এক্সপ্লোর
পারবেন সিমন বাইলস? শাড়ি পরে জিমন্যাস্টিক্সের শূন্যে ডিগবাজি খাওয়া লাফ, অনায়াসে করে দেখালেন এই মহিলা
অনেক মেয়েই বলে থাকেন, শাড়ি বড্ড ব্যাকডেটেড, শাড়ি পরে তাঁদের হাঁটতে চলতে অসুবিধে হয়, রোজকার পোশাক হিসেবে জিনস, সালোয়ার বরং অনেক বেশি কাজের। পারুলের ভিডিও কিন্তু তাঁদের চুপ করিয়ে দেবে।
চণ্ডীগড়: বাড়ির ছাদে পাতা একটা মাদুর। সামনে মোটা একটা গদি। তাতেই জিমন্যাস্টিক্সের অসাধারণ অ্যাক্রোব্যাটিক মুভ অনায়াসে করে দেখালেন এক তরুণী। পরনে জিমন্যাস্টদের আঁটোসাঁটো পোশাক নয়, এক্কেবারে শাড়ি। তাঁর সঙ্গে লাফালেন এক পুরুষও। তিনি আবার পরে পুরোদস্তুর কোটপ্যান্ট।
মহিলা টিকটক ফিটনেস মডেল, বাড়ি হরিয়ানায়, নাম পারুল অরোরা। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা, তিনি জাতীয় স্তরে সোনাপ্রাপ্ত জিমন্যাস্ট। যোগাসনের পাশাপাশি নিয়মিত নিজের জিমন্যাস্টিক স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
অনেক মেয়েই বলে থাকেন, শাড়ি বড্ড ব্যাকডেটেড, শাড়ি পরে তাঁদের হাঁটতে চলতে অসুবিধে হয়, রোজকার পোশাক হিসেবে জিনস, সালোয়ার বরং অনেক বেশি কাজের। পারুলের ভিডিও কিন্তু তাঁদের চুপ করিয়ে দেবে। বিশেষ করে শূন্যে ডিগবাজি খেয়ে যেভাবে তিনি একটুও টাল না খেয়ে মাটি ছুঁলেন, বড় বড় জিমন্যাস্টরাও শাড়ি পরে তা করতে পারতেন কিনা সন্দেহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
মালদা
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement