West Bengal News Live: কন্যাসন্তান হওয়ার অপরাধে সদ্যোজাতকে খুনের অভিযোগ
সব জেলার খবর দেখে নিন এক ঝলকে
একবালপুরে একদিনের শিশুকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। কন্যাসন্তান হওয়ায় বালিশ চাপা দিয়ে খুন, নার্সিংহোমেই নজরবন্দি বাবা-মা। খুনের মামলা রুজু পুলিশের। বাঁকুড়ার ছাতনায় ধানজমি খুঁড়ে ষোল দিনের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার বাবা।
শুধুমাত্র কন্যাসন্তান হওয়ার অপরাধে সদ্যোজাতকে খুনের অভিযোগ উঠল তাঁর মায়ের বিরুদ্ধে!তাও আবার নার্সিংহোমেরই কেবিনে! দুদিনব্যাপী মা লক্ষ্মীর আরাধনার মধ্যে এমনই ঘটনার সাক্ষী হল কলকাতার একবালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতাল। পুলিশ সূত্রে খবর, সোমবার একবালপুরের নেতাজি সুভাষ নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিং নামের এক মহিলা। মঙ্গলবার সকালে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আজ ভোরে নার্স ও আয়ারা কেবিনে গিয়ে দেখেন সদ্যোজাত শিশুকন্যা নিথর অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন শিশুকন্যার মৃত্যু হয়েছে।
বাঁকুড়ার ছাতনার তুলসা গ্রামে ধানজমি খুঁড়ে ষোল দিনের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় ওই শিশুকন্যাকে খুনের কথা স্বীকার নিয়েছে তার বাবা। পরপর দুটি কন্যা সন্তান হওয়ার কারণেই এক মেয়েকে খুনের সিদ্ধান্ত বলে জেরায় জানিয়েছে সে।
নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গে. এর মধ্যে গোদের ওপর বিষফোঁড়া পূর্ণিমার কোটাল। নিম্নচাপ ও কোটালে জোড়া ফলায় জেরবার দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। গঙ্গাসাগরের ঘোড়ামারা দ্বীপ নদী ভাঙ্গনের ফলে হুগলি নদীর গর্ভে তলিয়ে গেল খাশিমারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বুধবার বিকেলে হঠাৎ করে হুগলি নদীতে ভাঙ্গন দেখতে পায় স্থানীয় কয়েকজন কিছু বুঝে ওঠার আগে আস্ত স্কুল বাড়িটি হুগলি নদী গ্রাসে নিমজ্জিত হয়। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বেশ কয়েকটি কাঁচা বাড়ি। এরমধ্যে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কুল ও ফ্লাট সেন্টার গুলি সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ বিকেলবেলা আস্ত স্কুলবাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।
সিকিম ঘুরতে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। মৃত ব্যক্তি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।মৃতদেহ মালদায় ফিরিয়ে নিয়া আসার বিষয়ে তৎপরতা শুরু করেছে পরিবারের সদস্যরা।
কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা-সহ জোড়া খুনে গ্রেফতার ১। ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার অভিযুক্ত মিঠু হালদার। আগামীকাল ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে। জোড়া খুনে জড়িত আরও কেউ, জানিয়েছে লালবাজার
জল যন্ত্রণার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, আসানসোলে মাস্টারপ্ল্যান তৈরির দাবি করলেন বিজেপি নেতা ও আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন আসানসোলের পুর প্রশাসক।
পুজো মিটতেই রাজ্যে লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা গ্রাফ। একলাফে বেশ কিছুটা বেড়ে বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত ৮৬৭ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৭২৬, আর সোমবারে যা ছিল ৬৯০।
৯৮-এর গণ্ডী পেরিয়ে সেঞ্চুরির আরও কাছে পৌঁছে গেল ডিজেল। ১০৭ টাকা ছুঁয়ে ফেলল পেট্রোল। উৎসবের মধ্যে আমজনতার ঘাড়ে বোঝা চাপিয়ে, বেড়েই চলেছে জ্বালানির দাম। কলকাতায় ডিজেল ১০০ ছুঁলে, আলো নিভিয়ে কেনা-বেচা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ডিলাররা।
বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় তৃণমূলের আরও ১১ জন নেতাকর্মীকে জেলে পুরবেন। আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে লক্ষ্মীপুজোর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও।
খুনের আগে গড়িয়াহাটের যে দোকান থেকে শেষবার মিষ্টি কিনেছিলেন কর্পোরেট কর্তা সুবীর চাকী, সেই দোকানের সিসিটিভি-র এক্সক্লুসিভি ফুটেজ এবিপি আনন্দের পর্দায়। ঘটনার দিন বিকেল ৪টে ৪০ মিনিটে ওই মিষ্টির দোকানে যান সুবীরবাবু। শুধু মিষ্টি কেনাই নয়, নিজে মিষ্টি খেয়েছিলেন। এমনকি গাড়িচালক রবীন মণ্ডলকে ডেকেও মিষ্টি খাওয়ান। এরপর বিল মিটিয়ে ৪টে ৫৩ নাগাদ দোকান থেকে বেরিয়ে যান তিনি।
অতিবৃষ্টির জেরে দার্জিলিং স্টেশনের কাছেও পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। কার্শিয়ং পুর-এলাকায় ধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। তবে হতাহতের কোনও খবর নেই
প্রবল বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস। বিপর্যস্ত জনজীবন। আটকে পড়েছেন পর্যটকরা। কালিম্পঙে মেঘ ফেটে বৃষ্টি। তিস্তার জলে ডুবে গিয়েছে পাহাড়ি রাস্তও। সেবকের কাছে আটকে দেওয়া হচ্ছে গাড়ি। কালিম্পং ও গ্যাংটকগামী ১০ নম্বর জাতীয় সড়কের তিনমাইল ও ২৯ মাইলে ধস নামে। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। মংপুতে রাস্তায় গাছ উপড়ে শিলিগুড়ি-কালিম্পং যোগাযোগ বিচ্ছিন্ন।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রায় সবাই কাজে যোগ দিয়েছেন। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিষেবা স্বাভাবিক। এমনই দাবি করল কর্তৃপক্ষ। যদিও রোগী হয়রানির অভিযোগ আজও উঠেছে।
নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গা। চরম দুর্ভোগের শিকার রায়গঞ্জের প্রায় ১৫টি ওয়ার্ডের বাসিন্দা। জল ঢুকেছে বাড়িতে, দোকানে। জমা জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বালুরঘাটেও বৃষ্টিতে রাস্তায় জমেছে জল।
যাদবপুর থানার অন্তর্গত রিজেন্ট এস্টেটে বহুতলে কোরিওগ্রাফারের রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। এক মডেলের সঙ্গে এক বছর ধরে ফ্ল্যাটে থাকতেন কোরিওগ্রাফার। ভোররাত পর্যন্ত ফ্ল্যাটে চলে পার্টি। ডিপ্রেসন না অন্য কোনও কারণ ? খতিয়ে দেখছে পুলিশ।
প্রবল বৃষ্টিতে বাঁকুড়ার মানকানালিতে ভেসে গেল গন্ধেশ্বরী নদীর ওপর থাকা অস্থায়ী সেতু। বাঁকুড়া সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় ৩৫টি গ্রামের। চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পরিষদ।
সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি, সবার ঘরেই সাড়ম্বরে লক্ষ্মী বন্দনা।রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ ওঠার পর পুজো শুরু হয়। কোজাগরী শব্দের অর্থ কে জাগে রে? বা কে জেগে আছে? রাতে দেবীর আরাধনা করাই লক্ষ্মী আরাধনার চিরাচরিত রীতি৷ কথিত আছে, কোজাগরী পূর্ণিমার রাতে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করেন তিনি৷ গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফলমূলের পাশাপাশি চিঁড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷ একে চিপিটক বলে৷ রীতি অনুযায়ী পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷
মালিক সুবীর চাকীর সঙ্গেই খুন হন তাঁর গাড়িচালক রবীন মণ্ডল। এদিন রবীনের মোমিনপুরের বাড়িতে যান লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা।পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। সূত্রের খবর, ২ বছর আগে নতুন বাড়ি কিনেছিলেন রবীন মণ্ডল। তার পরেও কেন মোমিনপুরের বাড়িতেই থাকতেন রবীন? প্রশ্ন গোয়েন্দাদের। খুনের আগে বা পরে বাড়িতে ফোন করেছিলেন রবীন? কখনও কোনও অশান্তির কথা বাড়িতে জানিয়েছিলেন? নিহত গাড়িচালকের পরিবারের সদস্যদের প্রশ্ন করেন হোমিসাইড শাখার গোয়েন্দারা।
উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে বিপাকে শিবপুরের বাসিন্দা চিকিত্সকের পরিবার। দশমীর দিন স্ত্রী, পুত্রকে নিয়ে কৌশানি যান চিকিত্সক অনিন্দ্য দাস। আপাতত নৈনিতালে আটকে রয়েছেন তিনি। ৭২ ঘণ্টা লাগাতার বৃষ্টিতে জলের তলায় নৈনিতাল শহর, কাঠগোদাম স্টেশন। লেকের জল বইছে পাহাড়ি রাস্তার ওপর দিয়ে। চিকিত্সকের দাবি, বিদ্যুত্হীন নৈনিতাল শহর, ইন্টারনেট পরিষেবা স্তব্ধ। দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। চিকিত্সকের অভিযোগ, জেলাশাসকের দফতরে ফোন করে সাড়া মেলেনি, পুলিশও সহযোগিতা করছে না। নৈনিতাল থেকে কীভাবে ফিরবেন ভেবেই পাচ্ছেন না শিবপুরের বাসিন্দা ওই চিকিত্সক।
লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে বিস্ফোরণ। অক্ষত গ্যাসের সিলিন্ডার। সকাল ১০টা নাগাদ কালিয়া নিবাস এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে সিলিংয়ের চাঙড়। ২ জন জখম হন। তাঁদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, ভাড়া বাড়িটিতে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুত ছিল। বাড়ির বাসিন্দা তিনজনকে আটক করেছে পুলিশ। কী থেকে বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে।
গড়িয়াহাটের বাড়িতে ঢোকার ঠিক ১৫ মিনিট আগে পরিচিত মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছিলেন সুবীর চাকী। ৭১০ টাকার মিষ্টি ভরা ছিল তিনটি প্যাকেটে। বাড়িতে ফোন করে জানিয়েওছিলেন যে কাঁকুলিয়ার কাজ সেরে তিনি যাবেন বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে। সেজন্যই মিষ্টিও কিনে নিয়েছেন।
লক্ষ্মীপুজো মানেই নারকেল নাড়ু। দাম বেড়েছে নারকেলের। এমনকি বানানোর ঝক্কিও নেহাত কম নয়। তবু ঘরে ঘরে আজও নাড়ু তৈরির চল অমলিন। অন্যদিকে বৃষ্টির জন্য ফুলের বাজারও চড়া।
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় আরজি করের মেডিক্যাল পড়ুয়ারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিত্সা পরিষেবা স্বাভাবিক। এদিন অধিকাংশ জুনিয়র চিকিত্সকই কাজে যোগ দিয়েছেন। জরুরি বিভাগ, স্ত্রী রোগ, চেস্ট, ট্রমা কেয়ার ও বহির্বিভাগে যান হাসপাতালের প্রশাসনিক কর্তারা। এরপর অনশন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। একজন ছাড়া বাকিরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা অধ্যক্ষের পদত্যাগের দাবি থেকে সরছেন না। এর জন্য কেউ অসুস্থ হলে তার দায় বর্তাবে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর।
পুজোয় উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ১৪ জন বাঙালি পর্যটক। প্রবল বৃষ্টি ও ধসের জেরে তাঁরা আটকে পড়েন। সবাই সুস্থ থাকলেও, কবে বাড়ি ফিরবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দুর্যোগ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ছাতা মাথাতেই রাস্তায় নেমেছেন পর্যটকরা। কালিম্পং ও পাহাড়ের একাধিক জায়গায় ইতিমধ্যে নেমেছে ধস!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। বেড়াতে গিয়ে কেদারনাথে আটকে পড়েছেন হুগলি থেকে যাওয়া পর্যটকদের পরিবার। রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আত্মীয়রা।
মা লক্ষ্মীর আরাধনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি। সকাল থেকে মেঘলা আকাশ। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বিহারের ওপর অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে আজ থেকেই। যদিও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে কাল পর্যন্ত।
উত্তর ২৪ পরগনার হাবড়ায় এবার পোস্টার বিতর্ক। তৃণমূলের পর এবার কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতাদের নামে পড়ল পোস্টার। অমিত শাহ, রাহুল সিন্হা-সহ বিজেপির ৮ নেতার নামে হাবড়া শহরের একাধিক জায়গায় পোস্টার দেখা যায়। বিজেপি নেতাদের সন্ধান চাই বলে ওই পোস্টারে লেখা রয়েছে। তৃণমূলের দাবি, ভোটে হেরে যাওয়ার পর থেকেই দেখা মিলছে না বিজেপি নেতাদের। সেই কারণেই পোস্টার টাঙিয়েছেন সাধারণ মানুষ। বিজেপির প্রতিক্রিয়া, কাজের জন্য বিজেপি নেতাদেরই প্রয়োজন, তাই খোঁজ করছেন এলাকাবাসী। কিছুদিন আগে বিজেপির সোশাল মিডিয়া গ্রুপে তৃণমূলের নেতা-মন্ত্রীদের নামে সন্ধান চাই বলে পোস্ট করা হয়।
কোচবিহারের মাথাভাঙার জোরপাটকি এলাকায় বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবক। জমি বিবাদের জেরে সামিউল মিয়া নামে বছর পঁয়ত্রিশের যুবককে গুলি করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সামিউলের কাছ থেকে একটি জমি কেনে প্রতিবেশী আসারউদ্দিন মিয়া। অভিযোগ, সেই জমি নিয়েই দু’ জনের মধ্যে বিবাদ চলছিল। গতকাল সামিউলকে বাড়ি থেকে ডেকে এনে গুলি করে আসারউদ্দিন। বুকে ও বুকের পাশে দুটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ যুবক। অভিযুক্তের সন্ধান চলছে।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। এরইমধ্যে, হাসপাতালে দেখা দিয়েছে ওষুধের সঙ্কট। এমনই উদ্বেগের কথা জানিয়েছেন হাসপাতালের চিকিত্সকদের একাংশ। যদিও কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, দ্রুত এই সঙ্কট মিটে যাবে
বাংলাদেশে অশান্তির ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কিংবা মুখ্যমন্ত্রীর ভূমিকা আদৌ সন্তোষজনক নয় বরং যথেষ্ট দুশ্চিন্তার। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
গড়িয়াহাটে জোড়া হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দাদের নজরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। নিহত কর্পোরেট কর্তার বাড়ির আশপাশের এলাকায় লাগানো, বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
গড়িয়াহাটে জোড়া হত্যাকাণ্ডে সন্ধে পর্যন্ত চালু ছিল কর্পোরেট কর্তার হোয়াটসঅ্যাপ। আততায়ীরা ক’জন ছিল? জানতে থ্রি ডি মডেলিং প্রযুক্তির সাহায্য নিচ্ছেন গোয়েন্দারা। খুনের আগে ধস্তাধস্তির প্রমাণ মিলেছে। খুনের মোটিভ কী? উত্তর খুঁজছেন গোয়েন্দারা
ধনদেবীর আরাধনায় ব্যস্ত অভিনেত্রী এনা সাহাও। পুজোর আয়োজন থেকে ভোগ রান্না, হাত লাগিয়েছেন তিনি নিজেই।
উত্সবের মরসুমে জ্বালানির দাম লাগাতার বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফের নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৪ পয়সা, ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৭৭ পয়সা।
ব্যস্ত সিডিউলের মাঝেই সময় বের করে লক্ষ্মী পুজো করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। জানালেন মায়ের ভোগে ইলিশ মাছ দেওয়াই রেওয়াজ।
প্রেক্ষাপট
কোচবিহারের বামুনহাটের পর নয়ারহাটেও ভোট প্রচারে গিয়ে তৃণমূলের বাধার মুখে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। একসময় মুখোমুখি বচসাতেও জড়িয়ে পড়ে দু’পক্ষ! পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি।
তৃণমূল যা করছে ভোটবাক্সে মানুষ তার জবাব দেবে। প্রচারে বাধা পেয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী। জনগণের ক্ষোভের প্রতিফলন, সাফাই তৃণমূলের।
জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন এক যুবক। মাথাভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের কাজিরমোড় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই যুবকের নাম মহম্মদ ছামিউল মিয়া। জবিবাদের জেরেই এমন ঘটনা বলে দাবি স্থানীয়দের।
ভয় দেখিয়ে বিজেপির নেতা-কর্মীদের দলে টানছে তৃণমূল। মতুয়া অধ্যুষিত বিলকান্দায় প্রচারে গিয়ে অভিযোগ তুললেন খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। উন্নয়নে সামিল হতেই বিজেপি ছাড়ছেন অনেক নেতা-কর্মী। পাল্টা দাবি তৃণমূলের।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যাবৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে ওষুধের সঙ্কট। উদ্বেগের কথা জানিয়েছেন হাসপাতালের চিকিত্সকদের একাংশ। দ্রুত সঙ্কট মেটানোর আশ্বাস মেদিনীপুর মেডিক্যালের প্রিন্সিপালের।
নাগাড়ে বৃষ্টি। প্রবল দুর্ভোগে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার মানুষেরা। জলের তলায় কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, পাথরপ্রতিমা, নামখানার বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটুসমান, কোথাও কোমর জল।
ফের প্রকৃতির রুদ্ররূপের শিকার উত্তরাখণ্ড। বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ১৪ জন বাঙালি পর্যটক। প্রবল বৃষ্টি ও ধসের জেরে তাঁরা আটকে পড়েন। সবাই সুস্থ থাকলেও, কবে বাড়ি ফিরবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পুজোয় বেড়াতে গিয়ে প্রবল বৃষ্টিতে কেদারনাথে আটকে পড়েছেন চুঁচুড়ার একটি পরিবার। দু’দিন ধরে মিলছে না খাবার, জল। স্থানীয় প্রশাসন কোনও সাহায্য করছে না, অভিযোগ পর্যটক পরিবারের। রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন আত্মীয়দের।
বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ সরল বিহারে। দক্ষিণবঙ্গবাসী বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পেলেও, বৃহস্পতিবার পর্যন্ত ছাতা মাথাতেই থাকতে হবে পাহাড়কে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। কালিম্পং সহ একাধিক জায়গায় ধস।
গোখরোর কামড়ে মৃত্যু হল ইংরেজবাজারের এক বাসিন্দার। কোথাও সাপ বেরিয়েছে খবর পেলেই ওই যুবক সেখানে গিয়ে সেটিকে ধরে জঙ্গলে ছেড়ে আসতেন বলে স্থানীয় সূত্রে খবর। পুখুরিয়া এলাকায় সাপ ধরতে গেলে ছোবল খান তিনি।
হাতির হাত থেকে বাঁচাতে হবে লক্ষ্মীরূপী ফসল। তাই একইসঙ্গে লক্ষ্মী ও গজরাজকে তুষ্ট রাখার চেষ্টা। সেই চেষ্টারই ফল স্বরূপ বাঁকুড়ার রামকানালি গ্রামে ১২৩ বছর ধরে হয়ে আসছে গজলক্ষ্মীর আরাধনা।
দুর্গাপুরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু। আরও অনেকে মৌমাছির কামড় খাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক। প্রশাসনের তরফে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হলে মৌমাছি হঠাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -