UPSC Recruitment 2023: ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি (UPSC) ডেপুটি আর্কিটেক্ট এবং অন্যান্য আরও অনেক পদের জন্য নিয়োগের নোটিফিকেশন (Recruitment Notification) প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এ গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। জানা গিয়েছে, ৭১টি শূন্যপদে নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ জুলাই থেকে এবং তা চালু থাকবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। জানা গিয়েছে, আবেদনকারীরা অনলাইনে জমা দেওয়া আবেদনপত্র প্রিন্ট করানোর সুযোগ পাবেন ২৮ জুলাই পর্যন্ত। কোন পদে জন্য কত শূন্যপদ রয়েছে, আবেদনের বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া প্রয়োজন। 


কোথায় কত শূন্যপদ



  • লিগাল অফিসার- ২

  • সায়েন্টিফিক অফিসার- ১

  • ডেপুটি আর্কিটেক্ট- ৫৩

  • সায়েন্টিস্ট বি- ৭

  • জুনিয়র সায়েন্টিফিক অফিসার- ২

  • অ্যাসিসট্যান্ট ডিরেক্টর অফ মাইনস সেফটি- ২

  • ডিরেক্টর জেনারেল- ১

  • অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- ৩ 


ইউপিএসসি-র নতুন চাকরিতে আবেদন করার জন্য যাবতীয় তথ্য পাওয়া যাবে ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটে। মাত্র ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীদের। স্টেট ব্যাঙ্কের যেকোনও শাখায় গিয়ে নগদে অথবা যেকোনও ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI - এইসব মাধ্যমেও টাকা জমা দেওয়ার সুবিধা রয়েছে। SC/ST/PwBD এবং মহিলাদের কোনওরকম অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকি অন্যান্য তথ্যের জন্য ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখা প্রয়োজন। 


আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষা


এই পরীক্ষার ক্ষেত্রে ৫০০টি শূন্যপদ বাড়ানো হয়েছে। আগে বলা হয়েছিল ৪০০০- এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। একাধিক ব্যাঙ্কের মাধ্যমে আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার সাহায্যে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে পয়লা জুলাই এবং শেষ হবে ২১ জুলাই। নোটিফিকেশনে জানানো হয়েছে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে অনলাইনে। পরবর্তী কমন রিক্রুটমেন্ট প্রসেসের আওতায় এই পরীক্ষা হবে। সেখানে থেকেই ক্লারিকাল ক্যাডার পদের (Clerical Cadre Posts) জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। একাধিক ব্যাঙ্ক এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছে। চলতি বছর অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর- এই তিনমাস জুড়ে চলবে পরীক্ষা। আবেদন জমা দেওয়া যাবে শুধুমাত্র অনলাইনেই এবং শেষ তারিখ ২১ জুলাই। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। সেখানেই পাওয়া যাবে নোটিফিকেশন, যার থেকে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে। 


আরও পড়ুন- মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণ, প্রাণ হারাল কেরলের কিশোর, আপনি সাবধান তো?


Education Loan Information:

Calculate Education Loan EMI