।
আজ ষষ্ঠী। দেবীর বোধন। বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷
আজ ষষ্ঠী। দেবীর বোধন। ঘট স্নান করিয়ে শারদোত্সবের সূচনা হল বেলুড় মঠে। করোনা আবহে এবারও ভক্তশূন্য বেলুড় মঠ। রীতি মেনে চলছে পূজার্চনা
এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের গীতালদহ। গুলিবিদ্ধ হয়ে দুই তৃণমূলকর্মীর মৃত্যুর ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত এলাকা। স্থানীয় সূত্রে খবর, শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের বিবাদকে কেন্দ্র করে পঞ্চমীর রাতে অশান্ত হয়ে ওঠে গীতালদহের মরাকুঠি এলাকা, চলে গুলি। হামলা চালিয়েছে দলেরই এক গোষ্ঠী, অভিযোগ করেছেন তৃণমূল নেতা ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা, অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন দিনহাটা ১এ ব্লকের তৃণমূল সভাপতি। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ২ তৃণমূল কর্মীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৫ জন।
উত্সবের মরশুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সোমবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৫ টাকা ৯ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৬ টাকা ২৮ পয়সা। টানা একসপ্তাহ ধরে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। ফলে জিনিসপত্রের দামও চড়ছে। করোনা আবহে সবদিক থেকে পকেটে টান পড়ায় সঙ্কটে সাধারণ মানুষ।
যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল শালিমারে। রাস্তার ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন বিহারের ওই যুবক।
ঢাকের তালে আগমনী সুর। আকাশে বাতাসে পুজোর গন্ধ ভরপুর৷ শহরের নামী পুজোর মণ্ডপে তাই সারা দিনই মানুষের ভিড়।
প্রেক্ষাপট
মা এসে গিয়েছেন মণ্ডপে। কোথাও থিম, কোথাও সাবেকি প্রতিমা। রাজপথে মানুষের ঢল। পঞ্চমীতে প্যান্ডেল হপিং।
কাব্যপ্রয়োগে সেরা শারদ আনন্দ সম্মান জিতল জগৎ মুখার্জি পার্ক। দৃশ্যকল্পে সেরা হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং। সচেতনতায় সেরা শিবমন্দির। চিন্তনে সেরা হিন্দুস্তান পার্ক।
রূপায়ণে সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। সাবেকিয়ানায় উত্তরের সেরা বাগবাজার সর্বজনীন। উপকরণে সেরা হরিদেবপুর নিউ স্পোর্টিং। সাবেকিয়ানায় দক্ষিণের সেরা ম্যাডক্স স্কোয়ার।
শারদ আবহে সেরা রাজডাঙা নব উদয় সঙ্ঘ। পুজোর থিম ভাগের মা। সমাজচেতনায় সেরা শারদ আনন্দ সম্মান জিতে নিল বড়িশা ক্লাব। রূপকল্পে সেরা সন্তোষ মিত্র স্কোয়ার।
পুজোর মধ্যেই সুর কাটতে পারে বৃষ্টি। ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। অষ্টমী থেকে দশমী কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস।
রেড রোডে শ্যুটআউট। কোচিং দিতে রাজি না হওয়ায় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সামনে গুলি চালানোর অভিযোগ। মেলেনি গুলির খোল। অভিযুক্তদের খোঁজে পুলিশ।
রেড রোডে ‘শ্যুটআউট’
এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত দিনহাটার গীতালদহ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি। মৃত ২ তৃণমূল কর্মী, আহত আরও ৫। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার শাসক দলের।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের আটশোর কাছে। সংক্রমণে শীর্ষে কলকাতা, দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দেশে ফের কমল করোনা সংক্রমণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -