West Bengal News Live: আজ ও কাল কোজাগরী লক্ষ্মী পুজো, রীতি মেনে ঘরে ঘরে চলছে দেবীর আরাধনা
দিনভর কোথায় কী চলছে, জেলার সব খবর জেনে নিন।
উত্সবের শহরে আগুন আতঙ্ক! বেন্টিঙ্ক স্ট্রিটে বন্ধ অফিসে আগুন। রাত ৯টা নাগাদ ওই অফিসের চারতলার এসি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এসি থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। অফিস বন্ধ থাকায় হতাহতের খবর নেই।
ক্ষতস্থান সেলাই করার সময় আচমকা লোডশেডিং! ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে, দুর্ঘটনাগ্রস্ত যুবকের ক্ষত মেরামতির সময় বিপত্তি। মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলেই করা হয় সেলাই। বড় কোনও বিপত্তি তো হতে পারত!!! উদ্বেগপ্রকাশ রোগীর পরিজনদের।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর এবার মালদার ইংরেজবাজার। মঙ্গলবার দুপুরে, পুকুরিয়া এলাকায় সাপ বেরিয়েছে এই খবর পেয়ে সেখানে যান বঙ্কিম সর্ণকার। সাপটিকে ধরার পর, সাধারণ মানুষকে সাপ নিয়ে সচেতন করছিলেন। ঠিক তখনই, গোখরো সাপটি তাঁর পায়ে কামড় দেয়। হাসপাতালে নিয়ে গেলে, বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের সাপ ধরার প্রশিক্ষণ ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
কয়েক মুহূর্তের প্রচন্ড এক ঘুর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেল গোঘাটের কাঁঠালি গ্রাম। এই ঝড়ে গ্রামে প্রায় সাত আটটি বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে অশ্বত্থ গাছ ও অন্যান্য গাছ। ঝড়ে ক্ষতি হয়েছে ধান গাছেও। ধান গাছে যে থোর এসেছিল তাও সব ঝরে পড়ে গেছে। এলাকার বাসিন্দারাও বিভিন্ন ভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোমবার সন্ধ্যার সময়ে এই ঘটনা ঘটলেও গভীর রাত পর্যন্ত এলাকা পরিষ্কারের কাজ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। খবর পেয়েই এলাকায় হাজির হন গোঘাট ১ নং গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল।তিনি মঙ্গলবার সকাল থেকেই এলাকায় হাজির হয়ে পরিস্থিতির মোকাবিলাতে তদারকি করছেন।
উৎসবের মরশুমে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। জেলা শাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারাও। কলকাতা-সহ জেলায় জেলায় সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যসচিব। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষা ও ভ্যাকসিনেশন নিয়ে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন তিনি।
রাজ্যে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা গ্রাফ। অল্প অল্প করে ঊর্ধ্বমুখী হয়ে ফের সাতশোর গণ্ডি টপকে গেল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭২৬ জন। এই সময়পর্বে রাজ্যে মৃত্যু ৯ জনের। গতকালের রিপোর্টে জানা গিয়েছিল ৬৯০ জন নতুন করে সংক্রমিত হয়েছিলেন। গত কয়েকদিনের মতোই রাজ্যে করোনার জেরে সবথেকে বেশি প্রভাবিত কলকাতা।
প্রবল বৃষ্টির জেরে কালিম্পংয়ে ধস। আলাগাড়া ও লাভায় গাড়ির ওপর গাছ পড়ে মৃত গাড়ির চালক। আহত ২ পর্যটককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কমলা সতর্কতা জারি।
চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই চলে এসেছে ২৭ কোম্পানির বাহিনী। ২৩ অক্টোবরের মধ্যে আরও ৫৩ কোম্পানির বাহিনী আসবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অর্থাৎ মোট ৮০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে চার কেন্দ্রে।
পঞ্জিকা মতে, আগামীকাল রাত ৮টা ২৭ পর্যন্ত রয়েছে পূর্ণিমা তিথি। সেই মতো, কোথাও আজ, কোথাও আগামীকাল করা হয়েছে পুজোর আয়োজন। কোজাগরী শব্দের আক্ষরিক অর্থ কে জেগে আছে? রাতে জেগে থেকে মা লক্ষীর আরধানা করাই রীতি। কথিত আছে, এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন। দেবী লক্ষ্মীর আরাধনায় বিশেষ প্রয়োজন হয় শ্বেতপদ্ম-শ্বেতচন্দন। ফল-মূলের পাশাপাশি চিড়ে নারকেল ছাড়া লক্ষ্মীপুজো ভাবাই যায় না। একে বলা হয় চিপিটক৷ দেবী লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত।
বড়বাজারের পর এবার হাতিবাগান। ২৪ ঘণ্টার মধ্যে ফের পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল কলকাতায়। বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে পুরসভার তরফে। যদিও এদিনের ঘটনায় কেউ আহত হননি।
লক্ষ্মীপুজোয় বাজারে আগুন। দাম বেড়েছে ফল থেকে সবজি সবকিছুরই। বাজার করতে গিয়ে নাভিশ্বাস মধ্যবিত্ত ক্রেতার। কেজিপ্রতি ন্যাসপাতি বিকোচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। আপেল ১০০ থেকে ১২০ টাকা। পেয়ারার দর ৮০ থেকে ৯০ টাকা কেজি। শসা ৫০টাকা। এক টুকরো আখ কিনতে দিতে হচ্ছে ১০টাকা।
সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দুর্যোগ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ছাতা মাথাতেই রাস্তায় নেমেছেন পর্যটকরা। কালিম্পং ও পাহাড়ের একাধিক জায়গায় ইতিমধ্যে নেমেছে ধস।
পুজোয় উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ১৪ জন বাঙালি পর্যটক। প্রবল বৃষ্টি ও ধসের জেরে তাঁরা আটকে পড়েন। সবাই সুস্থ থাকলেও, কবে বাড়ি ফিরবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অব্যাহত অচলাবস্থা। এখনও কাজে যোগ দেননি মেডিক্যাল পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ। ফলে চরমে উঠল রোগী ভোগান্তি। অধ্যক্ষের পদত্যাগ, নিরপেক্ষ স্টুডেন্ট কাউন্সিল গঠন সহ একাধিক দাবিতে একদিকে যেমন আন্দোলন চলছে, তেমনই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর।
লক্ষ্মীপুজোই, তবে একটু অন্যরকম। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই বাঁকুড়ার বেলিয়াতোড়ের রামকানালি গ্রামের মানুষ আরাধনা করেন গজলক্ষ্মীর। হাতির হানা থেকে ফসল রক্ষা করতে, একশো বছরের বেশি সময় ধরে এখানে পুজো হয়ে আসছে বলে জানান গ্রামবাসীরা।
নিম্নচাপ কাটলেই বঙ্গে বর্ষা বিদায়। যার জেরে অগ্রহায়ণের ঢের আগেই রাজ্যে শুরু হবে প্রাক শীত পর্ব। নিম্নচাপ কাটলেই বঙ্গে বর্ষা বিদায়। যার জেরে অগ্রহায়ণের ঢের আগেই রাজ্যে শুরু হবে প্রাক শীত পর্ব।
গাইঘাটা ব্লকের বিস্তীর্ন অঞ্চলে ফুল চাষ করে ঠাকুরে নগরের বাজারে বিক্রি করতে আনেন। মাঝেই নষ্ট গাঁদা, পদ্ম। জোগান কম, দাম বেশি
পাইকারি বাজারে দাম বেশি। পচে যাচ্ছে, কোথাও খেতেই নষ্ট হয়ে যাচ্ছে।
দল ও পঞ্চায়েতের মধ্যে যাতে ফারাক না থাকে তার জন্য কমিটি গঠন করা হবে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতির এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পঞ্চায়েতে রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি তৃণমূল জেলা সভাপতির।
সাংসদপদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। আজ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আসানসোল কেন্দ্রের সাংসদপদ থেকে ইস্তফাপত্র দেন তিনি। কিছুদিন আগেই দু’বারের বিজেপি সাংসদ বাবুল তৃণমূলে যোগ দিয়েছেন। সাংসদপদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। বাবুলের প্রশ্ন, এখন কি শুভেন্দু অধিকারী তাঁর বাবা ও ভাইকে সাংসদপদ ছাড়তে বলবেন?
ফের প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়লেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। আজ সকালে দিনহাটার নয়ারহাটে প্রচারে যান বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও আরও দুই দলীয় বিধায়ক সুশীল বর্মন ও বরেন বর্মন। ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ও। নয়ারহাটে বাজার এলাকায় প্রচার শুরু করার পর তাঁদের ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শাসক দলের কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষে ধাক্কাধাক্কিও হয়। সাহেবগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। এই ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
গতকালও বামুনহাটে প্রচারে গিয়ে বিক্ষোভ মুখে পড়েন দিনহাটার বিজেপি প্রার্থী।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের কর্মবিরতি অব্যাহত। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আন্দোলনকারীদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উত্তর দিনাজপুরের ইটাহারে বিজেপির যুব মোর্চার জেলা সহ সভাপতি খুনের প্রতিবাদে বনধের ডাক দিয়েছে বিজেপি। আজ জেলায় সকাল ৬টা থেকে ৮ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। সকালের দিকে রায়গঞ্জে দেখা যায় দোকানপাট বন্ধ। কিছু সরকারি বাস চলছে। বেসরকারি যানবাহনের সংখ্যা খুবই কম। জেলার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। সকাল থেকে চলছে বৃষ্টি। রাস্তায় বনধ সমর্থক বিজেপি কর্মীদের খুব একটা চোখে পড়েনি।
টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পরিস্থিতির আরও অবনতি। বহু জায়গা জলমগ্ন। অনেক বাড়ির দেওয়ালেও দেখা গেছে ফাটল। বেশি কিছু গ্রামে এখনও জল জমে রয়েছে বাড়ির মধ্যে।
লক্ষ্মীপুজোতেও বৃষ্টি-দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপ। তার জেরে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া।
দিঘায় ভালই ভিড় রয়েছে পর্যটকদের। বৃষ্টি একটু কমলেই পর্যটকরা ভিড় করছেন সি বিচে। সিভিক ভলান্টিয়ার ও নুলিয়ারা ভিড় সামলাচ্ছেন। জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। >>
হাতে আর মাত্র ১২ দিন। ৩০ তারিখ রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বৃষ্টি-দুর্যোগ উপেক্ষা করেই শান্তিপুরে ভোটের প্রচার সারলেন রাজনৈতিক দলের প্রার্থীরা।
কী কারণে খুন হলেন কর্পোরেট কর্তা? সম্পত্তি বিবাদ নাকি, প্রোমোটিং সংক্রান্ত বিষয়? লুঠের উদ্দেশ্যে খুনের দিকটিও খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। কোনও পূর্ব পরিচিতের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহর। রাস্তায় জমেছে হাঁটু সমান জল। উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরেও জমেছে জল। চরম দুর্ভোগে শিকার হয়েছেন এলাকাবাসী। জমা জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
‘দুয়ারে রেশন’ প্রকল্পে আপত্তির কথা জানিয়ে এবার খাদ্যমন্ত্রীকে চিঠি দিল জয়েন্ট ফোরাম অফ রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন। দুয়ারে নয়, চালু করা হোক, ‘দোকানে রেশন’ প্রকল্প। আবেদন ডিলার্স অ্যাসোসিয়েশনের। জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে দোকান বন্ধের হুঁশিয়ারি। আবেদন খতিয়ে দেখা হবে, বললেন খাদ্যমন্ত্রী।
‘দুয়ারে রেশন’ প্রকল্পে আপত্তির কথা জানিয়ে এবার খাদ্যমন্ত্রীকে চিঠি দিল জয়েন্ট ফোরাম অফ রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন। দুয়ারে নয়, চালু করা হোক, ‘দোকানে রেশন’ প্রকল্প। আবেদন ডিলার্স অ্যাসোসিয়েশনের। জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে দোকান বন্ধের হুঁশিয়ারি। আবেদন খতিয়ে দেখা হবে, বললেন খাদ্যমন্ত্রী।
লক্ষ্মীপুজোর আগে বাজারে আগুন। অগ্নিমূল্য শাক সবজি থেকে ফলমূল। তবে, এর জন্য বৃষ্টিকেই দায়ী করছেন কৃষক থেকে সবজি বিক্রেতারা। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত ক্রেতার।
কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্র ও লালার অ্যাকাউন্ট্যান্ট নীরজ সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ED সূত্রে খবর, তাদের আবেদনে সাড়া দিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি পঙ্কজ শর্মা।
প্রেক্ষাপট
গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুন। বাড়ি থেকে কর্পোরেট কর্তা ও গাড়িচালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। দেহে এলোপাথাড়ি কোপ। পেশাদার খুনির কাজ নয়, অনুমান পুলিশের।
বাড়িতে ঢোকার একঘণ্টার মধ্যে খুন। বাড়ি বিক্রি নিয়ে আলোচনা করতে ফোনে কাউকে ডাকেন প্রৌঢ়। পরে বন্ধ মোবাইল। সম্পত্তি বিবাদ নাকি অন্য কিছু ? তদন্তে লালবাজার।
দেড় কোটি টাকায় বাড়ি বিক্রির ইচ্ছা ছিল মৃত সুবীর চাকীর। গাড়িতে এত খাবার কার জন্য ? ডিল ফাইনাল হওয়ার পর অগ্রিমের টাকা লুঠের উদ্দেশেই খুন, অনুমান পুলিশের।
জোড়া খুনে বাড়ছে রহস্য।
৩০ অক্টোবরের উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত দিনহাটার বিজেপি প্রার্থী, নাটাবাড়ির বিধায়ক। নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মানুষের ক্ষোভ, পাল্টা তৃণমূল।
পুজোর পরেই ইটাহারে বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি খুন। গ্রেফতার ১। ধৃত নেতার পরিচিত, দাবি পুলিশের। প্রতিবাদে আজ উত্তর দিনাজপুরে ৮ ঘণ্টা বন্ধের ডাক বিজেপির।
পুজো মিটতেই চার কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে তৃণমূল। ২৩ অক্টোবর প্রচার শুরু অভিষেকের। ২৩ শে খড়দা, গোসাবা, ২৫শে দিনহাটা, ২৬ শে শান্তিপুরে জনসভা অভিষেকের।
৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ৩০ অক্টোবর রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচন। নতুন করে ৫৩ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কমিশন। আসছে ভোটের ১ সপ্তাহ আগেই।
আরজি করের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দুর্ভোগে রোগীরা। পরিষেবা সচল রাখতে হবে। কাজে গরহাজিরদের তথ্য সংগ্রহে রাখতে হবে। আলোচনার দরজা খোলা। স্পষ্ট বার্তা স্বাস্থ্য দফতরের।
নিম্নচাপের জেরে লক্ষ্মীপুজোর আগে দিনভর বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় জারি হলুদ সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
পুজোর পর কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় আজ থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। জোর ভ্যাকসিনেশনে।
২০২২ সালের সিবিএসই শুরু ২০২১-এ। অফলাইনে সিবিএসই দশম শুরু ৩০ নভেম্বর, দ্বাদশ শুরু ১লা ডিসেম্বর। দ্বিতীয় টার্মের পরীক্ষা মার্চ-এপ্রিলে।
নভেম্বরে সিবিএসই-দ্বাদশ
আজ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি। গর্ভগৃহ থেকে মূর্তি রাখা হবে বিরাম মঞ্চে। ভক্তদের জন্য খোলা মন্দির। ‘সরাসরি তারাপীঠ’, আজ দিনভর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -