পার্থ প্রতিম ঘোষ, ওয়েনাড: প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড(Wayanad Landslide)। এখনও পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। ধসের নীচে এখনও অনেকের আটকে থাকার প্রবল আশঙ্কা রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
বিপর্যস্ত কেরলের ওয়েনাড: তাসের ঘরের মতো ভেঙেছে বাড়ি। খেলনার মতো ভেসে গেছে গাড়ি। ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ হারিয়েছেন দেড়শোর বেশি মানুষ। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ঈশ্বরের আপন দেশে এখন শ্মশানের স্তব্ধতা, কান্নার রোল। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে কেরলের ওয়েনাড। এখনও কাদামাটিতে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা। কোথাও তিনতলা বাড়ির দুটো তলাই ডুবে গেছে কাদায়। নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়ে রয়েছে দোকানপাট। কাদায় আটকে ভাঙাচোরা গাড়ি। কাদামাটির নীচে কি কোনও প্রাণের স্পন্দন রয়েছে এখনও? ডগ স্কোয়াড নিয়ে চলছে তল্লাশি।
সূত্রের খবর, সোমবার রাত ২টো নাগাদ প্রথমবার ধস নামে, ওয়েনাডের মুন্ডাক্কাইতে। তারপর ভোর চারটে ১০ নাগাদ ধসে তছনছ হয়ে যায় নদীপারের চুরালমালা গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুন্ডাক্কাই ও চুরালমালায়। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে দু-দুটো গ্রাম। প্রকৃতির তাণ্ডবলীলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অট্টমালা, নুলপুঝাও। এখনও শান্ত হয়নি প্রকৃতি। বহু গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। আটকে পড়েছেন অনেকে। লাগাতার উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌসেনা, SDRF, NDRF। নজরদারি চালাচ্ছে বায়ুসেনার বিমান। অস্থায়ী সেতু তৈরি করে সরিয়ে আনা হচ্ছে বাসিন্দাদের। কালপেট্টার বিধায়ক টি সিদ্দিকি বলেন, "সেনাবাহিনী, NDRF, সিভিল ডিফেন্সের কর্মীরা সব জায়গায় উদ্ধারকাজ চালাচ্ছেন। সমস্যা হচ্ছে, ৩২-৩৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ২৫ কিলোমিটার দূর থেকে। আমাদের পুরো এলাকায় তল্লাশি করতে হবে। অনেককেই এখনও চিহ্নিত করা যায়নি। অন্যান্য রাজ্যের শ্রমিকরাও এখানে কাজে এসেছিলেন। সেই তথ্যও আমাদের হাতে নেই।''
বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। বুধবার তিনি ওয়েনাডে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ওয়েনাড-সহ পাঁচ জেলায় এখনও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কবে কাটবে বিপর্যয়? কেরলের মুখ্যসচিব ভি বেণু বলেন, "৪৮ ঘণ্টায় ওই অঞ্চলে ৫৭ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। যেকোনও জায়গায় বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই পরিমাণ বৃষ্টিপাত হলে ধস নামতে পারে। এই মুহূর্তে আমাদের উদ্ধারকাজে জোর দিতে হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।