West Bengal News Live: পুজো শেষ হতেই রাজ্যে বাড়ছে করোনা, একদিনে আক্রান্ত ৬৯০

Get the latest West Bengal News and Live Updates: মিছিলে সাংসদ দেবশ্রী চৌধুরী সহ রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Oct 2021 06:57 PM
WB News Live Updates: বাঁকুড়া শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার

বাঁকুড়া শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া স্বর্ণময় চক্রবর্তী নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হল সোমবার  নাগাদ। ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সিমলাপালের মাচাতোড়া অঞ্চলের তপুবাইদ নদী ঘাট থেকে উদ্ধার হল।এই কিশোরের মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে।

WB News Live Updates: জলপাইগুড়ির থেকে ভুয়ো চিকিৎসককে গ্রেফতার বাঁকুড়া জেলা পুলিশের

জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ। সুদীপ্ত সর্দার নামের ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত দুদিন ট্রানজিট রিমাণ্ড মঞ্জুর করার পর তাঁকে বাঁকুড়ায় আনা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মরত একই নামের একজন চিকিৎসকের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশান নম্বর ব্যবহার করে ওই যুবক রাজ্যের বিভিন্ন প্রান্তে চেম্বার খুলে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল । এখনও পর্যন্ত পুলিশ হাওড়া , দক্ষিণ চব্বিশ পরগনা ও জলপাইগুড়ি জেলায় ওই ভুয়ো চিকিৎসকের তিনটি চেম্বারের হদিশ পেয়েছে । গত ২৪ সেপ্টেম্বর বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিক্যাল অফিসার সুদিপ্ত সর্দার বড়জোড়া থানায় লিখিত অভিযোগ জানান । সেই অভিযোগে ওই চিকিৎসক জানান তাঁর বৈধ রেজিস্ট্রেশান নম্বর ব্যবহার করে একই নামের এক যুবক রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ ভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছে । বড়জোড়া থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির ৪১৭, ৪১৯, ৪৬৮, ৪৬৯, ৪৭৩ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে । তদন্তে নেমে ওই ভুয়ো চিকিৎসকের সন্ধান শুরু করে পুলিশ । 

WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরে ফের হাতির তাণ্ডব

পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জে  ছয় থেকে সাতটি গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি হাতির দল। ঘাগরা দতাল মেটলা নলবনা এলাকার চাষিদের অভিযোগ একদিকে যেমন নিম্নচাপের ফলে প্রতিদিনই বৃষ্টিতে চাষের ক্ষতি হচ্ছে অন্যদিকে পাঁচ থেকে ছয় দিন ধরে হাতির তাণ্ডবে  ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের ধান ও সবজি।  চাষিরা এও বলেন ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েও কোনও লাভ হয়নি। এমনকি ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণও পাইনি কোনো দিন। 

WB News Live Updates: মুচিপাড়া থানার ক্রিক লেনে রাস্তা থেকে ছাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মুচিপাড়া থানার ক্রিক লেনে রাস্তা থেকে ছাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উদ্ধার হওয়া দুটি ছাল চিতাবাঘের বলে অনুমান বন দফতরের। কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার কয়েকটি লেজের টুকরোও। পুলিশ সূত্রে খবর, কে বা কারা ফেলে গেছে খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: বৃষ্টি শুরু হতেই ফের জলযন্ত্রণা হাওড়া পুরসভার একাংশে

বৃষ্টি শুরু হতেই ফের জলযন্ত্রণা হাওড়া পুরসভার একাংশে।সালকিয়া, টিকিয়াপাড়া, শালিমার, বেলগাছিয়া, লিলুয়ার বেশ কিছু জায়গায় ফের ঢুকেছে জল। অন্যদিকে, হাওড়ার ডোমজুড়েও দুর্ভোগের ছবি। চার মাস হয়ে গেলেও, জল নামেনি বলে অভিযোগ শতাধিক পরিবারের।

WB News Live Updates: পুজো শেষে রাজ্যে বাড়ছে করোনা

সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৬৯০ জন। রবিবার রাজ্যে দৈনিক আক্রান্ত ছিল ৬২৪। শনিবার সেই সংখ্যাটা ছিল ৪৪৩। করোনার কোপে মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮১ হাজার ২২০। করোনার জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৯৮৯ জন। 

WB News Live Updates: অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে রোগী, আরজিকরের ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ

আর জি করে জুনিয়র ডাক্তার, ইন্টার্নদের একাংশের আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা বিঘ্ন হয়েছে বলে অভিযোগ। অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। যদিও কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, রোগী ফেরানো যাবে না।

WB News Live Updates: কী কারণে খুন হলেন কর্পোরেট কর্তা?

গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে খুন কর্পোরেট কর্তা ও তাঁর গাড়ি চালক। কী কারণে খুন হলেন কর্পোরেট কর্তা? সম্পত্তি বিবাদ নাকি, প্রোমোটিং সংক্রান্ত বিষয়? লুঠের উদ্দেশ্যে খুনের দিকটিও খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। কোনও পূর্ব পরিচিতের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: বাংলাদেশে অশান্তির প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ

বাংলাদেশে অশান্তির প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ। বালিগঞ্জ থেকে গোলপার্ক পর্যন্ত বিজেপির দক্ষিণ মণ্ডলের তরফে প্রতিবাদ মিছিল। মিছিলে সাংসদ দেবশ্রী চৌধুরী সহ রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। 

WB News Live Updates: পুজোর পর আজ থেকে টিকা দেওয়া চালু করল পুরসভা

পুজোর পর আজ থেকে কলকাতায় আবার করোনা টিকাকরণ চালু করল কলকাতা পুরসভা। এ নিয়ে বৈঠকও করেন অতীন ঘোষ। 

WB News Live Updates: গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে জোড়া খুন

গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডের তিনতলা বাড়ি থেকে উদ্ধার হল মালিক ও তাঁর গাড়িচালকের ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ। মৃত সুবীর চাকী ও তাঁর চালক রবীন মণ্ডল। পুলিশ সূত্রে খবর, কাঁকুলিয়া রোডে সুবীর চাকীর পৈত্রিক সম্পত্তি বিক্রির কথা চলছিল। পরিবারের দাবি, গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ কাঁকুলিয়া রোডের বাড়িতে আসেন বছর একষট্টির সুবীর ও তাঁর গাড়িচালক। সম্পত্তি বিক্রি নিয়ে আলোচনার জন্য ফোনে কাউকে ডাকা হয়। সন্ধে থেকেই মোবাইল ফোন বন্ধ হয়ে যায় প্রৌঢ় ও গাড়িচালকের। পরিবারের সদস্যরা প্রতিবেশী ও গড়িয়াহাট থানায় বিষয়টি জানান। এরপরই পুলিশ এসে দোতলা থেকে মালিক ও তিনতলা থেকে চালকের দেহ উদ্ধার করে। দেহদুটির ঘাড়, কবজি ও পায়ে গভীর ক্ষত ছিল। খুনের নেপথ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখাও। পুলিশ সূত্রে খবর, ২ জনকেই এলোপাথাড়িভাবে কোপানো হয়। ফলে পেশাদার খুনির কাজ নয় বলেই অনুমান পুলিশের।  

WB News Live Updates: ইটাহারে যুব মোর্চার নেতা খুনের প্রতিবাদে জেলাজুড়ে বন্‍ধ

কাল ৮ ঘণ্টা বন্‍ধ-এর ডাক বিজেপির। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্‍ধ-এর ডাক। ইটাহারে যুব মোর্চার নেতা খুনের প্রতিবাদে জেলাজুড়ে বন্‍ধ

WB News Live Updates: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মহানগরে

কলকাতায় কমলা সতর্কতা, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল কলকাতায় হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

WB News Live Updates: আরজি কর হাসপাতালে রোগী পরিষেবা কোনওভাবেই বিঘ্নিত হতে দেওয়া যাবে না,বার্তা স্বাস্থ্য দফতরের

আরজি কর হাসপাতালে রোগী পরিষেবা কোনওভাবেই বিঘ্নিত হতে দেওয়া যাবে না’। ‘আউটডোর-ইনডোর পরিষেবা মসৃণ রাখতে হবে দায়িত্বপ্রাপ্তদের’।‘যাঁরা কাজে আসছেন না, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহে রাখতে হবে’। স্পষ্ট বার্তা স্বাস্থ্য দফতরের। ‘আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে’।‘আলোচনা করে রফাসূত্র খোঁজার কাজও চালাতে হবে সমান্তরালে’, জানিয়ে দিল রাজ্য স্বাস্থ্য দফতর

WB News Live Updates: পুজো মিটতেই আজ থেকে কলকাতা পুরসভার হেলথ ক্লিনিকগুলোতে শুরু হয়েছে টিকাকরণ

পুজো মিটতেই আজ থেকে কলকাতা পুরসভার হেলথ ক্লিনিকগুলোতে শুরু হয়েছে টিকাকরণ। তবে অধিকাংশ মেগা সেন্টারে ভ্যাকসিনেশন বন্ধ। উত্সব শেষে রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্ক কলকাতা পুরসভা। পুজোর জন্য ২৫ অক্টোবর পর্যন্ত পুরসভায় ছুটি থাকলেও, টেস্ট এবং ভ্যাকসিনেশনে জোর দিতে বাতিল করা হয়েছে স্বাস্থ্য বিভাগের ছুটি। দ্রুত পুরোদমে চালু হবে ভ্যাকসিনেশন ও টেস্ট, জানিয়েছেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ।

WB News Live Updates: অরবিন্দ সেতু সর্বজনীনের প্রতিমা সংরক্ষণের উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগের

উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনের প্রতিমা সংরক্ষণের উদ্যোগ নিল ভারতীয় ডাক ও তার বিভাগ। স্ট্যাম্পের ওপর তৈরি প্রতিমা গেল জিপিও-তে। অরবিন্দ সেতু সর্বজনীনে এবারের থিম ছিল, ডাকযোগ। পোস্ট বক্সের আদলে তৈরি হয়েছিল মণ্ডপ।

WB News Live Updates: কৃষি আইন প্রত্যাহার ও লখিমপুরে কৃষক হত্যার ঘটনায় বামেদের প্রতিবাদ কর্মসূচি, রেল অবরোধ

কৃষি আইন প্রত্যাহার ও উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক হত্যার ঘটনায় বামেদের প্রতিবাদ কর্মসূচি। খড়গপুর-আদ্রা শাখায় বাঁকুড়ার ওন্দা গ্রাম স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। প্রায় একঘন্টা ধরে অবরোধ চলায় খড়গপুর-আদ্রা শাখায় ট্রেন চলাচল ব্যাহত। 

WB News Live Updates: প্রচারে গিয়ে 'আক্রান্ত' দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল

প্রচারে গিয়ে 'আক্রান্ত' দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। দু’ জনকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে নিয়ে বামনহাটা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। অভিযোগ, প্রচারে বাধা দিয়ে দু’ জনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থী ও বিধায়ককে নিগ্রহও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: ২৩ অক্টোবর উপনির্বাচনের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২৩ অক্টোবর উপনির্বাচনের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খড়দা ও গোসাবায় ২৩ অক্টোবর অভিষেকের ভোট প্রচার।২৫ তারিখ দিনহাটায় ভোটপ্রচার, ২৬ অক্টোবর যাবেন শান্তিপুরে।

WB News Live Updates: জমা জলে চূড়ান্ত দুর্ভোগে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৯ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। বর্ষার বৃষ্টির জল পুরোপুরি নামার আগেই ফের নিম্নচাপের বৃষ্টি। চূড়ান্ত দুর্ভোগে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৯ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। চারদিকে জমা জল, পাটাতন ফেলে যাতায়াত করতে হচ্ছে। ঘুরে বেড়াচ্ছে সাপ, বিষাক্ত পোকামাকড়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমা জলের কারণে চর্মরোগে ভুগতে শুরু করেছেন অনেকেই। গতকাল এলাকায় যান অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। বাগজোলা খাল সংস্কার হলে এই সমস্যা মিটবে আশ্বাস দেন তিনি। তবে বর্ষা বিদায় নিলেও নিম্নচাপের জেরে ফের বৃষ্টির সম্ভাবনা থাকায় আশঙ্কার প্রহর গুণছেন অশোকনগরের এই দুটি ওয়ার্ডের বাসিন্দারা।

WB News Live Updates: ১৫ দিন পরেও আরজি করে অচলাবস্থা অব্যাহত

১৫ দিন পরেও আরজি করে অচলাবস্থা অব্যাহত। অধ্যক্ষের ইস্তফার দাবিতে রিলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনরত মেডিক্যাল পড়ুয়ারা। অন্যদিকে, হাসপাতালের পরিষেবা সচল রাখতে ওয়ার্ডে ঘুরছেন ডেপুটি সুপার ও ভাইস প্রিন্সিপ্যাল। জট কাটাতে আজ স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে বসছেন স্বাস্থ্য দফতরের তৈরি মেন্টর গ্রুপের সদস্যরা। অধ্যক্ষের পদত্যাগ, নিরপেক্ষ স্টুডেন্ট কাউন্সিল গঠন-সহ একাধিক দাবিতে রিলে অনশন করছেন আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ।

West Bengal News Live:দক্ষিণ দিনাজপুরে আত্মসমর্পণ কেএলও-র শীর্ষ নেতার

কেএলও-র শীর্ষ নেতার আত্মসমর্পণ। দক্ষিণ দিনাজপুরে আত্মসমর্পণ সুদীপ সরকার ওরফে পিন্টু বড়ুয়ার।কেএলও-র সেন্ট্রাল কমিটির সদস্য ছিল সুদীপ

WB News Live Updates: বড়বাজারের কটন স্ট্রিটে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি

বড়বাজারের কটন স্ট্রিটে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। ১৩৮ নম্বর কটন স্ট্রিটের বাড়িতে বিপজ্জনক বোর্ড লাগানো ছিল পুরসভার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁচতলা বাড়িটির বিভিন্ন অংশ গতকাল রাত থেকেই ভেঙে পড়তে শুরু করে। দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন পুরসভার কর্মীরা। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আবাসিকরা অক্ষত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

West Bengal News Live: অধ্যক্ষের ইস্তফার দাবি, বৈঠকেও কাটেনি  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জট

অধ্যক্ষের ইস্তফার দাবি। বৈঠকেও কাটেনি  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জট। অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনরত পড়ুয়ারা। চরম সমস্যায় রোগী এবং তার পরিজনরা।

WB News Live Updates: ইডি-র আবেদনে সাড়া, বিনয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি আদালতের

 ইডি-র আবেদনে সাড়া। কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট পাতিয়ালা হাউস কোর্টের।


 

West Bengal News Live: নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল, বকখালি পর্যটন কেন্দ্রে মাইকে সতর্কতামূলক প্রচার

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় মত্স্যজীবীদের নিষেধ করার পাশাপাশি, পর্যটকদের জন্যও চলছে সতর্কতামূলক প্রচার। বকখালি পর্যটন কেন্দ্রে মাইকে প্রচার করছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।

WB News Live Updates: ডানকুনি টোল প্লাজার কাছে ধানবাদ থেকে কলকাতাগামী বাসে উদ্ধার প্রচুর অস্ত্র

ডানকুনি টোল প্লাজার কাছে প্রচুর অস্ত্র উদ্ধার। ধানবাদ থেকে কলকাতাগামী বাসে মিলল অস্ত্র।অন্তত ৪০টি সেভেন ও নাইন এমএম পিস্তলের যন্ত্রাংশ উদ্ধার।গোপন সূত্রে খবর পেয়ে বাসে তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ।গ্রেফতার করা হয়েছে ৩ জনকে, ধৃতদের মধ্যে ১ জন মুঙ্গেরের বাসিন্দা

West Bengal News Live: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সোনারপুরের গোপালপুরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সোনারপুরের গোপালপুরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। মারধরে মাথা ফাটল মহিলার। সংঘর্ষে জখম হন দু’ পক্ষের ১৫ জন। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিসর্জন উপলক্ষে গোপালপুর তারা মা ৫২ পল্লি কুজো কমিটির শোভাযাত্রা বের হয়। অভিযোগ, পাশের পাড়ার কয়েকজন যুবক জোর করে শোভাযাত্রায় ঢুকে নাচতে শুরু করে। মহিলারা বাধা দেওয়ায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। বাঁশ-লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দু’ পক্ষই পরস্পরের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে। উভয়পক্ষের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: বনগাঁয় ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দলেরই বিধায়কের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার বনগাঁয় ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দলেরই বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বনগাঁ উত্তরের বিধায়কের। গেরুয়া শিবিরের কোন্দল নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এনিয়ে বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

West Bengal News Live: কলকাতায় জোড়া খুনে চাঞ্চল্য, গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে জোড়া দেহ উদ্ধার

কলকাতায় জোড়া খুনে চাঞ্চল্য । গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে জোড়া দেহ উদ্ধার। বাড়ির মধ্যে থেকে উদ্ধার দুটি রক্তাক্ত দেহ
মৃত বাড়ির মালিক ও তাঁর চালক

WB News Live Updates: ঘুমন্ত স্ত্রীকে খুন করে আত্মসমপর্ণ স্বামীর!

স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এই সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে খুনের অভিযোগ। পূর্ব বর্ধমানের কালনার ইসবপুরের ঘটনা। খুনের পরে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গিয়ে ঘটনার কথা বলেন ওই ব্যক্তি। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

West Bengal News Live: লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি,আজ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গে

আকাশ জুড়ে মেঘ করেছে। লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি। আজ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গে। পূবালি হাওয়ার দাপটে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। কালও কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় ভারী বৃষ্টি হবে। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাল পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

WB News Live Updates: ভিড় বাসে শিশুকন্যাকে অন্যের কোলে বসিয়ে চম্পট দিলেন এক ব্যক্তি

ভিড় বাসে শিশুকন্যাকে অন্যের কোলে বসিয়ে চম্পট দিলেন এক ব্যক্তি! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মৎস্য বিক্রেতা এক মহিলার দাবি, গতকাল পাঁশকুড়া থেকে ফেরার পথে এক ব্যক্তির অনুরোধে তিনি শিশুটিকে কোলে বসান। পরে সবার অলক্ষ্যে বাস থেকে নেমে যান ওই ব্যক্তি। তদন্তে পুলিশ।

West Bengal News Live: ভোটে ‘সন্ত্রাস’ তরজা

গত নির্বাচনে ভেটাগুড়িতে তৃণমূলের এজেন্ট বসাতে দেয়নি বিজেপি। উপনির্বাচনে নয়ারহাটের ২৫টি বুথে বিজেপির এজেন্ট বসতে না দিলে, অপমানের জ্বালা ঘুচবে। এই মন্তব্য করে বিতর্কে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। উপনির্বাচনে সন্ত্রাসের ছক তৃণমূলের। অভিযোগ বিজেপির।

WB News Live Updates:বিজেপি নেতাকে খুন

ইটাহারের রাজগ্রামে বিজেপির যুব মোর্চার সহ সভাপতিকে গুলি করে খুন। অভিযোগ, রবিবার রাতে বাড়ির সামনেই মিঠুন ঘোষেকে গুলি করে খুন করে ৪-৫ জন দুষ্কৃতী। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসক দলের। কী কারণে কারা খুন করল? ধন্দে মৃত যুবমোর্চা নেতার পরিবার।


 

প্রেক্ষাপট

কলকাতা: ইটাহারে বিজেপির যুব মোর্চার সভাপতিকে গুলি করে খুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। কী কারণে খুন ? নেপথ্যে কারা ? ধন্দে মৃতের পরিবার। তদন্তে পুলিশ।


অধ্যক্ষের ইস্তফার দাবিতে লাগাতার আন্দোলনে আর জি করের জুনিয়র ডাক্তাররা। চরম দুর্ভোগে রোগীরা। 


আইএমএ, আন্দোলনরত পড়ুয়া ও আরজি হাসপাতাল কর্তৃপক্ষের ত্রিপাক্ষিক বৈঠকেও কাটল না জট।


সাধন পাণ্ডের অনুগামীদের সঙ্গে পরেশ পালের অনুগামীদের বিবাদ। দুই তৃণমূল বিধায়কের মধ্যস্থতায় সাধন-কন্যাকে নিয়ে আসরে কুণাল ঘোষ। 


পদ্মার ওপারে দুর্গাপুজো ঘিরে উত্তেজনা। ইসকন মন্দিরে দুষ্কৃতী হামলা। প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ইসকনের বিক্ষোভ। সিমলা স্ট্রিটে প্রতিবাদ কর্মসূচি বিজেপির।


সেঞ্চুরির পথে ডিজেল। পটল কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা।  পেঁয়াজ ৫০ টাকা কেজি। সব্জি থেকে সরষের তেল কিনতে গিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। 


 প্রচারে গিয়ে খড়দার প্রয়াত জয়ী তৃণমূল প্রার্থীকে শ্রদ্ধা বিজেপি প্রার্থীর। 



পূবালি হাওয়ার দাপটে লক্ষ্মীপুজো পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি। উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। হুগলিতে বাজ পড়ে মৃত ১।


রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ-বৃদ্ধি। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ চালু রাখতে মঙ্গলবার স্বাস্থ্যবিভাগের ছুটি বাতিলের জন্য নির্দেশিকা, জানালেন অতীন ঘোষ।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.