এক্সপ্লোর
Advertisement
৪০০ ছাড়াল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ৭
বিহারের পর গুজরাটের সুরাত। করোনার বলি আরও ১। ভারতে একদিনে তিন করোনা আক্রান্তের মৃত্যু। দেশে মৃত বেড়ে ৭।
কলকাতা: রবিবার ভারতে তিন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ৪০০ ছাড়াল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করে কেন্দ্র। তারপরই দেশের ২৩টি রাজ্যে আংশিক বা পূর্ণ লকডাউন জারি হচ্ছে। ।
রবিবারই ঘোষণা করা হয়, এ রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত দেশে বন্ধ মেল, এক্সপ্রেস, লোকাল, প্যাসেঞ্জার ট্রেন ও মেট্রো রেল। ছাড় পাচ্ছে মালগাড়ি। বন্ধ আন্তঃরাজ্য বাস পরিষেবাও। আন্তর্জাতিক উড়ান গতকালই শেষ নেমেছে রাজ্যে। যদিও উড়বে দেশীয় উড়ান।
দেশে ৭ মৃত্যুর মধ্যে মহারাষ্ট্রেই নোভেল করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুজরাতে মৃত্যু হয়েছে ১ জনের। রবিবার বিহারের পটনায় মৃত্যু হয়েছে ৩৮ বছরের এক ব্যক্তির। এর আগে কর্ণাটক, দিল্লি ও পঞ্জাবে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
বিহারের পটনায় করোনা সংক্রমণে মৃত ব্যক্তির ব্যক্তির বাড়ি মুঙ্গেরে। ওই ব্যক্তি ২ দিন আগে কাতার থেকে বিমানে কলকাতা হয়ে পটনায় ফেরেন। এই খবর সামনে আসার পর থেকেই তৈরি হয়েছে উৎকণ্ঠা। কলকাতা বিমানবন্দরে তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, তা দেখা হচ্ছে। যদিও চিকিৎসকদের মতে, তাঁর কিডনিতেও গুরুতর সমস্য ছিল।
মহারাষ্ট্রে এখনও ৭৪ জনের শরীরে চিনা ভাইরাসের হদিশ মিলেছে। এর পরেই স্থান কেরলের। রবিবার অন্ধ্রপ্রদেশে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে। তামিলনাড়ুতে স্পেন ফেরত ব্যক্তির শরীরেও মিলেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবার থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ। লকডাউন হচ্ছে দিল্লি, পঞ্জাব, গুজরাত,ওড়িশা-সহ একাধিক রাজ্যে।
<iframe src="https://cdn.abplive.com/ corona-html/index.html" width="640" height="180"></iframe>
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement