WB News Live Updates: লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, এখন নিয়ন্ত্রণে

Get the latest West Bengal News and Live Updates: বন্ধ সিনেমা হলের ৪ তলায় আগুন লাগে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Jul 2021 11:38 PM
West Bengal News Live Updates: এখন নিয়ন্ত্রণে মিনি জয়া সিনেমা হলের আগুন

লেকটাউনে মিনি জয়া সিনেমা হলের আগুন এখন নিয়ন্ত্রণে। 

WB News Live Updates: হলের ভিতর রান্না হচ্ছিল, জানালেন দমকল মন্ত্রী

হলের ভিতর রান্না হচ্ছিল, জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু। 

West Bengal News Live Updates: কিছুটা নিয়ন্ত্রণে আগুন

মিনি জয়া সিনেমা হলের উল্টোদিকের বাড়ি থেকে দেওয়া হচ্ছে জল। কিছুটা নিয়ন্ত্রণে আগুন। 

WB News Live Updates: মিনি জয়া সিনেমা হলে আগুন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী

লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু। 

West Bengal News Live Updates: মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন। গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় আশঙ্কায় রাস্তায় স্থানীয় বাসিন্দারা।

WB News Live Updates: দমকল মন্ত্রীর পাড়ায় বিধ্বংসী আগুন

দমকল মন্ত্রী সুজিত বসুর পাড়া লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, আহত ২। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। বন্ধ সিনেমা হলের চারতলায় আগুন লাগে বলে জানা গিয়েছে।

West Bengal News Live Updates: লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, আহত ২

লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, আহত ২। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। 

WB News Live Updates: ভুয়ো ভ্যাকসিনের আড়ালে আরও একটি ইঞ্জেকশন!

ভুয়ো ভ্যাকসিনের আড়ালে আরও একটি ইঞ্জেকশন! ভুয়ো ভ্যাকসিন নিয়ে হাইকোর্টে রাজ্যের হলফনামায় উল্লেখ। ‘অ্যামিক্যাসিন ছাড়াও আরও একটি ইঞ্জেকশনের ভায়াল। ভায়ালের লাল ঢাকনা বদলে স্পুটনিকের বদলে অন্য ইঞ্জেকশন। ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইড ইঞ্জেকশনের ভায়াল। স্পুটনিকের বদলে ন্যাডিকোর্ট ইঞ্জেকশন ব্যবহার। স্টেরয়েড হিসেবে ব্যবহার ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইড ইঞ্জেকশন। তবে ভায়ালে ঠিক কী ছিল, তা পরীক্ষা করা সম্ভব হয়নি,’ হাইকোর্টে দেওয়া হলফনামায় জানাল রাজ্য সরকার। এখনও ফরেন্সিক রিপোর্ট আসেনি, জানাল কলকাতা পুলিশ। 

West Bengal News Live Updates: বাগুইআটির সাহাপাড়ায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

বাগুইআটির সাহাপাড়ায় গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। অন্যদিকে, ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল নিউটাউনের টেকনো সিটি থানা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

WB News Live Updates: মানিকতলায় ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ির একাংশ

মানিকতলা পোস্টঅফিসের কাছে বিবেকানন্দ রোডে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ির একাংশ। তবে হতাহতের কোনও খবর নেই। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপে আটকে যায় প্রতিবেশীর বাড়িতে ঢোকার রাস্তা। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান। পুরকর্মীদের চেষ্টায় সরানো হয় ধ্বংসস্তূপ।

West Bengal News Live Updates: নন্দীগ্রামের কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান মেঘনাদ পালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ

শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত নন্দীগ্রাম কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ ভোটে পাশ হয়ে গেল অনাস্থা প্রস্তাব। তৃণমূলের নোংরা রাজনীতির শিকার, দাবি কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির চেয়ারম্যানের। এই ঘটনা ঘিরে তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

WB News Live Updates: অফলাইনে টেন্ডার ডাকলে টাকা পায় দল, স্বীকারোক্তি গলসির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের

অফলাইনে টেন্ডার হলে দল টাকা নেয়। পার্টি ফান্ডে রাখা হয়। চাঞ্চল্যকর স্বীকারোক্তি গলসির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের। দলের একাংশের পরামর্শেই কাজ করছেন প্রধান, মন্তব্য উপপ্রধানের। তাদের তোলা অভিযোগ প্রমাণিত হল, দাবি বিজেপির। অভিযোগ পেলে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। 

West Bengal News Live Updates: রাজ্যপালের ভাষণ নিয়ে চাপানউতোর

ভোট পরবর্তী হিংসার উল্লেখই ছিল না রাজ্যপালের ভাষণে। তাই প্রতিবাদ, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রথম থেকেই বাধা দেওয়াই ছিল উদ্দেশ্য, নিজেই কপি গ্রহণ করে তা পেশ করেছেন রাজ্যপাল, কোনও সংযোজন-বিয়োজন করেননি, পাল্টা দাবি পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 

WB News Live Updates: দেবাঞ্জন দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়ক ছিলেন, দাবি দিলীপ ঘোষের

‘দেবাঞ্জন দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়ক ছিলেন, খবর পেয়েছি। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতারা তা জানতেন। তাঁরা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন’, ফেসবুক পোস্টে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 

West Bengal News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্য ওরফে মিঠুকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। গত চারদিন ধরে দফায় দফায় লালবাজারে ডেকে অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিলেন নিরাপত্তারক্ষী। ষড়যন্ত্র ও অপরাধে সাহায্যের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, দেবাঞ্জনের বিরুদ্ধে প্রতারণার যে সব অভিযোগ উঠেছে, তার কয়েকটিতে ওই নিরাপত্তারক্ষীও যুক্ত থাকতে পারেন।  

WB News Live Updates: ‘শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক নিয়ে অনুমান খারিজের চেষ্টা করছেন তুষার মেহতা, ট্যুইট অভিষেকের

‘শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক নিয়ে অনুমান খারিজের চেষ্টা করছেন তুষার মেহতা। শুভেন্দু তাঁর বাড়িতে ছিলেন কিনা তখনই এটা সামনে আসবে,‘যখন তুষার মেহতা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কি সলিসিটর জেনারেলের সঙ্গে বাড়িতে উপস্থিত ছিলেন শুভেন্দু ? তুষার মেহতার দফতরের কর্মীদের উপস্থিতিতে যান শুভেন্দু অধিকারী। সলিসিটর জেনারেলের দফতরের কর্মীদের উপস্থিতিতে বাসভবনে যান শুভেন্দু। তুষার মেহতার বাসভবনে ৩০ মিনিট ছিলেন শুভেন্দু। এরপরেও কি মনে হবে বৈঠক হয়নি ? সব সত্য সামনে আসুক’।শুভেন্দু-তুষার মেহতার সাক্ষাৎ বিতর্কে ট্যুইট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: উচ্চ প্রাথমিকে নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ

উচ্চ প্রাথমিকে নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ। ‘৭দিনের মধ্যে প্রাপ্ত নম্বর-সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে’।‘যাদের আবেদন খারিজ, তাদের নম্বর দিয়ে খারিজের কারণ দেখাতে হবে’।‘৭দিনের মধ্যে সম্পূর্ণ করে আসুন, প্রয়োজনীয় নির্দেশ দেব’।আগামী শুক্রবার হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে ফের শুনানি

WB News Live Updates: 'বাংলার ভাবমূর্তি ম্লান করতে রাজনৈতিক পরিকল্পনা', উল্লেখ রাজ্যপালের বাজেট ভাষণের খসড়ায়

‘দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে নিরাপদ রাজ্য। কলকাতা সবচেয়ে নিরাপদ শহর।তা সত্ত্বেও বাংলার ভাবমূর্তি ম্লান করতে রাজনৈতিক পরিকল্পনা চলছে’, বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের খসড়ায়  এমনই উল্লেখ করা হয়েছে।

WB News Live Updates: মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির মেয়াদ ১৩ জুলাই পর্যন্ত বাড়াল হাইকোর্ট

রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির মেয়াদ ১৩ জুলাই পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, ভোট পরবর্তী অশান্তি নিয়ে এখনও পর্যন্ত পুলিশ, জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির কাছে যে সব অভিযোগ এসেছে, তার সবকটি এফআইআর হিসেবে নথিবদ্ধ করতে হবে

WB News Live Updates:বিধানসভার অধিবেশন চলাকালীন শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত দাবিতে গেটের বাইরে এআইডিএসও-র বিক্ষোভ

বিধানসভার অধিবেশন চলাকালীন শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত দাবিতে গেটের বাইরে এআইডিএসও-র বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের আটক করেছে।

WB News Live Updates: কোভিড হাসপাতালের জন্য অক্সিজেন আনতে যাওয়ার পথে গাড়ি আটকানোর ঘটনায় বিতর্ক

কোভিড হাসপাতালের জন্য অক্সিজেন আনতে যাওয়ার পথে গাড়ি আটকানোর ঘটনায় বিতর্ক। আজ সকালে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালের জন্য অক্সিজেন আনতে যাচ্ছিল গাড়িটি।  ব্যারাকপুরের তালপুকুর মোড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ গাড়ি আটকায়।  জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকানোয় হাসপাতালের সুপার আসেন ঘটনাস্থলে। প্রায় একঘণ্টা পর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে গাড়িটিকে জরিমানা করে ছাড়া হয়।

WB News Live Updates: রাজ্যপালকে লিখে দেওয়া ভাষণে ভোট-পরবর্তী হিংসার উল্লেখ নেই, বিরোধিতা করছি, বললেন শুভেন্দু

বিধানসভা থেকে বেরিয়ে এলেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যপালের ভাষণে রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির উল্লেখ নেই। আমরা এর তীব্র বিরোধিতা করছি।

WB News Live Updates:বিধানসভা থেকে বেরোলেন রাজ্যপাল, বিদায় জানালেন মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষ

এরপর বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রথা মেনে তাঁকে বিদায় জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: অধিবেশনের শুরুতেই বিজেপি বিধায়কদের বিক্ষোভ, ৪ মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ

বিজেপি বিধায়কদের বিক্ষোভে শোনা গেল না রাজ্যপালের ভাষণ। সম্ভবত পুরো ভাষণ পড়লেন না রাজ্যপাল। চার মিনিটের মধ্যে ভাষণ শেষ করেন রাজ্যপাল।

WB News Live Updates: বিধানসভায় রাজ্যপালের ভাষণ শুরু, ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। রাজ্যপালের ভাষণের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের।

WB News Live Updates: রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন

রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা কক্ষে পৌঁছেছেন রাজ্যপাল।

WB News Live Updates: বিধানসভায় এলেন রাজ্যপাল, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু। বিধানসভায় এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। স্বাগত জানাতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।অম্বেডকরের মূর্তিতে মালা দিলেন মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ ও রাজ্যপাল।

WB News Live Updates: সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের

সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল।নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের তিন সাংসদ।  ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং মহুয়া মৈত্রের তরফে মোদিকে ওই চিঠি পাঠানো হয়েছে। 

WB News Live Updates: ‘অর্থ দফতরের অনুমতি ছাড়া অন্য কোনও খরচ নয়, করোনাকালে সরকারি খরচে রাশ টানছে রাজ্য

করোনাকালে সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত রাজ্যের। ‘অর্থ দফতরের অনুমতি ছাড়া অন্য কোনও খরচ নয়। কোভিডে বেড়েছে খরচ, তাই এই সিদ্ধান্ত, জানাল অর্থ দফতর

WB News Live Updates: গলসিতে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ উপপ্রধানের

অফলাইন টেন্ডার থেকে দল টাকা নেয়। দলেরও খরচ আছে। এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের গোহগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রিঙ্কু ঘোষ। তাঁর বিরুদ্ধে অফলাইন টেন্ডার প্রক্রিয়া চালু করার চেষ্টার অভিযোগে সরব হয়েছেন উপপ্রধানসহ তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য। তাঁর অভিযোগ, কাটমানির জন্যই এমনটা করা হয়

WB News Live Updates: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার পর্যন্ত

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গেও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুত্‍সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূতরে খবর, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত।   এর জেরেই বৃষ্টির সম্ভাবনা

West Bengal News Live: আজ আবার বাড়ল পেট্রোলের দাম

রান্নার গ্যাসের দাম বেড়েছে গতকাল। আজ আবার বাড়ল পেট্রোলের দাম! ১০০ টাকা ছুঁতে চলল পেট্রোল।  লিটারপ্রতি ৪০ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৪ পয়সা। তবে এযাত্রা ডিজেলের দাম বাড়েনি। লিটারপ্রতি ৯২ টাকা ৩ পয়সাই আছে ডিজেলের দাম। 

WB News Live Updates: টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে জল-দুর্ভোগ

নিকাশি নালার সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই ভেসে যায় টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে। ব্যাহত হয় ট্রেন চলাচল। পুরসভাকে জানিয়ে কোনও কাজ হয় না। অভিযোগ পূর্ব রেল কর্তৃপক্ষের। হাওড়া পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের দাবি, সমস্যার পিছনে রেলেরও গাফিলতি আছে।

West Bengal News Live: গতকালের মতো শহরে আজও রাস্তায় হাতে গোনা বেসরকরি বাস

কার্যত লকডাউনে দেড়মাস বন্ধ থাকার পর গতকালই চালু হয়েছে বাস পরিষেবা। গতকাল রাজ্য সরকারের ছুটির দিন ছিল। আজ কাজের দিন।  ফলে রাস্তায় যাত্রীদের ভিড় বেশি।  সরকারি বাস বেরোলেও গতকালের মতো আজও রাস্তায় বেসরকরি বাস খুব একটা বেরোয়নি। ফলে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের।

WB News Live Updates: নিউটাউনের টেকনো সিটি থানা এলাকায় উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনের টেকনো সিটি থানা এলাকার আকন্দ কিশোরীতে। আজ সকালে প্রাতঃভ্রমণকারীরা আকন্দ কিশোরী ব্রিজে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে। এরপর টেকনো সিটি থানার পুলিশ এসে দমকলের সাহায্য নিয়ে মৃতদেহ উদ্ধার করে। 

West Bengal News Live:আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন

আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন। প্রথা মাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন? নাকি ভাষণের কোনও বিশেষ অংশ বাদ দেবেন? এই নিয়ে তুঙ্গে জল্পনা। চলছে রাজনৈতিক তরজাও।

প্রেক্ষাপট

কলকাতা: আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ কী পড়বেন রাজ্যপাল ? তুঙ্গে জল্পনা। শুধুই প্রচার চান রাজ্যপাল, কটাক্ষ তৃণমূলের।


তৃণমূলের তরফে এবার ছবি দেখিয়ে দাবি করা হল রাজ্যপালের ঘনিষ্ঠবৃত্তে ভুয়ো আইএএস দেবাঞ্জনের দেহরক্ষী। দেহরক্ষীর মাধ্যমে বিশেষ লোকের কাছে যেত খাম। তথ্য সামনে আসুক, দাবি তৃণমূলের। মিথ্যা কথা। পাল্টা দিলীপ।


ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ৩টি বেসরকারি ব্যাঙ্কের ধৃত দেবাঞ্জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি চাইল লালবাজার। প্রতারণা চক্রে কেউ যুক্ত কিনা বেসরকারি ব্যাঙ্কের তরফেও শুরু অন্তর্তদন্ত।


জৈন-হাওয়ালার ডায়েরিতে জগদীপ ধনকড়ের নাম। টাকা নিয়েছেন তিন চারটি ইনস্টলমেন্টে। এই জগদীপ ধনকড়ই কি রাজ্যপাল ? প্রশ্ন তুলে তদন্তের দাবি তৃণমূলের। সারদার লাল ডায়েরির প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা বিজেপির।


তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিনই মারা গেলেন জৈন হাওয়ালা কাণ্ডের মাথা। এটা কি কাকতালীয় ? রাজ্যপালের বরখাস্তের দাবি জানিয়ে মন্তব্য সুখেন্দুশেখরের। রাজভবন নয়, প্রতারক আছে পুরসভাতেই। পাল্টা সায়ন্তন।  


পঞ্জাবে জমি কেলেঙ্কারিতে জড়িত রাজ্যপাল জগদীপ ধনকড়। মহুয়ার বিস্ফোরক ট্যুইটকে হাতিয়ার করে আক্রমণ সুখেন্দুশেখর রায়ের। সারদাকর্তাকে ছবি বিক্রি নিয়েও তথ্য সামনে আনুন। পাল্টা তথাগত।


দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দুর। সাক্ষাৎ সলিসিটর জেনারেলের সঙ্গে। নারদে গ্রেফতারি থেকে বাঁচতে সাক্ষাত ? প্রশ্ন কুণালের। সারদায় জেল খেটেছিলেন, কটাক্ষ শুভেন্দুর। জেল এড়াচ্ছে, বন্দি হতে হবে। পাল্টা কুণাল।


মহার্ঘ জ্বালানি। ধাক্কা এবার মধ্যবিত্তের হেঁসেলে। সাড়ে ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। কলকাতায় সিলিন্ডারপিছু দাম ৮৬১ টাকা। ৭৬ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৬২৯ টাকা।


ইয়াস দুর্যোগের পর দুয়ারে ত্রাণ প্রকল্পে আবেদনের চূড়ান্ত তালিকা থেকে বাদ ৪৫ শতাংশ। আবেদন জমা পড়া তিন লক্ষ ৮৮ হাজারের মধ্যে স্ক্রিনিংয়ের পর বাতিল ১ লক্ষ ৮৮ হাজার।


রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা। বেপরোয়া মিনিবাসের তলায় পিষে মৃত্যু পুলিশকর্মীর। আহত আরও ১৮। ১১ জনের চিকিত্সা এসএসকেএমে। বাসের ধাক্কায় ভাঙল ফোর্ট উইলিয়মের সামনের রেলিং।


পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা রুটে না গিয়ে সোজা গতি বাড়িয়ে রেড রোডে ঢুকেছিল মিনিবাস, দাবি প্রত্যক্ষদর্শীদের। কীভাবে নজর এড়িয়ে বেআইনিভাবে রেড রোডে ঢুকল বাস, উঠছে প্রশ্ন।


মা উড়ালপুলে ফের চিনা মাঞ্জার কারণে দুর্ঘটনা। মাঞ্জার আঘাতে মাস্ক ছিঁড়ে মুখ কেটে গেল স্কুটার আরোহী দম্পতির। চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে আহত দুজনে।


দেড় মাস বন্ধ থাকার পর রাস্তায় বাস। প্রয়োজনের তুলনায় কম বেসরকারি বাস, দুর্ভোগে যাত্রীরা। ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সরকারি বাস বাড়ানোর আশ্বাস ফিরহাদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.