West Bengal News Live : উৎসবের মরসুমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, বঙ্গে নতুন করে আক্রান্ত ৯৮২

West Bengal News LIVE Updates: পেটে সূচ, ৪দিন ধরে একের পর এক হাসপাতালের ‘প্রত্যাখ্যান’! মমতার সফর থেকে পুরভোটের প্রস্তুতি। রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে পেতে নজর রাখুন........

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Oct 2021 08:22 PM
WB News Live Updates: এখনও বন্যার জলে ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা

এখনও বন্যার জলে ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। তার ফল ভুগছেন গ্রামবাসীরা। অভিযোগ, বন্যার জলে রেশন কার্ড নষ্ট হয়ে যাওয়ায় মিলছে না দুয়ারে রেশন প্রকল্পের পরিষেবা। সমস্যার কথা মানছে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে স্থানীয় প্রশাসনও। দ্রুত সমাধানের আশ্বাস মহকুমাশাসকের।

West Bengal News Live: স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগ উঠল শিলিগুড়ির মেডিকা হাসপাতালের বিরুদ্ধে

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগ উঠল শিলিগুড়ির মেডিকা হাসপাতালের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে রোগীর পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

WB News Live Updates: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। তবু একাংশের মাস্ক পরায় চরম অনীহা

রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। তবু একাংশের মাস্ক পরায় চরম অনীহা। শুক্রবার সকাল থেকেই লেকটাউন-বাঙুর-দমদম পার্ক বাস স্টপ সংলগ্ন এলাকায় পথে নামে পুলিশ।  দুপুর ২টো পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়।

West Bengal News Live: আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের পর্দাফাঁস

আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের পর্দাফাঁস। পুলিশের জালে প্রতারণাচক্রের মূল পাণ্ডা রাজেশ সিং বাঘেল-সহ ২। ধৃত রাজেশ পেশায় আইটি ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রে দাবি, রাজেশের হাত ধরেই রাজ্যের একাধিক জেলায় গড়ে ওঠে ভুয়ো কল সেন্টার। ধৃতকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

WB News Live Updates: আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের পর্দাফাঁস, পুলিশের জালে প্রতারণাচক্রের মূল পাণ্ডা রাজেশ সিং বাঘেল-সহ ২

আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের পর্দাফাঁস। পুলিশের জালে প্রতারণাচক্রের মূল পাণ্ডা রাজেশ সিং বাঘেল-সহ ২। ধৃত রাজেশ পেশায় আইটি ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রে দাবি, রাজেশের হাত ধরেই রাজ্যের একাধিক জেলায় গড়ে ওঠে ভুয়ো কল সেন্টার। ধৃতকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

West Bengal News Live: বিজেপি করায় মিলছে না ভ্যাকসিন, পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভ্যাকসিন নিয়ে এমনই অভিযোগ গেরুয়া শিবিরের

বিজেপি করায় মিলছে না ভ্যাকসিন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভ্যাকসিন নিয়ে এমনই অভিযোগ তুলল গেরুয়া শিবির। ব্লক স্বাস্থ্য আধিকারিককের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

WB News Live Updates: প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা বির্তকে আদালতে জয় পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা বির্তকে আদালতে জয় পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে মামলা স্থানান্তরের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্জ। ক্যাটের কলকাতা বেঞ্চেই হবে শুনানি

West Bengal News Live: ১৬০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার

রাজ্যে বাজি ফাটানো আজ নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতা হাইকোর্ট ।  এই পরিস্থিতিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ বেশ কিছু নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। এ দিন একটি সূত্র মারফত খবর পেয়ে  স্ট্র্যান্ড রোডে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। এরপর একটি গাড়ি আটক করে সেখান থেকে মোট ১৬০ কেজি বাজি উদ্ধার করেন। ঘটনায় ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করা হয়েছে।

WB News Live Updates: রাজ্যে একদিনে আক্রান্ত ৯৮২ জন, মৃত ৮ জন

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে আক্রান্ত ৯৮২ জন, মৃত ৮ জন। কলকাতায় একদিনে সংক্রমিত ২৭৩ জন, মৃত ১। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৬১ জন, মৃত ২।

West Bengal News Live: মমতাকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

কংগ্রেসকে মমতার সমালোচনা নিয়ে কিছু বলার নেই বিজেপির। একটা প্রশ্ন তৃণমূলনেত্রী নিজেকে করুন। পশ্চিবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা কেন কাজ করতে যান গোয়ায়? গোয়া থেকে তো কেউ পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন না? খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

WB News Live Updates: ২০২০-২১ অর্থবর্ষে ইপিএফও-তে ৮.৫ শতাংশ সুদেই অনুমোদন

২০২০-২১ অর্থবর্ষে ইপিএফও-তে ৮.৫ শতাংশ সুদেই অনুমোদন। ৮.৫% হারেই সুদ পাবেন ইপিএফও-র ৫ কোটিরও বেশি গ্রাহক। ইপিএফওর অছি পরিষদের সুপারিশে অর্থমন্ত্রকের অনুমোদন: সূত্র। ২০১৯-২০ অর্থবর্ষে ইপিএফও-র সুদের হার ছিল ৮.৫ শতাংশ। ২০১৮-১০ অর্থবর্ষে ইপিএফও-র সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ।

West Bengal News Live: কাঁকুলিয়া রোডে জোড়া খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ

কাঁকুলিয়া রোডে জোড়া খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। গতকাল গভীররাতে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া থেকে সঞ্জয় মণ্ডল নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়িচালক রবীন মণ্ডলের খুনে সরাসরি যুক্ত পেশায় টোটোচালক সঞ্জয়। জোড়া খুনে মূল অভিযুক্ত ভিকির প্রতিবেশী সঞ্জয় পুলিশ আসার সম্ভাবনা আঁচ করে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে ছিল। এখনও অধরা ভিকি। 

WB News Live Updates: বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন মমতা

গোয়ায় মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলি। তাঁদের দলে নেওয়ার পরে গোয়ায় পরিবর্তনের ডাক দেন তৃণমূল নেত্রী। বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন বিজেপিকে। পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবিরও।

West Bengal News Live: মত্ত অবস্থায় বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ

মত্ত অবস্থায় বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত ছেলে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। মৃতের নাম মৃত্যুঞ্জয় সাঁতরা। পরিবারের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুঞ্জয় ও তাঁর ছেলে উদয়ের মধ্যে প্রায়ই গন্ডগোল হত।

WB News Live Updates: পেটে সূচ, ৪ দিন ধরে একের পর এক হাসপাতালের ‘প্রত্যাখ্যান’!

পেটে সূচ, ৪ দিন ধরে একের পর এক হাসপাতালের ‘প্রত্যাখ্যান’!  ৪ হাসপাতালে ঘুরতে হল বোলপুরের মহিলাকে। সেলাইয়ের কাজ করার সময় দুর্ঘটনাবশত পেটের মধ্যে সূচ ঢুকে যায়। বোলপুর, বর্ধমান, এসএসকেএম, আরজি কর থেকে প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে। ২টি হাসপাতালে অস্ত্রোপচার করেও সূচ না বেরোনোয় ফেরানোর অভিযোগ। শেষে ফের এসএসকেএমে ফিরেও বেড না পাওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেমের সামনে রাস্তাতেই পড়ে রোগিণী। বিতর্কের মুখে রোগিণীকে ভর্তির আশ্বাস এসএসকেএম কর্তৃপক্ষের।

West Bengal News Live: কাল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

কাল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দায় উপনির্বাচন। তুঙ্গে প্রস্তুতি।

WB News Live Updates: তিনদিনের সফরে গোয়ায় পৌঁছেই কংগ্রেস ও রাজ্যের বিজেপি সরকারকে একযোগে আক্রমণ মমতার

তিনদিনের সফরে গোয়ায় পৌঁছেই কংগ্রেস ও রাজ্যের বিজেপি সরকারকে একযোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল বিজেপির হয়ে যাঁরা ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছেন, তাঁদের ব্ল্যাক আউট করার ডাক দিয়েছেন মমতা। দলীয় বৈঠকের পর বেলা ১২টায়, মৎস্যজীবীদের সংগঠনের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি যান গোয়ার মাঙ্গুয়েশি মন্দিরে।

West Bengal News Live: প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন চালু করতে রাজ্যের অনুমতি

প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন চালু করতে রাজ্যের অনুমতি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করতে ছাড়পত্র। করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়ে ছাড়পত্র। ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলে ছাড়পত্র। ৫০ শতাংশ থেকে বেড়ে রেস্তোরাঁ, জিমে ৭০ শতাংশে রাজ্যের অনুমতি
হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে অনুমতি। ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে রাত্রিকালীন কড়াকড়ি। কালীপুজো, দীপাবলির জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড়। ছটপুজোর জন্য ১০-১১ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড়। ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ

WB News Live Updates: জওয়ানদের অনুশীলনের সময় গুলি ছিটকে জখম অষ্টম শ্রেণির ছাত্রী

খড়গপুরে গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির ছাত্রী। ইএফআর জওয়ানদের অনুশীলনের সময় গুলি ছিটকে জখম বলে অভিযোগ। আহত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ, মেদিনীপুর মেডিক্যালে ভর্তি। এব্যাপারে এখনও ইএফআরের কোনও প্রতিক্রিয়া মেলেনি

West Bengal News Live: উত্তর ২৪ পরগনার খড়দা কেন্দ্রের ডিসিআরসি খোলা হয়েছে নিউ ব্যারাকপুরের এসিপি কলেজে

উত্তর ২৪ পরগনার খড়দা কেন্দ্রের ডিসিআরসি খোলা হয়েছে নিউ ব্যারাকপুরের এসিপি কলেজে। মোট বুথ ৩৩৫। এর মধ্যে অক্সিলিয়ারি বুথের সংখ্যা ৯৯। মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। খড়দা কেন্দ্রের জন্য মোট ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিন ডিসিআরসি পরিদর্শনে যান ব্যারাকপুরের কমিশনার মনোজ বর্মা।  >>

WB News Live Updates: দিনহাটা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি তৈরি হয়েছে দিনহাটা কলেজে, বুথ ৪১৭টি

কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি তৈরি হয়েছে দিনহাটা কলেজে। মোট বুথ ৪১৭। এর মধ্যে অক্সিলিয়ারি বুথের সংখ্যা ১০১। ১৫৩টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ২ লক্ষ ৯৮ হাজার ৮০। দিনহাটা কেন্দ্রের জন্য ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।  >>

West Bengal News Live : "পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা কেন কাজ করতে যান গোয়ায়"

কংগ্রেসকে মমতার সমালোচনা নিয়ে কিছু বলার নেই বিজেপির। একটা প্রশ্ন তৃণমূলনেত্রী নিজেকে করুন। পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা কেন কাজ করতে যান গোয়ায়? গোয়া থেকে তো কেউ পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন না ? মমতার আক্রমণের পাল্টা খোঁচা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

West Bengal News Live: তৃণমূল রক্ত দেবে, বিজেপির সঙ্গে আপস করবে না : মমতা


তৃণমূল রক্ত দেবে, বিজেপির সঙ্গে আপস করবে না। গোয়ার প্রথম বৈঠকেই কংগ্রেসকে আক্রমণ মমতার

West Bengal News Live: বাজির ওপর এবছরও স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

যে কোনও ধরনের বাজির ওপর এবছরও স্থগিতাদেশ। স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। গত বছরের নির্দেশিকাই বহাল। কোন ধরনের বাজি পোড়ানো যাবে না। বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার রয়েছে। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হয়। পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় পুলিশের কাছে নেই। পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব। করোনা প্রতিদিন বাড়ছে। যাদের শ্বাস যন্ত্রের সমস্যা আছে তাদের আরও বেশি সমস্যা হতে পারে। কালীপূজা, ছটপূজা, গুরুনানক জন্মদিন, বড়দিনেও বাজি নিষিদ্ধ। বাজির ক্রয় বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা।
পুলিশ কড়া হতে পরিস্থিতির মোকাবিলা করবে।

West Bengal News Live: খড়দার ডিসিআরসি পরিদর্শনে ব্যারাকপুরের কমিশনার

উত্তর ২৪ পরগনার খড়দা কেন্দ্রের ডিসিআরসি খোলা হয়েছে নিউ ব্যারাকপুরের এসিপি কলেজে। মোট বুথ ৩৩৫। এর মধ্যে অক্সিলিয়ারি বুথের সংখ্যা ৯৯। মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। খড়দা কেন্দ্রের জন্য মোট ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিন ডিসিআরসি পরিদর্শনে যান ব্যারাকপুরের কমিশনার মনোজ বর্মা।

West Bengal News Live: তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের নাফিসা আলি

তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের নাফিসা আলি। গোয়ায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি দলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে। কলকাতায় জন্ম নাফিসা আলির। সাঁতারে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন নাফিসা মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাফিসা আলি। ২০০৯-এ সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের লখনউ থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান নাফিসা। পরে ফিরে আসেন কংগ্রেসে। আজ মৃণালিনী দেশপ্রভুও তৃণমূলে যোগ দেন।

West Bengal News Live: প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা-বিতর্ক নিয়ে মামলায় হাইকোর্টে জয় আলাপনের

ইয়াস বিপর্যয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা-বিতর্ক নিয়ে মামলায় হাইকোর্টে জয় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। মামলা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের জন্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ খারিজ করল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি হবে কলকাতা বেঞ্চে। দ্রুত নিষ্পত্তি করতে হবে মামলার, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ইয়াস বিপর্যয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা-বিতর্ক নিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় রাজ্যের তত্কালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে কর্মীবর্গ ও প্রশিক্ষণমন্ত্রক। গত ২২ অক্টোবর মামলা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের নির্দেশ দেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চ। সেই নির্দেশই খারিজ করল কলকাতা হাইকোর্ট। 

West Bengal News Live: রাজপুর-সোনারপুর এলাকায় করোনা সংক্রমণ রুখতে আজও তৎপর পুলিশ-প্রশাসন

রাজপুর-সোনারপুর এলাকায় করোনা সংক্রমণ রুখতে আজও তত্পর পুলিশ-প্রশাসন। চলল ধরপাকড়। কোভিড বিধিভঙ্গ করে দোকান খোলা ও বিনা মাস্কে বের হওয়ায় ১৫ জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। এদিন গড়িয়া, বোড়াল-সহ রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু হয়েছে।

West Bengal News Live: মত্ত অবস্থায় বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ, অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ অভিযুক্ত ছেলের

মত্ত অবস্থায় বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত ছেলে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। মৃতের নাম মৃত্যুঞ্জয় সাঁতরা। পরিবারের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুঞ্জয় ও তাঁর ছেলে উদয়ের মধ্যে প্রায়ই গন্ডগোল হত। গতকাল নেশাগ্রস্ত অবস্থায় বচসায় জড়ান বাবা ও ছেলে। অভিযোগ, বচসা চলাকালীন উদয় ধারাল অস্ত্র নিয়ে বাবার ওপর চড়াও হয়ে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৮-এর ওই ব্যক্তির। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ছেলে। বাবাকে খুনের অভিযোগে রাতেই তাঁকে গ্রেফতার করে উদয়নারায়ণপুর থানার পুলিশ।

West Bengal News Live: দুপুর ১টায় গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে তৃণমূলনেত্রীর সাংবাদিক বৈঠক

তিনদিনের সফরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। গোয়ার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টায়, মৎস্যজীবীদের সংগঠনের সঙ্গে কথা বলবেন তিনি। দুপুর ১টায়, গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে তৃণমূলনেত্রীর সাংবাদিক বৈঠক। এরপর, গোয়ার মাঙ্গুয়েশি মন্দির, মহালসা নারায়ণী মন্দির ও তপোভূমি মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পৌনে ৬টায়, গোয়ার নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন তিনি। ২০২২-এ গোয়ায় বিধানসভা ভোট। গোয়া দখলে আশাবাদী তৃণমূল। অন্যদিকে, গোয়ার বিজেপি সরকার তৃণমূলকে রাজনৈতিক পর্যটক হিসেবে দেখছে। 

West Bengal News Live: সকাল থেকে লেকটাউন এলাকায় পুলিশের মাস্ক অভিযান

সকাল থেকে লেকটাউন এলাকায় পুলিশের মাস্ক অভিযান। বাসে উঠে চেকিং। তল্লাশি অটো, নজর ভ্যান-সাইকেলেও। গ্রেফতার অন্তত ২৫।

West Bengal News Live: কাঁকুলিয়া কর্পোরেট কর্তা খুনে ধৃত আরও ১

কাঁকুলিয়া কর্পোরেট কর্তা খুনে ধৃত আরও ১। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে ৪। দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া থেকে গ্রেফতার করা হয় তাকে। আজ ভোররাতে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। পুলিশ আসার খবর আঁচ করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে ছিল অভিযুক্ত। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ আছে ধৃতের, দাবি পুলিশের। ধৃত ভিকি-সঙ্গীর নাম সঞ্জয় মণ্ডল। এখনও অধরা জোড়া খুনে মূল অভিযুক্ত ভিকি।

West Bengal News Live: উইপ্রো মোড়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দুই গাড়ির চালক

নাইট ডিউটি সেরে ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। সেক্টর ফাইভ থেকে নিউটাউন যাওয়ার পথে, ভোর ৫টা নাগাদ উইপ্রো মোড়ে দুর্ঘটনা ঘটে। বেসরকারি সংস্থার কর্মীর গাড়ির সঙ্গে আরেকটি গাড়িকে ধাক্কা লাগে। অল্পের জন্য রক্ষা পান দুই গাড়ির চালক। এর জেরে বেশ কিছুক্ষণ উইপ্রো মোড়ে যান চলাচল ব্যাহত হয়। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: এবার রাজ্যের ২৩টি জেলাতেই সেঞ্চুরি পার করল ডিজেল

এবার রাজ্যের ২৩টি জেলাতেই সেঞ্চুরি পার করল ডিজেল। কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে আজ শহরে পেট্রোলের নতুন দাম হয়েছে ১০৯ টাকা ১২ পয়সা। গতকালই কলকাতায় ১০০ ছাড়িয়েছে ডিজেল। লিটারে ৩৫ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ৪৯ পয়সা। 

West Bengal News Live: বিজেপির হাত শক্ত করতে গোয়ায় লুঠের টাকায় বিধায়ক কিনতে গেছেন মমতা

বিজেপির হাত শক্ত করতে গোয়ায় লুঠের টাকায় বিধায়ক কিনতে গেছেন মমতা। আক্রমণ অধীরের। বাংলায় হারের হতাশা, পাল্টা সৌগত।

West Bengal News Live: পানাজি বিমানবন্দর থেকে বেরনোর পরেই তৃণমূলনেত্রীকে কালো পতাকা

পানাজি বিমানবন্দর থেকে বেরনোর পরেই তৃণমূলনেত্রীকে কালো পতাকা। গাড়ির সামনে গো ব্যাক-জয় শ্রীরাম স্লোগান।

WB News Live Updates : আজ গোয়ায় একাধিক কর্মসূচি মমতার

উত্তরবঙ্গ থেকে গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একাধিক কর্মসূচি। লাভ হবে না, কটাক্ষ গোয়ার মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুন, কটাক্ষ সুকান্তর।

প্রেক্ষাপট

রাত নামলেই সক্রিয় হয়ে উঠছে বালি মাফিয়ার দল। অজয়ের বুক থেকে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে বালি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, তার জেরেই ভাঙনে বিপর্যস্ত বেগুনখোলা গ্রাম। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।


দিনহাটায় উপনির্বাচনের আগে BSF অফিসারের সঙ্গে দেখা করে বিধিভঙ্গ করেছেন দিলীপ ঘোষরা। জেলাশাসকের কাছে এই অভিযোগ জানাল তৃণমূল। যদিও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বামেরা। যদিও তা মানতে নারাজ তৃণমূল।


মুর্শিদাবাদের বহরমপুরে জলাভূমি ভরাটের প্রতিবাদে বিদ্বজ্জনদের অবস্থান ও অনশন কর্মসূচি বানচাল করল পুলিশ। ছাব্বিশজন আন্দোলনকারীকে আটক করা হয়। পুলিশের বিরুদ্ধে অনশনমঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে পথে নামেন আন্দোলনকারীরা। এই ঘটনায় তরজায় জড়িয়েছে কংগ্রেস ও তৃণমূল।


জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। গোয়ায় তৃণমূল নেত্রীর সফরের দিনই এই মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাহুল গান্ধী সম্পর্কেও পিকে-র গলায় কটাক্ষের সুর। বিজেপির হাত শক্ত করছেন! পাল্টা আক্রমণ কংগ্রেসের। পিকের ব্যক্তিগত মত। প্রতিক্রিয়া তৃণমূলের।


তিস্তা বিশ্বাসের মৃত্যু দুর্ঘটনা নয়। ষড়যন্ত্র। পুরভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি। সিবিআই তদন্তেরও দাবি তুলেছে তারা। পুলিশের তদন্তের আগেই রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। পাল্টা মন্তব্য করেছে তৃণমূল।


কোভিড বাড়ায় কড়া পদক্ষেপ রাজপুর-সোনারপুর পুরসভার। গতকাল থেকে তিনদিন পুর-এলাকায় বন্ধ থাকবে বাজার, দোকান। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বেচাকেনায় ছাড়। গতকাল সকাল থেকে বন্ধ রাজপুর, গড়িয়া, বালিয়া-সহ একাধিক বাজার। চলছে বাজার এলাকা স্যানিটাইজ করার কাজ

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.