West Bengal News Live: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত আটশোর কাছে

Get the latest West Bengal News and Live Updates:লোকশিল্প প্রয়োগে সেরা বালিগঞ্জ কালচারাল।সেরা পাড়ার পুজো একডালিয়া এভারগ্রিন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Oct 2021 10:18 PM
WB News Live Updates: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত আটশোর কাছে

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত আটশোর কাছে, ১০জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে উদ্বেগ রইল কলকাতায়। 

WB News Live Updates: প্রায় দু’দশক পর ফের দুর্গাপুজোর আয়োজন আলিমুদ্দিন স্ট্রিটে

প্রায় দু’দশক পর ফের দুর্গাপুজোর আয়োজন আলিমুদ্দিন স্ট্রিটে। সপ্তমীর দিন পুজোর উদ্বোধন করলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। সিপিএমের রাজ্য দফতরের গলির মুখে ১৮ বছর আগে বন্ধ হয়ে যায় এই পুজো।

WB News Live Updates: উত্তর থেকে দক্ষিণ- সপ্তমীর সাজে সাজল তিলোত্তমা

উত্তর থেকে দক্ষিণ--সপ্তমীতে সাজে সাজল তিলোত্তমা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। প্রাণ প্রতিষ্ঠার পরে ষোড়শ উপাচারে শুরু পুজো।

WB News Live Updates: শারদ আনন্দ বিশেষ সম্মান জিতে নিল পদ্মপুকুর বারোয়ারি সমিতির পুজো

সাবেকিয়ানাই পদ্মপুকুর বারোয়ারি সমিতির পুজোর আকর্ষণ। এবার ৮৫ তম বছর। মন্দিরের আদলে মণ্ডপে সাবেকি প্রতিমা। জিতে নিল শারদ আনন্দ বিশেষ সম্মান।

WB News Live Updates: সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে বেহালার পল্লিশ্রী সম্মিলনী

সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে বেহালার পল্লিশ্রী সম্মিলনী। পুজো হচ্ছে কোভিড বিধি মেনেই। 

WB News Live Updates: পুজোর বোধনেই বাংলায় বর্ষার বিসর্জনের পালা শুরু

পুজোর বোধনেই বাংলায় বর্ষার বিসর্জনের পালা শুরু। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। অষ্টমীতে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
নবমীর দিন উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। দশমীর দিন দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে বৃষ্টির পরিমাণ। পুজোয় উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলা থেকেও বিদায় নেবে বর্ষা।


 

WB News Live Updates: শিল্পবোধে সেরা কালীঘাট মিলন সঙ্ঘ

শিল্পবোধে সেরা কালীঘাট মিলন সঙ্ঘ। মণ্ডপের জায়গায় বিশাল দর্পণ। বর্ণবৈচিত্রে সেরা লালাবাগান নবাঙ্কুর সঙ্ঘ। হস্তশিল্পে সেরা ভবানীপুরের অগ্রদূত উদয় সঙ্ঘ।

WB News Live Updates: পাড়ায় থাকুন, শিশুদের নিয়ে বেরনো বিপদ ; সতর্কবার্তা চিকিৎসকদের

পাড়ায় থাকুন, শিশুদের নিয়ে বেরনো বিপদ। ভ্যাকসিন নেওয়া মানেই করোনামুক্তি নয়। পুজোর ভিড় দেখে শঙ্কিত চিকিৎসকদের সতর্কবার্তা।

WB News Live Updates: লোক সংস্কৃতি প্রয়োগে শারদ আনন্দ সম্মান পেল পশ্চিম পুঁটিয়ারি পল্লি উন্নয়ন সমিতি

লোক সংস্কৃতি প্রয়োগে শারদ আনন্দ সম্মান পেল পশ্চিম পুঁটিয়ারি পল্লি উন্নয়ন সমিতি। ইতিহাস চেতনায় সেরা উল্টোডাঙা বিধান সঙ্ঘের পুজো। সংস্কৃতি ভাবনায় সেরা কাঁকুড়গাছি যুবকবৃন্দ।

WB News Live Updates: দেশভাগের দুঃখ, বেদনাকে তুলে ধরা হয়েছে উল্টোডাঙা বিধান সঙ্ঘের পুজোয়

দেশভাগের দুঃখ, বেদনাকে তুলে ধরা হয়েছে উল্টোডাঙা বিধান সঙ্ঘের পুজোয়। বিষয় ভাবনা কাঁটাতার। একাত্তরের মা একুশেও কাঁদে- ছিন্নমূল মানুষের এই জীবন যন্ত্রণাকে ফুটিয়ে তুলতে কাঁটাতার দিয়ে তৈরি হয়েছে ইনস্টলেশন।  ইতিহাসচেতনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল ৫৩ বছরের এই পুজো।   

WB News Live Updates: হাইকোর্টের বিচারপতিকে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

হাইকোর্টের বিচারপতিকে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থাকে ফ্ল্যাট দেওয়ার নামে ‘প্রতারণা’। যোধপুর পার্কে ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নেয় প্রোমোটিং সংস্থা। মে মাসে লেক থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রোমোটার।

WB News Live Updates: করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন

করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন।  সাবেকিয়ানা থেকে থিম, উত্‍সবের রোশনাই বাংলা জুড়ে।

West Bengal News Live: বোসপুকুর তালবাগানের এবারের বিষয়, ধরো হাল শক্ত হাতে

বোসপুকুর তালবাগানের পুজোর বয়স ৩০ বছর।  এবারের বিষয়, ধরো হাল শক্ত হাতে

WB News Live Updates: পাড়ায় থাকুন, শিশুদের নিয়ে বেরনো বিপদ,পুজোর ভিড় দেখে শঙ্কিত চিকিৎসকদের সতর্কবার্তা

পাড়ায় থাকুন, শিশুদের নিয়ে বেরনো বিপদ। ভ্যাকসিন নেওয়া মানেই করোনামুক্তি নয়। পুজোর ভিড় দেখে শঙ্কিত চিকিৎসকদের সতর্কবার্তা

West Bengal News Live: সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়েছে দুর্গার ইনস্টলেশন,শুরু সারানোর কাজ

একদিকে আবাহনের ঝলমলে আলো, অন্যদিকে অবহেলার অন্ধকার! এই শহরেই দুর্গতি খোদ দুর্গতিনাশিনীর। সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়েছে দুর্গার ইনস্টলেশন।


সিমেন্টের চাতালের উপর রাখা কাঠামো ভেঙে পড়েছে। প্রতিমার পাশে থাকা অন্যান্য মূর্তিও অর্ধেক ভেঙে পড়ে আছে।  এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পরেই শুরু হয়ে গেল ভেঙে পড়া মূর্তি সরানোর কাজ। ভুল হয়ে গেছে, রি-ইনস্টল করা হবে। জানিয়েছেন ফিরহাদ হাকিম।

WB News Live Updates: নারকেলডাঙায় পুরনো বাড়ি ভাঙার সময় দুর্ঘটনা,মৃত ১ শ্রমিক

নারকেলডাঙার ক্যানেল ইস্ট রোডে পরিত্যক্ত কারখানার ভিতরে পুরনো বাড়ি ভাঙার সময় দুর্ঘটনা। মৃত ১ শ্রমিক।


 

West Bengal News Live: নবান্নর ১৪তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

নবান্নর ১৪তলায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন। ধোঁয়া দেখতে পান পুলিশকর্মীরা। তাঁরাই পুলিশে খবর দেন

WB News Live Updates: বীরভূমের বোলপুরের সুরুল জমিদার বাড়িতে সপ্তমীর পুজো শুরু

বীরভূমের বোলপুরের সুরুল জমিদার বাড়িতে সপ্তমীর পুজো শুরু হয়েছে।  সকালে হয় নবপত্রিকা স্নান।  চলছে ভোগের আয়োজন।  সুরুল জমিদার বাড়ির এই পুজোয় দর্শনার্থীদের ভিড়। 

West Bengal News Live: পুজোর মধ্যেই জনসংযোগ খড়দহের তৃণমূল প্রার্থীর

ষষ্ঠীর সন্ধ্যায় জনসংযোগ সেরে ঘুরপথে নির্বাচনী প্রচার সারলেন খড়দহ বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় ।যুগ বেরিয়ে যুবক সংঘের মন্ডপে গিয়ে তিনি শুভেচ্ছাবার্তা পাঠ করেন তিনি জানান নির্বাচনী প্রচারনায় জনসংযোগের জন্যই তিনি মণ্ডপে মণ্ডপে ঘুরছেন ।..

WB News Live Updates:পাঁশকুড়ার রঘুনাথবাড়ির কাছে মালগাড়ি লাইনচ্যুত, হতাহতের খবর নেই

পাঁশকুড়ার রঘুনাথবাড়ির কাছে মালগাড়ি লাইনচ্যুত। ঘটনাস্থলে রেল পুলিশ। হতাহতের খবর এখনো নেই। এর জেরে দীঘা লাইনে ট্রন চলাচল ব্যাহত। কি কারনে এই দূর্ঘটনা, খতিয়ে দেখছে রেল পুলিশ।

West Bengal News Live: বেলুড়মঠে মায়ের ঘাটে নবপত্রিকা স্নান,শুরু পুজো

বেলুড়মঠে মায়ের ঘাটে নবপত্রিকা স্নানের পর তা স্থাপন করা হল মূল মন্দিরে প্রতিমার পাশে।  তারপর শুরু হল পুজো।  

WB News Live Updates মহা সপ্তমীর দিন সকাল থেকেই কাটোয়ায় ভাগীরথীর ঘাটে নবপত্রিকা স্নানের আয়োজন

মহা সপ্তমীর দিন সকাল থেকেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভাগীরথীর ঘাটে নবপত্রিকা স্নানের আয়োজন। এই নবপত্রিকা স্নানের পরই হবে দেবীর প্রাণপ্রতিষ্ঠা। 

West Bengal News Live: হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পুজোয় এবারের বিষয় ভাবনা অলিম্পিক্সে সাফল্য

২৯ বছরে পড়ল হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পুজো। এবারের বিষয় ভাবনা অলিম্পিক্সে সাফল্য। সেই সাফল্যের ছবি দিয়েই সাজানো হয়েছে মণ্ডপ।  

WB News Live Updates: কাশী বোস লেনের পুজোর বয়স ৮৪ বছর

কাশী বোস লেনের পুজোর বয়স ৮৪ বছর। এবারের বিষয় অপূর্ণা

West Bengal News Live: উৎসবের মধ্যেই অষ্টমী থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ধেয়ে আসছে বৃষ্টির অসুর।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অষ্টমীর দিন কলকাতা সহ রাজ্যের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  নবমীতেও বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলিতে।দশমীতেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।

WB News Live Updates: রানিগঞ্জে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। স্থানীয় সূত্রে দাবি, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।  স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকলে। এরপর দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পরে। জানলার গ্রিল কেটে দমকলকর্মীরা ব্যাঙ্কের ভিতরে ঢোকার চেষ্টা করলেও আগুনের হলকা ও ধোঁয়ার কারণে তাঁদের সমস্যায় পড়তে হয়। 

West Bengal News Live: দুর্গাপুরের রায়বাড়ির আড়াইশো বছরের পুজো,নিজস্ব মন্দিরে পুজোর আয়োজন

দুর্গাপুরের রায়বাড়ির পুজোর বয়স ২৫০ বছর পেরিয়েছে। পরিবারের নিজস্ব মন্দিরে পুজোর আয়োজন। সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করিয়ে পুজো শুরু। এই বাড়ির পুজোর বৈশিষ্ট হল সপ্তমীতে সিঁদুর খেলা। পুকুরে নবপত্রিকা স্নান করিয়ে দোলায় চাপিয়ে মন্দিরে আনার পর দেবীকে বরণ করেন বাড়ির মেয়ে-বউরা। তারপর শুরু হয় সিঁদুর খেলা। আচার মেনে, পরস্পরকে সিঁদুর দিয়ে, মিষ্টিমুখ করিয়ে, পান-সুপুরি দিয়ে পুজোর শুভ সূচনা করেন পরিবারে মহিলারাই।

WB News Live Updates: জানবাজারে রানি রাসমণির বাড়িতেও মহাসপ্তমীর পুজোর আয়োজন

জানবাজারে রানি রাসমণির বাড়িতেও মহাসপ্তমীর পুজোর আয়োজন। কলাবউ স্নানের পর শুরু হয়েছে পুজো।

West Bengal News Live:প্রণবহীন মিরিটির পুজো

দু'বছর হয়ে গেল। প্রণবহীন মিরিটির মুখার্জী বাড়ির দুর্গাপুজো। প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে এবারও হচ্ছে উমা বন্দনা। কিন্তু, তার সঙ্গে প্রতিটি মুহূর্তে মিশে রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের অনুপস্থিতি।

WB News Live Updates: পুজোয় ঢাক বাজালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ষষ্ঠীর সন্ধেয় শ্রীরামপুরের আরএনএস ময়দানের পুজোয় ঢাক বাজালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানে, রাজবাজির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা সাবেকি।

West Bengal News Live: আজ সপ্তমী,  লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন

আজ সপ্তমী৷  লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু সপ্তমীর পুজো। 

WB News Live Updates:পুজোর উদ্বোধনে দিলীপ ঘোষ

খড়গপুর গ্রামীণের বিদ্যুৎবাহিনী ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। খড়গপুর শহরের ভানসিং ময়দানের দুর্গাপুজো এবং ইন্দার প্রান্তিকের পুজোরও উদ্বোধন করেন তিনি। তালবাগিচার একটি মণ্ডপে গিয়ে ঢাক বাজান দিলীপ ঘোষ।

প্রেক্ষাপট

 কলকাতা: আজ সপ্তমী। সপরিবারে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। শুচি শুদ্ধ করে উমাকে ঘরে তোলার পালা৷ 
 কল্পভাবনায় সেরা পুজো আলিপুর ৭৮ পল্লি। শিল্পসুষমায় সেরা বাগুইআটির অর্জুনপুর আমরা সবাই। উৎস সন্ধানে সেরা আর্বানা। পরিবেশ চেতনায় শারদ সম্মান পেল হিন্দুস্তান ক্লাব। সেরা নস্টালজিয়া হাতিবাগান সর্বজনীনের। লোকশিল্প প্রয়োগে সেরা বালিগঞ্জ কালচারাল।সেরা পাড়ার পুজো একডালিয়া এভারগ্রিন। দায়বদ্ধতায় সেরার সম্মান যোধপুর পার্ক ৯৫ পল্লির। ইনস্টলেশনে সেরা সন্তোষপুর ত্রিকোণ পার্ক।  মাতৃভাবনায় সেরা টালা বারোয়ারি। জীবনবোধে সেরা খিদিরপুর ২৫ পল্লি। নগরসৃজনে সেরার সম্মান সল্টলেক AE পার্ট ওয়ানের।
শ্রীভূমি স্পোর্টিংয়ে পুজোয় গোবিন্দা।


বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। অষ্টমী থেকে কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির আশঙ্কা। নবমীতে উপকূলবর্তী জেলায় বাড়বে বৃষ্টি। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬০৬, ৯জনের মৃত্যু। উদ্বেগ বজায় রেখে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, ১৪৫জন আক্রান্ত। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া।


ওড়িশা, কর্নাটক-সহ ১২ রাজ্যে ডিজেল ১০০ পার! বাংলাতেও সেঞ্চুরির কাছে! কর চাপিয়েই বিনামূল্য টিকার ব্যবস্থা, বেফাঁস মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।


দিল্লি হাইকোর্টে স্বস্তি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। আজ সশরীরে হাজিরা দিতে হবে না পাতিয়ালা হাউস কোর্টে। থাকতে পারবেন আইনজীবী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.