West Bengal News Live: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্যজুড়ে স্কুল খোলার তোড়জোড় শুরু
Get the latest West Bengal News and Live Updates: উত্তর থেকে দক্ষিণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রস্তুতি শুরু জোরকদমে।
ক্যানসার আক্রান্তকে ভর্তি নিয়েও, ছুটি দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। উত্তর কলকাতার এক বাসিন্দাকে দিনভর চেষ্টা করেও, ভর্তি করানো যায়নি বলে দাবি পরিবারের।
ক্যানসার আক্রান্তকে ভর্তি নিয়েও, ছুটি দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। উত্তর কলকাতার এক বাসিন্দাকে দিনভর চেষ্টা করেও, ভর্তি করানো যায়নি বলে দাবি পরিবারের।
রাজ্যে করোনায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্কুল খোলার তোড়জোড় শুরু। উত্তর থেকে দক্ষিণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কলকাতা পুরসভার তরফে চলছে স্যানিটাইজেশন। এতদিন বন্ধ থাকায় স্কুলের ছত্রে ছত্রে প্রকট দৈন্য দশা। কীভাবে সবকিছু গুছিয়ে উঠবেন বুঝতে পারছেন না, দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির কর্তৃপক্ষ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৮০৬, ১৫জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত ২৪৮। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ১৪৮জন সংক্রমিত, ৬জনের মৃত্যু।পূর্ব বর্ধমানে একদিনে ২৩জন সংক্রমিত, ২জনের মৃত্যু।
খড়দায় বিজেপি প্রার্থীর প্রচারে শুভেন্দু অধিকারীর পথসভার মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীর ফ্লেক্স, ব্যানার ছেঁড়ার অভিযোগ তুলল শাসক দল। অন্যদিকে, কমিশনের তরফে খড়দার প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ব্যালটে ভোট সংগ্রহ চলছে।
শিলিগুড়িতে মাদকপাচারকাণ্ডে ধৃতের পরিচয় নিয়ে তুঙ্গে তরজা। ছবি প্রকাশ করে, বিজেপি দাবি করছে, অভিযুক্ত যুবক, যুব তৃণমূলের নেতা। পাল্টা ছবি প্রকাশ করে, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে তৃণমূল।
বিজেপি-ত্যাগী বিধায়কের ঘনিষ্ঠ হওয়াতেই কি দল থেকে বহিষ্কার করা হল? রায়গঞ্জে দুই বিজেপি নেতার বহিষ্কারের অভিযোগ ঘিরে উঠছে এমনই জল্পনা। যদিও বিজেপির দাবি, বহিষ্কার নয়, শোকজ করা হয়েছে দুজনকে। বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।
ফের বিতর্কে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান নির্মল মাজি। মেডিক্যালে হামলায় অভিযুক্তের সঙ্গে একমঞ্চে রোগীকল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান। ভাইরাল হয়েছে ছবি। অভিযুক্তকে চেনেন না, বলে দাবি করেছেন নির্মল মাজি।
হুগলির সাহাগঞ্জে চাঁদার জুলুমবাজি! দাবিমতো চাঁদা না-পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বিলে নাম লেখা ক্লাবের অস্তিত্ব নেই বলেই জানিয়েছে পুলিশ।
পূর্ব বর্ধমানের রায়নায় ব্যবসায়ী খুনে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে মৃত ব্যবসায়ীর বন্ধু রাজবীর জানিয়েছেন, খুনের দিন তাঁদের সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। কে সেই ব্যক্তি? খোঁজ করছে পুলিশ।
করোনা সঙ্কটের মধ্যে বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। জ্বালানি তেল থেকে রান্নার গ্যাস সবই অগ্নিমূল্য। ডিজেল সেঞ্চুরি করে ফেলার পর ব্যবসা কীভাবে চলবে, তা নিয়ে আতান্তরে পড়েছেন বহু পরিববহণ ব্যবসায়ী। কেউ কেউ ব্যবসা গোটানোর কথা ভাবছেন। সাধারণ মধ্যবিত্তদের মধ্যে অনেকে আবার ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে ফেলতে বাধ্য হয়েছেন।
‘৩১ অক্টোবর আগরতলায় অভিষেকের জনসভা’। আগরতলায় সাংবাদিক বৈঠকে জানালেন কুণাল ঘোষ
ভোটার তালিকা তৈরির কাজ শেষ হলেই প্রথমে জিটিএ নির্বাচন, পরে পঞ্চায়েত নির্বাচন। কার্শিয়ংয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বেলাগাম করোনা আক্রান্ত, রাজপুর-সোনারপুরে কার্যত লকডাউন। ২৮, ২৯ ও ৩০ অক্টোবর সোনারপুর পুর এলাকা কার্যত লকডাউন। রাজপুর-সোনারপুরের ৩৫টি ওয়ার্ডে কার্যত লকডাউন। কার্যত লকডাউন ঘোষণা করল প্রশাসন। অত্যাবশকীয় পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ, জানালেন মহকুমাশাসক। মাস্ক ব্যবহার ও কোভিড বিধি পালনেও জোর।
উত্তরাখণ্ডে বিপর্যয়ে আরও ৫ বাঙালির দেহ উদ্ধার। সুন্দরঢুঙ্গা হিমবাহ থেকে উদ্ধার ৫ বাঙালি ট্রেকারের মৃতদেহ। হিমালয়ে অভিযানে গিয়ে নিখোঁজ ছিলেন ৫ বাঙালি ট্রেকার। জানালেন উত্তরাখণ্ডের বাগেশ্বরের জেলাশাসক।
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। অমরপুর নতুন বাজারে দলীয় সভায় যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ।
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালের জন্য অ্যাডভাইসরি জারি স্বাস্থ্য দফতরের
কালীপুজোর বাজি ফাটানো বন্ধের জন্য মামলা হাইকোর্টে
‘কোভিডের চেয়েও বাজে ভাইরাস বিজেপি,’ কটাক্ষ অভিষেকের
‘এবার এমন ভোট দেবেন, যাতে ৫০ বছর এই রায় বিজেপি মনে রাখে’, শান্তিপুরে ভোটপ্রচারে অভিষেক
কার্শিয়ংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২৩ ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দেব। পাহাড়ে ঝর্নার জল কাজে লাগিয়ে বটলিং প্ল্যান্ট হতে পারে।’
রাজ্যের স্কুল-কলেজ খোলার নির্দেশের পর তুঙ্গে প্রস্তুতি। বাঁকুড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা কোচবিহার, জলপাইগুড়িতে চলছে স্কুল পরিষ্কারের কাজ।
খড়দায় বিজেপি প্রার্থীর প্রচারে শুভেন্দু অধিকারীর পথসভার মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীর ফ্লেক্স, ব্যানার ছেঁড়ার অভিযোগ তুলল শাসক দল। এ
গতকালের পর ফের আদালতে ধাক্কা খেলেন রিশন ডিলাররা। রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় তাঁরা যে আবেদন করেছিলেন, তা ফের খারিজ করল কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ।
বুড়ুলে খুনের ঘটনার ২ দিনের মধ্যে মূল অভিযুক্ত সহ ৪ দুষ্কৃতী গ্রেফতার। অভিযুক্তদের গ্রেফতার করল ফলতা থানার পুলিশ। ধৃত মূল অভিযুক্ত এম ডি মুন্না এলাকার কুখ্যাত দুষ্কৃতী। আজ ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে
হাওড়ার শিবপুরে দিনে দুপুরে কলকাতা হাইকোর্টের আইনজীবীকে কুপিয়ে খুনের চেষ্টা। গুরুতর আহত অবস্থায় ওই আইনজীবী ভর্তি হাসপাতালে। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, আইনজীবী তনভির আলম আজ সকালে তাঁর কাজিপাড়ার চেম্বার থেকে বেরনোর পর তাঁর ওপর কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই রাতের কড়াকড়ি শুরু। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে রাত এগারোটা থেকে নাকা চেকিং। সায়েন্স সিটি মোড়ে রাস্তার দুদিকেই গাড়ি ও বাইক ধরে ডিজ্ঞাসাবাদ। কী কারণে রাতে বাইরে বেরিয়েছেন? প্রগতি ময়দান থানার পুলিশ ও তিলজলা ট্রাফিক গার্ডের আধিকারিকরা পথে বেরনো মানুষজনের কাছে তা জানতে চান। পরীক্ষা করা হয় গাড়ির লাইসেন্স। উপযুক্ত কারণ দেখাতে না পারলে বিশেষ ধারায় মামলা রুজু করা হয়।
কোভিড বিধি নাগরিকরা মেনে চলছেন কি না, তা দেখার জন্য লালবাজারের নির্দেশে আজ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালাল পুলিশ। বিভিন্ন রাস্তার মোড়, বাজার, বাস, অটোয় সাধারণ মানুষ বা নিত্যযাত্রীরা করোনা বিধি মানছেন কি না, তা দেখা হয়। গড়িয়াহাট মোড়ে চালানো হয় অভিযান। মাস্ক না পরায় মহামারী আইনে আটক করা হয় কয়েকজনকে। কয়েকজনকে বিধি অমান্যের কারণে পড়তে হয় পুলিশের শাস্তির মুখে। গড়িয়াহাট ছাড়াও অভিযান হয় চাঁদনি চক, বড়বাজার, শ্যামবাজার সহ বেশ কিছু জায়গায়।
অসুস্থ সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার গতকালের তুলনায় সামান্য উন্নতি হয়েছে। আজ সকালে খুলে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্ট। তবে তাঁকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়ের হৃদযন্ত্রে ব্লকেজ মিলেছে। চিকিত্সকরা জানিয়েছেন, অবস্তা একটু স্থিতিশীল হলে তারপর অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোনারপুর বাজারে পুলিশের ধরপাকড়। ধরপাকড় চালাল সোনারপুর থানার পুলিশ।মাইক্রো কন্টেনমেন্ট ঘোষণার পর পুলিশের অভিযান।কোভিড বিধি ভাঙলে গ্রেফতার
সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত। পঞ্চায়েতমন্ত্রীর এখনও অক্সিজেন লাগছে।সকালে খুলে দেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট।সকালে ওটস, পাকা পেঁপে খেয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।তাঁকে পরীক্ষা করছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড
মালদার ইংরেজবাজার বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। মৃতের গলা ও শরীরে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।গলা কেটে ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ত্রিপুরায় তাঁর গাড়ির ওপর হামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। ত্রিপুরার ডিজিপি-কে এই দাবি জানিয়ে চিঠি লিখেছেন সুস্মিতা। নাম পুলিশকে জানানো সত্ত্বেও কেউ গ্রেফতার হয়নি, দাবি সুস্মিতার
স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধৃতের নাম সঞ্জয় ঘোষ। কাশীপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ২০১৮ সালে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ছিল।
সবজির দামবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে একাধিক বাজারে আজ সকালে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি-র আধিকারিকরা। বেলেঘাটার রাসমণি বাজার, সরকার বাজারে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তাঁরা। বিক্রেতারা কত দামে কিনছেন, কত টাকায় বিক্রি করছেন, সেই সব তথ্য সংগ্রহ করা হয়।
অসুস্থ সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, পঞ্চায়েতমন্ত্রীকে এখনও বিপন্মুক্ত বলা যাবে না। তাঁকে রাখা হয়েছে নন ইনভেশিভ ভেন্টিলেটর সাপোর্টে। আজ সকাল সাড়ে ১০টায় ফের বসছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। চিকিত্সকরা পরীক্ষা করবেন তাঁকে।
করোনা চিকিৎসায় ৬৪ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল। সরকারকে ৭ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, ২১ দিন হয়ে গেলেও জমা পড়েনি হলফনামা।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে উদ্ধার দশ ফুট লম্বা অজগর। সোমবার সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে বন দফতর।
স্কুল কলেজ খোলার আগে কোভিড গাইডলাইন প্রকাশ করুক সরকার। এই দাবিতে গতকাল রাত থেকে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে এসএফআই। সংগঠনের দাবি, সরকার স্কুল কলেজ খোলার কথা ঘোষণা করলেও ওই বিষয়ে নির্দিষ্ট কোনও বিধি প্রকাশ করেনি। সেই বিধি অবিলম্বে প্রকাশ করার দাবিতেই শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ।
উত্তর ২৪ পরগনায় বাড়ছে করোনার সংক্রমণ। জেলা প্রশাসনের তরফে ৫৮টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ব্যারাকপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের এস এন ব্যানার্জি রোডের একটি বাড়িতে দু’জন করোনা আক্রান্ত থাকায় সেখানেও মাইক্রো কনটেনমেন্ট জোন।
আগামী ২ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ও উত্তরবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙেও হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন হেমন্তের পরিবেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
নিষিদ্ধ শব্দবাজি রুখতে দেগঙ্গার বেড়াচাঁপা বাজারে একাধিক দোকানে হানা দিল পুলিশ ও প্রশাসন। প্রায় ৩০০ প্যাকেটের বেশি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
বারাসতের ময়নায় বাগানে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীর দেহ উদ্ধার। আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগ পরিবারের। মৃতদেহ নিয়ে প্রায় ৪০ মিনিট ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ পরিবারের সদস্যদের। পরে পুলিশের আশ্বাসের অবরোধ উঠে যায়।
ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর খুনের ঘটনায় ইলামবাজার থেকে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম লদাই হাঁসদা। ধৃতকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
নৈশকার্ফু অমান্য করে, অকারণে রাতে বাইরে বেরনোর অভিযোগ। বর্ধমান শহরে রাতে নাকা শুরুর প্রথম এক ঘণ্টার মধ্যে ৪২ জনকে গ্রেফতার করল পুলিশ। মাস্ক না পরে রাস্তায় বেরনোর জন্য সকালে বর্ধমান শহরে গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। খবর পুলিশ সূত্রে।
বর্ধমান শহরে টোটো চালককে কাঁচি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে অভিযুক্ত। আহত টোটো চালকের অভিযোগ, বাড়ি ফেরার সময় কয়েকজন নেশাগ্রস্ত যুবক চড়াও হন। তিনি যেতে অস্বীকার করলে এক যুবক কাঁচি দিয়ে আঘাত করেন।
আসানসোলের হীরাপুরে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। বাড়ির মধ্যেই তৈরি হত আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত ২ টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। খোঁজ মিলছে না বাড়ি মালিকের। তদন্তে পুলিশ।
প্রেক্ষাপট
কলকাতা: করোনাকালে ১৬ নভেম্বর থেকে ফের রাজ্যে খুলছে স্কুল-কলেজ। মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনেই পড়াশোনা। স্কুলে স্কুলে শুরু প্রস্তুতি।
করোনার দৈনিক সংক্রমণে শীর্ষেই কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনার সঙ্গে ১ নম্বরে। হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় কনটেনমেন্ট জোন।
গোয়ার পরে উত্তরপ্রদেশ কংগ্রেসও ভাঙন। বাবাকে সঙ্গে নিয়ে মমতার উপস্থিতিতে তৃণমূলে প্রিয়ঙ্কা ঘনিষ্ঠ ললিতেশ। গুরুত্বে নারাজ অধীর।
২৮ তারিখ গোয়ায় মমতা। তৃণমূলে যোগ দিতে পারেন রেমো ফার্ন্ডান্ডেজ, লাকি আলি থেকে নাফিসা আলি। স্থানীয় ২টি দলের সঙ্গে জোটের সম্ভাবনা।
ভারতকে পথ দেখাচ্ছে মমতার বাংলা। গোয়া-ত্রিপুরা নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। আগে ত্রিপুরার সব আসনে প্রার্থী দিন, কটাক্ষ শুভেন্দুর।
উত্তরাখণ্ড থেকে দু’দফায় রাজ্যে ফিরল মৃত ৫ অভিযাত্রীর দেহ। বিকাশ, তনুময়, শুভায়ন, সৌরভ, রিচার্ড মণ্ডলের দেহ ঘিরে শোকের ছায়া।
চেক আপের জন্য ভর্তি হওয়ার পর প্রবল শ্বাসকষ্ট। এসএসকেএমের আইসিসিইউ-তে পঞ্চায়েতমন্ত্রী। এইমসে ভর্তি ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল।
রবীন্দ্র সরোবরে ভাসছে একের পর এক মরা মাছ। জল থেকে দুর্গন্ধ। দূষণই দায়ী, মনে করছেন পরিবেশবিদরা। পরিদর্শনে কেএমডিএ-মৎস্য দফতর।দূষণের গ্রাসে সরোবর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -