এক্সপ্লোর
Advertisement
পেনসিলভানিয়াও বাইডেনের, অবশেষে পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
বাইডেন প্রেসিডেন্ট পদে জয়ী হতে ইলেক্টোরাল কলেজে প্রয়োজনীয় ২৭০ এর বেশি ভোট পেয়েছেন। শনিবার চারদিনের টানটান উত্তেজনা পর্ব শেষে পেনসিলভেনিয়াও জিতে নেন তিনি। করোনাভাইরাস অতিমারীর জন্য মেইল-ইন-ব্যালট সংখ্যা বেড়ে যাওয়ায় গণনা সম্পূর্ণ হতে দেরি হচ্ছিল।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফয়সালা হয়ে যাওয়ার সপ্তাহখানেক বাদে শেষ পর্যন্ত প্রকাশ্যে পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের কথায়। প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন ‘জিতেছেন’ বলে ট্যুইট করেছেন তিনি। তবে একইসঙ্গে ট্রাম্পের দাবি, তাঁর বিরুদ্ধে নির্বাচনে রিগিং করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গত বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল মার্কিন রাজনীতি। প্রথম থেকেই ট্রাম্প জালিয়াতির অভিযোগ সামনে এনে নির্বাচনী ফল মানতে চাইছিলেন না, যদিও অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ পেশ করেননি। জানিয়ে দিয়েছিলেন, ফল বিরুদ্ধে গেলে আইনি চ্যালেঞ্জ পেশ করে বাইডেনের পক্ষে যাওয়া রায় উল্টে দেবেন।
He won because the Election was Rigged. NO VOTE WATCHERS OR OBSERVERS allowed, vote tabulated by a Radical Left privately owned company, Dominion, with a bad reputation & bum equipment that couldn’t even qualify for Texas (which I won by a lot!), the Fake & Silent Media, & more! https://t.co/Exb3C1mAPg
— Donald J. Trump (@realDonaldTrump) November 15, 2020
বাইডেন প্রেসিডেন্ট পদে জয়ী হতে ইলেক্টোরাল কলেজে প্রয়োজনীয় ২৭০ এর বেশি ভোট পেয়েছেন। শনিবার চারদিনের টানটান উত্তেজনা পর্ব শেষে পেনসিলভেনিয়াও জিতে নেন তিনি। করোনাভাইরাস অতিমারীর জন্য মেইল-ইন-ব্যালট সংখ্যা বেড়ে যাওয়ায় গণনা সম্পূর্ণ হতে দেরি হচ্ছিল।
বাইডেন ডেলাওয়ারে এক ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, যা-ই ঘটুক না কেন, তিনি ২০২১ এর ২০ জানুয়ারি, সূচনার দিনে নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণে পূর্ণ শক্তি, উদ্যমে এগিয়ে যাবে তাঁর টিম। গত মঙ্গলবারই তিনি বলেন, আমরা লাগাতার, ধারাবাহিক গতিতে এগিয়ে যাব। আমাদের প্রশাসন, হোয়াইট হাউসের ভার নেব। কারা ক্য়াবিনেট পদে থাকবেন, সেই বাছাই পর্ব, রিভিউ চলবে। কিছুতেই আমরা বিরত থাকব না। ট্রাম্পের নির্বাচনের ফল মেনে না নেওয়াটা বিড়ম্বনা, অস্বস্তি বলেও অভিমত প্রকাশ করেন বাইডেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement