West Bengal News Live: বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয় দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা ‘লোপাট’, দায়ের মামলা
Get the latest West Bengal News and Live Updates:সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী
বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয় দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা ‘লোপাট’।ভুয়ো পরিচয় দিয়ে ফের রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ ।মুর্শিদাবাদের পর এবার বীরভূমের নলহাটি।৮ মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের নলহাটির বিডিও-র।‘৮ জনই বিবাহিত এবং সন্তানের মা’ ,অবিবাহিত দাবি করে প্রকল্পের ২৫ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ।একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে পুলিশ
৬৮ দিনে বাংলায় এক অঙ্কে নামল দৈনিক মৃত্যু।প্রায় তিন মাস পর কলকাতায় করোনায় মৃত্যু শূন্য।মৃত্যুর সংখ্যা স্বস্তি দিলেও, সংক্রমণে ফের শীর্ষে দার্জিলিং।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৮ জন।রাজ্যে একদিনে সুস্থ ১০৪২ জন
ভর সন্ধ্যায় মালদার রতুয়ায় শ্যুটআউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি।বাইকে বাড়ি ফেরার পথে হামলা।ব্যবসায়ীর ডান পায়ে গুলি লাগে।গুলিবিদ্ধ ব্যবসায়ী মালদা মেডিক্যালে ভর্তি।ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের।ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ
কোচবিহারের পর এবার বাঁকুড়ার শালবনি।ফের চূড়ান্ত অমানবিকতার ছবি। ৫ বছর ধরে শিকল বাঁধা অসুস্থ যুবক।পরিবারের দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।খবর পেয়ে উদ্ধার করে চিকিৎসার আশ্বাস প্রশাসনের
দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক? বিতর্ক উস্কে ট্যুইট কংগ্রেস সাংসদ রিপুন ভোরার। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করে ট্যুইট।‘একজন বিদেশি নাগরিক কেন্দ্রীয় মন্ত্রী, বিষয়টি গভীর উদ্বেগের। তদন্ত করে বিষয়টি স্পষ্ট করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।’ ট্যুইট কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন ভোরার
করোনা বিধি না মানায় দার্জিলিংয়ে পর্যটক সহ গ্রেফতার শতাধিক।শৈলশহরে হোটেল, হোম স্টে-গুলিতে অভিযান দার্জিলিং পুলিশের
ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে সাঁতরাগাছি ব্রিজ থেকে রেলিং ভেঙে ঝিলে পড়ে গেল লরি। শালিমার থেকে গ্রেফতার লরি চালক। দুর্ঘটনার পর আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল চালক, পুলিশ সূত্রে খবর
৫০০ টাকার বিনিময়ে আধার কার্ড! টাকার বিনিময়ে শিবির করে আধার কার্ড তৈরির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে হাতেনাতে পাকড়াও ১, পলাতক ২।ল্যাপটপ, ক্যামেরা নিয়ে শিবির করে আধার কার্ড তৈরির অভিযোগ।স্থানীয়দের সন্দেহ হওয়ায় প্রতিবাদ করাতেই বচসা।ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পালিয়ে যাওয়ার চেষ্টা।২ জন পালিয়ে গেলেও আটক ১।অনুমতি ছাড়াই কীভাবে চলছিল এই শিবির, তদন্তে পুলিশ
তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের।চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ।অভিযোগ গাইঘাটা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতির বিরুদ্ধে।অভিযুক্ত পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ।ধ্যানেশের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ।সিপিএম থেকে তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ধ্যানেশ।
হাজরা পার্কে হকারদের পুনর্বাসনের জন্য তৈরি নতুন স্টল।পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরহাদ হাকিম।নবনির্মিত নতুন স্টলের বণ্টন নিয়ে অস্বচ্ছতার অভিযোগ।‘লটারি করে স্টল বণ্টন হয়েছে।কেউ সামনের সারিতে, কেউ পেছনের সারিতে স্টল পেয়েছেন। সবাইকে পছন্দসই স্টল দেওয়া সম্ভব নয়। জানালেন ফিরহাদ হাকিম
জাতীয় মানবাধিকার কমিশনের ভোট পরবর্তী হিংসা রিপোর্ট নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। যাঁদের নাম ‘কুখ্যাত দুষ্কৃতী’ তালিকায় রয়েছে, তাঁদের দিয়ে মানহানির মামলা করানোর সম্ভাবনা রাজ্যের। কিসের ভিত্তিতে ‘কুখ্যাত-দুষ্কৃতী তকমা’, জানতে চাওয়া হতে পারে মামলায়। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে হাইকোর্টে চ্যালেঞ্জের সম্ভাবনা। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারে রাজ্য।
নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু। বন্ধ ফ্ল্যাট থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার।দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের।দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ।খুন নাকি আত্মহত্যা, তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ
পুলিশে চাকরি দেওয়ার নাম কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কল্যাণীর এক ব্যক্তির থেকে সোয়া ২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ।কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের।অভিযুক্ত অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় পলাতক।আরও এক ‘ভুয়ো’ আইএএস অফিসারের হদিশ।পুলিশে চাকরি দেওয়ার নাম কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ।কল্যাণীর এক ব্যক্তির থেকে সোয়া ২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ।কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের।
করোনা আবহে ফের চিকিত্সককে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে। অভিযোগ, গতকাল রাতে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে, দন্ত চিকিত্সকের বাইকের সঙ্গে অন্য বাইকের ধাক্কা লাগে। চিকিত্সক দুঃখপ্রকাশ করা সত্ত্বেও মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্তকে আটক করেছে কড়েয়া থানার পুলিশ।
২ লক্ষ টাকা তোলা চেয়ে নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হুমকি চিঠি, না দেওয়ায় বোমাবাজি ও এসএমএসে প্রাণসংশয়ের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশের দ্বারস্থ হয়েছেন মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য।
বারাসাত থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি রাহুল সেনের দিল্লি ও বিশাখাপত্তনমেও অফিস রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। সূত্রের খবর, মূলত চাকরিপ্রার্থী তরুণদেরই টার্গেট করত রাহুল। বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়ে জঙ্গি সংগঠনে রিক্রুট করা হত। এমন কতজনকে জঙ্গি সংগঠনে রিক্রুট করা হয়েছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
সাঁতরাগাছি ব্রিজ থেকে রেলিং ভেঙে ঝিলে পড়ে গেল লরি। চালক ও খালাসির খোঁজ মেলেনি। ভোর ৪টে নাগাদ সাঁতরাগাছি ব্রিজে ওঠার সময় দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে সাঁতরাগাছি ঝিলে পড়ে যায় লরি। পরে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ঝিল থেকে লরি তোলা হয়। ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
অক্সিজেন প্লান্ট তৈরির আগেই মেদিনীপুর মেডিক্যালে পাইপ চুরি।লক্ষাধিক টাকার পাইপ চুরি হয়েছে বলে অভিযোগ।কাজ চলাকালীন কীভাবে চুরি হল, তদন্তে পুলিশ।খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।চলতি মাসেই শেষ হওয়ার কথা অক্সিজেন প্লান্ট
এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার জয়পুর। দুই পক্ষের দাবি তাঁরা তৃণমূল কর্মী। সংঘর্ষে জখম ৯ জন। ১০০ দিনের কাজ পাওয়া নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। গোষ্ঠীসংঘর্ষের অভিযাগ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
শ্বশুরবাড়িতে স্ত্রী-মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ায়, গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে জামাইকে খুনের চেষ্টার অভিযোগ। একবালপুরের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্বাচনী আধিকারিকদের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের। চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ৫টি আসনে উপনির্বাচন ও ২টি আসনে নির্বাচন বাকি।কোচবিহার, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়ার জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের।ভিভিপ্যাট ও ইভিএম পরীক্ষা করে দেখার নির্দেশ
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভ্যাকসিন বিভ্রাট । প্রথম ডোজের ভ্যাকসিন অমিল, অভিযোগ ভ্যাকসিন গ্রহীতাদের।ঘটনাস্থলে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিল শিলিগুড়ি পুলিশ
কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্টে।কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা।বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ বাতিল চেয়ে মামলা।সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের এক আইনজীবীর।বিশেষজ্ঞদের রিপোর্ট ছাড়াই পুলিশ কী করে জানল এটা ভুয়ো ভ্যাকসিন? প্রশ্ন তুলে এসএলপি দায়ের সুপ্রিম কোর্টে?
‘এখনই সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা নেই’কলকাতা পুলিশের সিটের তদন্তে আস্থা রেখে জানিয়েছিল হাইকোর্ট।সেই নির্দেশকেও চ্যালেঞ্জ সর্বোচ্চ আদালতে
সাধন পাণ্ডের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, খবর হাসপাতাল সূত্রে। সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী। ফুসফুসে সংক্রমণ, রক্তচাপ খুবই কম সাধন পাণ্ডের, খবর হাসপাতাল সূত্রের। খুবই অনিয়মিত হৃদস্পন্দন মন্ত্রীর, প্রভাব পড়েছে মস্তিষ্কে।
বর্ষায় ভেসে গিয়ে অস্থায়ী সেতু। বন্ধ নৌকো চলাচল। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই গলা জলা পেরিয়ে কাঁকসার শিবপুরে চলছে অজয় নদ পারাপার। নদী পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে স্থায়ী সেতু চালু হোক। আপাতত নজরদারি চালিয়ে এভাবে পারাপার বন্ধের আশ্বাস দিয়েছে প্রশাসন।
২ লক্ষ টাকা তোলা চেয়ে নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হুমকি চিঠি, না দেওয়ায় বোমাবাজি ও এসএমএসে প্রাণসংশয়ের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশের দ্বারস্থ হয়েছেন মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য। অভিযোগ, ৩০ জুন, বাড়িতে চিরকুট পাঠিয়ে তৃণমূল নেতাকে ২ লক্ষ টাকা দিতে বলা হয়। এরপর ৯ জুলাই বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। পরদিন থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা। অভিযোগ, এরপর এসএমএসে প্রাণসংশয়ের হুমকি দেওয়া হয়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, নেপথ্যে বিজেপির হাত রয়েছে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভ্যাকসিন বিভ্রাট। প্রথম ডোজের ভ্যাকসিন অমিল, অভিযোগ ভ্যাকসিন গ্রহীতাদের। ঘটনাস্থলে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিল শিলিগুড়ি পুলিশ।
জগদ্দলে ফের বোমাবাজি। গতকাল রাতে জগদ্দল থানা এলাকার গোলঘরে একটি ক্লাব লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। কে বা কারা কীসের উদ্দেশ্যে হামলা চালায়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সরকারি হাসপাতালে ১০ মিনিটের ব্যবধানে গৃহবধূকে ডবল ডোজ দেওয়ার অভিযোগ উঠল স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ার পখন্না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরিবারের দাবি, গতকাল ৯ মাসের সন্তানকে নিয়ে প্রায় ৪ কিলোমিটার দূরে ওই স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে যান ওই গৃহবধূ। অভিযোগ, ১০ মিনিটের ব্যবধানে গৃহবধূকে কোভিশিল্ডের দুটি ডোজ দিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী। পরিবারের দাবি, বিষয়টি জানাজানি হওয়ায়, ভ্যাকসিন গ্রহীতাকে একঘণ্টা হাসপাতালে বসিয়ে রাখা হয়। আজ ভোরে অসুস্থ বোধ করায়, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গৃহবধূর অবস্থা স্থিতিশীল। যদিও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন তাঁর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কী করে ভুল হল তা তদন্ত করে দেখা হচ্ছে, বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে।
প্রাক্তন রক্ষী মৃত্যু-তদন্তে শুভেন্দুর বাড়ির দরজায় ফের সিআইডি। গোয়েন্দারা শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের ভিডিওগ্রাফি করছেন। এলাকারও ভিডিওগ্রাফি করা হচ্ছে। দিব্যেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গোয়েন্দারা। ৪ সদস্যের সিআইডি টিম তদন্ত চালাচ্ছে।
করোনা আবহেও কলকাতা, শিলিগুড়িতে হোটেলে বিধি ভেঙে নাইট-পার্টির অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটেই দিঘার বিভিন্ন হোটেলে রাতে পুলিশকে নিয়ে অভিযান চালালেন রামনগরের বিডিও বিষ্ণুপদ রায়। দু’টি হোটেলের রেজিস্টার খাতায় গরমিলের অভিযোগ উঠেছে। কোভিড রিপোর্ট ও ভ্যাকসিনেশন রিপোর্ট না থাকা সত্ত্বেও বেশকিছু পর্যটকদের রাখার অভিযোগ উঠেছে এই দুই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিধি না মানলে আইনানুগ ব্যবস্থা। কড়া বার্তা বিডিওর।
মাথায় রড দিয়ে মেরে মহিলার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ। মহেশতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। আক্রান্ত মহিলা এসএসকেমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি। ভোরে ব্যবসার কাজে বেরিয়েছিলেন মহিলা, দাবি পরিবারের। তখনই তিনি হামলার শিকার হন, ছিনতাই করা হয় টাকার ব্যাগ, গয়না। এলাকার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
আজ বিপত্তারিণী পুজো। কালীঘাটে পুণ্যার্থীদের ভিড়। করোনা আবহে সকলে মাস্ক পরে মন্দিরে ঢুকলেও, উধাও দূরত্ব বিধি।
বারাসাত থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি রাহুল সেনের দিল্লি ও বিশাখাপত্তনমেও অফিস রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। সূত্রের খবর, মূলত চাকরিপ্রার্থী তরুণদেরই টার্গেট করত রাহুল। বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়ে জঙ্গি সংগঠনে রিক্রুট করা হত। এমন কতজনকে জঙ্গি সংগঠনে রিক্রুট করা হয়েছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
নদিয়ার চাপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতগাছি গ্রামে এক তরুণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান পুলিশের। পরিবারের দাবি, গতকাল রাতে বাড়ি থেকে বের হন ১৯ বছরের তরুণ। আজ সকালে গ্রামের শেষপ্রান্তে খালের ধার থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ভিনরাজ্যে কাজ করতেন ওই তরুণ। লকডাউনে গ্রামে ফেরেন। সম্প্রতি অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি। সেই কারণেই খুন কিনা খতিয়ে দেখছে চাপড়া থানার পুলিশ।
আজ থেকে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ ওড়িশা ও বিহারে বাড়বে বৃষ্টি। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এর পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের বারাণসী, বিহারের পটনা এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
সি সি ক্যামেরা খারাপ ছিল পার্টির দিন। তাই উদ্ধার করা যাচ্ছে না পার্টির কোনও সি সি ক্যামেরার ফুটেজ। আবগারি বিভাগকে জানাল হোটেল হিন্দুস্থান কর্তৃপক্ষ, খবর সূত্রের।
করোনা-আবহে এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে সূচি বাঁধল ইউজিসি। চলতি বছরে ভর্তি শেষ করতে হবে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে ৩১শে অগাস্টের মধ্যে। স্নাতক ও স্নাতকোত্তরের ক্লাস শুরু করতে হবে ১ অক্টোবরের মধ্যে।
দিল্লির পথে রওনা রাজ্যপালের। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনার জন্য তিনি আজ সকাল ১০২০-র ফ্লাইটে দিল্লি রওনা দিয়েছেন। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে রাজ্য পুলিশ-প্রশাসন এবং শাসক দলের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। রাজভবন সূত্রের খবর, সেই রিপোর্ট নিয়ে কেন্দ্রের সঙ্গে বিস্তারিত আলোচনার জন্যই, রাজ্যপালের এই আচমকা দিল্লি যাত্রা।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তার মধ্যেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তত্পর পুলিশ-প্রশাসন। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা শাসকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হলদিয়া টাউনশিপ ফেরিঘাট, মাখনবাবুর বাজার-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। মাস্ক না পরায় কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি, মাইকে চলে সতর্কতামূলক প্রচার। এধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ-প্রশাসন।
এবার জেলাতেও পার্ক হোটেলকাণ্ডের ছায়া। কোভিড বিধি না মেনে গতকাল শিলিগুড়ির বার-কাম-রেস্তোরাঁয় চলছিল পার্টি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে ৪১ জনকে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা। বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু হয়েছে।
মালদার রতুয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে তিন যুবককে আমবাগানের কাছে ঘোরাঘুরি করতে দেখেন দেবীপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা। অভিযোগ, চোর সন্দেহে তিনজনকে ধরে শুরু হয় গণপিটুনি। একজন পালিয়ে যায়। পরে রতুয়া থানার পুলিশ গিয়ে ২ জনকে উদ্ধার করে। মালদা মেডিক্যালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। হাসপাতালে ভর্তি আহত যুবকের দাবি, তিন বন্ধু মিলে আমবাগানের কাছে দাঁড়িয়ে গল্প করার সময় চড়াও হয় গ্রামবাসীরা
অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। কাশি ও ফুসফুসের সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। আইসিইউ-তে রাখা হয়েছে মানিকতলার বিধায়ককে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার। গতকাল রাতে হাসপাতালে আনা হয় বিধায়ককে।
করোনা আবহে ফের চিকিত্সককে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে। অভিযোগ, গতকাল রাতে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে, দন্ত চিকিত্সকের বাইকের সঙ্গে অন্য বাইকের ধাক্কা লাগে। চিকিত্সক দুঃখপ্রকাশ করা সত্ত্বেও মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্তকে আটক করেছে কড়েয়া থানার পুলিশ।
শ্বশুরবাড়িতে জামাইকে খুনের চেষ্টার অভিযোগ। একবালপুরের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ে ও স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান ওই যুবক। বচসার জেরে গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা। কী কারণে খুনের চেষ্টা, খতিয়ে দেখছে দক্ষিণ বন্দর থানার পুলিশ।
পার্ক হোটেলকাণ্ডে এবার জেনারেল ম্যানেজারকে তলব করল লালবাজার। পুলিশের দাবি, মহিলাদের নামে বুক করা হয়েছিল হোটেলের ঘর। মাঝেমধ্যেই এই মহিলাদের নামে হোটেলে ঘর বুক করা হত। এমনকি বিদেশিনীদের নামেও ঘর বুক করা হত বলে জানা গেছে। পার্টির আড়ালে কি অন্য কিছু চলত পার্ক হোটেলে, খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় জেনারেল ম্যানেজার ছাড়াও আরও ৯ জনকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। এদের মধ্যে রয়েছেন ঘটনার দিন হোটেলে উপস্থিত ফ্লোর ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার ও পার্টির ডিজে।
আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির থেকে পরীক্ষা দেবেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী।
ফের বাড়ল পেট্রোলের দাম। লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০২ টাকা ৮ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ২১ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯৩ টাকা ২ পয়সা। লাগামছাড়া পেট্রোলের দামে মাথায় হাত মধ্যবিত্তের।
সাঁতরাগাছি ব্রিজ থেকে রেলিং ভেঙে ঝিলে পড়ে গেল লরি। কলকাতা থেকে সাঁতরাগাছি ব্রিজে ওঠার সময় দুর্ঘটনা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে নিচে পড়ে যায় লরিটি। ব্রেক ফেল করে দুর্ঘটনা, অনুমান পুলিশের।
আগামী মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল নটায় আনুষ্ঠানিক ফল প্রকাশ।
প্রেক্ষাপট
মঙ্গলবার মাধ্যমিকের রেজাল্ট। সকাল নটায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। ১০টা থেকে ওয়েবসাইটে ফল। ফলপ্রকাশের দিনেই অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। প্রকাশিত হবে না মেধাতালিকা।
আদালতের নির্দেশ মেনেই উচ্চ প্রাথমিকে নিয়োগ। ১৯ জুলাই শুরু ইন্টারভিউ, চলবে চার অগাস্ট পর্যন্ত। নিয়োগ তথ্য মিলছে ওয়েবসাইটে। শূন্যপদ ১৪ হাজার ৩৩৯ জন। জানালেন শিক্ষামন্ত্রী।
আজ রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির হয়ে পরীক্ষা দেবেন ৯২ হাজারের বেশি পরিক্ষার্থী। রেল-মেট্রোর স্টাফ স্পেশালে মিলবে ছাড়।
এনএইচআরসির রিপোর্ট নিয়ে আইনি পরামর্শ রাজ্যের। কুখ্যাত দুষ্কৃতী হিসেবে নাম থাকাদের দিয়ে মানহানির মামলা করানোর সম্ভাবনা। হাইকোর্টে রিপোর্টকে চ্যালেঞ্জের সম্ভাবনা। যাওয়া হতে পারে সুপ্রিম কোর্টে।
জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। কমিশনের সদস্য প্রাক্তন এবিভিপি নেতা। ট্যুইটারে আতিফ রশিদের প্রোফাইল তুলে ধরে বিতর্ক উস্কে দিলেন অভিষেক মনু সিঙ্ঘভি।
দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষের ঘরে শুনানিতে শুভেন্দু। পরবর্তী শুনানি ৩০ জুলাই। আদালতে যাওয়ার ভাবনা বিজেপির। যে যেখানে ইচ্ছে যাক, প্রতিক্রিয়া মুকুলের।
বিধানসভায় বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বদল। নতুন ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা অধ্যক্ষের। একটি বাদে সব কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তৃণমূল বিধায়করা।
কাঁথি কো-অপারেটিভ মামলায় স্বস্তি শুভেন্দুর। রিজার্ভ ব্যাঙ্কে নিয়মিত অডিট রিপোর্ট পাঠানো হচ্ছে। কোনও স্পেশাল অডিট নয়, জানাল হাইকোর্ট। সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -