West Bengal News Live: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৭৮৪, মৃত্যু ৬ জনের

Get the latest West Bengal News and Live Updates:

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Oct 2021 09:09 PM
WB News Live: কাটল না জট, আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের অনশন

কাটল না জট। আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের অনশন। দাবি দাওয়া না মেটালে, আন্দোলন থেকে পিছপা হবেন না, সাফ জানিয়ে দিয়েছে আন্দোলনকারীদের একাংশ।

WB Corona Cases: রাখতে হবে না রেফ্রিজারেটরে, আগামী দিনে ইনসুলিন রাখা যাবে ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও

রাখতে হবে না রেফ্রিজারেটরে। আগামী দিনে ইনসুলিন রাখা যাবে ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও। এমনই এক মলিকিউল আবিষ্কার করেছেন দুই বাঙালি বিজ্ঞানী। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সায়েন্স জার্নালে। অপেক্ষা এখন ফাইনাল পেটেন্টের।

WB News Live: ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৭৮৪, মৃত্যু হয়েছে ৬ জনের

শুক্রবার প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।

WB News Live Updates: হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু শিশুর, রতুয়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর

সদ্যোজাতর মৃত্যু, রতুয়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের। রতুয়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর, চিকিত্‍সক নিগ্রহের অভিযোগ। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় সুস্থ ছিল শিশু। বাড়িতে কোনও সমস্যা হয়ে থাকতে পারে, জানালেন বিএমওএইচ। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

WB News Live : পুরুলিয়ার কাশীপুরে বাইক দুর্ঘটনা, মৃত্যু ৪ জনের

পুরুলিয়ার কাশীপুরে বাইক দুর্ঘটনা, মৃত্যু ৪ জনের। দু’টি বাইকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১। বাইক আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না, দাবি পুলিশের।

WB News Live Updates: প্যান্ডেল থেকে কুমোরপাড়া, জোর কদমে চলছে শেষ মহূর্তের প্রস্তুতি

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আলোর রোশনাইয়ে সেজে উঠবে তিলোত্তমা। প্যান্ডেল থেকে কুমোরপাড়া, জোর কদমে চলছে শেষ মহূর্তের প্রস্তুতি৷ একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। 

WB News Live : হাওড়ায় তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে ক্রমশ চড়ছে তৃণমূল-বিজেপির চাপানউতোর

হাওড়ায় তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে ক্রমশ চড়ছে তৃণমূল-বিজেপির চাপানউতোর। মৃতের স্ত্রীর অভিযোগ,  সিবিআইয়ের আতঙ্কেই তাঁর স্বামী আত্মঘাতী হয়েছেন। ভোটে হেরে গিয়ে এভাবেই মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। দোষ না করলে কীসের ভয়? পাল্টা প্রশ্ন বিজেপির

West Bengal News Live: ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন

ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন। বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে মাথায় গুলি করে খুন
সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ। তৃণমূলের অভিযোগ অস্বীকার সিপিএমের 

WB News Live Updates: চলতি বছরেও রাজ্যের পুজো অনুদানে সবুজ সঙ্কেত দিল হাইকোর্ট

চলতি বছরেও রাজ্যের পুজো অনুদানে সবুজ সঙ্কেত দিল হাইকোর্ট ‘কোভিড মোকাবিলায় কীভাবে টাকা খরচ হবে, নির্দেশিকা তৈরি করুক রাজ্য’ ‘রাজ্য নির্দেশিকা না তৈরি করলে হাইকোর্টের ২০২০-র নির্দেশ অনুযায়ী পুজো অনুদান’ ‘মাস্ক, স্যানিটাইজার তৈরি, জনসচেতনতা বাড়াতে পুজো অনুদান থেকে খরচ করা যাবে’ অনুদানের টাকা কীভাবে খরচ, জানাতে হবে রাজ্যকে, নির্দেশ হাইকোর্টের ২২ নভেম্বরের মধ্যে হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

West Bengal News Live: ১৮ ঘন্টা পর ঘুমপাড়ানি গুলি ছুড়ে ধরা হল ঝাড়গ্রাম চিড়িয়াখানার পালিয়ে যাওয়া চিতাবাঘকে

অবশেষে উদ্ধার হল পালিয়ে যাওয়া চিতাবাঘ। ১৮ ঘন্টা পর ধরা পড়ল চিতাবাঘটি। ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে ধরলেন বনকর্মীরা। আপাতত তাকে পাঠানো হবে বানারহাট রেসকিউ সেন্টারে। এনক্লোজারে রয়েছে দুই ছানা। তাই পালিয়ে গেলেও চিড়িয়াখানা চত্বরেই থেকে গিয়েছিল চিতাবাঘ। ১৮ ঘণ্টা পর মিলল খোঁজ। গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে এনক্লোজার টপকে পালিয়ে যায় চিতাবাঘটি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ঝাড়গ্রাম চিড়িয়াখানা। এই ঘটনায় বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

WB News Live Updates: কোচবিহারে বিজেপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, মহকুমাশাসকের দফতরের সামনে স্লোগান তৃণমূলকর্মীদের

কোচবিহারে বিজেপির মনোনয়ন ঘিরে উত্তেজনা।মহকুমাশাসকের দফতরের সামনে তৃণমূলকর্মীদের স্লোগান।বিজেপি প্রার্থী অশোক মণ্ডল মনোনয়ন জমা দিতে এলে উত্তেজনা।পরে তৃণমূলকর্মীদের সরিয়ে দেয় পুলিশ

West Bengal News Live: তৃণমূলই ঠিক করে নিক কে হবে বিজেপির বিরোধী দল, কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূলই ঠিক করে নিক কে হবে বিজেপির বিরোধী দল। মমতা অন্য রাজ্যে নেতাদের পাঠাচ্ছেন। সিপিএমও একসময়ে চেষ্টা করেছিল। এখন দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। মন্তব্য দিলীপ ঘোষের ।

WB News Live Updates: কোচবিহার শহরে ভেঙে ফেলা হল বিতর্কিত তৃণমূল কংগ্রেস কার্যালয়

বিতর্কিত তৃণমূল কংগ্রেস কার্যালয় ভেঙে ফেলা হলো। গত ২১ জুলাই কোচবিহার শহরের মন্দার মোড় এলাকায় একটি তৃনমূল কার্যালয়ের উদ্বোধন করেন তৎকালীন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। সেই সময় বিতর্ক ওঠে একটি হেরিটেজ বিল্ডিং এর সামনে এই পার্টি অফিস নির্মাণ করা নিয়ে।। অবশেষে সেই পার্টি অফিস ভেঙে ফেলা হলো, তৃণমূল সূত্রের খবর অফিসটি  অন্যত্র তৈরি করা হবে

West Bengal News Live: চারটি বিধানসভা আসনে উপনির্বাচনে ৭ কেন্দ্রীয় মন্ত্রীকে প্রচারে নামাচ্ছে বিজেপি

৩০ অক্টোবর, রাজ্যের বাকি চারটি বিধানসভা আসনে উপনির্বাচন। চার কেন্দ্রের জন্য ৭ কেন্দ্রীয় মন্ত্রীকে প্রচারে নামাচ্ছে বিজেপি। দলের তরফে ঘোষণা করা হয়েছে তারকা প্রচারকদের নাম। ২০ জনের প্রচার তালিকায় সর্বাগ্রে রয়েছেন, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, গিরিরাজ সিং, প্রতিমা ভৌমিক, জন বার্লা, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুররা। এছাড়া, বিজেপির তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং-ও। উপনির্বাচনে বিজেপির হয়ে রাজ্যে প্রচার করবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

WB News Live Updates: রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের ২০ জনের প্রচার তালিকায় রয়েছেন রাজ্যের পাঁচ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করবেন সৌগত রায়, দেব, শতাব্দী রায়, মিমি চক্রবর্তী, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, মনোজ তিওয়ারি-সহ তৃণমূলের একঝাঁক সাংসদ, বিধায়ক। ৩০ অক্টোবর খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

West Bengal News Live: কালীপুজোর মরসুমে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা চেয়ে মামলার আবেদনে অনুমতি হাইকোর্টের

কালীপুজোর মরসুমে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা চেয়ে মামলার আবেদন। মামলা দায়েরের আবেদন কলকাতা হাইকোর্টে।জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল ডিভিশন বেঞ্চ। অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।ভ্যাকেশন বেঞ্চে মামলার শুনানি হবে।গতবছর কোভিডের কারণে বাজি পোড়ানোয় জারি ছিল নিষেধাজ্ঞ

WB News Live Updates: পুজোর মুখে কলকাতার কাছেই ভাঙড় থেকে উদ্ধার হল ৬০ রাউন্ড গুলি

পুজোর মুখে কলকাতার কাছেই ভাঙড় থেকে উদ্ধার হল ৬০ রাউন্ড গুলি। ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর, গতকাল রাতে ভাঙড়ের বড়ালি এলাকায় ইয়াসিন আকুঞ্জি নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাড়ি থেকেই উদ্ধার হয় ৬০ রাউন্ড গুলি ও ২টি আগ্নেয়াস্ত্র। ধৃতদের হেফাজতে নিয়ে অস্ত্র-গুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথাও পাচার করার পরিকল্পনা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live: চোরবাগানের চ্যাটার্জি বাড়িতে রীতি মেনে দ্বিতীয়ায় প্রতিমা এল

চোরবাগানের চ্যাটার্জি বাড়িতে রীতি মেনে দ্বিতীয়ায় প্রতিমা এল। দেবী মাকে বরণ করে নিলেন পরিবারের মহিলারা।

WB News Live Updates: পুজোর মুখে বাসন্তীর রাধাবল্লভপুরে নদীতে ধস,তলিয়ে গেল ১৫-২০টি বাড়ি

পুজোর মুখে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রাধাবল্লভপুরে নদীতে ধস। হোগোল নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেল ১৫-২০টি বাড়ি। স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে হোগোল নদীতে ধস নামে। নদী বাঁধ ভেঙে হু-হু করে জল ঢুকতে শুরু করে রাধাবল্লভপুর গ্রামে। ঘুমের মধ্যে তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে এলেও, খড়কুটোর মতো ভেসে যায় আসবাব, গৃহস্থালীর সরঞ্জাম। পুজোর মুখে সর্বস্বান্ত বেশ কয়েকটি পরিবার। দুর্বল নদী বাঁধ ভেঙে যাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

West Bengal News Live: ১৭ ঘণ্টা পরে খোঁজ মিলল ঝাড়গ্রামের চিতাবাঘের, এনক্লোজার থেকে পালালেও রয়েছে চিড়িয়াখানা চত্বরেই

১৭ ঘণ্টা পরে খোঁজ মিলল ঝাড়গ্রামের চিতাবাঘের। বন দফতর সূত্রে খবর, এনক্লোজার থেকে পালালেও চিড়িয়াখানার চত্বরের মধ্যেই রয়েছে চিতাবাঘটি। তাকে ঘুমের ওষুধ দিয়ে বশ করার চেষ্টা চলছে। গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে এনক্লোজার টপকে সেটি পালিয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ঝাড়গ্রাম চিড়িয়াখানা। এই ঘটনায় বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

WB News Live Updates: প্রধানমন্ত্রীর কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরে চিঠি বিলি দিলীপের, কটাক্ষ তৃণমূলের

লখিমপুর কাণ্ডে বিরোধী চাপের মুখে প্রধানমন্ত্রীর কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরে চিঠি বিলি করলেন দিলীপ ঘোষ। কিষাণ সম্মান নিধির উপভোক্তারা যাতে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান, সেই আর্জি জানিয়ে নিজের নির্বাচনী এলাকায় চিঠি বিলি করেন তিনি। তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal News Live: প্রতিপদেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিড় উপছে পড়ল, এবার পুজোর থিম বুর্জ খলিফা

প্রতিপদেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিড় উপছে পড়ল। এবার পুজোর থিম বুর্জ খলিফা। গভীর রাত পর্যন্ত লাইন দিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মণ্ডপ ও প্রতিমা দর্শন চলে।

WB News Live Updates: আমডাঙায় ট্রাকে লুঠপাটের ঘটনায় ৫জনকে গ্রেফতার করল পুলিশ

আমডাঙায় ট্রাকে লুঠপাটের ঘটনায় ৫জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে লুঠ হওয়া ৫০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে দুষ্কৃতীদের গাড়িও। আরও একজনের খোঁজ চলছে।

West Bengal News Live: বাম-কংগ্রেস জোট-জটিলতা অব্যাহত

রাজ্যে চার আসনে উপনির্বাচন ঘিরেও বাম-কংগ্রেস জোট-জটিলতা অব্যাহত। ভোট শেষ, মোর্চাও শেষ- সীতারাম ইয়েচুরির এই অফিসিয়াল ঘোষণার পরেও চার আসনে প্রার্থী দেওয়া নিয়ে টানাপোড়েন চলছে কংগ্রেস ও বামেদের মধ্যে।

WB News Live Updates:‘ডবল ডোজে অঞ্জলি’

ভ্যাকসিনের দু’টি ডোজ নিলে, তবেই মণ্ডপে ঢুকে অঞ্জলি, সিঁদুরখেলা। বড় প্যান্ডেলে সর্বাধিক ৪৫, ছোট মণ্ডপে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবেন, নতুন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। নিয়ম মানা না হলে পুজোর অনুমতি বাতিল করতে পারবে পুলিশ।

West Bengal News Live: মাটিয়ায় মৃত কিশোরীর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ

উত্তর ২৪ পরগনার মাটিয়ায় মৃত কিশোরীর দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পরিবারের আবেদন মেনে নিল আদালত। ৯ অক্টোবর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

WB News Live Updates: লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ

লখিমপুর খেরিতে কৃষকদের হত্যায় দোষীদের গ্রেফতারের দাবিতে যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সইফুলের নেতৃত্বে বিক্ষোভ। মেদিনীপুর মোহনপুর ব্রিজের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। আধ ঘন্টার এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।

West Bengal News Live: বসিরহাটের মাটিয়ায় রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন

বসিরহাটের মাটিয়ায় রাতে বাড়ি ফেরার পথে, তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। জখম হন তৃণমূল নেতার সঙ্গীও। মৃত মোফাজ্জল হক মণ্ডলের বাড়ি আকিপুরে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এক সঙ্গীকে নিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা মোফাজ্জল হক মণ্ডল। অভিযোগ, রাস্তায় একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। বাইক থেকে পড়ে গেলে, দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে বলে অভিযোগ। বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। হামলার কারণ এখনও স্পষ্ট নয়

WB News Live Updates: খড়গপুরে ডাইন সন্দেহে এক বৃদ্ধকে খুনের অভিযোগ, গ্রেফতার ২

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ডাইন সন্দেহে এক বৃদ্ধকে খুনের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় জল জমিতে দুর্গাপদ টুডুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে।  ঘটনায় যুক্ত সন্দেহে এলাকার দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।

West Bengal News Live: টানা বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম, লিটারে ১০৪ টাকা পেরিয়ে গেল পেট্রোল

টানা বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। প্রতি লিটারে ২৯ পয়সা বাড়ল পেট্রোলের দাম।কলকাতায় ১০৪ টাকা পেরিয়ে গেল পেট্রোলের দাম।কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৪ টাকা ২৩ পয়সা।প্রতি লিটারে ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম।কলকাতায় ৯৫ টাকা পেরিয়ে গেল ডিজেলের দাম।কলকাতায় ডিজেলের নতুন দাম ৯৫ টাকা ২৩ পয়স

WB News Live Updates: অণ্ডালে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

পশ্চিম বর্ধমানের অণ্ডালে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পঞ্চায়েতের তরফে টাকা মিটিয়ে দেওয়ার বারবার আশ্বাস দিলেও সেই টাকা মেলেনি বলে অভিযোগ। গাফিলতির অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের।

West Bengal News Live:বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি দেওয়ার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ

দক্ষিণ দিনাজপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি দেওয়ার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বালুরঘাটে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে ও গঙ্গারামপুরে ফ্লেক্সের ওপরে অন্য দলের ফ্লেক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

WB News Live Updates:চাঁচলে করোনার ভ্যাকসিনেশন কেন্দ্রে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু

চাঁচলে করোনার ভ্যাকসিনেশন কেন্দ্রে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু। মৃতের পরিবারের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারের নির্দেশে বেলাইনে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করলে সিভিক ভলান্টিয়ার প্রৌঢ়কে ধাক্কা দেন। মৃতের পরিবার মারধর করে সিভিক ভলান্টিয়ারকে, পাল্টা দাবি পুলিশের।

প্রেক্ষাপট

কলকাতা: বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা। নজিরবিহীনভাবে বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল।বিধানসভায় মমতা-সহ ৩ বিধায়কের শপথগ্রহণে গরহাজির বিজেপি! 


বিধায়ক হিসেবে মমতার শপথগ্রহণের দিনই বিজেপি শিবিরে আরও ভাঙন। ৪ কেন্দ্রে উপনির্বাচনের আগে তৃণমূলে ফিরলেন সব্যসাচী। (বাইট--‘কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম’। সব্যসাচীকে নিয়ে তৃণমূলেই ভিন্নসুর। বিধানসভার মধ্যে দলবদল কেন? প্রশ্ন সুকান্তের। 


৪ কেন্দ্রে ভোটের জন্য তৃণমূল প্রার্থীদের মনোনয়ন। খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটার বিজেপি প্রার্থী ঘোষণা। শান্তিপুরে বামেদের পরে প্রার্থী দিল কংগ্রেসও। 
প্রার্থী ঘোষণা বিজেপির


ফের বঙ্গ-বিজেপির দায়িত্বে কৈলাস, অরবিন্দ মেনন। ৮০জনের জাতীয় কর্মসমিতিতে মিঠুন, দীনেশ ত্রিবেদী। বিশেষ আমন্ত্রিত সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। 
ফের দায়িত্বে কৈলাস


মুকুলের বিধায়ক-পদ রাখিজ নিয়ে কী সিদ্ধান্ত? হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিধানসভার অধ্যক্ষ। ১৫ নভেম্বর পর্যন্ত হাইকোর্টে শুনানি স্থগিত। 


কয়লাকাণ্ডে এডিজি-সিআইডি জ্ঞানবন্ত সিংকে ফের তলব করল ইডি। ১১ অক্টোবর সকাল ১১টায় হাজিরা দিল্লির অফিসে হাজিরার নির্দেশ। 


উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আটশোরই কাছে, একদিনে ১৩জনের মৃত্যু। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা। 
আটশোরই কাছে সংক্রমণ


 ভ্যাকসিনের দুটি ডোজ নিলেই মণ্ডপে ঢুকে অঞ্জলি, সিঁদুরখেলা। বড় প্যান্ডেলে সর্বাধিক ৪৫, ছোট মণ্ডপে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ জন। নতুন নির্দেশ হাইকোর্টের।


এবারও পুজো মণ্ডপে দর্শকদের নো এন্ট্রি। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল রাজ্য বিদ্যুত্‍ বণ্টন সংস্থা। পুজোর সময় বৃষ্টির ভ্রুকুটি। জল জমা রুখতে প্রস্তুতি পুরসভার। 
ভিড় নিয়ন্ত্রণে বৈঠক


 একাদশ-দ্বাদশের সিলেবাস থেকে বাদ বিবেকানন্দের প্রবন্ধ, নজরুলের কবিতা থেকে ধর্ম, সাম্রাজ্যবাদ। করোনা আবহে বিশেষজ্ঞদের পরামর্শে সিদ্ধান্ত, জানাল সংসদ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.