নয়াদিল্লি: আগেরবার সংসদ থেকে Cash for Query মামলায় সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে ফের কৃষ্ণনগরের ওই আসন থেকেই তৃণমূলের টিকিটে দিতে সংসদে গিয়েছেন মহুয়া মৈত্র। সোমবার বক্তব্য় রাখার সময় ঘুরেফিরে তাঁর বক্তব্যে উঠে এল বহিষ্কৃত হওয়ার ঘটনা। ছত্রে ছত্রে বিঁধালেন বিজেপি সরকারকে। 


আগেরবার বহিষ্কৃত হওয়ার প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করার সময় তুলে আনলেন ব্য়ক্তিগত প্রসঙ্গও। মহুয়ার কথায়, 'আমি সাংসদপদ হারিয়েছিলাম। আমি ঘর হারিয়েছিলেন। অস্ত্রোপচারে আমি আমার ইউটেরাস হারিয়েছিলাম।' হারানোর তালিকার সঙ্গে সঙ্গেই কী পেয়েছিলেন, সেটাও জানলেন তিনি। মহুয়া মৈত্র বলেন, 'আমি ভয় থেকে মুক্তি পেয়েছি। আমি আপনাকে ভয় করি না। আমি তোমাদের (বিজেপি) শেষ দেখব।'


এর আগেও একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গ তুলেছিলেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন গতবার যে সময় তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই সময়েই তাঁকে সরকারি ঘর তাঁকে ছাড়তে হয়েছিল। সেই সময়েই তাঁর 'Total Hysterectomy' হয়েছিল। সেই কারণে তাঁর ওভারি, ইউটেরাস বাদ গিয়েছিল। তার পরপরই তাঁকে সব ছাড়তে হয়।


২০২৩ সালের ডিসেম্বরে Cash for Query মামলায় তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। লোকসভার এথিক্স কমিটি জানিয়েছিল যে মহুয়া মৈত্র সংসদে মোদি সরকারের সমালোচনা করে বিশেষ প্রশ্ন তোলার জন্য এক ব্য়বসায়ীর কাছ থেকে উপহার ও নগদ নিয়েছিলেন। 


এদিন মহুয়া মৈত্র বক্তব্য় শুরুর সময়েই উঠে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা দেখেই মহুয়া বলতে থাকেন, 'আপনি আমার এলাকায় ২ বার এসেছিলেন। আপনি অন্তত আজ আমার বক্তব্য শুনুন...' 


 






রাষ্ট্রপতির বক্তব্য় নিয়েও সমালোচনা করেছেন মহুয়া। তাঁর অভিযোগ, যাঁরা রাষ্ট্রপতির বক্তব্য লিখে দিয়েছেন তাঁরা পুরনো তথ্য দিয়ে লিখেছেন। সংখ্যগরিষ্ঠতা নিয়ে এই সরকার এসেছে- এমন বক্তব্য ছিল রাষ্ট্রপতির ভাষণে। সেই প্রশ্ন তুলে মহুয়ার কটাক্ষ, 'পুরনো বক্তব্য টুকে বসিয়ে দিয়ে দয়া করে রাষ্ট্রপতিকে অপমান করবেন না।'


তোপ বিজেপিকে:
এর আগে ২০১৯ সালে তাঁর এক ঝাঁঝালো ভাষণের জন্য বিখ্যাত হয়েছিলেন মহুয়া মৈত্র। 'ফ্যাসিবাদের সাতটি চিহ্ন'- বলেছিলেন তিনি। তা নিয়ে প্রচুর আলোচনাও হয়েছিল। আগেরবার ৩০৩ আসন থেকে কমে এই ভোটে ২৪০ আসনে বিজেপি নেমে যাওয়ায়, তা নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, 'আমার আগেরবার বলতে দেওয়া হয়নি। আমায় বসিয়ে দেওয়ার জন্য আপনাদের ৬৩টি আসন কমিয়ে দিয়েছে জনতা।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: 'রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়...সুপারিশ করুন রাজ্যপাল', দাবি শুভেন্দুর