কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা নিয়ে নতুন জটিলতা। ২-৩ ঘণ্টার বেশি পরীক্ষা নেওয়া যাবে না। প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোডে আধ ঘণ্টা সময় দেওয়া যাবে। তার বেশি সময় দেওয়া হলে সেটা পরীক্ষা বলেই গণ্য হবে না।


ইউজিসির- বার্তায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয়গুলি। একাধিক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল, বাড়িতে বসে পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করা থেকে উত্তরপত্র আপলোড বা জমা দেওয়ার সময়সীমা ২৪ ঘণ্টা।


কিন্তু সেই পরীক্ষা ব্যবস্থা যে বৈধ নয়, ইউজিসির বার্তায় তা স্পষ্ট। এই প্রেক্ষাপটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বোর্ড অফ স্টাডিজ এবং স্নাতকোত্তরের ফ্যাকাল্টি কাউন্সিলের জরুরি বৈঠক বসে।


সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়, ইউজিসি-র বিধি মেনেই ২-৩ ঘণ্টার মধ্যে পরীক্ষা হবে। যদিও এবিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার প্রতিক্রিয়া মেলেনি। ১-১৮ অক্টোর স্নাতক ও স্নাতকোত্তর ফাইনাল হোয়ার কথাষ সময়সীমা নিয়ে ইউ বার্তায় নতুন করে জটিলতা।


Education Loan Information:

Calculate Education Loan EMI