West Bengal News Live: চাকরির দাবিতে শিল্পমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
Get the latest West Bengal News and Live Updates:ভবানীপুরে ভোটের আগে বিজেপির ইন্দ্রপতন। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।
চাকরির দাবিতে শিল্পমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে বিক্ষোভকারীদের।
শ্রীরামপুর রেলব্রিজ থেকে পড়ে মৃত্যু এক মহিলার। বাইকে করে যাচ্ছিলেন এক দম্পতি। সেই সময় ধাক্কা মারে একটি মারুতি। এর জেরে ব্রিজ থেকে নীচে পড়ে যান মহিলা। তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় । মৃতার নাম অর্পিতা পাল(৩২)।
উত্তর ২৪ পরগনায় ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। এরই মধ্যে জেলাজুড়ে ধরা পড়ল অসচেতনতার ছবি। আর তা নিয়ে উৎসবের আগে, উদ্বেগে প্রশাসন।
খড়গপুর স্টেশনে রেলের কাজের ধরন নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ফুটওভার ব্রিজ তৈরির কাজে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে রেল আধিকারিকদের একাংশের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনেছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ভাল প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ জেলা পুলিশের। বাঁকুড়া জেলার মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই জেলা পুলিশ 'উত্তরণ' প্রকল্পের মাধ্যমে একটি নামকরা বেসরকারি সংস্থার হাত ধরে এই উদ্যোগ নিয়েছে। রবিবার আনিষ্ঠানিকভাবে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে এই প্রশিক্ষণের শুভ সূচনা করলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
বল ভেবে খেলতে গিয়ে নন্দীগ্রামে বোমা ফেটে আহত বালিকার মৃত্যু। হাত থেকে বোমা পড়ে যেতেই বিস্ফোরণ, আহত আরও ২ বালিকা। নন্দীগ্রাম সুপার স্পেশাল হাসপাতালে চিকিৎসাধীন ২ বালিকা।
বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার সিআইডি। পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। কৌটোয় বোমা ছিল, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কিন্তু কীভাবে পরিত্যক্ত বাড়িতে বোমা এল ? খতিয়ে দেখছে সিআইডি।
ভারত-নেপাল সীমান্তে সন্দেহভাজন চিনা নাগরিক গ্রেফতার। পানিট্যাঙ্কি বিওপির হাতে ধরা পড়েন ওই চিনা নাগরিক। ধৃতের কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার হয়েছে।উদ্ধার চিন ও নেপালের মুদ্রা ও মোবাইল। ধৃতের নাম লেবসাং নাইমা। সন্দেহভাজন ব্যক্তিকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। চিনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়।
কলকাতার ম্যারেজ পার্টির সঞ্চালিকাকে গণধর্ষণের অভিযোগ পাটনার হোটেলে। জুলাই মাসে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। হোটেলে ঢুকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গণধর্ষণের পর প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। জিরো এফআইআর দায়ের করে পাটনা পুলিশকে জানায় যাদবপুর থানা। কিন্তু, ‘এতদিন কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি’, অভিযোগ তরুণীর। ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মহিলার বয়ান রেকর্ড’। ‘হোটেলের কর্মীদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। আদালত থেকে গ্রেফতারি পরিয়োনা জারি হয়েছে, পলাতক অভিযুক্ত। পাল্টা দাবি পাটনা পুলিশের।
বাড়িতে সামনে বিয়ে, শিক্ষিকার বাড়িতে পরিকল্পনা করে ছাত্রীর মায়ের ‘চুরি’। সোনার গহনা, নগদ সহ ৮ লক্ষ টাকা চুরি। ২.৫০ লক্ষ টাকা নগদ ও ৫.৫০ লক্ষ টাকার সোনার গহনা চুরি। একবালপুরে সিসিটিভি দেখে সন্দেহ পরিবারের, গ্রেফতার মহিলা।
পাণ্ডবেশ্বর থানা এলাকার শোনপুর বাজার খোলামুখ খনিতে ইসিএলের শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম চিন্ময় ঘোষ। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি সনপুর গ্রামে। বড় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় ওই কর্মীর। মৃতের ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
তৃণমূলে যোগ দেওয়ার পর দিল্লি যাচ্ছেন বাবুল। কী করতে হবে জানেন আসানসোলের সাংসদ, বললেন সৌগত। লোকসভার অধ্যক্ষ বললে বুধবারই সাংসদ পদে ইস্তফা, জানালেন বাবুল সুপ্রিয়।
‘অধ্যক্ষ বললে ইস্তফা’
প্রথম একাদশে থাকতে চাই। খেলার সুযোগ না পেয়ে বিজেপি ছেড়েছি। সাংবাদিক বৈঠকে মন্তব্য বাবুল সুপ্রিয়র।
সাতসকালে মা উড়ালপুল থেকে মরণঝাঁপ রিয়েল এস্টেট ব্যবসায়ীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সোয়া ৬টা নাগাদ মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুলের গড়িয়া র্যাম্পের ওপর মোটরবাইক, হেলমেট রেখে নীচে ঝাঁপ দেন বছর ছাপান্নর প্রণব কুণ্ডু। লেকটাউনের বাসিন্দা ওই প্রৌঢ়ের রিয়েল এস্টেট ব্যবসায় মন্দা চলছিল বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বাবুলের দলবদলের পর আরও সুর চড়ালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। দলবদলের ইঙ্গিত রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর।‘কে কোথায় অসম্মানিত বোধ করছেন, দেখতে হবে দলকে। যাঁরা দল ছাড়ছেন, তাঁরা অসম্মানিত হয়েই ছাড়ছেন। দলকে সময় দিয়েছি, কাজ না হলে অন্য কিছু ভাবতে হবে’।মন্তব্য রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর
বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান নিয়ে ফের ট্যুইট স্বপন দাশগুপ্তর। বলেছেন, ‘বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ থাকা স্বাভাবিক। প্রতিকূল পরিস্থিতি সবাই মানিয়ে নিতে পারে না।বাবুল খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাবুলেরই ভাবমূর্তির ক্ষতি করতে পারে’। পাল্টা বাবুলের ট্যুইট,‘বিজেপি কর্মীদের ক্ষোভ স্বাভাবিক, স্বীকার করছি। বহিরাগতদের দলে নেওয়ার সময় প্রতিবাদ করেছিল বাবুল। তখন তার ভাবমূর্তি রক্ষায় বিজেপি কি কিছু করেছিল? এই বহিরাগতদের জন্য যারা কোণঠাসা হয়েছিল তাঁদের জিজ্ঞাসা করুন।’
কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আজ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা আসানসোলের সাংসদের।
লিলুয়ায় এক ব্যক্তির রহস্যমৃত্যু। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে। গতকাল বাড়ি থেকে উদ্ধার হয় ৪০ বছরের ওই ব্যক্তির রক্তাক্ত দেহ। পরিবারের অভিযোগ, মৃতের স্ত্রীর সঙ্গে সম্প্রতি এলাকারই এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে দাম্পত্য অশান্তি চলছিল। স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। যদিও মৃতের স্ত্রীর দাবি, গতকাল স্বামীর সঙ্গে বচসা হওয়ায় তিনি পাশের ঘরে ছিলেন। পরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে নামাতে যান। সেইসময় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। এরপর অ্যাম্বুল্যান্সে করে স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের গলায় ফাঁসের দাগ মিলেছে। মৃতের স্ত্রী ও ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে লিলুয়া থানার পুলিশ।
দুর্গাপুর ব্যারাজে পুরনো লক গেট সরিয়ে বসানো হচ্ছে নতুন লকগেট। সেই কারণে আজ রাত ১১টা থেকে ফের বন্ধ হতে চলেছে ব্যারাজের ওপর যান চলাচল। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। আগামী পাঁচদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত অ্যাম্বুল্যান্স, দমকল ছাড়াও জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। সেচ দফতর সূত্রে খবর, দামোদরের ওপর দুর্গাপুর ব্যারাজে ৩৪টার মধ্যে ১০টা নতুন লক গেট বসানো হয়েছে। আরও ৭টা নতুন লক গেট বসানো হবে বলে জানিয়েছে সেচ দফতর।
পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে বেনজির আক্রমণ সায়ন্তন বসুর। ‘ফিরহাদ হাকিমকে আইএসআইএ-র এজেন্ট বলেন স্থানীয়রা’,বাঙালি নন ফিরহাদ হাকিম, চাঞ্চল্যকর দাবি বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে। লিলুয়ার আনন্দনগর সুকান্ত পল্লি এলাকায় বাড়ি থেকে উদ্ধার হল ৪০ বছরের ব্যক্তির রক্তাক্ত দেহ। প্রতিবেশীদের অভিযোগ, সম্প্রতি যুবকের স্ত্রীর সঙ্গে এলাকারই এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে দাম্পত্য অশান্তি চলছিল। মৃতের স্ত্রীর দাবি, গতকাল স্বামীর সঙ্গে বচসা হওয়ায় তিনি পাশের ঘরে ছিলেন। পরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে নামাতে যান।সেইসময় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। এরপর অ্যাম্বুল্যান্সে করে স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের গলায় ফাঁসের দাগ মিলেছে। মৃতের স্ত্রী ও ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে লিলুয়া থানার পুলিশ।
২ মাসের শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুর পরিবার বানারহাটের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্বর ও সর্দিকাশির সমস্যা নিয়ে মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। শুক্রবার তার মৃত্যু হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের দাবি, সেপ্টিসিমিয়ায় মৃত্যু হয়েছে শিশুর।
ভোররাতে অশোকনগরের সেনডাঙায় বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকা থেকে একটা তাজা বোমা উদ্ধার করে। কী কারণে বোমাবাজি খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।
ম্যাজিস্ট্রেট্রের উপস্থিতিতে কবর খুঁড়ে তোলা হল নাবালিকার দেহ।মালদার হরিশ্চন্দ্রপুরে কবর খুঁড়ে তোলা হল দেহ।১০ সেপ্টেম্বর অস্বাভাবিক মৃত্যু হরিশ্চন্দ্রপুরের নাবালিকার।
১৬ সেপ্টেম্বর থানায় খুনের অভিযোগ দায়ের পরিবারের তরফে।মৃতার কাকা, ঠাকুরদা ও ঠাকুমার নামে অভিযোগ দায়ের।অভিযোগের তদন্তে তোলা হল নাবালিকার মৃতদেহ।
ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হচ্ছে মালদা মেডিক্যালে
রবিবারের সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি গিয়ে করলেন প্রচার। সদর স্ট্রিটে বর্ণাঢ্য প্রচার সুব্রত মুখোপাধ্যায়ের।
রাতে হাসপাতালের এইচডিইউ ওয়ার্ডে ভাঙচুর চালালেন রোগী। পুলিশ ও বেসরকারি নিরাপত্তা রক্ষীরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, অভিযোগ কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা ও মাথা যন্ত্রণা নিয়ে গতকাল সকালে ভর্তি হন কাটোয়ার বাসিন্দা ৬২ বছরের অরুণ বন্দ্যোপাধ্যায়। চিকিত্সকরা জানান, সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ঘটায় অসুস্থ হয়ে পড়েন ওই রোগী। তাঁকে রাখা হয় এইচডিইউ ওয়ার্ডে। অভিযোগ, রাত ১টা নাগাদ আচমকাই উত্তেজিত হয়ে ওয়ার্ডে ভাঙচুর শুরু করেন ওই রোগী। আতঙ্কে পালিয়ে যান অন্য রোগী ও নার্সরা।
বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট।ওয়ারেন্টের কপি নিয়ে কাঁকুড়গাছিতে সিবিআই।খোঁজ চলছে অভিযুক্তদের
প্রগতি ময়দান থানা এলাকায় ২৩ দিনের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু। বালিশের ওয়াড় নাকে-মুখে জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় বলে দাবি পরিবারের। উঁচুপোতায় মামার বাড়িতে ছিল সদ্যোজাত। গতকাল দুপুর ঘুমিয়ে থাকার সময় এই ঘটনা ঘটে।আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টা নাগাদ শিশুর মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই বামেরাও। ভবানীপুরে প্রচারে বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই নিয়ে গত পাঁচদিনে ৭ শিশুর মৃত্যু হল। পরিবার সূত্রে খবর, মানিকচকের বাসিন্দা ৬ মাসের শিশুকন্যার জ্বর থাকায় গতকাল মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। রাতে মৃত্যু হয় শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জন্ডিসে আক্রান্ত শিশুকে সঙ্কটজনক অবস্থায় আনা হয়েছিল।
ভবানীপুরে জমজমাট রবিবাসরীয় ভোট-প্রচার। চেতলায় অলিগলিতে প্রচার ফিরহাদের। প্রচার সিপিএম প্রার্থীরও।
কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার নির্দেশ। হাজিরার নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ৩০ তারিখ পাতিয়ালা হাউস কোর্টে হাজির হতে নির্দেশ।
বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় আদালতে যায় ইডি। ইডির আবেদনের ভিত্তিতেই আদালতে হাজিরার নির্দেশ
আইকোর মামলায় মানস ভুঁইয়াকে সিবিআই তলব। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মানস ভুঁইয়াকে তলব।আগামীকাল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তলব।আগামীকাল বেলা ১২টার পর মানস ভুঁইয়াকে তলব
বাবুল সুপ্রিয় কোনও ফ্যাক্টর নন, টালিগঞ্জে ৫০ হাজারের বেশি ভোটে হেরেছেন। প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে বেরিয়ে দাবি অর্জুন সিংয়ের। একইসঙ্গে বিজেপি সাংসদের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী সেখানেও প্রচারে নেমে সমস্যায় পড়তে হচ্ছে বিরোধী প্রার্থীকে।
জোড়া ঘূর্ণাবর্তের পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ।হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
সাতসকালে মা উড়ালপুল থেকে মরণঝাঁপ রিয়েল এস্টেট ব্যবসায়ীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সোয়া ৬টা নাগাদ মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুলের গড়িয়া র্যাম্পের ওপর মোটরবাইক, হেলমেট রেখে নীচে ঝাঁপ দেন বছর ছাপান্নর প্রণব কুণ্ডু। লেকটাউনের বাসিন্দা ওই প্রৌঢ়ের রিয়েল এস্টেট ব্যবসায় মন্দা চলছিল বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। আত্মহত্যার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।
বাবুল সুপ্রিয়র সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। বোনের বিরুদ্ধে ভবানীপুরে প্রচারে আসবেন না বলেই মনে হয়। তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত ব্যক্তিগত, মন্তব্য ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে তৃণমূল। রাজ্যস্তরেও প্রতিহিংসার রাজনীতি করছে শাসকদল, অভিযোগ গেরুয়া শিবিরের।
মা উড়ালপুল থেকে প্রৌঢ়ের ঝাঁপ। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুল থেকে ঝাঁপ দেন বছর বাহান্নর প্রৌঢ়। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
রবিবাসরীয় সকালে ভবানীপুরে প্রচারে বিজেপি। প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সঙ্গে চেতলা বাজারে প্রচার করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চায়ের আসরে চলে জনসংযোগ। গতকালের বিক্ষোভের পর আজ ফের চেতলায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
আবেগ দিয়ে রাজনীতি করেন বাবুল সুপ্রিয়। দলবদলের সিদ্ধান্তও আবেগের বশে। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বাবুলকে পলিটিক্যাল ট্যুরিস্ট বলে কটাক্ষ।
ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নাম না করে অনুব্রত মণ্ডলকে বাহুবলী বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। এ নিয়ে ভিডিও ভাইরাল হতেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। পাল্টা জবাব দিয়েছেন অনুব্রতও। তবে উপাচার্য বা বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে, কোচবিহারে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূলের প্রধান। বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। দুর্নীতির পাহাড় জমেছে তৃণমূলে, কটাক্ষ বিজেপির।
পূর্ব বর্ধমানে বিজেপির জেলা কার্যালয় কাটোয়া শহর থেকে সরল দাঁইহাটে। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপিকে ঘর ভাড়া দেওয়ায়, তৃণমূল নেতাকর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছিল বাড়ির মালিককে। হুমকির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
বিস্তর টালবাহানার পর সামশেরগঞ্জ বিধানসভা আসনে ভোটে লড়ার কথা ঘোষণা করলেন কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। নির্বাচন কমিশন তিন কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে লড়াই থেকে বেঁকে বসেছিলেন তিনি। অধীর চৌধুরীর অনুরোধের পরই গলল বরফ।
আউশগ্রামে তৃণমূল নেতা খুনে পুলিশের জালে দুই সুপারি কিলার। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃতরা। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই সুপারির কিলারের ৮ দিনের পুলিশ হেফাজত।
প্রেক্ষাপট
ভবানীপুরে ভোটের আগে বিজেপির ইন্দ্রপতন। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।
বি মানে ভবানীপুর, বি মানে ভারতবর্ষ। নতুন ভারতবর্ষের জন্য ভবানীপুরে সবাইকে ভোট দেওয়ার ডাক অভিষেকের। বিজেপিতে আরও ভাঙনের হুঙ্কার।
রাজনীতি ছাড়ার ঘোষণার মধ্যে কোনও ছলনা ছিল না। হঠাৎ সিদ্ধান্তের দাবি বাবুলের। তৃণমূল চাইলে মমতার হয়ে প্রচার করবেন ভবানীপুরে।
অর্পিতার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফার সঙ্গে বাবুলের তৃণমূলে যোগদানের মধ্যে যোগসূত্র পাচ্ছেন অনুপম হাজরা। ঝাল-মুড়ির রফা বলে কটাক্ষ। বিজেপি যোগদান মেলায় কী হয়েছিল? পাল্টা কুণাল।
বিজেপির বর্তমানও নেই, ভবিষ্যতও নেই। তাই তৃণমূলে বাবুল। প্রতিক্রিয়া সৌগতর। বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতিক্রিয়া শমীকের। স্বার্থ চরিতার্থ করতেই দলবদল, কটাক্ষ অধীরের।
সাংসদ পদে ইস্তফার ইঙ্গিত দিয়ে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন বাবুল। দেখা করবেন অধ্যক্ষের সঙ্গে। সোমবার দেখা করছেন মমতার সঙ্গে। বড় ক্ষতি, মানলেন স্বপন। আসল ধাক্কা খাবে তৃণমূলই, ভিন্ন সুর রাহুলের।
কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের সমন। ৩০ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। বারবার নোটিস দেওয়া সত্বেও হাজিরা না দেওয়ার অভিযোগ ইডির।
বিক্ষোভের মুখে চেতলায় প্রচার না করেই ফিরতে হল প্রিয়ঙ্কাকে। শুধুই নাটক, পাল্টা ফিরহাদ। তৃণমূলের হামলা এড়াতে গোপনে প্রচার, বিস্ফোরক দিলীপ। মানুষ মুখ ফেরাচ্ছেন বলেই ভয়, কটাক্ষ কুণালের।
মমতাকে খুনের হুমকি দেওয়া বিজেপিকে নেতাকে ধরতে গিয়ে যোগীরাজ্যে আক্রান্ত বাংলার পুলিশ। আটকে রেখে মারধরের অভিযোগ। উদ্ধার করল আলিগড় থানার পুলিশ। ধরাই গেল না অভিযুক্তকে।
মালদা মেডিক্যালে ৪ দিনে জ্বরে ৬ শিশুর মৃত্যু। রায়গঞ্জে বালিকার মৃত্যু। ৩ দিনের বেশি জ্বর-শ্বাসকষ্ট থাকলে হাসপাতালে ভর্তির পরামর্শ রাজ্যের। বাড়িতে আলাদা রেখে চিকিৎসা। বাধ্যতামূলক মাস্ক।
বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরে আগামী ৪৮ ঘণ্টা চলবে ভারী বৃষ্টি। জলের তলায় মেদিনীপুর, হুগলির একাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -