WB News Live Updates: মধ্যরাত থেকেই কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি

Get the latest West Bengal News and Live Updates:এবার কৃষ্ণনগরে সিআইডি অফিসার সেজে প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের ছকেই পুলিশ পরিচয়ে সমাজসেবার কাজে যুক্ত, নেতাদের সঙ্গে ছবি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Jul 2021 11:43 PM
WB News Live Updates: মধ্যরাত থেকেই কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি

মধ্যরাত থেকেই কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি। মধ্যরাত থেকেই কলকাতায় পেট্রোল ১০০ টাকা ২৩ পয়সা। রাত ১২টা থেকেই ডিজেলের দাম বেড়ে ৯২ টাকা ৫০ পয়সা।

WB News Live Updates: মালগাড়িতে চাপা পড়ে বালিকার মৃত্যুতে রণক্ষেত্র ব্রেসব্রিজ স্টেশন

মালগাড়িতে চাপা পড়ে বালিকার মৃত্যুতে রণক্ষেত্র ব্রেসব্রিজ স্টেশন। ‘দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। আচমকা মালগাড়ি চলতে শুরু করায় কাটা পড়ে বালিকার মৃত্যু। এর পরেই স্টেশনে তাণ্ডব উত্তেজিত জনতার, থানায় বিক্ষোভ। তারাতলা থানার সামনে স্থানীয়দের বিক্ষোভ।

WB News Live Updates: পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে বরাকর স্টেশন রোড থেকে উঠল অবরোধ

প্রায় ৮ ঘণ্টা পরে অবরোধ উঠল বরাকরে। পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে বরাকর স্টেশন রোড থেকে উঠল অবরোধ। অভিযুক্ত পুলিশ অফিসারদের কঠোর শাস্তির দাবি। পদক্ষেপের আশ্বাস পুলিশের। তারপরেই উঠল অবরোধ। এদিন, চুরির অভিযোগে আটক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল কুলটির বরাকর। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হল পুলিশের গাড়িতে। সাসপেন্ডেড আইসি ও পাঁচ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে খুনের লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার।

করোনা পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ নয়, বক্তব্য রাখবেন ভার্চুয়াল মাধ্যমেই: মমতা

নির্বাচনে বিপুল জয়ের পর নেত্রী জানিয়েছিলেন বিজয় উৎসব হবে ২১ জুলাই, শহিদ দিবসে। কিন্তু  করোনা পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ নয়, বক্তব্য রাখবেন ভার্চুয়াল মাধ্যমেই। ট্যুইট করে জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২১ জুলাইয়ের শহিদ দিবস আমাদের কাছে এক অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই দিনটিতে আমরা আমাদের ১৩ জন বীর শহীদ, যাঁদের ১৯৯৩ সালে রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছিল তাঁদের স্মরণ করি। এই দিনটিতে আমরা প্রতিবছর তাঁদের বীরের মৃত্যুবরণকে শ্রদ্ধা জানাই। মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জিতে ঐতিহাসিকভাবে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার।  অতিমারী পরিস্থিতির কারণে ২১ জুলাই দুপুর ২-এ আমি ভার্চুয়াল মাধ্যমে আমার ভাই-বোনদের উদ্দেশে বক্তব্য রাখব।

WB News Live Updates: কালীঘাটে বাইকের ধাক্কায় মৃত্যু পথচারীর

কালীঘাটে বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু। গতকাল রাতে এসপি মুখার্জি রোডে দুর্ঘটনা ঘটে। বাইকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: 'অনেকের দ্বিতীয় ডোজ বাকি', শুক্র-শনি শুধুমাত্র দ্বিতীয় ডোজই দেবে কলকাতা পুরসভা

চলতি সপ্তাহের শুক্র-শনিবার কলকাতায় মিলবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ। কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারে মিলবে শুধু দ্বিতীয় ডোজ।
‘বহু মানুষের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বাকি, তাই সিদ্ধান্ত’ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।

WB News Live Updates: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে মালবাজারের বিডিওর কাছে লিখিত আবেদন

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে মালবাজারের বিডিওর কাছে লিখিত আবেদন উপপ্রধানসহ পাঁচ সদস্যের।  জলপাইগুড়ির মালবাজারের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় সামনে এসেছে রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ, ওই গ্রাম পঞ্চায়েতের সব সদস্যই তৃণমূলের। যদিও শাসক দলের জেলা নেতৃত্বের দাবি, এইভাবে অনাস্থা আনা যাবে না।

WB News Live Updates: জলপাইগুড়ির পাহাড়পুড়ে সেপটিক ট্যাংকে নেমে মৃত ২ শ্রমিক।

জলপাইগুড়ির পাহাড়পুড়ে সেপটিক ট্যাংকে নেমে মৃত ২ শ্রমিক। অসুস্থ আরও ২। বদ্ধ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের জেরেই দুর্ঘটনা, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। শ্রমিক মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

WB News Live Updates: লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার চেঙ্গাইল স্টেশনে অবরোধ।

লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার চেঙ্গাইল স্টেশনে অবরোধ। লাইনে স্লিপার ফেলে চলল বিক্ষোভ। আরপিএফের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার। লোকাল ট্রেন চালাতে প্রস্তত আছে রেল। রাজ্য সরকার যে রকম নির্দেশ দেবে সেভাবে ট্রেন চলবে, জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের CPRO।

WB News Live Updates: ৫ বছরের বোনের সঙ্গে খেলতে গিয়ে মৃত্যু হল দিদির

ছোট্ট দুই মেয়েকে খেলতে দেখে, বাড়ি থেকে বেরিয়েছিলেন মা। প্রতিবেশিদের কাছে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন। বাড়ি ফিরে দেখলেন, ১০ বছরের মেয়ে পড়ে আছে বিছানায়। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৫ বছরের বোনের সঙ্গে খেলতে গিয়ে মৃত্যু হল দিদির। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে হুগলির পোলবায়।  

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরের সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে করোনার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ

সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে করোনার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। তা নিয়ে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ব্লক স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

WB News Live Updates: ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েও মেলেনি মেসেজ অথবা ভ্যাকসিনেশন সার্টিফিকেট

ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েও মেলেনি মেসেজ অথবা ভ্যাকসিনেশন সার্টিফিকেট। ভ্যাকসিনের বৈধতা নিয়ে আশঙ্কায় কসবার প্রৌঢ়া। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। থানার দ্বারস্থ অভিযোগকারিণী। গাফিলতির অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

WB News Live Updates: ভোট পরবর্তী অশান্তি মামলায় দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন রাজ্যের

কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ ভোট পরবর্তী অশান্তি মামলায় গত ২ জুলাই একাধিক নির্দেশ দিয়েছিল। সেই সব নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন জানাল রাজ্য সরকার। চলতি সপ্তাহেই এই আবেদন নিয়ে শুনানির সম্ভাবনা।  

WB News Live Updates: তালা হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিলে, কর্মহীন প্রায় ৪ হাজার শ্রমিক

কার্যত লকডাউনের মধ্যেই তালা ঝুলল হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিলে। কর্মহীন প্রায় ৪ হাজার শ্রমিক।

WB News Live Updates: বিধানসভায় জবাবি ভাষণে জাতীয় মানবাধিকার কমিশন ও বিজেপির সমালোচনা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় জবাবি ভাষণে জাতীয় মানবাধিকার কমিশন ও বিজেপির কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর কাছে খবর আছে, জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির সক্রিয় সদস্য হয়ে কাজ করছে। তাঁর আরও দাবি, যিনি মানবাধিকার কমিশনের দায়িত্বে আছেন, তিনি বিজেপির সক্রিয় সদস্য। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশন মদত না দিলে রাজ্যে বিজেপি ৩০টা আসনও পেত না

West Bengal News Live: কেক কেটে প্রতিবাদ পেট্রোলের মূল্যবৃদ্ধির

 পেট্রোলের দাম ১০০ ছাড়ানোয় অভিনব প্রতিবাদ বামেদের। খড়গপুর আইআইটি-র কাছে একটি পেট্রোল পাম্পে কেক কেটে প্রতিবাদ জানালেন বাম কর্মী, সমর্থকরা। পাম্পে আসা ক্রেতাদের খাওয়ানো হল কেক, চকোলেট। 

WB News Live Updates: বৈঠক বিতর্কের মধ্যেই তুষার মেহতার বাড়ির দরজায় কুণাল ঘোষ, দরজা রইল বন্ধ

বৈঠক বিতর্কের মধ্যেই  তুষার মেহতার বাড়ির দরজায় কুণাল ঘোষ। দরজা রইল বন্ধ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা নয়, জানাল নিরাপত্তারক্ষীরা।তুষার মেহতার জন্য সঙ্গে আনা নারদ নথি জমা দিলেন কুণাল ঘোষ।ওই নথিতে আছে শুভেন্দুর নাম, জানালেন কুণাল ঘোষ

West Bengal News Live: শুভেন্দুর বক্তব্যে বাধার অভিযোগ, বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের

শুভেন্দু অধিকারীর বক্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্য বিধানসভা।বক্তব্য রাখার সময় শুভেন্দুকে বাধাদানের অভিযোগ।বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। শুভেন্দুর অভিযোগ,‘স্পিকার বিরোধীদের সংরক্ষণ দিচ্ছেন না।তৃণমূলের ক্ষমতা-সন্ত্রাস বিধানসভার ভিতরেও ধরা পড়েছে।বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভাতেও আক্রান্ত।’

WB News Live Updates: বর্ধমানে প্রতারণা-চক্রের পর্দাফাঁস,গ্রেফতার ৮

রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বর্ধমানে প্রতারণা-চক্রের পর্দাফাঁস। পালশিটের হোটেল থেকে গ্রেফতার ৮। বাজেয়াপ্ত গাড়ি। 

West Bengal News Live: কিশোরের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ বরাকর, পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, গাড়িতে আগুন

পশ্চিম বর্ধমানের কুলটির বরাকরে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর।পুলিশের গাড়িতে আগুন।গতকাল রাতে স্থানীয় এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ।তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। পুলিশের দাবি এরপর গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর।তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই কিশোরের।কিশোরের মৃত্যুর খবর আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা।স্থানীয়দের অভিযোগ পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে কিশোরের

WB News Live Updates: কালীঘাটে বাইকের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু,গ্রেফতার চালক

কালীঘাটে দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। বাইকের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।বাইকচালককে গ্রেফতার করল পুলিশ

West Bengal News Live: কালিয়াচকে খুনের ঘটনায় অভিযুক্তের বয়ানের সঙ্গে মিলল না ময়নাতদন্তের রিপোর্ট

কালিয়াচকে পরিবারের চারজনকে খুনের ঘটনায় মূল অভিযুক্তের বয়ানের সঙ্গে মিলল না ময়নাতদন্তের রিপোর্ট। পুলিশ সূত্রে খবর, আসিফ মহম্মদের মা-বাবার গলায় ফাঁসের দাগ রয়েছে। এনিয়ে ফের আসিফকে জেরা করবেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ধৃত আসিফের বয়ানে অসঙ্গতির কথা স্বীকার করেছেন মালদার পুলিশ সুপার। পুলিশের দাবি, এর আগে জেরায় আসিফ দাবি করে, মা-বাবা, বোন-ঠাকুমাকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশ করে মেঝেয় গর্ত খুঁড়ে, সেখানে জল ভরে দেয়।

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বিধানসভায় আলোচনার দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব বিরোধীদের।  প্রস্তাব অস্বীকার করায় বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ।‘রাজ্যপালের ভাষণের পরই এই প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে’,জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live: প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়,হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু

প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। পরিবার সূত্রে খবর, আজ ভোর পৌনে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আগামীকাল দেহ নিয়ে আসা হবে কলকাতায়। করোনা আক্রান্ত হওয়ায় মুকুল রায়ের স্ত্রীকে ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে থাকার পর ২ সপ্তাহ ছিলেন একমো সাপোর্টে। এরপর ফুসফুস প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় চেন্নাই।

WB News Live Updates: টিকার প্রথম ডোজ নেওয়ার ৭০ দিন পরও মেলেনি সার্টিফিকেট, উদ্বেগ কসবার বৃদ্ধার

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর ৭০ দিন পরেও মেলেনি সার্টিফিকেট।মোবাইলে আসেনি কোনও নোটিফিকেশন।কবে হবে দ্বিতীয় ডোজ, ভেবে আকুল কসবার বৃদ্ধা।গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের

West Bengal News Live: লোকাল ট্রেন চালুর দাবিতে এবার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে অবরোধ

লোকাল ট্রেন চালুর দাবিতে এবার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে অবরোধ। সকাল পৌনে ১০টা নাগাদ নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেল লাইন অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে আরপিএফ ও জিআরপি। আটকে পড়ে রেলের স্টাফ স্পেশাল। 

WB News Live Updates:বোনের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু ১০ বছরের বালিকার

বোনের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু ১০ বছরের বালিকার।ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায়। পরিবার সূত্রে খবর, গতকাল ৫ বছরের বোনের সঙ্গে খেলছিল অঙ্কিতা। কাপড় দিয়ে টাঙানো দোলনায় বসে খেলতে খেলতে আচমকাই গলায় ফাঁস লেগে যায় পঞ্চম শ্রেণির ওই পড়ুয়ার। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। 

West Bengal News Live: শান্তিনিকেতন, তারাপীঠ অথবা কঙ্কালীতলায় যেতে হলে এবার থেকে বাধ্যতামূলক করোনা পরীক্ষা

শান্তিনিকেতন, তারাপীঠ অথবা কঙ্কালীতলায় যেতে হলে এবার থেকে বাধ্যতামূলক করোনা পরীক্ষা। বীরভূমের তিনটি জায়গায় তৈরি হচ্ছে ৬টি কিয়স্ক পয়েন্ট। এর মধ্যে রামপুরহাট মহকুমায় তিনটি চেক পয়েন্টে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ হলে আইসোলেশনে পাঠাবে প্রশাসন। তারাপীঠের মতো কঙ্কালীতলা ও শান্তিনিকেতনেও থাকছে করোনা কিয়স্ক। কোভিড টেস্টের পাশাপাশি সংগ্রহ করা হবে ভ্যাকসিনেশন সংক্রান্ত তথ্যও।

WB News Live Updates: এবারও ভার্চুয়াল মাধ্যমেই ২১ জুলাইয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত তৃণমূলের

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ খানিকটা হ্রাস পেলেও, সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়া নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। যার জেরে এবারও ভার্চুয়াল মাধ্যমেই ২১ জুলাইয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে অবশ্য কটাক্ষের সুর বিজেপির গলায়।

West Bengal News Live: ভোট পরবর্তী অশান্তি মামলায় হাইকোর্টে নির্দেশের পুনর্বিবেচনা চাইল রাজ্য

ভোট পরবর্তী অশান্তি মামলায় নির্দেশের পুনর্বিবেচনা চাইল রাজ্য।পুনর্বিবেচনার আবেদন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বৃহত্তর বেঞ্চে।২রা জুলাইয়ের নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।

WB News Live Updates: মূল্যবৃদ্ধি ঠেকাতে কলকাতার বিভিন্ন বাজারে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান

মূল্যবৃদ্ধি ঠেকাতে তত্পর রাজ্য প্রশাসন। কলকাতার বিভিন্ন বাজারে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। এদিন শ্যামবাজার-সহ বিভিন্ন এলাকায় বাজার পরিদর্শন করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি বিদিশা কলিতা। খাদ্যসামগ্রীর গুণমান যাচাইয়ের পাশাপাশি খতিয়ে দেখা হয় বিক্রয় মূল্য।

West Bengal News Live:দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই কলকাতায় ফের নীল বাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত

কলকাতায় ফের নীল বাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত। গাড়ির সামনে লাগানো সিবিআই স্টিকার। গ্রেফতার অভিযুক্ত। পুলিশের দাবি, নিজেকে রাজ্য সরকারের প্রতিনিধি ও কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং কাউন্সিল বলে দাবি করতেন ওই ব্যক্তি। গতকাল সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। কেন্দ্র ও রাজ্যের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রতারণা-চক্র চালাতেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: ঘরছাড়া বিজেপি কর্মীরা ঘরে ফিরতেই হামলা, মারধরের অভিযোগ

 ঘরছাড়া বিজেপি কর্মীরা ঘরে ফিরতেই হামলা, মারধরের অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ গেরুয়া শিবিরের কর্মীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একে অপরকে কাঠগড়ায় তুলল শাসক-বিরোধী দুই দল। তৃণমূল-বিজেপি উভয়ই দ্বারস্থ হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের।

West Bengal News Live:দলবদলের জেরে উলুবেড়িয়ায় বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

দলবদলের জেরে উলুবেড়িয়া ২ নং ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। ভোটাভুটিতে নির্বাচিত নতুন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। গত ২৯ জুন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে ইস্তফা দেন বাসুদেবপুর পঞ্চায়েতের আগের প্রধান।

প্রেক্ষাপট

কলকাতা: এবার কৃষ্ণনগরে সিআইডি অফিসার সেজে প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের ছকেই পুলিশ পরিচয়ে সমাজসেবার কাজে যুক্ত, নেতাদের সঙ্গে ছবি। চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠতেই ফেরার। 
দেবাঞ্জনের মতোই নেতা-মন্ত্রীদের সঙ্গে ত্রাণ বণ্টনের অনুষ্ঠানে ভুয়ো সিআইডি অফিসার। ছবি ফেসবুকে পোস্ট। কে কার সঙ্গে ছবি তুলেছে, জানা নেই, দাবি কারামন্ত্রীর। অভিযুক্তের গাড়ির চালক আটক। 
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার। রুট বদলে যাওয়ার চেষ্টা। সেন্ট্রাল অ্যাভেনিউতেই আটকে দিল পুলিশ। 
পুরসভার বহু আগেই বিজেপিকে আটকাল পুলিশ। ধস্তাধস্তিতে আহত মহিলা কর্মী। মহামারী আইনে সায়ন্তন, অগ্নিমিত্রা-সহ গ্রেফতার ৫৮, প্রেসিডেন্সি জেল নিয়ে যাওয়ার পরে জামিন। 
বিজেপির অভিযানে এলেনই না শুভেন্দু-সৌমিত্র। কাজের জন্য বাইরে, দাবি দিলীপের। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলনের হুমকি। হেরেও গা জোয়ারি, কটাক্ষ তৃণমূলের। 
দেবাঞ্জনকাণ্ড থেকে সতর্কতা। এবার যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগেই খোঁজ নিতে হবে বিধায়কদের। পরিষদীয় দলের বৈঠকে কড়া বার্তা তৃণমূলের। উদ্যোক্তা কারা, জেনে অনুষ্ঠানে যাওয়ার নির্দেশ। 
সার্ভিস রুল ভেঙে কীভাবে নারদকাণ্ডে অভিযুক্তের সঙ্গে সাক্ষাৎ?সলিসিটর জেনারেলের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে তৃণমূল। বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ করতে পারেন, কটাক্ষ অভিষেকের। 
তুষার মেহতা-শুভেন্দুর বৈঠকের অভিযোগে সরব তৃণমূল। অপসারণ না চেয়ে আগে পুরভোট করান, দাবি দিলীপের। ভোট হবে ঠিক সময়েই, আগে উপনির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন, পাল্টা পার্থ।
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতায় আস্থা। পার্থ-সুদীপের উপস্থিতিতে তৃণমূলে অভিজিৎ। মমতা-অভিষেকের সঙ্গে কথা। দুঃখের!!!! ট্যুইট প্রণব-কন্যার। কেন গেলেন, বলতে পারেন অভিজিৎই, মন্তব্য অধীরের। কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ। 
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এবারও ভার্চুয়ালে তৃণমূলের ২১ জুলাই। ভার্চুয়ালিই ভাষণ দেবেন তৃণমূলনেত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত। 
এবার তথাগতর নিশানায় শ্রাবন্তী। এবার বিজেপির নিচুতলার কর্মীরা বিচার করুন, নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে ট্যুইট। দলে আলোচনা করলে ভাল হত, প্রতিক্রিয়া সায়ন্তনের।
বেলাগাম ডিজেল। রাস্তায় উধাও বেসরকারি বাস। এখনই ভাড়া বৃদ্ধির দাবি খারিজ করে আগে রাস্তায় বাস নামানোর বার্তা সরকারের। ভাড়া না বাড়িয়ে উপায় নেই, পাল্টা দাবি মালিক সংগঠনের। 
রাস্তায় দেখা নেই বেসরকারি বাসের। ভাড়া বৃদ্ধি নিয়ে অনড় সরকার-মালিক সংগঠন-দুপক্ষই। 
বেলাগাম পেট্রোল, ডিজেল। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের কাছে কম সেস আদায় করার দাবি। মে মাসে ৮বার , জুনে ৬ বার মূল্যবৃদ্ধি। লাগামছাড়া দামে দুর্ভোগের কথা জানিয়ে হস্তক্ষেপ দাবি। 
রাজ্যে করোনা দৈনিক সংক্রমণ ৯০০-র নীচে, ১৮জনের মৃত্যু। দেশেও আক্রান্ত ৪০ হাজারের নীচে। টিকাকরণে আরও জোর দিতে বললেন প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই আসছে মডার্নার ভ্যাকসিন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.