এক্সপ্লোর
সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েছে তার কুকুর, ছবি পোস্ট করলেন বন্ধু
গতকাল পটনার গঙ্গায় সুশান্তের অস্থিভস্ম বিসর্জন দিয়েছে তাঁর পরিবার।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হতবাক করে দিয়েছে গোটা দেশকে। তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন প্রাণখোলা হাসি মুখের মৃত যুবকের ছবি-ভিডিও। তবে একজন না পারছে নিজের শোক প্রকাশ করতে, না পারছে সুশান্তকে ছাড়া বেঁচে থাকার চেষ্টা করতে। সে হল তাঁর কুকুর ফাজ। সুশান্তকে এখনও সারা বাড়ি খুঁজে চলেছে সে।
বিগ বস ১০ জয়ী মনবীর গুর্জর ফাজের ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, কালো ল্যাব্রাডরটি বসে আছে এক কোণে। কেউ তাকে একটা ফোন দিয়েছেন, তাতে রয়েছে সুশান্তের ছবি। মনবীর লিখেছেন, ভাই সুশান্ত, আর কেউ না হোক, এ তো তোমার মূল্য জানত!
Bro 💔 #SushanthSinghRajput koi aur naaa sahi ye to teri Value aaj bhi janta hai! 😔 pic.twitter.com/gW2vcCSh2T
— Manveer Gurjar (@imanveergurjar) June 17, 2020
গতকাল পটনার গঙ্গায় সুশান্তের অস্থিভস্ম বিসর্জন দিয়েছে তাঁর পরিবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















