West Bengal News Live: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ৮৪২, মৃত্যু ১৬ জনের
Get the latest West Bengal News and Live Updates: গণপরিবহণে সিসিটিভি ক্যামেরার ব্যবহারের প্রস্তাব। বাসের ভিতরে, বাইরে ও বাসস্ট্যান্ডে হেল্পলাইন নম্বরের প্রচার।
তাঁর মামা রাজ্যের মত্স্যমন্ত্রী। তিনি অখিল গিরির ভাগ্নে। অভিযোগ, এই পরিচয়ে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন কাঁথির কৃষি দফতরের চুক্তিভিত্তিক এক গ্রুপ ডি কর্মী। আজ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান সহকর্মীরাই। অভিযুক্তকে ভাগ্নে বলে স্বীকার করে, মন্ত্রীর আস্বাস, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
পারিবারিক বচসার জেরে ছেলের হাতে গুলিবিদ্ধ হলেন মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়ার চন্দনপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চন্দনপুরের বাসিন্দা রাহুল শেখের সঙ্গে তার বাবা টেঙা শেখের বচসা চলছিল। অভিযোগ, সেই সময় হঠাৎই রাহুল বন্দুক বেড় করে তার বাবাকে গুলি করতে যায়।
গাড়িতে বাতি লাগানো নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পরিবহণ দফতর। বিপর্যয় মোকাবিলা ও জরুরি পরিষেবায় নিযুক্তদের গাড়িতে নীলবাতি-লালবাতি নয়, লাগাতে হবে মাল্টিকালার বাতির প্যানেল। এখন থেকে গাড়িতে তিনরঙা বাতি ব্যবহার করবেন তাঁরা।
রাজপুর-সোনারপুর পুরসভার পর এবার কসবা থানা। ফের পোশাক-ফতোয়া নিয়ে বিতর্ক। হাফ প্যান্ট পরে থানায় যাওয়ায় দুই যুবককে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কসবা থানার বিরুদ্ধে।পরে পোশাক বদলে তবেই থানায় ঢুকে অভিযোগ জানাতে পারেন এক যুবক। ঘটনায় তোলপাড় পুলিশ প্রশাসনে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি ডিসি এসএসডি-র।
রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টেয় রাজভবনে যান বিধানসভার স্পিকার। প্রায় দেড় ঘণ্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন।
‘মানুষের স্বার্থে সাংবিধানিক সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভা নিয়ে রাজ্যপালের কিছু ভুল ধারণা ছিল, কেটে গেছে। বৈঠক শেষে প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।
'বাংলায় বিনিয়োগ করলে টাটাদের স্বাগত। টাটারা তৃণমূলের শত্রু নয়। সিঙ্গুরে বহুফসলি জমি বামফ্রন্ট সরকারের কেড়ে নেওয়ার বিরুদ্ধে ছিলাম। টাটাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ছিল না। টাটাদের তরফে কোনও প্রস্তাব দিলে স্বাগত।' এমনটাই মন্তব্য করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
কবি এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ পোস্ট। থানায় অভিযোগ দায়ের কবি জয় গোস্বামীর কন্যার। নজরুল অ্যাকাডেমির সভাপতি হিসেবে মাসে লক্ষ টাকা রোজগার। এরপরেও জয় গোস্বামীর চিকিৎসার জন্য সরকারের অর্থ সাহায্য কেন?’ ফেসবুকের বিতর্কিত পোস্ট নিয়ে অসম্মানিত কবি। এই অসম্মান আর নিতে পারছি না। মুখ্যমন্ত্রী আনুগত্য কিনতে চাইছেন? এতে তাঁকেও খাটো করা হচ্ছে না? এবিপি আনন্দকে বললেন কবি জয় গোস্বামী। ২ ব্যক্তির নাম করে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের।
উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকের ধর্মীয় পরিচয় কেন? ফলপ্রকাশের দিন সংসদ সভাপতির বক্তব্য ঘিরে বিতর্ক। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের। সংসদ সভাপতির পদত্যাগ দাবি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক কয়েকজন আন্দোলনকারী
এনআরএসে ডোম নিয়োগের বিজ্ঞপ্তি। ৬টি পদের জন্য আবেদন জমা পড়ল প্রায় ৮ হাজার। আবেদনকারীদের মধ্যে ২ হাজারেরও বেশি স্নাতক। আছেন ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর ডিগ্রিধারীও। এছাড়াও ডোম হতে চেয়ে আবেদন ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীর। ৭৮৪ জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে। তাঁদের মধ্যে রয়েছেন ৮৪ জন মহিলা
আরজিকর হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ। ন্যায্য টাকাপয়সা দেওয়া হচ্ছে না বলে বিক্ষোভ কর্মীদের। হাসপাতাল সংলগ্ন আরজিকর রোড অবরোধ। হাসপাতালের ভিতরেও স্লোগান বিক্ষুব্ধ অস্থায়ী কর্মীদের।
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিনের লাইনে চূড়ান্ত বিশৃঙ্খলা। অন্তঃসত্ত্বাদের লাইনের পাশেই ভ্যাকসিন গ্রহীতাদের লাইনে ভিড়। শুরু হয় ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি। আতঙ্কিত হয়ে পড়েন অন্তঃসত্ত্বারা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তোলেন তাঁরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ফের ভ্যাকসিন-হয়রানির অভিযোগ। এসএসকেএমে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের জন্য লম্বা লাইন। কিন্তু ভ্যাকসিন অমিল বলে অভিযোগ উঠেছে। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের জন্য একাধিকবার এসেও ফিরে যেতে হয়েছে। একই অভিযোগ কোভিশিল্ড গ্রহীতাদেরও। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দার্জিলিং-এ ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা। তাকদা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে ভোর থেকেই ভিড়। কর্তৃপক্ষের ব্যর্থতাতেই ভ্যাকসিন নিয়ে হয়রানি, অভিযোগ স্থানীয়দের। অতিরিক্ত মানুষ ভিড় করাতেই বিপত্তি। সাফাই কর্তৃপক্ষের।
তীব্র পানীয় জলের কষ্ট। পানীয় জলের সঙ্কটে ভুগছে পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের নাগদাগোড়া গ্রাম।
গণপরিবহণে মহিলাদের সুরক্ষায় একগুচ্ছ প্রস্তাব হাইকোর্টের। গণপরিবহণে সিসিটিভি ক্যামেরার ব্যবহারের প্রস্তাব। বাসের ভিতরে, বাইরে ও বাসস্ট্যান্ডে হেল্পলাইন নম্বরের প্রচার।
বাসে ক্যামেরা লাগানোর পরিকল্পনা নেওয়ার প্রস্তাব হাইকোর্টের। কেন্দ্র ও রাজ্যকে পরিকল্পনা ও অবস্থান জানানোর নির্দেশ। ১২ অগাস্টের মধ্যে কেন্দ্র ও রাজ্যকে অবস্থান জানাতে হবে।
বীরভূমের লাভপুরে ফের বিজেপিতে ভাঙন। ১৬ জন বুথ সভাপতি-সহ গেরুয়া শিবিরের প্রায় দেড় হাজার কর্মী যোগ দিলেন তৃণমূলে। এনিয়ে তরজায় জড়িয়েছে রাজ্যের শাসক ও বিরোধী দল।
কর ফাঁকির অভিযোগে দৈনিক সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে হানা দিল আয়কর দফতর। সংবাদপত্রের মালিকের বাড়িতেও চলে তল্লাশি। সিনিয়র সাংবাদিকের বাড়িতেও হানা দেন আয়কর দফতরের অফিসাররা। করোনা নিয়ে সমালোচনামূলক রিপোর্টিংয়ের জের? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। হিটলারি কায়দায় ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। ঘটনার কড়া নিন্দা করে ট্যুইটে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়ার স্কুলে শিশুপাচারকাণ্ডের তদন্তভার নিল সিআইডি। বাঁকুড়ায় পৌঁছে গেল সিআইডি-র একটি দল। বাঁকুড়া সদর থানায় তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা। এই মামলায় স্কুলের প্রিন্সিপাল-সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। ধৃতদের সঙ্গে বড় কোনও চক্রের যোগ? খতিয়ে দেখবে সিআইডি।
পশ্চিমবঙ্গে নৌবাহিনী কেন্দ্রের ৩ কিলোমিটার পর্যন্ত নো ফ্লাই। ড্রোন বা যেকোনও আনম্যান্ড এরিয়াল ভেহিকলের জন্য নো ফ্লাই জোন দ্বিতীয় হুগলি সেতু, খিদিরপুরের একটা অংশে নো ফ্লাই জোন। ফোর্ট উইলিয়াম সহ ময়দান এলাকার বিস্তীর্ণ অংশে ড্রোনে ‘না। এই সব এলাকায় ড্রোন ব্যবহার করতে চাইলে লাগবে অনুমতি। স্বরাষ্ট্রমন্ত্রক এবং ডিজিসিএ-র কাছে থেকে নিতে হবে অনুমতি। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো প্রতিরক্ষা মন্ত্রক।
এ যেন সর্ষের মধ্যেই ভূত। যাদবপুরে চুরিকাণ্ডে আটক বিশ্ববিদ্যালয়েরই চতুর্থ শ্রেণির কর্মী। গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে চুরির ঘটনা ঘটছিল। প্রায় ৩০ লক্ষ টাকার সরঞ্জাম খোয়া যায় বলে অভিযোগ। এনিয়ে ১৪ জুলাই যাদবপুর থানায় অভিযোগ জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এরপর এদিন সকালে নিরাপত্তা রক্ষীরা দেখেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং সংলগ্ন ইমপ্যাক্ট বিল্ডিংয়ের তালা ভাঙা। সন্দেহ হওয়ায় তিনতলায় উঠে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মী সেখানে লুকিয়ে রয়েছেন। চুরিকাণ্ডে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়।
পেগাসাস-বিতর্কে গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সাসপেনশন ঘোষণা করার পরেই তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। এরপরই বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
শীতলকুচিকাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে ফের ভবানী ভবনে তলব করা হল। সূত্রের খবর, ঘটনার দিন কী হয়েছিল, কেন গুলি চলেছিল, কোথা থেকে গুলি চালানো হয়, গুলি কীভাবে ঘরের ভিতরে ব্ল্যাকবোর্ডে লাগে, এসবই জানতে চাওয়া হবে। সিআইডি সূত্রে খবর, তত্কালীন পুলিশ সুপার দেবাশিস ধরের কাছে জানতে চাওয়া হবে, তিনি কার কাছ থেকে খবর পান, গন্ডগোলের কথা কাকে জানিয়েছিলেন, কোন নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, নির্দেশ দেওয়া হলে তা কোথা থেকে এসেছিল, তিনি কী ব্যবস্থা নিয়েছিলেন।
ফের ভ্যাকসিন-হয়রানির অভিযোগ। এসএসকেএমে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের জন্য লম্বা লাইন। কিন্তু ভ্যাকসিন অমিল বলে অভিযোগ উঠেছে। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের জন্য একাধিকবার এসেও ফিরে যেতে হয়েছে। একই অভিযোগ কোভিশিল্ড গ্রহীতাদেরও। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মালদার বৈষ্ণবনগরে প্রতিবাদীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, একই পাড়ার বাসিন্দা দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, আজ সকালে মত্ত অবস্থায় প্রতিবেশী পরিবারকে গালিগালাজ শুরু করেন মূল অভিযুক্ত। প্রতিবাদ করায় প্রতিবেশী পরিবারের এক যুবককে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। দুই পরিবারের সংঘর্ষে দু’ পক্ষের ৪ জন আহত হন।তাঁদের মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।
পেগাসাস-বিতর্কে আজও উত্তাল হতে পারে সংসদের বাদল অধিবেশন। কৃষি আইন প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি, আড়িপাতাকাণ্ড নিয়ে কেন্দ্রকে চেপে ধরতে একজোট বিরোধীরা। লোকসভা ও রাজ্যসভা, সংসদের দুই কক্ষে মূলত এই দুটি ইস্যু নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা। তৃণমূলের তরফে পেগাসাসকেই হাতিয়ার করার পরিকল্পনা রয়েছে। এদিকে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রীর বক্তব্য পেশের সময় হাত থেকে টেনে কাগজ ছেঁড়ায় তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনতে পারে বিজেপি। পাল্টা পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে শান্তনু সেনকে হেনস্থা করার অভিযোগ আনতে চলেছে তৃণমূল।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ ছাড়াও মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে কলকাতায় আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সাতসকালে মালদা শহরে হাই ড্রেন থেকে উদ্ধার হল বাসের খালাসির দেহ। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। আজ সকালে কোঠাবাড়ি পুর বাজার সংলগ্ন হাই ড্রেন পরিষ্কারের সময় সাফাই কর্মীদের নজরে আসে দেহটি। পরে ইংরেজবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।
রেফার করা নিয়ে মুর্শিদাবাদে বেলডাঙায় সরকারি হাসপাতালে চিকিত্সক ও নার্সদের নিগ্রহের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় গতকাল দুপুরে শক্তিপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ভোল্লা গ্রামের বাসিন্দা ৪৫ বছরের মুর্শিদা বেগমকে। সন্ধে নাগাদ ওই রোগিণীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অভিযোগ, রেফার করা যাবে না বলে হুমকি দিয়ে জরুরি বিভাগের ঘরের দরজা আটকে সংশ্লিষ্ট চিকিত্সক ও দুই নার্সকে বেধড়ক মারধর করেন রোগিণীর পরিজনেরা। আহত চিকিত্সক ও এক নার্সকে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিগ্রহের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে উন্নত পরিকাঠামো থাকায় রোগিণীকে সেখানে রেফার করা হয়েছিল।
বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজন গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার ওই যুবক। ১ মিনিটে ৫টি গুলি চালিয়ে খুন, পিছনে শার্প শ্যুটার। বিরাটিতে খুনের তদন্তে নেমে ধারণা পুলিশের।
হাড়োয়ায় জোড়া খুনের নেপথ্যে উঠে এসেছে তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ঘনিষ্ঠ বুথ সভাপতির নাম। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, বুথ সভাপতির এতটাই দাপট ছিল যে, কেউ মুখ খুলতে পারতেন না। অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর শাসক কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।
শিক্ষক বদলি নিয়ে অনলাইনেই আবেদন। উৎসশ্রী নামে পোর্টাল চালু করছে রাজ্য। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ফের দুয়ারে সরকার। ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে।
প্রেক্ষাপট
পেগাসাসের নিশানায় থেকে রেহাই পায় নি সিবিআই-ও? ২০১৮-য় অপসারণের আগে হ্যাক করা হয়েছিল প্রাক্তন অধিকর্তা অলোক বর্মার ৩টি নম্বর। টার্গেটে ছিল রাকেশ আস্থানা-ও! বিস্ফোরক দাবি দ্য ওয়্যারের।
ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল অনিল অম্বানির ফোন নম্বরও? তালিকায় ছিল রাফাল প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসোঁর প্রতিনিধি-ও। পেগাসাস নিয়ে বিস্ফোরক দাবি দ্য ওয়্যারের।
পেগাসাস বিতর্কের মধ্যেই এবার লোকসভা ভোটে টেকনিক্যাল-রিগিংয়ের অভিযোগ তৃণমূলের। দফায় দফায় সংসদে বিক্ষোভ। মোদি-অমিত শাহের বিবৃতি দাবি। বাদল অধিবেশনের ঠিক আগে রিপোর্টে উদ্দেশ্য দেখছে কেন্দ্র।
স্পাইওয়্যার নিয়ে তথ্য-প্রযুক্তি মন্ত্রীর বক্তব্য পেশের সময় উত্তপ্ত রাজ্যসভা। হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে ফেললেন শান্তনু সেন। স্বাধিকারভঙ্গের নোটিস আনার প্রস্তুতি বিজেপির। পাল্টা হেনস্থার অভিযোগ তৃণমূলের।
ভোটের আগে কালীঘাটে সুব্রত বক্সি-অভিষেক-পিকের সঙ্গে বৈঠকও সবার অজান্তে রেকর্ডিং হয়ে গিয়েছিল। পেগাসাস বির্তকে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর।
কর ফাঁকির অভিযোগ। দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর হানা। সংবাদপত্রের মালিকের বাড়িতেও তল্লাশি। হিটলারি কায়দায় ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে মোদি সরকার, আক্রমণে মমতা।
সুপারি কিলার দিয়েই শহিদ দিবসের রাতে বিরাটিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তৃণমূল কর্মী খুন। অনুমান পুলিশের। নেতাদের সঙ্গে অভিযুক্তের ছবি দিয়ে বিজেপি যোগের অভিযোগ তৃণমূলের। অনেকেই ছবি তোলে, পাল্টা অর্জুন।
শিক্ষক বদলি নিয়ে অনলাইনেই আবেদন। উৎসশ্রী নামে পোর্টাল চালু করছে রাজ্য। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ফের দুয়ারে সরকার। ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -