West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৭৬ জন, মৃত ১৫
Get the latest West Bengal News and Live Updates:বাংলাদেশের অশান্তিকে হাতিয়ারের অভিযোগে শান্তিপুরে অভিষেকের নিশানায় শুভেন্দু।
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা বিধি মানতে, হুগলির ব্যান্ডেলে সতর্কতামূলক প্রচার। চন্দননগর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে মাইকে প্রচার করেন চুঁচুড়া পুরসভার কর্মীরা। অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুর এলাকায়, আগামী তিনদিন সমস্ত বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুজোর পর করোনার বাড়বাড়ন্তের মধ্যেই এবার ডেঙ্গি নিয়ে আশঙ্কা। আজ ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠক করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই বৈঠকে রাজ্যের ৪৩টি পুর এলাকার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়ছে, যে বাড়িতে ডেঙ্গি আক্রান্তের সন্ধান পাওয়া যাবে তার ৫০ মিটারের মধ্যে ফিভার সার্ভে করতে হবে। ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিললেই জানাতে হবে পুর ও নগরোন্নয়ন দফতরে। অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে মশাদমন অভিযানের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যপাল জগদীপ ধনখড়। ভর্তি আছেন দিল্লির এইমসে। সেখানে রাজ্যপালকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অশোক ভট্টাচার্যের স্ত্রীর মৃত্যু, সমাবেদনা জানিয়ে ফোন মুখ্যমন্ত্রীর। বহুদিন থেকে অসুখে ভুগছিলেন, মুখ্যমন্ত্রীকে বললেন অশোক ভট্টাচার্য। আপনি একা হয়ে গেলেন, সাবধানে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। শিলিগুড়ির প্রাক্তন মেয়রকে ফোনে বললেন মুখ্যমন্ত্রী
ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। মেদিনীপুর, হাওড়ার বহু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে পথে নেমেছ পুলিশ। মাস্ক বিলির পাশাপাশি, করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ফের বিপত্তি। কৌশানি যাওয়ার পথে খাদে পড়ল বাঙালি পর্যটকদের গাড়ি। আহত ১২ জন পর্যটক, ৫ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ২১ অক্টোবর রানিগঞ্জ-আসানসোল থেকে উত্তরাখণ্ড যায় ৩০ জনের দল।
রাজ্যে ফের দৈনিক করোনার সংক্রমণ হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৭৬, ১৫জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত ২৭২। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে জলপাইগুড়িতে একদিনে ৪জনের মৃত্যু, ২৫জন সংক্রমিত। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৫৯, ৩জনের মৃত্যু। দঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৭৯, ২জনের মৃত্যু।
উপসর্গহীন করোনা আক্রান্তদের খোঁজে উল্টোডাঙার মুচিবাজারে করোনা পরীক্ষার ব্যবস্থা কলকাতা পুরসভার। অন্যদিকে, কুদঘাট বাজার ও সংলগ্ন এলাকায় মাইকে প্রচার চালায় পুলিশ। বিধাননগরেরও সচেতনতামূলক প্রচার করা হয়
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা বিধি মানতে, হুগলির ব্যান্ডেলে সতর্কতামূলক প্রচার। চন্দননগর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে মাইকে প্রচার করেন চুঁচুড়া পুরসভার কর্মীরা। অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুর এলাকায়, আগামী তিনদিন সমস্ত বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এলাকায় চালু হয়নি সরকারি সহায়ক মূল্যের শিবির। ফলে, বহু কষ্টে বোনা ফসল, দালালদের কাছে অনেক কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন শালবনির কৃষকরা। এনিয়ে, তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শীঘ্রই গ্রামে ক্যাম্প করা হবে।
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভাঁওতাবাজি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পরিবার ও ক্লাবগুলোকে টাকা দিতেই সব শেষ। বেসরকারি হাসপাতালগুলো টাকা পাচ্ছে না। কোচবিহারের চায়ে পে চর্চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের। সাধারণ মানুষের ওপর তৃণমূলের বিশ্বাস নেই, মানুষও তৃণমূলকে বিশ্বাস করে না। তাই ভয় দেখিয়ে ভোট করার চেষ্টা চলছে। কোচবিহারের দিনহাটায় উপনির্বাচনের প্রচারে গিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।
রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের এক নার্সের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে তুলকালাম। পরিস্থিতি সামাল দিতে নামে পুলিশ, raf। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুপার
বহরমপুরে জলাভূমি রক্ষার দাবিতে রিলে অনশন জলাভূমি রক্ষা কমিটির সদস্যদের। অনুমতি না থাকার অভিযোগে আন্দোলনকারীদের আটক করে পুলিশ। জলাভূমি রক্ষা করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।
কালই শেষ হচ্ছে মুখ্যমন্ত্রীর পাঁচদিনের উত্তরবঙ্গ সফর। গতকাল থেকেই কার্শিয়ঙে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৮ কিলোমিটার হেঁটে যান মহানদীতে। সেখান থেকে হেঁটেই ফেরেন। রাস্তার ধারে বসে চা খেতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। কথা বলেন পথচলতি মানুষের সঙ্গে। আগামীকাল পাহাড় থেকে নেমে গোয়ায় যাবেন তৃণমূলনেত্রী।
জ্বালানির লাগামছাড়া দামবৃদ্ধির প্রতিবাদ। বালিগঞ্জে দড়ি দিয়ে গাড়ি টেনে প্রতিবাদে সামিল হলেন লাগজারি ট্যাক্সি সংগঠনের সদস্যরা।
ফের শহরে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস। অস্ট্রেলিয়ার নাগরিকদের কয়েকলক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তিন মহিলা-সহ ১০ জনকে গ্রেফতার করল চারু মার্কেট থানার পুলিশ। গতকাল গভীর রাতে চারু মার্কেট থানা এলাকায় কল সেন্টারে অভিযান চলে। পুলিশ সূত্রে খবর, পূর্ণচন্দ্র মিত্র লেনে একটি বাড়ি ২ মাস আগে ভাড়া নেওয়া হয়। OTT, KYC-সহ বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নামে বিদেশিদের কাছ থেকে কয়েকলক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখছে পুলিশ।
কার্শিয়ঙের পথে দিনভর জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার্শিয়ং সার্কিট হাউস থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ হাঁটতে বেরোন তিনি। প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে পৌঁছে যান মহানদীতে। সেখান থেকে আবার হেঁটে ফিরে আসেন সার্কিট হাউসে। রাস্তার ধারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রাস্তার দোকান থেকে চা খান মমতা। আগামীকাল পাহাড় থেকে নেমেই গোয়া সফরে যাবেন তিনি।
বিজেপি ছাড়লেন বাবু মাস্টার। ‘বিজেপির মতাদর্শের সঙ্গে আমার কোনও মিল নেই’বিজেপি ছাড়ার পর মন্তব্য বাবু মাস্টারের। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা প্রার্থনা বাবু মাস্টারের।বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বাবু মাস্টার।‘থাকলে ভাল হত, উদ্দেশ্য পূরণ হয়নি, তাই বিজেপি ছাড়লেন’,প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সচেতনতা বাড়াতে পথে নামলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা।চলন্ত বাসে উঠে বিধিনিষেধ মানার জন্য বোঝালেন যাত্রীদের।মাইকে প্রচার করার পাশাপাশি মাস্ক বিলিও করা হল।কনটেন্টমেন্ট জোনে ঢুকেও মাইকে প্রচার করা হল
দুর্গাপুর স্টেশনের কাছে রেলসেতুতে দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু হল অটোচালক ও যাত্রীর। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ দুর্গাপুর-বাঁকুড়া রোডে দুর্ঘটনা ঘটে। বড়জোড়া-দুর্গাপুর রুটের অটোকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় এক অটোযাত্রীর।ঘাতক লরিকে ধরার দাবিতে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে মিনিট চল্লিশ পর অবরোধ ওঠে।
মালদার মানিকচকের ভূতনির চরে ফের গঙ্গায় ভাঙন শুরু হয়েছে। গতকাল রাত থেকে কেশরপুর, কালুটোলা-সহ গঙ্গার পাড়ে প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে বেশ কিছু কৃষি জমি। গঙ্গায় জলস্তর বাড়ায় এই বিপত্তি। অসময়ের ভাঙনে আতঙ্কিত ভূতনির চরের বাসিন্দারা।
এসি চালানো নিয়ে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে বচসা পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী দম্পতির। স্বামীর মাথা ফাটানোর পাশাপাশি, স্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। গত রবিবার ঘটনাটি ঘটেছে ধর্মতলা চত্বরে।
করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করতে পশ্চিম মেদিনীপুর জেলার বেশকিছু প্রান্তে আজ থেকে চালু করা হলো মাইক্রো কনটেনমেন্ট জোন। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর, বাজ টাউন এবং বিধান নগর এলাকার বেশ কিছু প্রান্তকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। সেই মতো পৌরসভা ও কোতোয়ালি থানার পুলিশের উদ্যোগে লাগানো হয়েছে ফ্লেক্স। কিন্তু মানুষের মধ্যে সচেতনতার তেমন কোন ছবি দেখতে পাওয়া গেল না এদিন। বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন অধিকাংশ মানুষ। রবীন্দ্রনগর এলাকাতে উঠে এলো সেই ছবি।।
কোভিড বাড়ায় কড়া পদক্ষেপ সোনারপুরে। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে তিনদিনের কার্যত লকডাউন ঘোষনা করা হয়েছে। বুধবার সকাল থেকেই কোভিড বিধি পালনে কড়া পদক্ষেপ পুলিশের। সকাল থেকে গড়িয়া, বালিয়া সহ একাধিক বাজারে নজরদারি ও মাইকিং করছে পুলিশ। যারা মাস্ক ছাড়াই বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী তিনদিন যাতে সকলেই বিধিনিষেধ মেনে চলেন সেই বিষয়েও সবাইকে সচেতন করছে পুলিশ।
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভাঁওতাবাজি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পরিবার ও ক্লাবগুলোকে টাকা দিতেই সব শেষ। বেসরকারি হাসপাতালগুলো টাকা পাচ্ছে না। কোচবিহারের চায়ে পে চর্চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের।
পুজো মিটতেই রাজ্যের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। পশ্চিম মেদিনীপুরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ৭ দিনের জন্যে মেদিনীপুর ও খড়গপুর শহরের ১২টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। এর মধ্যে রয়েছে মেদিনীপুরের ৩টি ও খড়গপুরের ৯টি এলাকা।
নার্সের বিরুদ্ধে রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে হাওড়ার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে উত্তেজনা। রোগীর আত্মীয়দের বিক্ষোভ সামাল দিতে নামানো হয় র্যাফ।
স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে রোগী ফেরানোর অভিযোগে ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য কমিশন। ৩ নভেম্বরের মধ্যে জবাব তলব করা হয়েছে। গত দেড়মাসে স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার ১০টি অভিযোগ স্বাস্থ্য কমিশনে জমা পড়েছে। তার মধ্যে ৩ নভেম্বর ৭টি মামলার শুনানি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়।
বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত সোদপুর। ট্রাফিক পুলিশ না থাকায় দুর্ঘটনা। এমনই দাবি তুলে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরিস্থিতি সামাল দেয় পুলিশষ
মধ্যমগ্রামের পশ্চিম চণ্ডীগড়ে জলে ডুবে কিশোরের মৃত্যু। বাঁচাতে গিয়ে জখম হয় আরও এক কিশোর। পরে বারাসাত সদর হাসপাতালে মৃত্যু হয় তার।
রাজ্যের ২৩টির মধ্যে ১৬টি জেলাতেই ১০০ পার করল ডিজেল। এবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ডিজেলের দামে সেঞ্চুরি। এর আগেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, নদিয়া ও মুর্শিদাবাদে ১০০ পার করেছে ডিজেল।
পুলিশ লেখা গাড়িতে চড়ে পেট্রোল নিতে এসে জাল নোট দেওয়ার অভিযোগ। বনগাঁর মনিগ্রামে গ্রেফতার যুবক। ৫০০টাকার নোট দেখে সন্দেহ হয় পেট্রোল পাম্পের কর্মীর। ধৃতের কাছ থেকে ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে বনগাঁ থানার পুলিশ।
জাল টাকা-সহ গ্রেফতার
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ৪৫ পয়সা। ১০০ ছুঁইছুঁই ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৭৮ পয়সা।
শান্তিপুর উপনির্বাচনের প্রচারমঞ্চ থেকে বহু প্রতীক্ষিত শান্তিপুর-কালনা সেতু উদ্বোধনের আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেতু তৈরি হলে নদিয়ার সঙ্গে জুড়ে যাবে পূর্ব বর্ধমান। প্রতিশ্রুতি ঘিরে শুরু রাজনৈতিক তরজা।
পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরির কাজ শেষ হলেই হবে GTA নির্বাচন। পরের ধাপে হবে পঞ্চায়েত নির্বাচন। কার্শিয়ঙে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুরভোট কেন স্থগিত? পাল্টা বিজেপি।
অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি। ভাটপাড়া থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। গ্রেফতার রাহুল কুমার, বাদল বাসফোর।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যে একদিনে করোনায় ৮০৬জন আক্রান্ত, ১৫জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, ৬জনের মৃত্যু। রাজ্যকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্রের।
বাংলায় উদ্বিগ্ন দিল্লি
বেলাগাম সংক্রমণ। কাল থেকে ৩দিন রাজপুর-সোনারপুরের ৩৫টি ওয়ার্ডে কার্যত লকডাউন। শুধু অত্যাবশ্যকীয় পরিষেবাকে ছাড়।
কালীপুজোয় সব ধরনের বাজি বন্ধে হাইকোর্টে মামলা। করোনার সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে গত বছরের নির্দেশ বহাল রাখার আবেদন।
সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে থাকতেই হবে স্বাস্থ্যসাথী কিংবা হেলথ কার্ড। না হলে হাসপাতালেই মিলবে কার্ড। অ্যাডভাইসরি স্বাস্থ্য দফতরের।
আবশ্যিক ‘স্বাস্থ্যসাথী’
মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টাকে খুনের হুমকি দিয়ে স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি। তৎপর রাজ্য সরকার। ব্যবস্থা করা হল নিরাপত্তার।
ভোটার তালিকা তৈরি হলেই পাহাড়ে জিটিএ নির্বাচন, পরে পঞ্চায়েত। কার্শিয়ঙে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন পুরভোট কেন স্থগিত? পাল্টা বিজেপি।
বাংলাদেশের অশান্তিকে হাতিয়ারের অভিযোগে শান্তিপুরে অভিষেকের নিশানায় শুভেন্দু।
ভোটের সময় বাংলাদেশ সফর, অশান্তির সময় যাচ্ছেন না কেন? মোদি-শাহকে তোপ অভিষেকের। বিদেশনীতি নিয়ে লাফালাফি কেন! পাল্টা শমীক।
কংগ্রেস-সিপিএম নয়, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে তৃণমূলই। ফের হুঙ্কার অভিষেকের।
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। গাড়ি ভাঙচুরের অভিযোগ। হামলায় অভিযুক্তরা কেন অধরা? ডিজিপিকে চিঠি সুস্মিতার। রবিবার যাচ্ছেন অভিষেক।
ফের তৃণমূলের নিশানায় কংগ্রেস। বাংলা-ত্রিপুরায় সাইনবোর্ড, কেন লড়ে? খোঁচা সুস্মিতারও।
জগদ্দলে বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি। ভাটপাড়া থেকে এনআইএ-র হাতে গ্রেফতার ২।
ফুসফুসে সংক্রমণ। শ্বাসকষ্ট, রক্তচাপের সমস্যা। স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন সুব্রত মুখোপাধ্যায়। কিছুটা উন্নতি হলেই অ্যাঞ্জিওগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -