নয়াদিল্লি: উত্তরাখণ্ডের বিধানসভায় (Uttarakhand Assembly ) পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code Bill)। এটি মূলত অভিন্ন নাগরিক কোড আইনগুলির একটি সমষ্টিকরণ হিসেবে গণ্য করা হয়। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিবাহ-বিবাহবিচ্ছেদ-দত্তক-উত্তরাধিকার সহ ব্যক্তিগত বিষয়গুলি পরিচালনা করে। লোকসভা ভোটের আগে এই বিল পাশ হওয়াকে কার্যতই ঐতিহাসিক ঘটনা বলেই সিলমোহর ওই রাজ্যের বিজেপি সরকারের (BJP Govt)।
উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ 'অভিন্ন দেওয়ানি বিধি'
এক দেশ এক আইনের পথে আরও একধাপ এগোল ভারত, বলে চাপানউতোর রাজনৈতিক মহলে। মূলত আগেই উত্তরাখণ্ডের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি বিল।এবং তার আগে এই বিলের খসরা পাঠানো হয়েছিল ৫ সদস্যের কাছে।সুপ্রিম কোর্টের বিচারপতির নের্তৃত্বে এই কমিটি , বিলে বেশ কিছু সুপারিশ করেছিল। যাবতীয় সুপারিশ গ্রহণ করে রবিবার এই বিলটাকে সবুজ সংকেত দেয় উত্তরাখণ্ডের মন্ত্রিসভা। তারপর এই বিল পাশ করানোর জন্য বিশেষ অধিবেশন শুরু হয় উত্তরখণ্ডে।
উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি বিলে কী কী নিষিদ্ধ করা হয়েছে ?
উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনা হয়েছে, তাতে নিষিদ্ধ করা হয়েছে বহুবিবাহ। এমন কি বহুগামিতাও নিষিদ্ধ বলে দাবি করা হয়েছে। একই পরিবারের মধ্যে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে।লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে দিতে হবে ঘোষণাপত্র। এছাড়া সম্পত্তির ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তানের সমান অধিকার , বৈধ ও অবৈধ সন্তানের সমান অধিকার থাকবে। বিয়ের ক্ষেত্রে নুন্যতম বয়েস ধার্য করা হয়েছে।
বিশেষ করে মহিলারা উপকৃত হবেন : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
বিধানসভায় এই প্রস্তাবনা পাশ হওয়ার পরেই, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, 'আজ উত্তরাখণ্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা এমনটা বিল পাশ করেছি, যা দীর্ঘ দিন ধরে জনগণ দাবি জানিয়ে আসছিল। উত্তরাখণ্ডই দেশের মধ্যে প্রথম রাজ্য যারা অভিন্ন দেওয়ানি বিল পাশ করল।এর জন্য আমি সকল বিধায়কদের ও রাজ্যের সকল নাগরিকদের ধন্যবাদ জানাতে চাই। এই বিল সকলের মঙ্গলকামনায় আনা হয়েছে। এর দ্বারা বিশেষ করে মহিলারা উপকৃত হবেন।'
আরও পড়ুন, 'কাটমানির টাকায় দিঘায় জগন্নাথ ধাম..', বিস্ফোরক শুভেন্দু
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)