কলকাতা : WBCS-এর পরীক্ষায় গেরুয়া শিবিরের আইকন সাভারকরের প্রসঙ্গ। প্রশ্নপত্রে জায়গা পেয়েছে- কন্যাশ্রী, সবুজ সাথী বা গতিধারার মতো তৃণমূল সরকারের প্রকল্পগুলি। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
UPSC-র পর এবার WBCS! কেন্দ্রীয় সরকারের পরীক্ষার পর এবার রাজ্য সরকারের চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের বিষয় নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক ! WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছে, কোন বিপ্লবী নেতা জেল থেকে ‘মার্সি পিটিশন’ করেন ? অপশনে, প্রথম নামটি ভিডি সাভারকরের। যাঁকে গেরুয়া শিবির নিজেদের আইকন মনে করে। আরেকটি প্রশ্ন ছিল, গত ১০ বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিক্যাল কলেজ হয়েছে ? WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষায় আরও প্রশ্ন এসেছে, NRC বর্তমানে কী অবস্থায় রয়েছে ? এছাড়াও, প্রশ্নপত্রে জায়গা পেয়েছে ‘কন্যাশ্রী’, ‘সবুজ সাথী’ বা ‘গতিধারা’র মতো তৃণমূল সরকারের প্রকল্পগুলি নিয়েও!
সম্প্রতি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে নিয়োগের UPSC-র পরীক্ষায় বাংলার ‘ভোট-সন্ত্রাস’ নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়। কেন্দ্রীয় সরকারের ওই পরীক্ষায় দিল্লির কৃষক আন্দোলন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। রচনাধর্মী প্রশ্নে লিখতে দেওয়া হয়, ভারতে দলীয় রাজনীতি পারিবারিক ব্যবসা হিসেবে ফুলফেঁপে উঠেছে। দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কটের প্রসঙ্গেও রিপোর্ট লিখতে বলা হয়।
কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় এ ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন কেন দেওয়া হবে ? এই প্রশ্ন তুলে তখন কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছিল তৃণমূল। এবার, রাজ্য সরকারের পরীক্ষার প্রশ্নপত্রে এ ধরনের প্রশ্ন কেন, সেই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী ট্যুইট করে লিখেছেন, যখন UPSC-তে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন এসেছিল, তখন বিরাট শোরগোল পড়ে গেছিল। এখন WBCS পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, ভণ্ড বিদ্বজ্জনেরা এখন কী ব্যাখ্যা দেবেন, সেটাই দেখার।
এব্যাপারে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, প্রশ্ন করে সরকার, দল নয়। আর এগুলো তো সরকারি প্রকল্প।
এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, দু’জনেই মুদ্রার এপিঠ আর ওপিঠ।
এব্যাপারে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, শাসকরা সবসময় শিক্ষাকে নিজেদের প্রচারে লাগায়। ফলে সেসব কারণে এই সব প্রশ্ন দেওয়া হয়। শিক্ষাবিদ সুকান্ত চৌধুরী বলেছেন, যে প্রশ্নের উত্তর দিতে হলে কোনও বিশেষ সরকারের নীতি নিয়ে কথা বলতে হবে, এতে রাজনৈতিক মত বোঝা যায়। এরকম প্রশ্ন দেওয়া উচিত নয়।
সব মিলিয়ে UPSC-র পর এবার WBCS-এর প্রশ্নপত্র নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।
Education Loan Information:
Calculate Education Loan EMI