নয়াদিল্লি: ভারতের বৃহত্তম আইটি সংস্থা TCS রবিবার জানিয়েছে যে বছরে ২ শতাংশ কর্মী ছাঁটাই করবে। অর্থাৎ সেই সংখ্যাটা প্রায় ১২ হাজার ! আর এরপরেই টিসিএসে ছাঁটাইয়ের ইস্যুতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে চিঠি পাঠাল NITES  ।

আরও পড়ুন, পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের খুন, জঙ্গিদের 'সমর্থনে' তৃণমূল বিধায়ক ! 'জঙ্গিরা সব সময় পর্যটনকে সম্মান জানায়..'

এযাবৎকালে এটাই সবথেকে বড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে TCS. এরআগে ২০১৫ সালেও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তার হার অনেকটাই কম ছিল। সেবছর ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিল TCS. যা কিনা তাঁদের মোট কর্মচারীর ১ শতাংশ। এবার যা কিনা ২ শতাংশে পথে যেতে চলেছে। ভারতীয় আইটি ইন্ডাস্ট্রিতে সম্ভবত এটাই সবথেকে বড় গণছাটাই হতে চলেছে। এই খবর প্রকাশ্যে আসতেই, আইটি কর্মীদের ইউনিয়ন NITES, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে ছাঁটাইয়ের প্রসঙ্গে চিঠি পাঠিয়েছে। 

যদিও টিসিএস একাই চাপের মুখে নয়, দেশের একাধিক আইটি সংস্থা কর্মী নিয়োগ নিয়ে চিন্তাভাবনা করছে। দ্য ইকোনমিক টাইম এর প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রথম সারির ৬ টি আইটি সংস্থা, পঁচিশ অর্থবর্ষে পৌনে চার হাজার কর্মী নিয়োগ করেছে। যা কিনা মূলত গত তিন অর্থবর্ষের গ্রাফে প্রায় ৭০ শতাংশ নীচে নেমে গিয়েছে। টিসিএস জানিয়েছে, ছাঁটাই এর সিদ্ধান্ত মূলত ব্যয় কমানোর জন্য নয়। বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সংস্থাকে পুনর্গঠন করতেই এই সিদ্ধান্ত। 

বর্তমানে টিসিএস-এ মোট কর্মচারীর সংখ্যা ৬ লক্ষ এর উপরে। জানা গিয়েছে, আগামী অর্থবর্ষের মধ্যে গোটা প্রক্রিয়াটা শেষ হবে। কাদের ছাঁটাই  করা হবে এটা নিশ্চিত করতে বিভাগীয় প্রধানদের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে এই ছাঁটাইয়ের তালিকায় থাকবেন মূলত অধিকাংশই মাঝারি এবং সিনিয়র কর্মীরা। জুনিয়র কর্মীরা এই তালিকায় ছাকছেন না। সংস্থার ভিতরে বিভিন্ন স্তরে কৃত্তিম বুদ্ধিমত্তাকে জোর দেওয়া হচ্ছে। সেই কারণেই এই কর্মী ছাঁটাই। মূলত ভবিষ্যতের জন্য প্রয়োজনিয়তা বুঝে  আগাম প্রস্তুত থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা এআই এবং অপারেটিং মডেল পরিবর্তনের মতো নয়া প্রয়ুক্তির নিয়ে আসছে।

তবে যাদেরকে ছাঁটাই করা হবে, তাঁদের জন্য চিন্তাও রয়েছে সংস্থার। যাতে তাঁরা অসুবিধার মধ্যে না পড়ে তাই, বিষয়টি সহানুভুতির সঙ্গেই দেখা হবে। ছাঁটাই হওয়া কর্মীদের নোটিস পিরিওডের টাকা দেওয়া হবে। মিলবে বিচ্ছেদকালীন টাকা। এমনকি বিমা সুরক্ষা কভারেজও বৃদ্ধি করা হতে পারে বলে খবর। এবং এখানেই শেষ নয়, ছাঁটাই হবে যারা, তাঁরা যাতে দ্রুত অন্য কোথাও চাকরি পান, সেবিষয়েও সাহায্যের হাত বাড়িয়ে দেবে টিসিএস।