নয়াদিল্লি: ত্রিপুরায় বিজেপি ধাক্কা খেল। বিজেপি ও বিধায়ক পদ ছেড়ে ত্রিপুরার দুই নেতা সুদীপ রায়বর্মন (Sudip Ray Barman) ও আশিসকুমার সাহা আজ যোগ দিলেন কংগ্রেসে।  আজ সকালে তাঁরা দিল্লিতে রাহুল গাঁধীর (Rahul Gandhi) বাড়িতে যান। সেখানে চলে আসেন প্রিয়াঙ্কা গাঁধীও।  চারজনের মধ্যে বৈঠক হয়। এরপর দুই নেতা কংগ্রেসে অনুষ্ঠানিকভাবে যোগ দেন। গতকালই তাঁরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। 


আগেই জানিয়েছিলেন বিজেপির প্রতীকে আর লড়বেন না। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন প্রাক্তন মন্ত্রী। মন্ত্রিত্ব থেকে অপসারণের পর থেকেই বেসুরো ছিলেন সুদীপ রায় বর্মন। গত বিজেপি ছাড়েন দুই বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিস সাহা। ইস্তফা দেন বিধায়ক পদ থেকেও। আর তার পরেই তৈরি হয় দলবদলের জল্পনা। সেই জল্পনা উস্কে দিয়ে এদিন সকালে রাহুল গাঁধীর নয়াদিল্লির বাড়িতে হাজির হন দলত্যাগী দুই বিধায়ক। সেখানে উপস্থিত হন প্রিয়ঙ্কা গাঁধীও। এরপর দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁদের। বৈঠক শেষে যোগ দেন কংগ্রেসে।





 


কংগ্রেসে যোগ দিয়ে সুদীপ রায় বর্মন বলেন, "রাজনীতির সূচনা হয়েছিল এই দলের হাত ধরেই। বাড়ি ফেরার আনন্দটাই আলাদা। এটা ঘর ওয়াপসি। আমি পাপ করেছি। প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। কংগ্রেস সরকার গড়ে তুলবে। ত্রিপুরায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। লুটপাট চলছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। মারধর করা হচ্ছে। খবরের কাগজে কী হেডলাইন হবে, সেটাও রাজ্য সরকার ঠিক করে দিতে চাইছে।''  


আরও পড়ুন: Hiran Chatterjee : খড়গপুর পুরভোটে প্রার্থী বিধায়ক হিরণ ! বিজেপির প্রার্থীতালিকায় একাধিক চমক