West Bengal News Live: রাজ্যের শতাধিক পুরসভায় বকেয়া ভোট কবে, সেই জল্পনার মধ্যেই বাড়ল আরও দুটি পুরসভা

Get the latest West Bengal News and Live Updates:কলকাতায় বাড়ছে উপসর্গহীন রোগীর সংখ্যা। এখন থেকে এই ধরনের রোগী ও তাঁদের পরিবারের উপর বিশেষ নজর রাখবেন বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Oct 2021 11:50 PM
রাজ্যের শতাধিক পুরসভায় বকেয়া ভোট কবে, সেই জল্পনার মধ্যেই বাড়ল আরও দুটি পুরসভা

রাজ্যের শতাধিক পুরসভায় বকেয়া ভোট কবে, সেই জল্পনার মধ্যেই বাড়ল আরও দুটি পুরসভা। সেগুলি হল ময়নাগুড়ি এবং ফালাকাটা। রাজ্যে মোট পুরসভার সংখ্যা বেড়ে হল ১২৭। তার মধ্যে নির্বাচন বকেয়া রয়েছে ১১২টি পুরসভায়। 

WB News Live Updates: ভোটারদের হুমকি দিয়ে বিতর্কে হুমায়ুন কবীর

বহরমপুর পুরসভা দখলের অঙ্গীকার করতে গিয়ে সরাসরি ভোটারদের হুমকি দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কড়া সমালোচনা করেছে কংগ্রেস। হুমায়ুনের মন্তব্য দলের মন্তব্য নয়, বিতর্কের মুখে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।>>

WB News Live: আরজি কর-এ অধ্যক্ষের ইস্তফার দাবিতে পড়ুয়াদের অনশন আন্দোলন অব্যাহত

আরজি কর-এ অধ্যক্ষের ইস্তফার দাবিতে পড়ুয়াদের অনশন আন্দোলন অব্যাহত। উঠছে চিকিত্সা পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ। আন্দোলনকারীরা নন, এর জন্য দায়ী কর্তৃপক্ষ - এই অভিযোগ তুলে বিক্ষোভ মেডিক্যালের পড়ুয়াদের একাংশের।

WB News Live Updates: করোনাকালে রাজ্যে ২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়

দুর্গাপুজোর পর রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। আর এরমধ্যেই করোনাকালে রাজ্যে ২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি রাজ্যপালের দাবি, দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রী তিন সদস্যের কমিটি তৈরি করলেও, সেই রিপোর্ট তাঁকে দেওয়া হয়নি।

WB News Live: উৎসবের মরসুমে করোনা সংক্রমণ রুখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে হাওড়া পুরসভা

উৎসবের মরসুমে করোনা সংক্রমণ রুখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে হাওড়া পুরসভা।  এনিয়ে হাওড়া পুরসভা, জেলা স্বাস্থ্য দফতর, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একটি দল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পুর-প্রশাসক সুজয় চক্রবর্তী। সেই দল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করবে। পুরসভা সূত্রে খবর, পুজোর পর হাওড়ার সাতটি ওয়ার্ডে সংক্রমণ বেড়েছে।  ওয়ার্ডগুলির বেশকিছু এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে।

WB News Live Updates: আলিপুরদুয়ার জংশন ডিভিশনে লাইনে বিদ্যুদয়নের কাজ শেষ

আলিপুরদুয়ার জংশন ডিভিশনে লাইনে বিদ্যুদয়নের কাজ শেষ। আজই সূচনা হল বৈদ্যুতিক ইঞ্জিন দিয়ে ট্রেন চালানোর। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বৈদ্যুতিক ইঞ্জিন নিয়ে ছাড়ল কলকাতাগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস।

WB News Live: পরপর ৩দিন রাজ্যে আটশোরই উপরে করোনার সংক্রমণ

পরপর ৩দিন রাজ্যে আটশোরই উপরে করোনার সংক্রমণ। রাজ্যে একদিনে ৮৪৬জন করোনা আক্রান্ত, ১২জনের মৃত্যু। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২৪২, ৩জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে ১১৬জন সংক্রমিত, ৪জনের মৃত্যু

WB News Live Updates: উত্তর ২৪ পরগনার বসিরহাট উপ সংশোধনাগার থেকে পালাল ৩ বিচারাধীন বন্দি

উত্তর ২৪ পরগনার বসিরহাট উপ সংশোধনাগার থেকে পালাল ৩ বিচারাধীন বন্দি। জেল সূত্রে খবর, বাথরুমের জানালা ভেঙে, পাঁচিল টপকে পালিয়ে যায় ৩ জন। সংশোধনাগারের নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে কীভাবে পালাল তাঁরা? উঠছে প্রশ্ন। 

WB News Live: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, বিপ্লব দেবকে নিশানা অভিষেকের

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, বিপ্লব দেবকে নিশানা অভিষেকের। এ দিন ত্রিপুরা প্রসঙ্গে তিনি লেখেন, 'বিপ্লব দেবের শাসনে ত্রিপুরায় দুয়ারে গুন্ডারাজ চলছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপর হামলার রেকর্ড ত্রিপুরায়। রাজ্যসভার একজন মহিলা সাংসদকে নিগ্রহ লজ্জাজনক। ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে বিজেপির গুন্ডারা। ত্রিপুরার মানুষ শীঘ্রই এর জবাব দেবে।

WB News Live Updates: ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায়  শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের সরাসরি যোগাযোগ বন্ধ

১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায়  শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের সরাসরি যোগাযোগ বন্ধ। ঘুরপথে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। জরুরি পরিস্থিতিতে রাস্তা সারানোর কাজ চললেও, রাস্তা খুলতে সময় লাগবে জানাচ্ছে প্রশাসন। 

WB News Live: পুলিশের আপত্তি সত্ত্বেও, লক্ষ্মীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় ডিজে! হরিপালে ব্যাপাক অশান্তি

পুলিশের আপত্তি সত্ত্বেও, লক্ষ্মীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় ডিজে! হরিপালে ব্যাপাক অশান্তি।  পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ। বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। ঘটনায় গ্রেফতার পুজো কমিটির ১৫ জন সদস্য

WB News Live Updates: করোনা আবহে গত বছরের মতো, এবারও কালীপুজোয় করোনাবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিল প্রশাসন

করোনা আবহে গত বছরের মতো, এবারও কালীপুজোয় করোনাবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিল প্রশাসন। শুক্রবার বারাসাতের পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বারাসাত পুলিশ জেলার সুপার। 

রেশনে কম সামগ্রী দেওয়া হচ্ছে, অভিযোগে আজ বিক্ষোভ দেখালেন জল দুর্গত এলাকার মানুষ

রেশনে কম সামগ্রী দেওয়া হচ্ছে, এই অভিযোগে আজ বিক্ষোভ দেখালেন জল দুর্গত এলাকার মানুষ।  পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে গোপীনাথপুরে আজ সকালে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা।  পরে স্থানীয় তৃণমূলের নেতৃত্বের হস্তক্ষেপে বিক্ষোভ মেটে।  অভিযোগ পেলে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে জেলা খাদ্য দফতরের তরফে।

WB News Live Updates: রাজ্যে বাড়ল আরও ২টি পুরসভা, ময়নাগুড়ি-ফালাকাটা

রাজ্যে বাড়ল আরও ২টি পুরসভা, ময়নাগুড়ি-ফালাকাটা। ১২৫টি থেকে বেড়ে রাজ্যে পুরসভা বেড়ে ১২৭টি। এখনও পর্যন্ত ১১২টি পুরসভায় ভোট গ্রহণ বকেয়া।

West Bengal News Live: দুর্যোগে লন্ডভন্ড উত্তরাখণ্ড, মৃত্যু ৫ বাঙালির, আটকে ১৫০

দুর্যোগে লন্ডভন্ড উত্তরাখণ্ড, মৃত্যু ৫ বাঙালির, আটকে ১৫০। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় আটকে ১৫০ জন বাঙালি। এনডিআরএফের সঙ্গে যোগাযোগ রাজ্য সরকারের।

WB News Live Updates: কাঁকুলিয়া রোডে জোড়া খুনের তদন্তে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে আসা হচ্ছে

কাঁকুলিয়া রোডে জোড়া খুনের তদন্তে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে আসা হচ্ছে।   
কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ির চালক রবিন মণ্ডলকে খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত মিঠু হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বড় ছেলে ভিকি ফেরার।  জোড়া খুনের তদন্তে আরও কিছু নতুন তথ্য সামনে এসেছে।  সূত্রে দাবি, কর্পোরেট কর্তার বাড়িতে হানা দেওয়ার জন্য  ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মিঠু অপরাধমনস্ক ৩ যুবককে জোগাড় করে।  ঘটনার আগেরদিন  অপারেশনের পরিকল্পনা করা হয়। 

West Bengal News Live: পুজোর পরেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ, ডবল ডোজ নেওয়ার পরেও আক্রান্ত ১৫০

পুজোর পরেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩১৯জন করোনা আক্রান্ত। ডবল ডোজ নেওয়ার পরেও ১৫০জন করোনা আক্রান্ত। ৩১৯জনের মধ্যে ১৫জন প্রথম ডোজ নেওয়ার পরে সংক্রমিত। সোমবার থেকে ১টি কোয়ারেন্টিন সেন্টার চালু করছে কলকাতা পুরসভা। সোমবার থেকে ২টি সেফ হোম চালু করছে কলকাতা পুরসভা। হরেকৃষ্ণ শেঠ লেন, তপসিয়ায় চালু হচ্ছে ২টি সেফ হোম। ট্যাংরার চম্পামণি মাতৃ সদনে চালু হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার: সূত্র

WB News Live Updates: চেতলায় ঝুপড়িতে আগুন, ঝলসে জখম ৪

চেতলায় ঝুপড়িতে আগুন, ঝলসে জখম ৪। আহতদের মধ্যে ২ শিশু। ৪ জন আহতকেই নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। একজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর ১.১৫ নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, এলাকায় চাঞ্চল্য। গ্যাস লিক করে আগুন লাগে বলে অনুমান দমকলের।

West Bengal News Live: ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচির কড়া সমালোচনা দিলীপ ঘোষের

ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচির কড়া সমালোচনা দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী আগে নিজের রাজ্যের দিকে মন দিন, পরে ত্রিপুরার কথা ভাববেন। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির।  

WB News Live Updates: কাঁকুলিয়া রোডে জোড়া খুনকাণ্ডে নতুন তথ্য

কাঁকুলিয়া রোডে জোড়া খুনকাণ্ডে নতুন তথ্য। ওই চত্বরেই একটি নির্মীয়মাণ বহুতলে সুপার ভাইজার ছিল ভিকি। ওই নির্মীয়মাণ বহুতলেই থাকত ভিকি। খুনের পর সেখানেই প্রথম আসে জোড়া খুনে মূল অভিযুক্ত। ৪-৫ দিন আগেও ওই বাড়িতে দেখা যায় ভিকিকে, দাবি নির্মাণ কর্মীর

West Bengal News Live: কাঁকুলিয়া রোডে জোড়া খুনে ৫০ হাজার টাকায় ৩ জনকে আনে মিঠু

কাঁকুলিয়া রোডে জোড়া খুনের তদন্তে জোড়া খুনের তদন্তে আরও কিছু নতুন তথ্য সামনে এসেছে।  পুলিশ সূত্রে দাবি, কর্পোরেট কর্তার বাড়িতে হানা দেওয়ার জন্য  ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মিঠু অপরাধমনস্ক ৩ যুবককে জোগাড় করে।  ঘটনার আগেরদিন  অপারেশনের পরিকল্পনা করা হয়।  

WB News Live Updates: ত্রিপুরায় তৃণমূলের প্রচার কর্মসূচিতে হামলার অভিযোগ

ত্রিপুরায় তৃণমূলের প্রচার কর্মসূচিতে হামলা। আমতলি বাজারে প্রচার গাড়ি ভাঙচুর।আজ থেকেই ত্রিপুরায় বিশেষ জন সম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল।রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে চলছে অভিযান।আস্তাবল বাজার থেকে আমতলিতে গেলে হামলার মুখে পড়ে তৃণমূল।কে বা কারা হামলা চালাল তা স্পষ্ট নয়।আমতলি থানায় অভিযোগ দায়ের

West Bengal News Live:চেতলায় ঝুপড়িতে আগুন, ঝলসে জখম ৪

চেতলায় ঝুপড়িতে আগুন, আগুনে ঝলসে জখম ৪। আহতদের মধ্যে ২ শিশু।৪ জন আহতকেই নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ।দুপুর ১.১৫ নাগাদ আগুন লাগে।ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, এলাকায় চাঞ্চল্য

WB News Live Updates: পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বিজেপির কর্মিসভাকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা

পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বিজেপির কর্মিসভাকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা।  দলের রাজ্য সভাপতি ও প্রাক্তন রাজ্য সভাপতির সামনে হাতাহাতি, মারামারিতে জড়ালেন বিজেপির দু’দল কর্মী সমর্থক। জেলাস্তরের বিজেপি নেতাদের গায়েও হাত পড়ে।  এই সময় দিলীপ ঘোষ হুমকি দেন, বিক্ষোভকারীরা নিরস্ত না হলে তিনি লাঠিচার্জ করাবেন। পাল্টা বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন।  এই অবস্থায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা কোনওরকমে বিক্ষোভকারীদের সভাস্থল থেকে বের করে দরজা বন্ধ করে দেন। 

West Bengal News Live: বোলপুরে যুবকের  মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুর টাঙ্গাইলে স্থানীয় এক যুবকের  মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। যুবকের নাম রতন দাস। বাড়ি স্থানীয় জল জ্বলিয়া গ্রামে।আজ সকালে গ্রামবাসীরা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেওয়া হয় স্থানীয় থানায়।  পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বোলপুর হাসপাতালে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ

WB News Live Updates: আজ থেকে ত্রিপুরায় বিশেষ জনসম্পর্ক অভিযান শুরু করল তৃণমূল

আজ থেকে ত্রিপুরায় বিশেষ জনসম্পর্ক অভিযান শুরু করল তৃণমূল।  আস্তাবল বাজার থেকে শুরু হয় ১০ দিন ব্যপী এই কর্মসূচি।  তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের দাবি, পুরভোটের আগে ত্রিপুরার জন্য তৃণমূল, এই কর্মসূচির মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে পৌঁছোনোই তাঁদের লক্ষ্য।

West Bengal News Live: বাড়ি ভাঙতে গিয়ে সিন্দুক উদ্ধার ঘিরে চাঞ্চল্য সিউড়িতে

বাড়ি ভাঙতে গিয়ে সিন্দুক উদ্ধার ঘিরে চাঞ্চল্য সিউড়িতে। সিউড়ি পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের স্টেশন মোড় এলাকায় একটি পুরনো বাড়ি ভাঙার সময় দেওয়ালের মধ্যে গাঁথা অবস্থায় একটি পুরোনো সিন্দুক উদ্ধার হয়।

WB News Live Updates: শ্মশানে মৃতদেহ সত্‍কার করতে আসা দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে খুন যুবক

শ্মশানে মৃতদেহ সত্‍কার করতে আসা দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে উত্তেজনা। গন্ডগোলের সময় ধারাল অস্ত্রের আঘাতে এক যুবককে খুনের অভিযোগ। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর শ্মশানে। 

West Bengal News Live: মুখ্যমন্ত্রী আগে নিজের রাজ্যের দিকে মন দিন, পরে ত্রিপুরার কথা ভাববেন, মন্তব্য দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গ লক্ষ্মীছাড়া হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আগে নিজের রাজ্যের দিকে মন দিন পরে ত্রিপুরার কথা ভাববেন। মন্তব্য দিলীপ ঘোষের। 

WB News Live Updates: কাঁকুলিয়া রোডে জোড়া খুনের তদন্তে আরও কয়েকজনকে করা হবে জিজ্ঞাসাবাদ

কাঁকুলিয়া রোডে জোড়া খুনের তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য লালাবাজারে নিয়ে আসা হচ্ছে।

West Bengal News Live: বৃষ্টির জেরে ফুঁসছে শিলাবতী ও ঝুমি নদী,ঘাটালে ফের বন্যার ভ্রুকুটি

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের বন্যার ভ্রুকুটি। টানা কয়েক দিনের বৃষ্টির জেরে ফুঁসছে শিলাবতী ও ঝুমি নদী। ইতিমধ্যেই জলমগ্ন ঘাটাল পুর এলাকার ১১টি ওয়ার্ড। পরিস্থিতি বুঝে নামানো হতে পারে নৌকা, জানাল স্থানীয় পুরসভা।


 

WB News Live Updates: কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড

উত্‍সবের মরসুমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জ্বালানির দাম বাড়ানোয় বিরাম নেই। ফের বাড়ানো হল দাম। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড।  কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়েছে। ডিজেলের নতুন দাম হল ৯৮ টাকা ৭৩ পয়সা। ক্রমাগত বেড়ে চলায় ডিজেলও এখন সেঞ্চুরির পথে।  

West Bengal News Live: হুগলির হরিপালে লক্ষ্মীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি

হুগলির হরিপালে লক্ষ্মীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি।  মোসাইমোড় এলাকায় পুলিশের আপত্তি সত্ত্বেও ডিজে সহ বিসর্জনের শোভাযাত্রা বের করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, স্থানীয় একটি পুজো কমিটির সদস্যরা পুলিসের বারণ শুনতে চায়নি।  এই নিয়ে শুরু হয় বিবাদ। তারপর বেধে যায় সংঘর্ষ।  

WB News Live Updates: পাড় ভাঙছে গঙ্গা, শেষ সম্বল বাঁচানোর চেষ্টা ধূলিয়ানের লালপুরের বাসিন্দাদের

পাড় ভাঙছে গঙ্গা। গিলছে রাস্তাঘাট, জমিজমা, বাড়িঘর। শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টায় মরিয়া মুর্শিদাবাদের ধূলিয়ানের লালপুরের বাসিন্দারা। বাড়ি ভেঙে ইট, জানালা, দরজা সরাচ্ছেন তাঁরা। অন্যদিকে, কংগ্রেস সাংসদের এলাকা পরিদর্শন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।


 

West Bengal News Live: জল নামাতে টাকা?

একে জমা জলের যন্ত্রণা! তার উপর পুরসভা থেকে পাম্প বসিয়ে জল বের করার জন্য টাকা নেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। একে অন্যের দিকে আঙুল তুলেছে শাসক-বিরোধী দুপক্ষ।


 

WB News Live Updates: গলসিতে দুই গ্রামবাসীর মধ্যে বচসা থেকে সংঘর্ষের জেরে ধারাল অস্ত্রের কোপ

গলসিতে দুই গ্রামবাসীর মধ্যে বচসা থেকে সংঘর্ষের জেরে ধারাল অস্ত্রের কোপ। গুরুতর আহত অবস্থায় জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। অভিযুক্তকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। এলাকায় উত্তেজনা।


 

West Bengal News Live: দ্বিতীয় হুগলি সেতুতে ডিভাইডারে ধাক্কা দুটি লরির, ক্ষতিগ্রস্ত সিগন্যালিং ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতুতে লরি দুর্ঘটনার জেরে বিপত্তি।  পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ হাওড়াগামী ২টি লরি আচমকা ডিভাইডারে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভাইডার ও সিগন্যালিং ব্যবস্থা। ২টি লরির চালককেই আটক করা হয়েছে।

WB News Live Updates: তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সিতাই
তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সিতাই। বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা হামলার অভিযোগ তুলেছে শাসকদল। জখম হয়েছেন তাদের দুই কর্মী।

প্রেক্ষাপট

রবিবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে ২দিন থেকে যাবেন কার্শিয়ং। ২৮ অক্টোবর বাগডোগরা থেকেই যাবেন গোয়া। ফিরবেন ১ নভেম্বর। 


চার কেন্দ্রে উপনির্বাচনের জন্য আসছে আরও ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩০ অক্টোবর শান্তিপুর, দিনহাটা, গোসাবা, খড়দায় উপনির্বাচন। ৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোতায়েন হচ্ছে ৯২ কোম্পানি বাহিনী।


রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমলেও অনেকটাই বাড়ল মৃত্যু। নতুন করে আক্রান্ত ৮৩৩ জন, মৃত ১৪। সংক্রমণের শীর্ষে কলকাতা, সবচেয়ে বেশি মৃত্যু উত্তর ২৪ পরগনায়।


পুজোর পরেই বেলাগাম সংক্রমণ। কলকাতা পুরসভার রিপোর্ট অনুযায়ী, এ শহরে একদিনে আক্রান্ত ২৬০ জন। ডবল ডোজ নেওয়ার পরেও সংক্রমিত ১৬৩ জন। রাজ্য সরকারকে সতর্ক করতে নবান্নে রিপোর্ট পাঠাচ্ছে পুরসভা। 


কলকাতায় বাড়ছে উপসর্গহীন রোগীর সংখ্যা। এখন থেকে এই ধরনের রোগী ও তাঁদের পরিবারের উপর বিশেষ নজর রাখবেন বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা। পুরসভার কোয়ারেন্টিন সেন্টার ও আইসোলেশন সেন্টারগুলিকে দ্রুত সংস্কারের নির্দেশ।


আরজি কর মেডিক্যালে স্টেন্ট-কেলেঙ্কারি। বিভাগীয় তদন্তে ৬৬ লক্ষ টাকার গরমিল প্রকাশ্যে। নজরে ৪ আধিকারিক। পদক্ষেপের বার্তা কর্তৃপক্ষের।


পুজোর আগেই লুঠের ছক। খুনের সময় কাছাকাছিই ছিল মিঠু। সাহায্য করেছিল পালাতে। গড়িয়াহাটে জোড়া খুনে জেরায় স্বীকার, দাবি পুলিশের। জোড়া খুনকাণ্ডে এখনও অধরা ভিকি। দেখা করতে চেয়ে বারবার ফোন ভিকির। তুখোড় ইংরেজি শুনে সাক্ষাতে রাজি সুবীর, দাবি পরিবার সূত্রে।


 মোবাইলে আসক্তি কাটাতে জলপাইগুড়ির রিহ্যাব সেন্টারে ভর্তি। মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু। পরিবারের অভিযোগে গ্রেফতার ২। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.