West Bengal News Live: শ্রাবন্তীর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে ট্যুইট তথাগতর

Get the latest West Bengal News and Live Updates:বিজেপির পুরসভা অভিযানে মিলল না অনুমতি।অনুমতি না পেলেও কর্মসূচিতে অনড় বিজেপি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Jul 2021 10:51 PM
West Bengal News Live: শ্রাবন্তীর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে ট্যুইট তথাগতর

এবার তথাগত রায়ের নিশানায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তীর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে ট্যুইট। শ্রাবন্তীর নির্বাচনী এজেন্ট ছিলেন সোহেল দত্ত। ‘এবার বিজেপির নিচুতলার কর্মীরা বিচার করুন’। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সোহেলের ছবি ট্যুইট করে মন্তব্য তথাগতর। ট্যুইট না করে দলে আলোচনা করলে ভাল হত, প্রতিক্রিয়া সায়ন্তন বসুর।

West Bengal News Live: হালিশহরের পর এবার কাঁচরাপাড়ায় কাটা হাত-পা উদ্ধার

হালিশহরের পর এবার কাঁচরাপাড়ায় কাটা হাত-পা উদ্ধার। গতকাল হালিশহরে পাওয়া দিয়েছিল প্যাকেটবন্দি মুণ্ড। আজ কাঁচরাপাড়ার সিটি বাজারে উদ্ধার কাটা হাত-পা। দেহাবশেষগুলি একই ব্যক্তির কিনা, তদন্তে পুলিশ।

West Bengal News Live: ৩০ মার্চের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ ৯০০-র নিচে

৩০ মার্চের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ ৯০০-র নিচে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮৫ জন, মৃত ১৮। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৭ জন। সক্রিয় রোগীর কমে ৮৩০ জন, বাড়ল সুস্থতার হার। 

West Bengal News Live: নিজের বাড়িরই ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে পারলেন না ? তুষারকে ট্যুইট-খোঁচা অভিষেকের

দেশের সম্মানীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা, ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও নিজের কথার প্রমাণ হিসাবে, নিজের বাড়িরই ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে পারলেন না। সলিসিটর জেনারেল, এরকম দুর্বল যুক্তি দিয়ে আপনি দেশে বিজেপির সিক্রেট জেনারেল হিসাবে কাজ চালিয়ে যেতে পারবেন, সলিসিটর জেনারেল হিসাবে নয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ জল্পনা প্রসঙ্গে ট্যুইটে কটাক্ষ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: "দুঃখের", অভিজিৎ-এর কংগ্রেস-ত্যাগে ট্যুইট প্রণব-কন্যা শর্মিষ্ঠার

দুঃখের!!! দাদা অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার পরে ট্যুইটে প্রতিক্রিয়া প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের। আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রণব-পুত্র অভিজিৎ। জঙ্গিপুরে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ।

West Bengal News Live: বাস ভাড়া নিয়ে বৈঠক নবান্নে

বাস-ভাড়া নিয়ে ময়দানের টেন্টে বৈঠকের পর নবান্নে ফের বৈঠক। নবান্নে পরিবহণমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে বাস মালিক সংগঠনের বৈঠক। আপাতত বাসের ভাড়া বাড়ানো যাবে না, বিকল্প খুঁজুন। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যসচিব: সূত্র।

West Bengal News Live: বেলাগাম পেট্রোল, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

বেলাগাম পেট্রোল। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। পেট্রোল-ডিজেল থেকে কম রাজস্ব আদায় করুন। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চিঠি পাঠালেন মমতা। তাঁর বক্তব্য, মে মাসে ৮ বার, জুন মাসে ৬ বার মূল্যবৃদ্ধি হয়েছে। ফলে, সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। 

West Bengal News Live: কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ। জঙ্গিপুরে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। বলেন, "বাম বিরোধিতার জন্যই চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। সম্প্রতি বিজেপি ঝড় রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক সদস্য হিসেবে তৃণমূলে যোগদান। দেশের সংহতি ও ঐক্য রক্ষার্থে লড়াই চলবে। দল যে দায়িত্ব দেবে, সেভাবেই কাজ করব।"

West Bengal News Live: ভাঙড়ের পোলেরহাটে পঞ্চায়েত অফিস ভাঙচুর

ভাঙড়ের পোলেরহাটে পঞ্চায়েত অফিস ভাঙচুর। ভাঙচুর করা হয়েছে তৃণমূলের উপপ্রধান হাকিমুল ইসলামের গাড়িও । হামলার অভিযোগ জমিরক্ষা কমিটির বিরুদ্ধে। ১০০ দিনের কাজ চাইতে এসে হঠাৎ হামলার অভিযোগ। ‘কাজ না পেয়ে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ’। হামলার অভিযোগ অস্বীকার করে দাবি জমিরক্ষা কমিটির।

West Bengal News Live: 'আগে বাস নামান, তারপরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা’, বৈঠকে মালিকদের প্রস্তাব রাজ্যের

বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। ‘আগে রাস্তায় বাস নামান, তারপরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা’,বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে প্রস্তাব রাজ্য সরকারের।বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে পরিবহণমন্ত্রী, পুলিশ

WB News Live Updates: তৃণমূলে আসার পরে যা দায়িত্ব দেবে, তাই পালন করব, বললেন অভিজিৎ মুখোপাধ্যায়

‘সনিয়া ছেলের জন্য যা করেছেন, প্রণব মুখোপাধ্যায় তা করেননি।সব সময় নিরপেক্ষই ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তৃণমূলে আসার পরে যা দায়িত্ব দেবে, তাই পালন করব’। বললেন অভিজিৎ মুখোপাধ্যায়ের।

West Bengal News Live: দেবাঞ্জন কাণ্ডের জের, অনুষ্ঠানে যেতে খোঁজখবর নিতে হবে,বিধায়কদের সতর্কবার্তা তৃণমূলের

দেবাঞ্জন কাণ্ডের জের, বিধায়কদের সতর্ক করল তৃণমূল। আজ তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক হয় বিধানসভায়। দলীয় বিধায়কদের সতর্ক করে জানানো হয়, ‘অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক থাকতে হবে বিধায়কদের।  কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ নিতে হবে উদ্যোক্তাদের বিষয়ে।অনুষ্ঠানে কারা আমন্ত্রিত সে বিষয়েও খোঁজ নিতে হবে।

WB News Live Updates: ক্ষমতায় আসার স্বপ্নভঙ্গের পর মুখরক্ষার চেষ্টা বিজেপির, কটাক্ষ ফিরহাদের

২০০ আসন নিয়ে ক্ষমতায় আসার স্বপ্নভঙ্গের পর মুখরক্ষার চেষ্টা। বিজেপির পুরসভা অভিযানকে কটাক্ষ ফিরহাদ হাকিম।

West Bengal News Live: পুর অভিযানে রুট বদলে চমকের চেষ্টা বিজেপির

পুলিশের অনুমতি না মিললেও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা। রুট বদলে চমক দেওয়ার চেষ্টা করে বিজেপি।তত্পর ছিল পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল আটকায় পুলিশ। 

WB News Live Updates: সেন্ট্রাল অ্যাভিনিউতে পরিস্থিতি কার্যত স্বাভাবিক, যান চলাচল শুরু

বিজেপির মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউতে পরিস্থিতি কার্যত স্বাভাবিক। যান চলাচল শুরু হয়েছে। 

West Bengal News Live: বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

হিন্দুস্তান বিল্ডিংয়ের সামনে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। প্রিজন ভ্যানে তোলা হয়েছে অগ্নিমিত্রা সহ বিজেপি কর্মী-সমর্থকদের।

WB News Live Updates: রাস্তায় বসে পড়ে প্রতিবাদ অগ্নিমিত্রার

বিজেপি নেতা-কর্মীদের আটক করে লালবাজারে বাসে করে নিয়ে যাচ্ছে পুলিশ। সরকারের সমালোচনায় দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু সহ বিজেপি নেতারা।রাস্তায় বসে পড়ে প্রতিবাদ অগ্নিমিত্রার। 

West Bengal News Live: সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল আটকাল পুলিশ

সেন্ট্রাল অ্যাভিনিউর হিন্দুস্তান বিল্ডিংয়ের কাছে বিজেপির মিছিল আটকে দিয়েছে পুলিশ। গ্রেফতার করে বাসে তোলা হচ্ছে বিজেপি কর্মীদের। 

WB News Live Updates: পথ পরিবর্তন করে গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে পুরসভা অভিমুখে বিজেপির মিছিল

সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে পথে পুরসভা অভিমুখে বিজেপির মিছিল যাওয়ার কথা ছিল, সেই পথ পরিবর্তন করে গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে রওনা হয়েছে। ওয়েলিংটন স্কোয়ার হয়ে এসএন ব্যানার্জী রোড ধরে মিছিল যাওয়ার কথা ছিল।

West Bengal News Live: সুবোধ মল্লিক স্কোয়ারে বিজেপি কর্মীদের ভিড় বাড়ছে

মুরলীধর সেন লেন থেকে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে রওনা দিলেন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও বিজেপি নেতা-কর্মীদের মিছিল এগিয়ে যায়। সুবোধ মল্লিক স্কোয়ারে বিজেপি কর্মীদের ভিড় বাড়ছে।

WB News Live Updates: শেষ মুহূর্তের প্রস্তুতি বিজেপি দফতরে

মুরলীধর সেন লেনে দলীয় দফতরে কর্মসূচীর জন্য ইতিমধ্যেই উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতারা। এখান থেকে তাঁরা সুবোধ মল্লিক স্কোয়ারে যাবেন।

West Bengal News Live: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান, কড়া পুলিশি ব্যবস্থা

 ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান। কড়া পুলিশি ব্যবস্থা। হাজির উচ্চপদস্থ আধিকারিকরা

WB News Live Updates: ভোট পরবর্তী হিংসা নিয়ে নবান্নে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক জাতীয় মানবাধিকার কমিশনের

ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে নবান্নে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক জাতীয় মানবাধিকার কমিশনের। এদিন জাতীয় মানবাধিকার কমিশনের ২ প্রতিনিধি ডিজি বীরেন্দ্রর সঙ্গে আধঘণ্টা বৈঠক করেন। নবান্ন সূত্রে খবর, বেশ কয়েকটি জায়গায় পরিদর্শনে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। এরপর রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তথ্য বিনিময় করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।

West Bengal News Live: জাতীয় মানবাধিকার কমিশনের উপস্থিতিতে হবে কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত

হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের উপস্থিতিতে মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের ময়নাতদন্ত হবে। মৃতের পরিবারের দাবি, তারা দেহ সনাক্ত করতে পারছে না। এনআরএস হাসপাতালে মর্গ থেকে আজ মৃত বিজেপি কর্মীর দেহ নিয়ে যাওয়া হল আলিপুরের কম্যান্ড হাসপাতালে।
২ মে ভোট পরবর্তী হিংসায়, মৃত্যু হয় কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি কর্মী  অভিজিৎ সরকারের

WB News Live Updates:বর্ধমান স্টেশনে লাইনচ্যুত আপ রাধিকাপুর এক্সপ্রেস, হতাহতের কোনও খবর নেই

বর্ধমান স্টেশনে লাইনচ্যুত আপ রাধিকাপুর এক্সপ্রেস।ইঞ্জিনের পরের বগির চারটি চাকা লাইনচ্যুত।ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন।হতাহতের কোনও খবর নেই

West Bengal News Live: পুলিশের অনুমতি না মিললেও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে আজ পুরসভা অভিযানে অনড় বিজেপি

পুলিশের অনুমতি না মিললেও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে আজ পুরসভা অভিযানে অনড় বিজেপি। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় হিন্দ সিনেমার সামনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হবে বিক্ষোভ মিছিল। দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল-সহ দলের নেতা-নেত্রীদের উপস্থিত থাকার কথা। তবে করোনাকালে পুরসভা অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। জমায়েত করলে মহামারী আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

WB News Live Updates: সম্ভবত আজই তৃণমূলে যোগ দিচ্ছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

সম্ভবত আজই তৃণমূলে যোগ দিচ্ছেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। কয়েকদিন ধরেই তৃণমূলের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্রের। আজ বিকেল ৪টেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার কথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের।

West Bengal News Live: বোলপুরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাথায় খালি সিলিন্ডার, মোটরবাইক নিয়ে হাঁটতে হাঁটতে বামেদের মিছিল

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোলপুরে মাথায় খালি সিলিন্ডার, মোটরবাইক নিয়ে হাঁটতে হাঁটতে বামেদের প্রতিবাদ মিছিল। পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বাম কর্মী, সমর্থকরা

WB News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে প্রভাবশালী-যোগের সম্ভাবনা রয়েছে বলে অনুমান ইডি-র

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক ইডি-র। ইডি সূত্রে খবর, প্রাথমিক অনুসন্ধানের পর তাদের সন্দেহ, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। প্রভাবশালী-যোগের সম্ভাবনা রয়েছে বলেও ইডি-র অনুমান। ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে জমা পড়েছে কলকাতা থেকে পাঠানো প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতে দিল্লির সঙ্গে কলকাতা অফিসের ভার্চুয়াল বৈঠক হবে।

West Bengal News Live:হরিশ্চন্দ্রপুরে ফুলহার নদীতে ভাঙন, ভিটে হারানোর আশঙ্কায় গ্রামবাসীরা

মালদার হরিশ্চন্দ্রপুরে ফুলহার নদীতে ভাঙন। দৌলত নগর এলাকায় শুক্রবার থেকে নদী ভাঙন শুরু হয়েছে। পাশাপাশি, বাড়ছে নদীর জলস্তর। গত তিনদিনে নদীগর্ভে তলিয়ে গেছে প্রায় এক বিঘা কৃষি জমি। ২০০ মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। ভিটে হারানোর আশঙ্কায় গ্রামবাসীরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি

WB News Live Updates: শান্তিপূর্ণ আন্দোলন হবে, পুলিশ বাধা দিলে পরিণাম ভুগতে হবে,পুরসভা অভিযান নিয়ে মন্তব্য দিলীপের

ভ্যাকসিন-দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে শান্তিপূর্ণ অভিযান হবে। পুলিশ বাধা দিলে তার পরিণাম ভুগতে হবে। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযানে পুলিশি অনুমতি না মেলায় হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

West Bengal News Live:'রবার স্ট্যাম্প হয়ে বসে আছি', ইস্তফা রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের

মালদার রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতির বিরুদ্ধে অনাস্থা ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গত তিনবছরে উন্নয়নের কাজ বন্ধ। শুধু রবার স্ট্যাম্প হয়ে বসে আছি। বিস্ফোরক দাবি করে বিডিওর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। গোষ্ঠীকোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে তারা। যদিও এনিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: বুধবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে

বুধবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বজ্র বিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরপ্রদেশ থেকে বিহার ও উত্তরবঙ্গ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এছাড়া, বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে উত্তর-দক্ষিণ অক্ষরেখা। তার জেরেই চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ।

West Bengal News Live:ভ্যাকসিন-হয়রানির অভিযোগ ঘিরে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ক্ষোভ

ভ্যাকসিন-হয়রানির অভিযোগ ঘিরে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ক্ষোভ। সবং গ্রামীণ হাসপাতালে রাত থেকে লম্বা লাইন। কেউ মশারি টাঙিয়ে হাসপাতালেই শুয়ে পড়েছেন। কেউ আবার রাত কাটিয়েছেন গাছের নীচে। টিকা পাওয়ার আশায় শিকেয় দূরত্ব বিধি। অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্ত্বেও বারবার ঘোরানো হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live Updates: বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁকুড়ার সোনামুখীতে

বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার সোনামুখী। গতকাল স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে কাষ্ঠডাঙা গ্রামে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিজেপির অভিযোগ, বিধায়কের সামনেই তাঁদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিধায়ককে ঘিরে শুরু হয় গো ব্যাক স্লোগান। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় বিধায়ক এলাকা ছাড়তেই শুরু হয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হন দু’পক্ষের ৯ জন।

West Bengal News Live:এবার টিটাগড়ে তৃণমূলের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বেলঘরিয়ার পর টিটাগড়। ফের তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে টিটাগড়ের পুরানি বাজার এলাকায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বোমা ফেটে জখম হন এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায়। তৃণমূলের দাবি, এলাকা দখলের লড়াইয়ে মদত রয়েছে বিজেপির।গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। টিটাগড় থানায় শাসকদলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

প্রেক্ষাপট

কলকাতা: বিজেপির পুরসভা অভিযানে মিলল না অনুমতি। জোর করে করলে ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। অভিযান আটকাতে মোতায়েন থাকবেন এক হাজার পুলিশকর্মী। থাকছে জলকামানও।


অনুমতি না পেলেও কর্মসূচিতে অনড় বিজেপি। পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের, বললেন দিলীপ। মহামারী আটকাতে নামেনি, মহামারীর সময় রাস্তায় নামছে, আক্রমণ অতীনের।


সরকারি আইনজীবী অভিযুক্তকে পরামর্শ দিতে পারেন না। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে ট্যুইট ডেরেক-কুণালের। আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা, বলছে বিজেপি।


বেলঘরিয়ায় তৃণমূলের অফিসে ঢুকে ২ কর্মীকে মার। পালানোর সময় দুষ্কৃতীদের ফায়ারিং। গ্রেফতার ৬। নেপথ্যে বিজেপি, অভিযোগ মদনের। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, বলছেন অর্জুন।


শিলিগুড়িতেও প্রতারণার ফাঁদ দেবাঞ্জনের। কালিম্পঙে টি বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ তৈরির প্রতিশ্রুতি। দায়িত্ব দেওয়ার টোপ দিয়ে ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ।


কলকাতায় একশো ছুঁইছুঁই পেট্রল, কয়েকটি জেলায় সেঞ্চুরি পার। নব্বইয়ের ঘরে ডিজেল। জনবিরোধী সরকারের উপহার। কটাক্ষ সৌগতর। রাজ্য আগে ভ্যাট কমাক, দাবি অর্জুনের।


সোশাল মিডিয়ায় বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল সাইবার সেল। দেওয়া হয়েছে ষড়যন্ত্র, ভয় দেখানো সহ একাধিক ধারা।


বেপরোয়া গতির জেরেই রেড রোডে বাস দুর্ঘটনা। অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। ঘাতক বাসের বিরুদ্ধে রয়েছে ৮০টি মামলা। চালকের ১৪ দিনের পুলিশ হেফাজত।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.