West Bengal News Live: আগামী বছর থেকে হাওড়া-রাঁচি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস
Get the latest West Bengal News and Live Updates:রাজ্যে করোনা আক্রান্ত ফের হাজার ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণে কলকাতাই শীর্ষে, একদিনে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা।
মুর্শিদাবাদের বহরমপুরে জলাভূমি ভরাটের প্রতিবাদে বিদ্বজ্জনদের অবস্থান ও অনশন কর্মসূচি বানচাল করল পুলিশ। ছাব্বিশজন আন্দোলনকারীকে আটক করা হয়। পুলিশের বিরুদ্ধে অনশনমঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে পথে নামেন আন্দোলনকারীরা। এই ঘটনায় তরজায় জড়িয়েছে কংগ্রেস ও তৃণমূল।
দিনহাটায় উপনির্বাচনের আগে BSF অফিসারের সঙ্গে দেখা করে বিধিভঙ্গ করেছেন দিলীপ ঘোষরা। জেলাশাসকের কাছে এই অভিযোগ জানাল তৃণমূল। যদিও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বামেরা। যদিও তা মানতে নারাজ তৃণমূল।
রাত নামলেই সক্রিয় হয়ে উঠছে বালি মাফিয়ার দল। অজয়ের বুক থেকে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে বালি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, তার জেরেই ভাঙনে বিপর্যস্ত বেগুনখোলা গ্রাম। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ পুরসভা। এই অভিযোগে দলের রাজ্য দফতরে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা। দলের শ্রমিক সংগঠনের তরফে পুরসভা অভিযানের ডাক দেওয়া হলেও পুলিশ তাদের রাজ্য দফতরের কাছেই আটকে দেয়।
জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। গোয়ায় তৃণমূল নেত্রীর সফরের দিনই এই মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাহুল গান্ধী সম্পর্কেও পিকে-র গলায় কটাক্ষের সুর। বিজেপির হাত শক্ত করছেন! পাল্টা আক্রমণ কংগ্রেসের। পিকের ব্যক্তিগত মত। প্রতিক্রিয়া তৃণমূলের।
তিস্তা বিশ্বাসের মৃত্যু দুর্ঘটনা নয়। ষড়যন্ত্র। পুরভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি। সিবিআই তদন্তেরও দাবি তুলেছে তারা। পুলিশের তদন্তের আগেই রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। পাল্টা মন্তব্য করেছে তৃণমূল।
৩ মাস আগে, পেগাগাসকাণ্ডের তদন্ত কমিশন তৈরি করেছিল রাজ্য সরকার। গতকাল পেগাসাসকাণ্ডের তদন্তে কমিটি তৈরি করেছে সুপ্রিম কোর্ট। এবার, রাজ্য সরকারের তৈরি করা কমিশনের ভবিষ্যত কী হবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা
হাসপাতাল থেকে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। সম্প্রতি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেরে ওঠায় আজ এইমসে ছাড়া পান রাজ্যপাল। হাসপাতালের চিকিত্সক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এবার কলকাতায় ১০০ ছাড়াল ডিজেল। লিটারে ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। লিটারে ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলও। আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা। কলকাতা-সহ রাজ্যের ২৩টির মধ্যে ২২টি জেলাতেই সেঞ্চুরি পার করেছে ডিজেল। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বেড়েছে। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।
শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি বিক্রি করার অনুমতি দিয়েছে, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে সেই বাজিও ৫০ কেজির বেশি বিক্রি করা যাবে না। আজ দমকল বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন দমকলমন্ত্রী সুজিত বসু।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৯০ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৯০,০৩২ জন। ২৮ অক্টোবর রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮,১০৯ জন। সংখ্যাটি গতকালের তুলনায় ১৩৬ জন বেশি।
দিনহাটা উপনির্বাচনের দু’দিন আগে কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারের অপসারণ দাবি করল বিজেপি। নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে তারা। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। আজই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে সর্বদল বৈঠক হয়। ভোটার তালিকায় স্বচ্ছতার দাবিতে সরব হয়েছে সব রাজনৈতিক দল
এবার কলকাতাতেও ডিজেলের সেঞ্চুরি। ৩৬ পয়সা বেড়ে লিটারে নতুন দাম ১০০ টাকা ১৪ পয়সা। ১০৯-এর কাছে পেট্রোল। পাম্প ব্ল্যাকআউট করে প্রতিবাদে জ্বালানি তেল ব্যবসায়ীরা।
গোয়া যাওয়ার আগে, আগামী মাসে ফের পাহাড়ে আসবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল গোয়ায় তৃণমূলনেত্রীর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির তরজা।
পাঁচদিনের উত্তরবঙ্গ সফর শেষে আজ গোয়ায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পানাজি বিমানবন্দর থেকে বেরোনোর পর দেখানো হয় কালোপতাকা, দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান।
কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট হয় না। বিরোধী জোটে কংগ্রেসকে থাকতেই হবে। কিন্তু জোটের মুখ হবে না কংগ্রেস। বিজেপি বিরোধী জোটের মুখ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্তব্য লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
আজ ভগিনী নিবেদিতার ১৫৫ তম জন্মদিন। বাগবাজারে নিবেদিতা সংগ্রহশালায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে রাখা হয়েছে নিবেদিতার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, আসবাব ও বই। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
পাঁচদিনের উত্তরবঙ্গ সফর শেষে আজ গোয়ায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে পানাজি পৌঁছলেন তৃণমূল নেত্রী। আগামীকাল গোয়ায় তৃণমূলনেত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তিনদিনের সফরে যোগদান কর্মসূচির পাশাপাশি, গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট নিয়ে আলোচনা হতে পারে। শনিবার রাজ্যে ফিরবেন তৃণমূলনেত্রী। পাহাড় ছাড়ার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে তিনি ফের আসবেন পাহাড়ে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের রুগ্ন রূপ, অধিকাংশ কারখানা তালাবন্দি। এর জন্য পুরোপুরি দায়ী তৃণমূল সরকার। শাসকদলকে এভাবেই আক্রমণ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাল্টা অর্জুন সিংহের বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল
পুরুলিয়ায় বিষাক্ত শিকড় খেয়ে মৃত্যু এক আদিবাসীর। তাঁর পরিবারের আরও চারজন হাসপাতালে ভর্তি।
মরা মাছ ভেসে ওঠার ঘটনায় রবীন্দ্র সরোবরের জলের নমুনা পরীক্ষার রিপোর্ট দিল মত্স্য দফতর। কেএমডিএ-কে দেওয়া সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছ, সরোবরের ২ জায়গায় জলে অক্সিজেনের মাত্রা কম মিলেছে। এই পরিস্থিতিতে জলের ওপর ৩টি ফাউন্টেন বসিয়েছে কেএমডিএ। ফাউন্টেন বসানো নিয়ে আপত্তি তুলেছে চারটি রোয়িং ক্লাব।
জওহরলাল নেহরু রোডে বেসরকারি সংস্থার অফিসের সামনে বিক্ষোভ। প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। ২০১৮ সালে ফ্ল্যাটের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। টালিগঞ্জ এলাকায়।
যে কেউ গোয়ায় আসতে পারে, যেখান থেকে ইচ্ছা লড়তে পারে। বিজেপির কোনও অসুবিধা হবে না। প্রতিক্রিয়া বিজেপি শাসিত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
নিমতৌড়িতে পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কোঅর্ডিনেটরের মৃতদেহ নিয়ে আসা হল মুরলিধর সেন লেনে। সামনেই পুরভোট। দাঁড়িয়ে থাকা গাড়িকে এভাবে ধাক্কার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা রাহুল সিনহার।
উত্তর দিনাজপুর জেলা জুড়ে জ্বরের প্রকোপ। কয়েকজন আক্রান্ত ডেঙ্গিতে। বাকিদের জ্বরের কারণ জানা যায়নি। গত ৬ দিনে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে প্রায় ৫০ জন ভর্তি হয়েছেন। ঘটনায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। হাসপাতালে গঠিত হয়েছে বিশেষ মেডিক্যাল টিম।
মাস্ক না পরায় সোনারপুর-রাজপুর পুরসভায় গ্রেফতার ৮৪। গ্রেফতার করল সোনারপুর, নরেন্দ্রপুর থানার পুলিশ। আজ থেকে তিনদিন পুর-এলাকায় বন্ধ বাজার, দোকান। বন্ধ রাজপুর, গড়িয়া, বালিয়া-সহ একাধিক বাজার।
২০২২ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে আগামী ১ নভেম্বর। তারপর থেকেই শুরু হবে ভোটার তালিকা সংশোধন, সংযোজনের কাজ। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সুব্রত বক্সী, দেবাশিস কুমার, বিজেপির অর্জুন সিং ও শিশির বাজোরিয়া, কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় এবং সিপিএমের রবীন দেব।
কয়লা পাচারকাণ্ডে দিল্লির সদর দফতরে মন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ ইডি-র। সকাল সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে হাজির হন আইনমন্ত্রী।সূত্রের খবর, কয়লাকাণ্ডে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে
চুরির অভিযোগে এক ব্যক্তি ও এক গৃহ বধূকে হেনস্থা করল গ্ৰামবাসীরা। অভিযুক্ত যুবককে মারধরও করে গ্ৰামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করার সময় জনতার সামনেই প্রকাশ্যে চড় কষালেন এক পুলিশ আধিকারিক। ঘটনা তারকেশ্বরের নতুন গ্রাম এলাকায়।
পুজো মিটতেই রাজ্যের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। হুগলিতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শ্রীরামপুর পুরসভার ৮টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। সচেতনতা প্রচারে বেরিয়ে পড়েছেন খোদ পুর প্রশাসক। কনটেনমেন্ট জোনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্র, সরকারি অফিস চত্বরেও স্প্রে করা হচ্ছে জীবাণুনাশক। মাইকে প্রচার চালানোর পাশাপাশি, বিলি করা হচ্ছে মাস্ক। পুরসভার তরফে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় সামগ্রী।
উত্তর ২৪ পরগনা জেলা বাড়ছে করোনা সংক্রমণ। মারণ ভাইরাস রুখতে দেগঙ্গা ব্লকে পুলিশের তরফে শুরু হয়েছে মাইকে প্রচার। গাড়ি থামিয়ে রাস্তায় চলছে তল্লাশি। অন্যদিকে, দেগঙ্গায় সবজি বাজারে অসচেতনতার ছবি। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক। মানা হচ্ছে না দূরত্ব বিধি। সাধারণ মানুষকে সচেতন করতে দেগঙ্গায় স্থানীয় প্রশাসনের তরফে বিলি করা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার।
মাস্ক না পরায় সোনারপুর-রাজপুর পুরসভায় গ্রেফতার ৭৪।আটক করল সোনারপুর, নরেন্দ্রপুর থানার পুলিশ।আজ থেকে তিনদিন পুর-এলাকায় বন্ধ বাজার, দোকান।
বন্ধ রাজপুর, গড়িয়া, বালিয়া-সহ একাধিক বাজার।
গতকালের পর আজও পাহাড়ে জনসংযোগ মুখ্যমন্ত্রীর। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বললেন পর্যটকদের সঙ্গে। কথা বললেন শিশুদের সঙ্গেও। আলাপচারিতার শেষে বাচ্চাদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেন উপহার। উপহার পেয়ে যারপরনাই খুশি কচিকাঁচারা। পাঁচদিনের সফর শেষে আজই গোয়ায় রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিএসএফ আধিকারিকদের সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাৎ নিয়ে কমিশনে অভিযোগ। দিনহাটায় উপনির্বাচনের আগে সাক্ষাৎ নিয়ে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল।কোচবিহারের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ।অভিযোগ জানান দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায়
রবীন্দ্র সরোবরের জলে অক্সিজেনের ঘাটতি’, মরা মাছ ভেসে ওঠার পর নমুনা পরীক্ষার রিপোর্টে উল্লেখ।মৎস্য দফতরের রিপোর্টে উল্লেখ।দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরামর্শে ফাউন্টেন বসানোর সিদ্ধান্ত। ফাউন্টেন বসানো নিয়েও সরোবরে জটিলতা।ফাউন্টেন বসানোর প্রতিবাদ জানাল রোয়িং ক্লাব।রোয়িং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কেএমডিএ-র বৈঠক
হাসপাতাল থেকে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। সম্প্রতি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন তিনি। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেরে ওঠায় আজ এইমস থেকে ছাড়া পান রাজ্যপাল। হাসপাতালের চিকিত্সক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পাঁচদিনের উত্তরবঙ্গ সফর শেষে আজ গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে আসবেন পানাজিতে। আগামীকাল গোয়ায় তৃণমূলনেত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তিনদিনের সফরে যোগদান কর্মসূচির পাশাপাশি, গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট নিয়ে আলোচনা হতে পারে। শনিবার রাজ্যে ফিরবেন তৃণমূলনেত্রী।
বেলাগাম জ্বালানি। পেট্রোল পাম্প ব্ল্যাক আউট করে অভিনব প্রতিবাদ পাম্প মালিকদের। আজ সন্ধে ৭টা থেকে সাড়ে ৭টা আধঘণ্টা পাম্পে আলো নেভানো থাকবে। হবে না তেল বিক্রি। সিদ্ধান্ত পাম্প মালিক সংগঠনের। এর পাশাপাশি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন কালো ব্যাজ পরে কাজ করেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মীরা। কলকাতার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় এই ছবি।
করোনা সংক্রমণ রুখতে শুরু হয়েছে ধরপাকড়। এদিন বিরাটি মোড়, শরৎ কলোনি এলাকায় অভিযান চালায় এয়ারপোর্ট থানার পুলিশ। বাস থামিয়ে উঠে পড়ে চলে মাস্ক বিলি। করোনা বিধিভঙ্গের অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়। বাগুইআটির কাছে নারায়ণপুরেও চলে পুলিশের অভিযান।
সম্পত্তি নিয়ে বিবাদের জের। পূর্ব বর্ধমানের মেমারিতে বৃদ্ধ বাবাকে ঝাঁটাপেটা করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বাবার অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ।
উত্তরাখণ্ড থেকে আজ রাজ্যে ফিরল আরও পাঁচ বাঙালি অভিযাত্রীর কফিনবন্দি দেহ। হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস ও সাগর দে-র দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় সকাল সাড়ে ৮টা নাগাদ। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এরপর সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের কফিনবন্দি দেহ পৌঁছয় বিমানবন্দরে। এলাকায় নিয়ে যাওয়ার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। সম্প্রতি উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হয় ১১ জন বাঙালি অভিযাত্রীর।
কোভিড বাড়ায় কড়া পদক্ষেপ রাজপুর-সোনারপুর পুরসভার।আজ থেকে তিনদিন পুর-এলাকায় বন্ধ থাকবে বাজার, দোকান।শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বেচাকেনায় ছাড়।
সকাল থেকে বন্ধ রাজপুর, গড়িয়া, বালিয়া-সহ একাধিক বাজার।চলছে বাজার এলাকা স্যানিটাইজ করার কাজ
উত্তরাখণ্ড থেকে আজ রাজ্যে ফিরছে আরও পাঁচ বাঙালি অভিযাত্রীর দেহ। হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস ও সাগর দে-র দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছল সকালে। এরপর সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের কফিনবন্দি দেহ আনা হবে কলকাতা বিমানবন্দরে। এলাকায় নিয়ে যাওয়ার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। সম্প্রতি উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হয় ১১ জন বাঙালি অভিযাত্রীর
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জলে ডুবে দুই কিশোরের মৃত্যু। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ছাত্র। পরে মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, দু’জনের কেউই সাঁতার জানত না।
নিম্নমানের খাবার দেওয়া ও যথাযথ স্বাস্থ্য পরিষেবা না পাওয়ার অভিযোগ। সিউড়ির সুলতানপুর প্রাক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ রোগী ও তাঁদের পরিজনদের।অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলা স্বাস্থ্য দফতরের।
মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে হাওড়ার কয়েকটি জায়গাকেও। হাওড়া সদর ও গ্রামীণ এলাকার ২৮টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে।
উত্তরাখণ্ড থেকে আজ রাজ্যে ফিরছে আরও পাঁচ বাঙালি অভিযাত্রীর দেহ। হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস ও সাগর দে-র দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছবে সকাল সোয়া ৮টা নাগাদ। এরপর সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের কফিনবন্দি দেহ আনা হবে কলকাতা বিমানবন্দরে। এলাকায় নিয়ে যাওয়ার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। সম্প্রতি উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হয় ১১ জন বাঙালি অভিযাত্রীর।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন জায়গায় হানা দিয়ে চোলাইয়ের ঠেক ভাঙল পুলিশ-প্রশাসন। নষ্ট করে দেওয়া হয় চোলাই তৈরির কাঁচামাল। পুলিশ সূত্রে খবর, দুই চোলাই কারবারিকে আটক করা হয়েছে।
এবার কলকাতায় ১০০ ছাড়াল ডিজেল। লিটারে ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। লিটারে ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলও। আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা।
বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে দোতলা বাড়িতে আগুন। বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গতকাল রাত ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দারা পুরনো কাঠের বাড়িটি দাউদাউ করে জ্বলতে দেখেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়ায় আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে দু’-একজন থাকতেন। প্রতিবেশীরাই তাঁদের উদ্ধার করেন। দমকলের ৪টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান। পশ্চিম মেদিনীপুরের ছেরুয়া থেকে প্রায় একশো কেজি শব্দবাজি উদ্ধার করল কোতয়ালি থানার পুলিশ।
প্রায় ২০দিন নিখোঁজ থাকার পর, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে উদ্ধার মহিলার পচাগলা মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রেক্ষাপট
কলকাতা: উত্তরাখণ্ডে ফের দুর্ঘটনা, ৫ বাঙালির মৃত্যু। কৌশানি যাওয়ার পথে খাদে আসানসোল-রানিগঞ্জের পর্যটকদের গাড়ি। আহত ১১, সঙ্কটজনক ৭।
নিমতৌড়িতে দুর্ঘটনা, ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাসের মৃত্যু। গুরুতর আহত স্বামী-মেয়ে। গাড়িতে পিছন থেকে ট্যাঙ্কারের ধাক্কা।
রাজ্যে করোনা আক্রান্ত ফের হাজার ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণে কলকাতাই শীর্ষে, একদিনে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা।
স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে রোগী ফেরানোর অভিযোগ। ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ স্বাস্থ্য কমিশনের। ৩ নভেম্বরের মধ্যে জবাব তলব।
মার্চের প্রথম সপ্তাহেই হতে পারে মাধ্যমিক, এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক, এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্স। নবান্নের অনুমোদনের অপেক্ষা।
নভেম্বর থেকে খুলছে স্কুল, তৈরি গাইডলাইনের খসড়া। এক সময়ে সব ক্লাস নয়, স্কুল শুরু-ছুটির সময়ও বদলের ভাবনা। আপাতত খেলাধুলো, অনুষ্ঠানে লাগাম।
পেগাসাস নিয়ে সংসদে ঝড় তোলার প্রস্তুতি তৃণমূলের। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি সুদীপের। অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ। বাংলাতেও ফোন ট্যাপ হয়, পাল্টা সুকান্ত।
উপনির্বাচনের ঠিক আগে উত্তরবঙ্গ-বিজেপিতে ভাঙন। তৃণমূলে ফিরলেন রায়গঞ্জের বিধায়ক।
ভোটের ৬ মাসের মধ্যেই বিজেপি ৭৭ থেকে কমে ৭০। মমতার প্রশংসা করে দল ছাড়ালেন রায়গঞ্জের বিধায়ক।
এবার আরব আমিরশাহী থেকে মমতাকে আমন্ত্রণ। শারজা আন্তর্জাতিক বইমেলায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। বইমেলা শুরু ৩ নভেম্বর, চলবে ১৩ তারিখ পর্যন্ত।
খুনের হুমকি দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার স্ত্রীকে হুমকি চিঠি। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর। রাজাবাজার সায়েন্স কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ।
দীপাবলিতে ২ ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজিতে পর্ষদের ছাড়। ৩৫ মিনিট ছাড় বড়দিন-বর্ষবরণের রাতে। বাজি দূষণহীন হয় নাকি! প্রশ্ন পরিবেশকর্মীদের।
স্থিতিশীল হলেও, এখনও সঙ্কটমুক্ত নন সুব্রত মুখোপাধ্যায়। ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল। দিল্লির এইমসে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -