এক্সপ্লোর
Advertisement
মেনুতে ছিল গুজরাতি পদ খামান, ব্রকোলি সামোসা, নানা ধরনের চা, সবরমতী আশ্রমে কিছুই খাননি ট্রাম্প-মেলানিয়া
সবরমতী আশ্রমের ট্রাস্টি কার্তিকেয় সারাভাই বলেন, সফরকারী প্রতিনিধিদলের সদস্যদের জন্য কিছু পদের ব্যবস্থা ছিল। কিন্তু আশ্রম সফরে এসে না মার্কিন প্রেসিডেন্ট, না ফার্স্ট লেডি-দুজনের কেউই কিছু খাননি।
নয়াদিল্লি: সোমবার দুপুরে আমদাবাদে রোড শোয়ের মধ্যে মিনিট ১৫-র জন্য সবরমতী আশ্রম ঘুরে দেখেন ট্রাম্প দম্পতি। সেখানে চরকা কাটেন তাঁরা। অভিজ্ঞতার কথা ভিজিটর বুকে লেখেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মুখে কিছু তোলেননি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁরা সবরমতী আশ্রম আসছেন বলে খাবারদাবারের আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিল জনপ্রিয় গুজরাতি পদ। খামান। হাই টি মেনুতে এছাড়াও ছিল ব্রকোলি ও কর্ন সামোসা, অ্যাপল পাই, কাজু কাটলি ও নানা ধরনের চা।
সবরমতী আশ্রমের ট্রাস্টি কার্তিকেয় সারাভাই বলেন, সফরকারী প্রতিনিধিদলের সদস্যদের জন্য কিছু পদের ব্যবস্থা ছিল। কিন্তু আশ্রম সফরে এসে না মার্কিন প্রেসিডেন্ট, না ফার্স্ট লেডি-দুজনের কেউই কিছু খাননি।
এদিন আমদাবাদ বিমানবন্দর থেকে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত রোড শোয়ের ফাঁকে ট্রাম্প-মেলানিয়া সবরমতীতে যান। সেখানে তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সারাভাই বলেন, সফরকারী দলের সদস্যদের জন্য় আয়োজন করা খাবারের কিছুই খাননি একজনও। সবরমতী থেকেই নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে থাকতে মোতেরা স্টেডিয়াম রওনা দেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement